Md.Sahab Uddin Sarker

Md.Sahab Uddin Sarker Hi Friends

কিছু বলার নাই😇
27/11/2024

কিছু বলার নাই😇

খেলা হবে শুক্রবারে নাল্লার মাঠে।
24/11/2024

খেলা হবে শুক্রবারে নাল্লার মাঠে।

02/11/2024

গ্রামের লোকজন একত্রিত হয়ে মাছ ধরার দৃশ্য।

👉মরহুম অ্যাডভোকেট নুরুল  ইসলাম খান (এম.পি.এ) আমাদের এলাকার একজন গর্বিত সন্তান।তৎকালীন ত্রিপুরা বর্তমান কুমিল্লা জেলা ছাত...
02/11/2024

👉মরহুম অ্যাডভোকেট নুরুল ইসলাম খান (এম.পি.এ) আমাদের এলাকার একজন গর্বিত সন্তান।তৎকালীন ত্রিপুরা বর্তমান কুমিল্লা জেলা ছাত্রলীগের প্রথম সভাপতি বদরুল হায়দার, এরপর এডভোকেট আহম্মদ আলী এবং এরপরেই নুরুল ইসলাম খান।উনার পরে তাহের উদ্দিন ঠাকুর এরপরেই আইয়ুবের সামরিক শাসন। এটিও ইতিহাস। একথাও জাতি জানা উচিত।আরও জানা উচিত ৬৯ এ মাইনুল হুদাকে গ্রেফতারের প্রতিবাদ করেছিলেন নুরুল ইসলাম খান।কপ আইয়ুব বিরোধী নির্বচনী জোট ছিলো। নুরুল ইসলাম খান ডাক এর আহবায়ক ছিলেন। ইতিহাস সম্পর্কে এ যুগে সবাইকে জানতে হবে।

👉কুমিল্লার দেবীদ্বারের (মরহুম) নুরুল ইসলাম খান রাজাকার ছিলেন না।

👉 এডভোকেট নুরুল ইসলাম খান সাবেক (এম.পি.এ) এর ছোট ছেলে সাংবাদিক মাইনুল ইসলাম খান তার বাবার সম্পর্কে কিছু কথা তুলে ধরেন। ১৯৬৬ সালের প্রাদেশিক পরিষদ নির্বাচনে কুমিল্লার দেবীদ্বার উপজেলা বা কনস্টিটুয়েন্সি থেকে মুসলিম লিগ (ফাতেমা জিন্নাহ)-র মনোনীত প্রার্থি হিসাবে এমপিএ নির্বাচিত হয়েছিলেন।

👉১৯৬৯ সালে Combined Opposition Party (COP) এর তৎকালীন বৃহত্তর কুমিল্লার আহবায়ক হিসাবে ঊনষত্তুরের গণ-অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছিলেন।

👉১৯৭০ সালের নির্বাচনে মুসলিম লিগের ভরাডুবি হয় এবং তারপরই ১৯৭১ সালে যুদ্ধ আরম্ভ হতেই উনি বুঝতে পেরেছিলেন যে তাঁর রাজনৈতিক জীবনের পরিসমাপ্তি ঘটতে যাচ্ছে। তিনি সকল রাজনৈতিক কর্মকান্ড থেকে চুপ হয়ে গিয়েছিলেন।

👉মুসলিম লিগ (ফাতেমা জিন্নাহ) করার কারনেই, বাই ডিফল্ট, আব্বার নাম তৎকালীন শান্তি কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছিল। ১৯৭১ সালের যুদ্ধের পুরো সময়টা তিনি তাঁর কুমিল্লার বাগিচাগাও-র খাঁবাড়িতেই কাটিয়েছিলেন।

👉তিনি কখনোই রাজাকার ছিলেন না। ১৯৭১ সালে সংঘটিত কোনো অপরাধের সঙ্গেই তার কোনো সম্পর্ক ছিল না। রাজনৈতিক অবস্থানের হিসাবে তিনি নিউট্রাল ভূমিকায় ছিলেন।

👉বিগত প্রায় ৩৫ বছরকাল ধরে বিভিন্ন সংবাদমাধ্যমে, টিভির টকশোতে তাকে রাজাকার বলতে বলতে, জীবিত থাকাকালীন তো বটেই, ১৯৯৮ সালে মৃত্যুর পরেও, এখনো, তাকে কোনঠাসা করে হেয় করা হচ্ছিল।

👉হ্যা, সত্যি, নুরুল ইসলাম খানের ছোট ছেলে মাইনুল খান হয়েও প্রকাশ্যে, পাবলিকলি, কখনও প্রতিবাদ করতে পারি নাই।

👉কিন্তু এখন করছি। তীব্রভাবে প্রতিবাদ করছি।

👉যেমনভাবে বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদের ছেলেমেয়েরা এতবছর পরে এসে মুখ খুলেছে, প্রতিবাদ করা শুরু করেছে।

👉বিগত প্রায় ৩৫ বছর ধরে নিজ সন্তান দ্বারা অপদস্থ হওয়া নুরুল ইসলাম খান মৃত্যুর এতবছর পরেও এখনো অপদস্থ হয়েই চলেছেন একটা ডাহা মিথ্যা অপবাদে।

👉দেখুন কী একটা অবস্থা, নিজ পিতাকে রাজাকার এবং স্বাধীনতা বিরোধী বলতে বলতে নিজেই এখন রাজাকাররূপে পালিয়ে বেড়াইতে হচ্ছে।

