Moon Hospital Limited

Moon Hospital Limited “We believe in the importance of living well,
We are glad to welcome you to Moon Hospital Ltd.” Make yourself comfortable and Have a pleasant visit.

Dedicated to providing multidisciplinary medical care and backed by city-of-the-art facilities, Alhamdulillah Moon Specialized Hospital offers team-based quality patient care that is widely acknowledged to be amongst the best in town. At Moon Specialized Hospital, we do our best to help you prepare & make you as comfortable as possible during your hospital stay.

08/12/2025

গত বুধবার মধ্যরাতে অস্বাভাবিক হার্ট রেট ও শ্বাসকষ্ট নিয়ে মি. পেয়ার আহমেদ মুন হসপিটালের সিসিইউতে ভর্তি হন। আমাদের বিশেষজ্ঞ চিকিৎসক ও সিসিইউ টিমের নিবিড় পর্যবেক্ষণ ও সেবার মাধ্যমে তিনি এখন সুস্থ—আলহামদুলিল্লাহ। ❤️

বর্তমানে তিনি স্বতঃস্ফূর্তভাবে কথা বলতে পারছেন, হাঁটাচলা করতে পারছেন এবং শারীরিক অবস্থাও স্থিতিশীল। আগামীকাল সকালেই তিনি বাড়ি ফিরতে পারবেন ইনশা’আল্লাহ।

রোগী ও তার ভাগিনা মুন হসপিটালের চিকিৎসা ও সার্বিক সেবার বিষয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন।

অভিনন্দন ও শুভেচ্ছা 🎉ডা. কাজী ইসরাত জাহান ম্যাম(সার্জারি বিশেষজ্ঞ )"সহকারী অধ্যাপক" পদে পদোন্নতি লাভ উপলক্ষে "মুন হসপিটা...
06/12/2025

অভিনন্দন ও শুভেচ্ছা 🎉

ডা. কাজী ইসরাত জাহান ম্যাম(সার্জারি বিশেষজ্ঞ )

"সহকারী অধ্যাপক" পদে পদোন্নতি লাভ উপলক্ষে "মুন হসপিটাল" পরিবারের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন।

ম্যামের এই অর্জনে আমরা গর্বিত।
আপনার জ্ঞান, নিষ্ঠা ও মানবসেবায় অঙ্গীকার ভবিষ্যতেও সফলতা ও সমৃদ্ধি বয়ে আনুক — এই শুভকামনা রইল।

*— মুন হসপিটাল পরিবার*

অভিনন্দন ও শুভেচ্ছা 🎉ডা. মোঃ মুহিবুল্লাহ স্যার (হরমোন এবং ডায়াবেটিস বিশেষজ্ঞ )  "সহকারী অধ্যাপক" পদে পদোন্নতি লাভ উপলক্ষ...
06/12/2025

অভিনন্দন ও শুভেচ্ছা 🎉

ডা. মোঃ মুহিবুল্লাহ স্যার (হরমোন এবং ডায়াবেটিস বিশেষজ্ঞ )

"সহকারী অধ্যাপক" পদে পদোন্নতি লাভ উপলক্ষে "মুন হসপিটাল" পরিবারের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন।

স্যারের এই অর্জনে আমরা গর্বিত।
আপনার জ্ঞান, নিষ্ঠা ও মানবসেবায় অঙ্গীকার ভবিষ্যতেও সফলতা ও সমৃদ্ধি বয়ে আনুক — এই শুভকামনা রইল।

*— মুন হসপিটাল পরিবার*

অভিনন্দন ও শুভেচ্ছা 🎉ডা. আমিনুল ইসলাম  স্যার (সার্জারি বিশেষজ্ঞ )  "সহযোগী অধ্যাপক" পদে পদোন্নতি লাভ উপলক্ষে "মুন হসপিটা...
06/12/2025

অভিনন্দন ও শুভেচ্ছা 🎉

ডা. আমিনুল ইসলাম স্যার (সার্জারি বিশেষজ্ঞ )

"সহযোগী অধ্যাপক" পদে পদোন্নতি লাভ উপলক্ষে "মুন হসপিটাল" পরিবারের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন।

স্যারের এই অর্জনে আমরা গর্বিত।
আপনার জ্ঞান, নিষ্ঠা ও মানবসেবায় অঙ্গীকার ভবিষ্যতেও সফলতা ও সমৃদ্ধি বয়ে আনুক — এই শুভকামনা রইল।

*— মুন হসপিটাল পরিবার*

অভিনন্দন ও শুভেচ্ছা 🎉ডা.গোলাম সারোয়ার স্যার (বক্ষ্যব্যাধি)  "সহযোগী অধ্যাপক" পদে পদোন্নতি লাভ উপলক্ষে "মুন হসপিটাল" পরিব...
06/12/2025

অভিনন্দন ও শুভেচ্ছা 🎉

ডা.গোলাম সারোয়ার স্যার (বক্ষ্যব্যাধি)

"সহযোগী অধ্যাপক" পদে পদোন্নতি লাভ উপলক্ষে "মুন হসপিটাল" পরিবারের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন।

স্যারের এই অর্জনে আমরা গর্বিত।
আপনার জ্ঞান, নিষ্ঠা ও মানবসেবায় অঙ্গীকার ভবিষ্যতেও সফলতা ও সমৃদ্ধি বয়ে আনুক — এই শুভকামনা রইল।

*— মুন হসপিটাল পরিবার*

05/12/2025

মুন হসপিটালের ফিজিওথেরাপি সেবা নিয়ে নিজের অভিজ্ঞতা শেয়ার করছেন সম্মানিত একজন সেবাগ্রহীতা।

উল্লেখ্য- মুন হসপিটালে ০৪ টি ফিজিওথেরাপি সেশন সম্পন্ন করলে ০১ টি সেশন সম্পূর্ণ ফ্রী!!!

আজ ২৩ই নভেম্বর মুন হসপিটাল লিমিটেডের সকল কনসালটেন্ট সহকারীদের নিয়ে একটি বিশেষ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন ...
23/11/2025

আজ ২৩ই নভেম্বর মুন হসপিটাল লিমিটেডের সকল কনসালটেন্ট সহকারীদের নিয়ে একটি বিশেষ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন হসপিটালের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক ডা. আফশান আনিস।
সভায় আরো উপস্থিত ছিলেন হসপিটালের আবাসিক মেডিকেল অফিসার ডা. জোবায়ের হোসাইন রাফি, প্রধান প্রশাসনিক ব্যবস্থাপক- মোঃ আহসান হাবীব মুরাদ, প্রশাসনিক কর্মকর্তা- রাফতি উল ইসলাম, মেহেদী হাসান হিমেল। মানবসম্পদ ব্যবস্থাপক আব্দুল্লাহ বিন সুলতান, ল্যাব ইনচার্জ- সুব্রত দাস গুপ্ত সহ সকল কনসালটেন্ট সহকারীগণ।
হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক বলেন- রোগী সেবায় আমি জিরো টলারেন্স নীতি চালু করেছি। মুন হসপিটাল পরিবার সব সময় রোগী সেবায় বদ্ধ পরিকর। এছাড়াও তিনি কনসালটেন্ট সহকারীদের বিভিন্ন সুবিধা-অসুবিধার খোঁজ খবর নেন এবং রোগী সেবার বিষয়ে সবাইকে যথাযথ দিক নির্দেশনা প্রদান করেন।

23/11/2025

মুন হসপিটাল লিমিটেডে চিকিৎসাধীন এক্সিডেন্ট হওয়া রোগী মোঃ সবুজ সফলভাবে ফিজিওথেরাপি নিয়ে আজ পুরোপুরি সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। তার নিয়মিত ফলোআপ সম্পন্ন হয়েছে, এবং তিনি আমাদের সেবায় অত্যন্ত সন্তুষ্টি প্রকাশ করেছেন।

আমাদের ফিজিওথেরাপি বিভাগ এখন সম্পূর্ণ আধুনিক পদ্ধতিতে পরিচালিত হচ্ছে, যেখানে অভিজ্ঞ ফিজিওথেরাপিস্টের তত্ত্বাবধানে রোগীরা দ্রুত ও নিরাপদ উপায়ে সুস্থ হয়ে উঠছেন।

🎁 🎁🎁 বিশেষ অফার-
কুমিল্লায় প্রথমবারের মতো মুন হসপিটালে ৪টি ফিজিওথেরাপি সেশন সম্পূর্ণ করলে অতিরিক্ত ১টি সেশন একদম ফ্রি!

রোগীর সুস্থতা ও সন্তুষ্টিই আমাদের সেবা দেওয়ার মূল শক্তি।
মুন হসপিটাল আপনার সুস্থতায় প্রতিশ্রুতিবদ্ধ।

গত বৃহস্পতিবার (২০ই নভেম্বর ২০২৫) রাত ৯.০০ টায় মুন হসপিটাল লিমিটেডের আয়োজনে বার্ষিক সভা এবং ই-প্রেস্ক্রিপশন বিষয়ক সেমিনা...
22/11/2025

গত বৃহস্পতিবার (২০ই নভেম্বর ২০২৫) রাত ৯.০০ টায় মুন হসপিটাল লিমিটেডের আয়োজনে বার্ষিক সভা এবং ই-প্রেস্ক্রিপশন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। নগরীর ঝাউতলায় এলিট প্যালেস হোটেলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

একইসঙ্গে মুন হসপিটালের নতুন উদ্যোগ হিসেবে শহরের প্রথম ভার্চুয়াল নম্বর-ভিত্তিক পূর্ণাঙ্গ কল সেন্টারের উদ্বোধনও করা হয়।

দেশের বিভিন্ন প্রান্ত থেকে খ্যাতনামা চিকিৎসক, বিশেষজ্ঞ ও অতিথিবৃন্দ অনুষ্ঠানে যোগ দেন।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা মেডিকেল কলেজের ইএনটি বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলাম সরকার, ঢাকা মেডিকেল কলেজের হেমাটোলজি বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা. মোঃ কামরুল হাসান, কুমিল্লা মেডিকেল কলেজের নিউরোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা. আব্দুল্লাহ আল হাসান, নেফ্রোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা. বাবলু কুমার পাল সহ অন্যান্য আরো চিকিৎসকগণ। এছাড়াও উপস্থিত ছিলেন হসপিটালের মহাব্যবস্থাপক, প্রশাসনিক কর্মকর্তাগণ, মানবসম্পদ ব্যবস্থাপক, হিসাব শাখার কর্মকর্তা ও সকল বিভাগের ইনচার্জবৃন্দ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুন হসপিটাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ডা. আফশান আনিস। তিনি বলেন, “স্বাস্থ্যসেবার ডিজিটাল রূপান্তর এখন সময়ের দাবি। রোগীর ব্যবস্থাপনা, চিকিৎসা নির্দেশনা ও সঠিক ডকুমেন্টেশন নিশ্চিত করতে ই-প্রেস্ক্রিপশন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।” তিনি হসপিটালের সারাবছরের কার্যক্রম, অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন এবং রোগীর সুবিদার্থে ডিসকাউন্ট রাখার ব্যবস্থা সম্পর্কেও বলেন।

অনুষ্ঠানের শুরুতে বক্তব্য দেন মুন হসপিটালের জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের কার্ডিলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. তাইফুর রহমান। তিনি বলেন, “২০০২ সালে প্রথম মুন হাসপাতালে যোগ দেই। তারপর থেকে আজ পর্যন্ত মুন হাসপাতাল আমার কর্মপরিচয়ের অংশ হয়ে আছে; কখনোই এই প্রতিষ্ঠান থেকে নিজেকে আলাদা করতে পারিনি।”

এরপর বক্তব্যে ঢাকা মেডিকেলের হেমাটোলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক কামরুল হাসান বলেন,
“২০১৩ সালের দিকে মুন হাসপাতালের প্রথম যাত্রা শুরু। পরে আরও দুটি শাখা চালু হওয়ায় সেবার পরিধি বাড়ে। উন্নত চিকিৎসার প্রতি হাসপাতালের প্রতিশ্রুতি সত্যিই প্রশংসনীয়।”

