Comilla Hijama Center

Comilla Hijama Center নবীজী সা.-এর সুন্নাতি চিকিৎসা হিজামা/স

সারা শরীরে প্রচন্ড ব্যাথায় যখন অস্থির তখনই সুন্নাতি চিকিৎসা হিজামা বা কাপিং থেরাপি আছে আপনার পাশে স্বস্তি ও আরামের বার্ত...
17/06/2021

সারা শরীরে প্রচন্ড ব্যাথায় যখন অস্থির তখনই সুন্নাতি চিকিৎসা হিজামা বা কাপিং থেরাপি আছে আপনার পাশে স্বস্তি ও আরামের বার্তা নিয়ে।

24/12/2020
এখন থেকে আমার শারীরিক অসুস্থতার কারণে এই সেন্টারের সকল কার্যক্রম আমার গ্রামের বাড়িতে পরিচালিত হবে।বিস্তারিত জানতে হ্যালো...
01/11/2020

এখন থেকে আমার শারীরিক অসুস্থতার কারণে এই সেন্টারের সকল কার্যক্রম আমার গ্রামের বাড়িতে পরিচালিত হবে।
বিস্তারিত জানতে হ্যালো: 01740985290

নবীজী সা.-এর সুন্নাতি চিকিৎসা হিজামা/স

এই শীতে উষ্ণতার সাথে শরীরকে গরম রাখার জন্য আমরা নিয়ে এসেছি ওরিজিনাল (original ) 100% খাঁটি মধু। যা আমাদের শরীরের জন্যে  ...
15/01/2020

এই শীতে উষ্ণতার সাথে শরীরকে গরম রাখার জন্য আমরা নিয়ে এসেছি ওরিজিনাল (original ) 100% খাঁটি মধু। যা আমাদের শরীরের জন্যে অনেক উপকারিতা রয়েছে। কুরআন এবং হাদিসেও মধুর অনেক গুনাগুন সম্পর্কে বলা হয়েছে।(পরবর্তিকালে বিজ্ঞানীদের দ্বারা তা সত্য বলে প্রমাণিত হয়েছে।)

★ কুরআনের বানী : তাতে মানুষের জন্যে রয়েছে রোগের প্রতিকার । নিশ্চয় এতে চিন্তাশীল সম্প্রদায়ের জন্যে নিদর্শন রয়েছে । (সূরা আন-নাহল,আয়াত:68-69)
★ প্রিয়নবী (সা:) বলেন,মধুতে আরোগ্য নিহিত আছে ।(সহীহ বুখারি :5248)
★ আয়েশা (রা:) বলেন, রাসূল (সা:)এর কাছে মধু ও মিষ্টান্ন খুব প্রিয় ছিল ।(সহীহ বুখারি :5250)
★ রাসূল (সা:) আরো বলেন, যে ব্যক্তি প্রতি মাসে তিন দিন সকালে মধু চেটে খাবে, তার বড় ধরনের কোনো রোগ হবে না। (ইবনে মাজাহ:3441)
এছাড়াও,
▪মধু চেহারার লাবণ্য বৃদ্ধি করে।
▪মধু মানুষের যৌন শক্তি বৃদ্ধি করে।
▪রাসূল সা: এর বানী, মধু এবং কালোজিরা মৃত্যু ছাড়া সকল রোগের ঔষধ ।
■ আলহামদুলিল্লাহ, বাজারের অনেক অনেক মধুর ভীড়ে আসল-নকল যখন চেনা দায় তখন আমরা চেষ্টা করছি আসল স্বাদের, ভেজাল মুক্ত দেশি ১০০% ন্যাচারাল চাকভাঙ্গা মধু সরবরাহ করতে। আমাদের নিজেদের সংগ্রহ করা এ মধু আমরা নিজেরা ও যারা আসল মধু চেনেন সেই সকল মানুষদের খাইয়ে, তাদের পরামর্শে আপনাদের জন্য একাধারে দীর্ঘ চার বছর যাবত সরবরাহ করে আসছি।
▪দাম ▪প্রতি কেজি 1000/-(এক হাজার টাকা মাত্র )
অর্ডার করতে এখনি কল করুনঃ
☎️01842985290 ☎️ 01740985290
📲 Bkash Number 01842985290

05/11/2019

হিজামা করার পূর্বের ও পরের প্রস্তুতি
---------------------------------------------------------
১। চিকিৎসার ৩ ঘণ্টা আগে থেকে খালি পেটে থাকতে হবে।
২। হিজামার পূর্বের ২৪ ঘন্টা সহবাস করা যাবে না।
৩। আপনি যদি রক্ত পাতলা করার ঔষধ খেতে থাকেন তবে এগুলো (এসপিরিন, ক্লোপিড ইত্যাদি) সংশ্লিষ্ট ফিজিশিয়ানের সাথে কথা বলে হিজামা করার তিন দিন আগে বন্ধ করতে হবে।
৪ । হিজামার কমপক্ষে ১ ঘন্টা আগে হালকা গরম পানি দিয়ে গোসল করে নিতে হবে।
৫। ঢিলেঢালা পোশাক পড়ে হিজামা করতে আসতে হবে।

* হিজামার পরবর্তী নির্দেশনা
-------------------------------------
১। হিজামার এক ঘণ্টা পর থেকে পেট ভরে খেতে হবে।
২। ক্ষত স্থানে চুলকানি হলে নারিকেল তেল অথবা অলিভ অয়েল ব্যবহার করতে হবে।
৩। ২৪ ঘন্টা পর্যাপ্ত পরিমাণ বিশ্রাম নিতে হবে।
৪। পরবর্তী ২৪ ঘন্টা সহবাস করা যাবে না।
৫। প্রতিদিন সকালে অথবা বিকেলে এক গ্লাস করে গরম গাভীর দুধে ২ চামচ করে মধু মিশিয়ে সেবন করা ভালো।
৬। প্রতিদিন ১ চা চামচ কালোজিরা অথবা তৈল এবং এবং জয়তুনের তৈল সেবন করা উচিত।
৭। হিজামা করার তিন সপ্তাহ পর শারীরিক অবস্থা ফোনে জানাতে হবে।
©

26/06/2019

হিজামা: একটি প্রাচীন ও সুন্নাহভিত্তিক চিকিৎসা পদ্ধতি
--------------------------------------------------
একজন অমুসলিম ডাক্তার যদি আমাকে বলে যে, আপনার এই সমস্যা হয়েছে আপনার ইসিজি, আল্ট্রা, এনজিওগ্রাম,এম আর আই,সিটিস্ক্রিন, হরমোন টেস্ট ইত্যাদি করাতে হবে। আমি ডাক্তারের কথা অক্ষরে অক্ষরে পালন করি। এরজন্য ঋণ করে হাজার হাজার টাকা ব্যয় করি। কারন, ডাক্তারের কথায় আমার বিশ্বাস আছে। উনি বাংলাদেশের অনেক বড় ডাক্তার। উনার চিকিৎসা কি ভুল হতে পারে?
অথচ...
আমার আপনার সকলের সৃষ্টিকর্তা, সকল রোগের সৃষ্টিকর্তা এবং রোগ থেকে শিফা দানকারী আমার আপনার অতি আপনজন আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা তার প্রিয় হাবীব রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মাধ্যমে বিশ্ববাসীকে জানিয়েছেন:
★ মধুর মধ্যে শিফা নিহিত ।
★ কালোজিরায় শিফা নিহিত ।
★ হিজামায় শিফা নিহিত ।
★ সূরা ফাতিহায় শিফা নিহিত ।
★ ইস্তিগফারে শেফা নিহিত।
★ সাদাক্বাহয় শেফা নিহিত।
কিন্তু আমরা এর কোনোটাতেই বিশ্বাস করতে পারিনা। কিছুটা বিশ্বাস যদিও আছে তাও সন্দেহের সমুদ্রে টলমান। এই সন্দেহ সহজে দূর হওয়ার নয়, তবে দূর করতে হবে। হাজার হাজার টাকা খরচ করে চিকিৎসা নেয়ার আগে একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিকিৎসা ইয়াক্বীনের সাথে গ্রহণ করে দেখতে পারি। আল্লাহ চাহেতো সুন্নাত এবং আরোগ্য দুটোই হাসিল হবে ইনশাআল্লাহ।