👉নুরুল ইসলাম খান তার জীবদ্দশায় কখনও পালিয়ে বেড়ান নি। পালাতে হয় নাই তাকে।

👉রাজনৈতিক আদর্শগত পার্থক্য থাকার কারনে, এলাকার মুক্তিযোদ্ধারা সসম্মানে তাকে জেলখানায় দিয়ে এসেছিলেন। এবং, প্রায় দুই বছর পর, সকল আইনীপ্রক্রিয়ার মাধ্যমে তাকে মুক্ত করে ফিরিয়ে এনেছিলেন ওই মুক্তিযোদ্ধারাই।

👉এর বহু বছর পরে নুরুল ইসলাম খান বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র সঙ্গে যুক্ত হয়েছিলেন। দেবীদ্বার আসন থেকে বিএনপির সর্বশেষ সংসদ সদস্যও তার হাত ধরেই নির্বাচিত হয়েছিলেন।

👉১৯৭১ সালে ভিন্ন রাজনৈতিক মতাদর্শ নিয়ে যারা ছিলেন তাদের সবাই রাজাকার? রাজাকার, আলবদর, আল শামস নামক ভিন্ন ভিন্ন গ্রুপগুলার সাথে আব্বার কখনোই কোনো সম্পৃক্ততা ছিল না। রাজনৈতিক কারনে যতটুকু পরিচিত তখন ছিলেন, অতটুকুই।

👉যাইহোক, সে নুরুল ইসলাম খানকে যদি পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনার সর্বশেষ প্রেস সচিবের পিতা হওয়ার কারনে আবারও নিগৃহীত হইতে হয় তাহলে তা নুরুল ইসলাম খান এবং তার অন্যান্য সন্তান - যারা আওয়ামিলীগ বিরোধিতাই করে আসছিল, তাদের দুর্ভাগ্য ছাড়া আর কীই বা বলার থাকবে!

👉নুরুল ইসলাম খানের বড় সন্তান, ফ্যাসিস্ট শেখ হাসিনার সর্বশেষ প্রেস সচিব নাঈমুল ইসলাম খান তার পিতাকে রাজাকার আখ্যা দিয়ে তার সম্পর্কে যে অবস্থান জানান দিয়ে রেখেছেন, পারিবারিকভাবে আমরা কখনই তা সমর্থন করিনি, কখনও সমর্থন করার প্রশ্নও আসে না।

👉সু-খবর 👉সু-খবর👉  খেলা প্রেমী  ভাইদের জন্য সু-খবর। আসছে,২৬/১০/২০২৪, রোজ শনিবার, দুপুর ,২, ৩০ মিনিট সময়,আব্দুল্লাহপুর হা...
23/10/2024

👉সু-খবর 👉সু-খবর👉 খেলা প্রেমী ভাইদের জন্য সু-খবর।

আসছে,২৬/১০/২০২৪, রোজ শনিবার, দুপুর ,২, ৩০ মিনিট সময়,আব্দুল্লাহপুর হাজী আমির উচ্চ বিদ্যালয় খেলার মাঠে, মরহুম অ্যাডভোকেট নুরুল ইসলাম খান সাবেক এমপি এ স্মৃতি ডাবল হোন্ডা ফুটবল টুর্নামেন্ট ২০২৪ ,
শুভ উদ্বোধন, হতে যাচ্ছে ,উক্ত উদ্বোধনী খেলায় লড়াই করব
⚽মিয়া বাজার ফুটবল একাডেমি।
বনাম
⚽কসবা নোয়াগাও তিনবন্ধু ক্লাব।
খেলা দেখার জন্য আপনাদেরকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ ,আব্দুল্লাহপুর, দেবিদ্বার, কুমিল্লা।

21/10/2024

আজ বৃহত্তর আব্দুলাপুর বাসীর আয়োজনে। মরহুম অ্যাডভোকেট (সাবেক এম, পি, এ) স্মৃতি ডাবল হোন্ডা কাপ টুর্নামেন্ট ২০২৪ মাঠ সভা করেছেন আব্দুল্লাপুর হাজী আমীর উচ্চ বিদ্যালয়ের মাঠে।

দেবিদ্বার সরকারি হসপিটালের দালাল চক্র সেনাবাহিনীর হাতে আটক।তিন মাসের বিনাশ্রমে জেলে দেওয়া হয়েছে।  কি সব ভুয়া ডাক্তার ...
21/10/2024

দেবিদ্বার সরকারি হসপিটালের দালাল চক্র সেনাবাহিনীর হাতে আটক।তিন মাসের বিনাশ্রমে জেলে দেওয়া হয়েছে।

কি সব ভুয়া ডাক্তার আছে তাদেরকে আটক করা উচিত।

আমরা গর্ব করে বলতে পারি যে ১৯৬৯ সালের গন অভ্যুত্থানের  কুমিল্লা জেলা  লিডার ছিলেন আব্দুল্লাহপুর খান বাড়ির কৃতি  সন্তান ...
21/10/2024

আমরা গর্ব করে বলতে পারি যে
১৯৬৯ সালের গন অভ্যুত্থানের কুমিল্লা জেলা লিডার ছিলেন আব্দুল্লাহপুর খান বাড়ির কৃতি সন্তান আমার দাদা মরহুম এডভোকেট নরুল ইসলাম খান (সাবেক এম.পি.এ) এবং ২০২৪ সালের আগস্ট মাসের গন অভ্যুত্থানে লিডার একি ইউনিয়ন এর গোপালনগর এর কৃতি সন্তান হাসনাত আব্দুল্লাহ ভাই।

20/10/2024

কিছু স্মৃতি, কিছু বন্ধুত্ব চিরকাল থেকে যায়। 🥰❤️

Address

Cumilla

Website

Alerts

Be the first to know and let us send you an email when Md.Sahab Uddin Sarker posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram