রক্ত দিন,জীবন বাঁচান

রক্ত দিন,জীবন বাঁচান Donate Blood, Save A Life
(268)

19/02/2025

রোগী নাম: সুলতানা বেগম
রোগী সমস্যা :হার্টের অপারেশন
রক্তের গ্রুপ : AB+
রক্তের প্রয়োজন : ১০ ব্যাগ
হসপিটালের নাম: জাতীয় হ্রদ রোগ ইনস্টিটিউট হসপিটাল
হসপিটালের ঠিকানা: শেরে বাংলা নগর, ঢাকা
রক্ত দানের তারিখ : ১/৩/২০২৫
রক্তদানের সময়: দুপুর ১২ টা
যোগাযোগ নম্বর : 01979588298

25/10/2024

"ঢাকার রাজারবাগে" এক ভাইয়ের পায়ের অপারেশনের জন্য আগামীকাল (২৫-১০-২৪) দুপুর ১ টার মধ্যে ২ ব্যাগ "বি পজেটিভ" [B+] রক্তের প্রয়োজন।
আল-বারাকা জেনারেল হসপিটাল, কেবিন- ৫০৫, ফোন- 01819688058 (রোগীর ভাই)

05/09/2024

"ঢাকার ধানমন্ডি-সংকরে" একজন রক্তস্বল্পতা মায়ের জন্য আজ(০৫-০৯-২৪) রাত ৮ টার মধ্যে ১ ব্যাগ "বি পজেটিভ" [B+] রক্তের প্রয়োজন।
আহম্মেদ মেডিকেল, কেবিন- ৪১৬, ফোন- 01897928140(রোগীর ছেলে)

28/08/2024

জরুরি ভিত্তিতে আমার আংকেলের জন্যে এ+ রক্ত প্রয়োজন
- রোগির সমস্যা : হার্ট সার্জারী
- রক্তের গ্রুপ: A+
- রক্তের পরিমাণ : ৫ ব্যাগ ফুল ব্লাড ও 2 ব্যাগ প্লাটিলেট
- রক্তদানের সময়: ২৮/২৯ তারিখ সার্জারী ডেট , বুধবার অথবা বৃহস্পতিবার
- রক্তদানের স্থান: ইউনিভার্সেল মেডিকেল কলেজ এন্ড হসপিটাল লিমিটেড , মহাখালী
- যোগাযোগ: 01795809501/ 01626452650

... একটু পাশে দাঁড়াবেন?সব জেলা মিলে প্রায় ২০ লাখ+ মানুষ পানি বন্দি! লাখ লাখ মানুষ খাদ্য ও আশ্রয়ের সন্ধানে ছটফট করছে... ...
24/08/2024

... একটু পাশে দাঁড়াবেন?

সব জেলা মিলে প্রায় ২০ লাখ+ মানুষ পানি বন্দি! লাখ লাখ মানুষ খাদ্য ও আশ্রয়ের সন্ধানে ছটফট করছে... ক্ষয়ক্ষতির পরিমান ও এই হঠাৎ বন্যার ভয়াবহতা সবার জানা আছে তাই এইসব বিস্তারিত লিখে আর সময় নিচ্ছি না। সরাসরি মূল কথায় আসি-

কুমিল্লার চৌদ্দগ্রামে প্রায় ২০০+ টি পরিবার রয়েছে যাদের প্রকৃত অর্থেই এই মুহূর্তে সাহায্য খুবই প্রয়োজন। এই গ্রাম গুলোর অনেকটা এখনো পানিতে ঢুবে আছে। এই এরিয়াতে আমাদের নিজস্ব ভোলান্টিয়ার থাকায় সেখানের অবস্থা চিত্র খুবেই স্পষ্ট। এই অবস্থায় মানবতার তাগিদে আমরা উদ্যোগ নিচ্ছি আপাতত ২০০ টি পরিবারকে "১০ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি লবন, ১ কেজি ডাল, ১ লিটার তেল, ১/২ কেজি মুড়ি, ১ কেজি টোস্ট, ১ বক্স ওর স্যালাইন, পানি বিশুদ্ধিকরণ টেবলেট, দিয়াশলাই" এর একটি করে প্যাকেজ পৌঁছে দিব। এতে পরিবার প্রতি আনুমানিক ১৩০০ টাকা বাজেট রাখা হয়েছে। এতে ২০০ টি পরিবারের খাবারের জন্য দরকার- ২০০ x ১৩০০= ২,৬০,০০০ টাকা।

যদি সম্ভব হয় একটি পরিবারের দায়িত্ব নিন। তাহলে মাত্র ২০০ জন এগিয়ে এলেই সহজে ২০০টি পরিবার বন্যা পরবর্তী কয়েক বেলার চাল ডালের চিন্তা থেকে মুক্তি পাবে। যদি কারো পক্ষে ১টি পরিবারের জন্য ১৩০০ টাকা দেয়া সম্ভব না হয় তাহলে আপনি ৫০, ১০০, ৩০০, ৫০০ যা পারেন তাই দিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিন। এতে খুব দ্রুত আমাদের টোটাল টাকা উঠে আসবে। আর ২,৬০,০০০ টাকা কালেকশন হলেই আমরা ইভেন্ট বন্ধ করে দিয়ে খাবার গুলো ইনশাল্লাহ ২০০টি পরিবারের হাতে পৌঁছে দিয়ে ইভেন্ট শেষে বিগত বছর গুলোর মত তৎক্ষণাৎ খরচের হিসাব পাবলিক পোস্ট করে জানিয়ে দিব।

সাহায্য পাঠানোর উপায়ঃ
Bkash - 01717484442 (Personal)
Nagod - 01819698799 (Personal)
Rocket - 017174844422
Bank-
Dutch Bangla Bank
Acc No: 1411010087220
Acc Name: Selim Meah
Branch: Comilla

বি দ্রঃ প্রতিটি টাকার হিসাব দিন শেষে ফাইলে আপডেট থাকবে। ইনশাল্লাহ আপনার সাহায্য একদম মাঠ পর্যায়ে যথার্থ স্থানে পৌঁছাবে। Call4Blood সরাসরি নিজেরা কালেকশন করে নিজেরাই যাদের প্রাপ্য তাদের হাতে সাহায্য পৌঁছে দেয়।

Call4Blood একযুগেরও বেশী সময় স্বেচ্ছায় রক্তদান নিয়ে কাজ করা একটি অলাভজনক প্রতিষ্ঠান। আমাদের কোনো ফান্ড নেই, সবাই স্বেচ্ছায় কাজ করি। সকলের সহযোগিতায় বিগত বছর গুলোতে আমরা উত্তরাঞ্চলের প্রত্যন্ত কিছু চর এলাকায় নিজে মাঠ পর্যায়ে কাজ করে শীতবস্ত্র ও বন্যার ত্রাণ নিয়ে পৌঁছেছিলাম। আমরা প্রতিবারই অসহায় মানুষদের জন্য আপনাদের নিকট সাহায্য চেয়ে নিরাশ হইনি। সেই আশাতে আজও সাহায্য চাচ্ছি।

শেষে আবারও বলি- শুন্য হাতে উদ্যোগ নিয়ে আপনাদের সকলের সাহায্য ছাড়া সম্ভব নয়। একটু এগিয়ে আসুন যা পারেন তাই দিয়ে...

24/08/2024

মসজিদের ঈমাম সাহেব যদি রক্তদান করতো এবং মসজিদের মুসল্লিদের উদ্দেশ্যে রক্তদানে উৎসাহকরণ কিছু কথা বলতো, তাহলে অসংখ্য মুসল্লিরা রক্তদানে এগিয়ে আসতো।

স্বেচ্ছা-সেবকদের বলবো--- আপনারা চেষ্টা করুন- আপনার আশে-পাশের বিভিন্ন পেশাজীবি মানুষদের মধ্যে রক্তদানের কার্যক্রম ছড়িয়ে দিতে। এরফলে আপনার এলাকার একটি মানুষও রক্তের অভাবে মারা যাবেনা ইনশাআল্লাহ্। প্লিজ সবাই নিজ নিজ অবস্থান থেকে রক্তদানের কার্যক্রমে নিজেকে সংযুক্ত করি এবং অন্যদের উৎসাহ প্রদান করি।।।

04/08/2024

URGENT BLOOD NEEDED
Blood Group: AB+
One of my friend has been shot and is currently admitted in ICU, Dhaka CMH. He needs 10 bags of AB positive blood as soon as possible. Please can anyone help immediately.
If you live nearby or can get to CMH, please call me or Ashraful (my student who is currently at CMH with his friend) Ashraful : 01748280288 Rony: 01516017679
Please help, please 🙏

10 bags AB+ blood, Location: Dhaka

08/06/2024

"রাজশাহী" একজন ভাইয়ের জন্য B+ রক্ত দরকারঃ

ক্যান্সার আক্রান্ত রোগীর জন্য আজ [09-07-2024] তারিখ যত দ্রুত সম্ভব ১ ব্যাগ "বি পজেটিভ" রক্ত দরকার।
স্থানঃ রাজশাহী মেডিকেল হাসপাতাল। রাজশাহী
ফোনঃ- 01721207233 (রোগীর আত্মীয়)

30/01/2024

"ঢাকার সংকরে" এক ভাইয়ের ওপেন হার্ট সার্জারির জন্য আগামী শনিবার(03-02-24) ৩ ব্যাগ "এবি পজেটিভ" [AB+] রক্তের প্রয়োজন। রক্তদাতা পেলে ইবনে সিনা হসপিটালে ভর্তি হবে। যোগাযোগ- 01923836779 (রোগী নিজ)

29/01/2024

📌❝// জরুরি ভিত্তিতে রক্তের প্রয়োজন! //❞
➖ ➖ ➖ ➖ ➖ ➖ ➖ ➖ ➖ ➖ ➖
🛌 রোগীর নাম: রায়হান ( রোগীর আত্নীয়)
🤒 রোগীর সমস্যা: ২ বছরের বাচ্চার চোখের টিউমার অপারেশন
🩸 রক্তের গ্রুপ: 🆎 (➕)
🦠 করোনাভাইরাস আক্রান্ত: না
💉 রক্তের পরিমাণ: ১ ব্যাগ
🗓️ রক্তদানের তারিখ: ৩০/০১/২০২৪ খ্রিষ্টাব্দ
⏰ রক্তদানের সময়: সকাল ৮:০০ টা
🏥 রক্তদানের স্থান: আগারগাঁও নিউরো সাইন্স হাসপাতাল
☎ যোগাযোগ: 01951444409

10/01/2024

"কুমিল্লার শহরের ঝাউতলায়" একজন গর্ভবতী মায়ের (টিউব ফেটে গেছে) জন্য আজ (10/01/24) যত দ্রুত সম্ভব ২ ব্যাগ "বি পজেটিভ" [B+] রক্তের প্রয়োজন।
যোগাযোগ- তাছলিমা মেটারনিটি ক্লিনিক, মোবা: 01819-698799 (রোগীর খালাতো ভাই)

05/10/2023

“ঢাকার শাহবাগে” ডেঙ্গু আক্রান্ত রোগীর জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যত দ্রুত সম্ভব [B +ve] রক্তের প্রয়োজন।
::::::::::::::::::::::::::::::::::::::::::::
স্থান:- ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল , ঢাকা।
মোবাঃ 01731811457 (Omit)

( রোগী দেখে তারপর স্বেচ্ছায় রক্তদান করুন। রক্তদানের বিনিময় আর্থিক কোনো লেনদেন নয় )

Address

Comilla

Website

Alerts

Be the first to know and let us send you an email when রক্ত দিন,জীবন বাঁচান posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share