মনে রাখবেন হিজামা আমাদের গুরুত্বপূর্ণ একটি হারানো সুন্নাহ।

হিজামা সমাচার।

হিজামা কি?
-----*-----
হিজামা হল এমন একটি প্রাচীন চিকিৎসা পদ্ধতি, যাতে মানুষের সকল প্রকার শারীরিক, মানসিক ও আধ্যাত্মিক সুস্থতা বিদ্যামান রয়েছে। যাকে বাংলায় শিঙ্গা এবং ইংরেজিতে Cupping therapy বলা হয়।

হিজামার পদ্ধতি
------*-------
শরীরের নির্দিষ্ট কিছু অংশ থেকে মেশিনের সাহায্যে অথবা শিঙ্গার সাহায্যে রক্ত চুষে নেয়া বা বের করে ফেলা। এরদ্বারা ভেতরের দূষিত রক্ত দূর হয়ে যায়। যারফলে মানুষ প্রশান্তি অনুভব করে।

কেন হিজামা করাবেন?
---------*----------
আপনার রোগ হলে যেমন ডাক্তারের কাছে যান। তারপর প্রয়োজন পড়লে অস্ত্রপোচারও করান। তেমনি আপনার রোগের জন্য হিজামা করাবেন। তাহলে ফায়দা স্বরূপ রোগ থেকে ইনশাআল্লাহ মুক্তি পাবেন এবং রাসূল সাঃ এর একটি সুন্নাতের উপরও আমল করা হলো।

হিজামা কাপিং এর উপকারিতাঃ-
------------------------------------------------
(১) শরীর থেকে ক্ষতিকর বিষাক্ত পদার্থ/Toxin বের করে নিয়ে আসে,
(২) লিভারকে পরিস্কার করে ,
(৩) শরীরের ব্যথা/ জ্বালাপোড়া হৃাস করে,
(৪) ঘুমের উন্নতি করে
(৫) শারীরিক শক্তি বৃদ্ধি করে,
(৬) রক্ত সঞ্চালন বৃদ্ধি করে,
(৭) পায়ের দুর্গন্ধ দূর করে,
(৮) কিডনি পরিষ্কার করে,
(৯) বৃদ্ধ মানুষের বাত/ব্যথা নিরাময় করে ,
(১০) ত্বক পরিষ্কার করে।
(১১) শরীরের জয়েন্টগুলোতে ব্যাথা,ঘাড় এবং ব্যাক পেইন দূর করতে সাহায্য করে।

হিজামা কাদের জন্য?

সকল ববয়সী লোকদের জন্যই প্রযোজ্য। তবে বিশেষভাবে যারা:-

(১) ধূমপায়ীদের জন্য, যারা সিগারেট এর নিকোটিন বের করতে চান,
(২) দূর্বল লোকদের জন্য,যারা অল্পতেই ক্লান্ত হয়ে যায়,
(৩) যারা শরীরের ভিতরের বিষাক্ত টক্সিন দূর করতে চান।
(৪) যাদের জয়েন্টগুলোতে ব্যাথা,ঘাড় এবং ব্যাক পেইন আছে।
(৫) যারা ধুলাবালিতে কঠোর পরিশ্রম করেন।
(৬) যারা স্বাস্থ্য সম্পর্কে সচেতন।
(৭) যাদের শারিরীক যন্ত্রনায় ঘুম কম হয়।
(৮) বৃদ্ধ বাবা-মা যাদের বাতের ব্যথা আছে ,
(৯) যারা প্রতিদিন রাস্তায় চলাফেরা করে।
(১০) যারা শরীরে বিষাক্ত টক্সিন আছে কিনা যাচাই করতে চান।

কি ?

এই গুলো হচ্ছে ওই বিষ যা আপনাকে একবারে মেরে ফেলবে না কিন্তু তিলে তিলে কষ্ট দিবে। প্রতিদিনই আমাদের শরীরে বিভিন্ন ভাবে এই toxin গুলো প্রবেশ করে, যেমন : খাবার খাওয়ার মাধ্যমে , বাহিরের ভাজা-পুড়া, ফলে বা মাছে থাকা ফরমালিন , পানিতে থাকা আয়রন বা আর্সেনিক , ধূমপানের অভ্যাস থাকলে , এছাড়াও আমাদের দেশের গাছ পালা কমে যাওয়ায় বায়ু দূষণ হচ্ছে ,বায়ু ভারী হচ্ছে আর আমাদের শ্বাস-প্রশ্বাস এর মাধ্যমে আমাদের দেহে প্রবেশ করছে সীসা , অ্যালুমিনিয়াম এর মত ইত্যাদি ক্ষতিকারক বস্তু।

✪ বিশেষ দ্রষ্টব্যঃ
========
হিজামা কাপিং এ কোন পার্শপ্রতিক্রিয়া নাই।

হিজামা সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের ফেসবুক পেজে ভিজিট করুন।
https://www.facebook.com/Comilla-Hijama-Center-188706408294830/

☎️☎️আমাদের কল করুনঃ 01740985290
01842985290

হিজামা সংক্রান্ত হাদীসঃ
---------*----------

★ হযরত আবু হুরাইরা রাঃ থেকে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “জিবরীল আমাকে জানিয়েছেন যে, মানুষ চিকিৎসার জন্য যতসব উপায় অবলম্বন করে, তম্মধ্যে হিজামাই হল সর্বোত্তম।” আল-হাকিম, হাদীছ নম্বর: ৭৪৭০

★ হযরত আনাস রাঃ থেকে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “কেউ হিজামা করতে চাইলে সে যেন আরবী মাসের ১৭, ১৯ কিংবা ২১ তম দিনকে নির্বাচিত করে। রক্তচাপের কারণে যেন তোমাদের কারো মৃত্যু না হয়, সেদিকে লক্ষ্য রাখবে।” সুনানে ইবনে মাজা, হাদীছ নম্বর: ৩৪৮৬

★ হযরত আনাস রাঃ থেকে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, “আমি মেরাজের রাতে যাদের মাঝখান দিয়ে গিয়েছি, তাদের সবাই আমাকে বলেছে, হে মুহাম্মদ, আপনি আপনার উম্মতকে হিজামার আদেশ করবেন।” সুনানে তিরমিযী হাদীছ নম্বর: ২০৫৩

★ হযরত আনাস রাঃ থেকে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “গরম বৃদ্ধি পেলে হিজামার সাহায্য নাও। কারণ, কারো রক্তচাপ বৃদ্ধি পেলে তার মৃত্যু হতে পারে।” আল-হাকিম, হাদীছ নম্বর : ৭৪৮২
★ হযরত জাবির রাঃ থেকে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “নিশ্চয় হিজামায় শেফা রয়েছে।” সহীহ মুসলিম, হাদীছ নম্বর: ২২০৫

★ হযরত আবদুল্লাহ বিন উমর রাঃ থেকে বর্ণিত আছে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “খালি পেটে হিজামাই সর্বোত্তম। এতে শেফা ও বরকত রয়েছে এবং এর মাধ্যমে বোধ ও স্মরণশক্তি বৃদ্ধি পায়।” সুনানে ইবনে মাজা, হাদীছ নম্বর: ৩৪৮৭

★ হযরত আবদুল্লাহ্ বিন আব্বাস রাঃ থেকে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “হিজামাকারী কতইনা উত্তম লোক। সে দূষিত রক্ত বের করে মেরুদন্ড শক্ত করে ও দৃষ্টিশক্তি প্রখর করে।”
সুনানে তিরমিযী, হাদীছ নম্বর: ২০৫৩

হিজামার বিনিময়
------------*-------------
★ হযরত আনাস বিন মালিক রা.-এর নিকট হিজামাবৃত্তির উপার্জন সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, রাসূলুল্লাহ সা. হিজামা (নিজ শরীরে) লাগিয়েছেন। আবু তায়বা তাকে হিজামা করেছে। নবীজী তাকে দুই সা (সাত কেজি) খাদ্য-বস্তু দেওয়ার নির্দেশ দেন এবং তার মালিকদের সাথে আলোচনা করেন। এতে তারা তার উপর ধার্যকৃত কর কমিয়ে দেয়।
তিনি আরো বলেন:- তোমরা যেসব পদ্ধতিতে চিকিৎসা করাও সেসবের মধ্যে হিজামা হচ্ছে সবচেয়ে উত্তম ব্যবস্থা। অথবা তিনি বলেছেন এটি তোমাদের ঔষধের মধ্যে অধিক ফলদায়ক। [ সহী মুসলিম, হা/৩৯৩০ (হাদীস একাডেমী) সহীহুল বুখারী, হা/২১০২ (তাওহীদ পাবলিকেশন্স) ]

★ হযরত আমর বিন আমির রা. থেকে বর্ণিত, তিনি বলেন আমি আনাস রা.-কে বলতে শুনেছি যে নবীজী সা. হিজামা লাগাতেন এবং হিজামা লাগিয়ে কোন লোকের পারিশ্রমিক কম দিতেন না। [সহীহুল বুখারী, হা/২২৮০ (তাওহীদ পাবলিকেশন্স) সহী মুসলিম, হা/১৫৭৭, মাসনাদে আহমাদ, হা/১২২০৭ ]

★ ইবনে আব্বাস রা. হতে বর্ণিত, তিনি বলেন নবীজী সা. হিজামা করালেন এবং যে তাকে হিজামা করেছে তাকে তিনি মজুরী দিয়েছিলেন। যদি তিনি তা অপছন্দ করতেন তবে তাকে পারিশ্রমিক দিতেন না। [সহীহুল বুখারী, হা/২১০৩, ২২৭৯ (তাওহীদ পাবলিকেশন্স) ]

বি:দ্র:= হিজামা লাগিয়ে পারিশ্রমিক নেয়ার অবৈধতা সংক্রান্ত বিধান পরবর্তিতে রাসূলুল্লাহ সা.-এর আমল ও নির্দেশ দ্বারা বাতিল/মনসুখ হয়ে গেছে।

হিজামা (শিঙ্গা/CUPPING) এর মাধ্যমে যে সব রোগের চিকিৎসা করা হয়ে থাকেঃ
-----------------*--­-----------------
★ মাইগ্রেন জনিত দীর্ঘমেয়াদী মাথাব্যথা
★ রক্তদূষণ
★ উচ্চরক্তচাপ
★ ঘুমের ব্যাঘাত (insomnia)
★ স্মৃতিভ্রষ্টতা (perkinson’s disease)
★ অস্থি সন্ধির ব্যাথা/ গেটে বাত
★ ব্যাক পেইন
★ হাঁটু ব্যাথা
★ দীর্ঘমেয়াদী সাধারন মাথা ব্যাথা
★ ঘাড়ে ব্যাথা
★ কোমর ব্যাথা
★ পায়ে ব্যাথা
★ মাংসপেশীর ব্যাথা (muscle strain)
★ দীর্ঘমেয়াদী পেট ব্যথা
★ হাড়ের স্থানচ্যুতি জনিত ব্যাথা
★ থাইরয়েড গ্রন্থির সমস্যা
★ সাইনোসাইটিস
★ হাঁপানি (asthma)
★ হৃদরোগ (Cardiac Disease)
★ রক্তসংবহন তন্ত্রের সংক্রমন
★ টনসিল
★ দাঁত/মুখের/জিহ্বার সংক্রমন
★ গ্যাস্ট্রিক পেইন
★ মুটিয়ে যাওয়া (obesity)
★ দীর্ঘমেয়াদী চর্মরোগ (Chronic Skin Diseses)
★ ত্বকের নিম্নস্থিত বর্জ্য নিষ্কাশন
★ ফোঁড়া-পাঁচড়া সহ আরো অনেক রোগ।
★ ডায়াবেটিস (Diabetes)
★ ভার্টিব্রাল ডিস্ক প্রোল্যাপ্স/ হারনিয়েশান
★ চুল পড়া (Hair fall)
★ মানসিক সমস্যা (Psycological disorder)...সহ আরও অনেক রোগ।

আরব দেশ সমূহ এবং ভারত পাকিস্তানে হিজামার বহুল প্রচলন থাকলেও আমাদের দেশে হিজামা/শিঙ্গা লাগানোর খুব একটা প্রচলন নেই। জাপান, আমেরিকা, চীনেও আধুনিক পদ্ধতিতে হিজামা/শিঙ্গা/­Cupping চিকিৎসা গ্রহন করা হচ্ছে। রাসূল সাঃ এর যুগে এই চিকিৎসা খুব বেশি প্রচলিত ছিলো। রাসূল সাঃ একদিন ঘোড়া থেকে পড়ে গিয়ে সাথে সাথে আঘাতপ্রাপ্ত স্থানে হিজামা করিয়েছেন। যেহেতু আল্লাহ তায়ালার রাসূল হিজামা নিজে করেছেন এবং অন্যদের করতে উৎসাহ প্রদান করেছেন তাহলে নিশ্চয়ই এরমধ্যে বহু উপকার রয়েছে। যার কিছু নমুনা উপরেও পেশ করা হয়েছে। তাই হিজামা করুন, অন্যকে করতে উৎসাহ দিন। একটা সুন্নাতকে জীবিত করুন। আমি নিজে হিজামা করেছি।

আল্লাহ তায়ালা আমাদেরকে এই চিকিৎসা গ্রহন করার এবং ইখলাসের সাথে একটি সুন্নাতকে জীবিত করার তাউফিক দান করুন। আমীন।

হিজামা থেরাপী নেয়ার জন্য যোগাযোগ করুনঃ
-----------------*--­-----------------
COMILLA HIJAMA THERAPY CENTER
Kandirpar Comilla
Phone: +8801740985290/+8801842985290

বিঃ দ্রঃ আরবী মাসের ১৭, ১৯, ২১ তারিখ হলো হিজামার জন্য উত্তম সময়। আর দিন হিসেবে সোম, মঙ্গল আর বৃহঃবার উত্তম।
-তবে অন্য দিনেও হিজামা করানো যাবে।

আমাদের বৈশিষ্টসমূহ

★ পুরুষ ও মহিলাদের জন্য সম্পূর্ণ শর'ঈ পর্দার সাথে পৃথকভাবে হিজামার ব্যাবস্থা।

★ প্রত্যেক রোগীর জন্য ডিস্পোসেবল অর্থাৎ সম্পূর্ণ ভিন্ন ভিন্ন কাপ ও সুঁই ব্যাবহার।

★ ব্লেড ব্যাবহারের পরিবর্তে বিশ্ববিখ্যাত অত্যাধুনিক হিজামা পেন ও লোকাল এনেস্থিসিয়ার মাধ্যমে সম্পূর্ণ ব্যাথামুক্তভাবে হিজামার ব্যাবস্থা।

★ আলেম, তালিবে-ইলম, ছাত্র/ছাত্রী ও গরীব অসহায় রোগীদের জন্য রয়েছে বিশেষ ছাড়।

★ বিশেষ প্রয়োজনে রয়েছে হোম সার্ভিসের ব্যাবস্থা।

বিঃদ্রঃ- এখানে আমাদের নিজ হাতে সরাসরি মৌ-চাক থেকে সংগ্রহ করা ১০০% খাঁটি দেশি মধু পাওয়া যায়। দূরের কাস্টমারদের জন্য কুরিয়ারে পাঠানোর সু-ব্যাবস্থা আছে।

নবীজী সা.-এর সুন্নাতি চিকিৎসা হিজামা/স

26/06/2019

হিজামা কি?

স্বাভাবিকভাবে মানুষের শরীরের ভিতরে কিছু অপ্রয়োজনীয় দূষিত পদার্থ (তরল) তৈরী হয়।সেটা বাহির থেকে দেয়া খাবারের মাধ্যমেও হতে পারে আবার ভিতরে বিভিন্ন অবস্থার কারণে তৈরী হয়ে থাকতে পারে।
এই দূষিত রক্তকে নেগেটিভ প্রেশার এর মাধ্যমে টেনে বা চুষে বের করাকে হিজামা বলে।

এই দূষিত পদার্থ (তরল) গুলি মানব দেহের excretory সিস্টেমে প্রধানত কিডনির মাধ্যমে বের হয়ে থাকে,সাধারণত এই দূষিত পদার্থ সমূহ মল,মূত্র,ঘাম ও শ্বাস-প্রশ্বাস এর মাধ্যমে বের হয়ে যায়। excretory system বলতে বোঝায় নিয়মতান্ত্রিকভাবে শরীরের বর্জ্য কে বিভিন্নভাবে ড্রেইন করে দেয়া।

এরপরেও কিছু দূষিত রক্ত থেকে যায় বা থেকে যেতে পারে, যা বিভিন্ন রোগের কারণ হয়ে দাঁড়ায়।
রক্ত সাধারণত থাকে রক্ত নালি/শিরা/ধমনী'র ভিতরে। সেই নালি কোথাও মোটা আবার কোথাও চিকন হয়ে থাকে। কোথাও আবার জালির মত পাতলা হয়ে থাকে, যা খালি চোখে দেখা যায় না। যার পরিধি ৫ থেকে ১০ মাইক্রোমিটার হয়। এটাকে capillary বলে। যা সাধারণত স্কিনের নিচে ছড়ানো থাকে। এই capillary তে দূষিত রক্ত সমূহ থাকে।

হিজামার মাধ্যমে স্কিন কে অগভীর ভাবে কাটা হয়,অত:পর এই capillary থেকে নেগেটিভ প্রেশার এর মাধ্যমে রক্তকে (যার মধ্যে দূষিত রক্ত আছে) টেনে বা চুষে বের করে নিয়ে আসে।

হৃদপিণ্ড/হার্ট রক্তকে বিভিন্ন artery (রক্ত নালি) দিয়ে শরীরের বিভিন্ন অংশে পাঠায়।

রক্ত চলাচলের সর্বশেষে capillary (চিকন রক্ত নালি) থাকে, যা শরীরের শেষ দিকে স্কিনের কাছাকাছি অবস্থান করে।মূলত এই capillary থেকেই হিজামার মাধ্যমে রক্ত বের করে আনা হয়।
হার্ট থেকে artery দিয়ে আসা রক্তে শরীরের জন্য উপকারী উপাদান nutrients,oxygen ইত্যাদি বিভিন্ন অংগে,টিস্যুতে ও কোষে পৌঁছে দিয়ে capillary হয়ে vein (রক্ত নালি) দিয়ে হৃদপিণ্ডে/হার্টে ফেরত যায়।

এবং ফেরত যাওয়ার সময় কিছু ক্ষতিকর উপাদান যেমন কার্বনডাইঅক্সাইড নিয়ে যায় এবং তা শ্বাস-প্রশ্বাস এর মাধ্যমে বের করে দেয়।

যে সকল ক্ষতিকর উপাদান সাথে নিয়ে যেতে পারে না সেই সকল পদার্থ আবার lymphatic channels এর মাধ্যমে কিডনির সাহায্যে বের হয়ে যায়।

সমস্যা হল, যে সকল টক্সিন বা অন্যান্য ক্ষতিকর উপাদান lymphatic channels এর মাধ্যমে বের হয় যেতে পারে না, সেই গুলি পরবর্তীতে আমাদের শরীরের বিভিন্ন ক্ষতি করে থাকে। অর্থাৎ বিভিন্ন রোগের উৎপত্তি করে থাকে।

আমরা হিজামার মাধ্যমে সেই সকল ক্ষতিকর উপাদান যা lymphatic channels এর মাধ্যমে বের হতে পারে না তা বের করে দেই।

এক কথায় হিজামা হল স্বাভাবিক পদ্ধতিতে বের না হওয়া ক্ষতিকর উপাদান সমূহকে বের করার একটা বিশেষ পদ্ধতি ।
যোগাযোগঃ 01740985290

সারা দেশের হিজামা থেরাপিস্টের লিস্ট দেখুন
26/05/2019

সারা দেশের হিজামা থেরাপিস্টের লিস্ট দেখুন

এখানে সারা দেশের হিজামা থেরাপিস্টদের তথ্য দেওয়া হয়েছে ( যা সব সময় আপডেট হবে) . আপনি হিজামা ( কাপিং থেরাপি) নিতে আগ্রহ....

Address

Kandirpar
Cumilla
3500

Telephone

+8801740985290

Website

Alerts

Be the first to know and let us send you an email when Comilla Hijama Center posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category