প্যাথলজি বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডা. আবু মোহাম্মদ সায়েম বলেন,
“একসময় মুনের ল্যাবে উন্নতমানের রিপোর্ট দেওয়ার সুযোগ সীমিত ছিল। কিন্তু এখন তা অত্যন্ত মানসম্মত। ২০১৬ সাল থেকে হিস্টোসাইটো বিভাগে কাজ করছি—এটি মুন হসপিটালের বড় ধরনের অগ্রগতি।”

ল্যাব কনসালটেন্ট ডা. পিংকি সাহা বলেন, “ল্যাব রিপোর্টিং অত্যন্ত চ্যালেঞ্জিং। কারণ রিপোর্ট যখন প্রস্তুত হয়, তখন রোগী উপস্থিত থাকে না। তবুও আমরা যথাসম্ভব নিখুঁত ও নির্ভুল রিপোর্ট নিশ্চিত করার চেষ্টা করি।”

অনুষ্ঠানের সঞ্চালনা করেন মুন হসপিটালের আবাসিক মেডিকেল অফিসার ডা. জোবায়ের হোসাইন রাফি।

সেমিনারে বিশেষজ্ঞরা ই-প্রেস্ক্রিপশনের নিরাপত্তা, রোগী ব্যবস্থাপনা, ভুল কমানোর সক্ষমতা এবং আধুনিক স্বাস্থ্যসেবায় প্রযুক্তির ব্যবহারের গুরুত্ব তুলে ধরেন। বক্তারা মনে করেন, ডিজিটাল প্রিস্ক্রিপশন দেশের স্বাস্থ্যসেবায় নতুন মাত্রা যুক্ত করবে। কুমিল্লায় প্রথমবারের মতো মুন হাসপাতাল ভার্চুয়াল নম্বরভিত্তিক পূর্ণাঙ্গ কল সেন্টারের উদ্বোধন করে। নতুন এই সেবা রোগীদের ২৪/৭ যোগাযোগ, অ্যাপয়েন্টমেন্ট ও তথ্য সেবাকে আরও সহজ করবে বলে আশা করেন সংশ্লিষ্টরা।

বৃহস্পতিবার রাতে কেক কেটে এই সেবার উদ্বোধন করা হয়। অনুষ্ঠানের শেষে ডিনারের মাধ্যমে আয়োজনের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।
পার্ট- (১)

20/11/2025

মুন হসপিটাল লিমিটেডের বার্ষিক সভা ও ডিনার। (২) 🥰🥰🥰

20/11/2025

মুন হসপিটাল লিমিটেডের বার্ষিক সভা ও ডিনার। 🥰🥰🥰

17/11/2025

Address

Shahid Khawaja Nizamuddin Road, Jhawtala
Cumilla
3500

Alerts

Be the first to know and let us send you an email when Moon Hospital Limited posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Moon Hospital Limited:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category

Our Story

Dedicated to providing multidisciplinary medical care and backed by city-of-the-heart facilities in Jhautola, Moon Hospital (Established 1996) offers team-based quality patient care that is widely acknowledged to be amongst the best in Cumilla.

​Today, with 150 beds Moon Hospital is one of the largest hospital in eastern Bangladesh. Moon Hospital is a multi-specialty private hospital in Cumilla, We offer a wide variety of medical specialties and services that include 21 specialized department with advance automated Pathology Services, Histopathology, Vaccination, Advance Diagnostics Services - CT-Scan, Angiogram, Angiography, CCU, ICU, NICU, Kidney-Dialysis, Ultrasound 4D - colour Doppler, ECHO etc. Well equipped Physiotherapy Unit, Surgery Unit with an high hygiene maintenance, Laser & Chemotherapy Centre. Centralized Oxygen and 24 hours No-Wait-Emergency service, Dedicated Duty Doctors & Nurses are committed to providing high quality health services and best experience for our patients. Make yourself comfortable and Have a pleasant visit. At Moon Specialized Hospital, we do our best to help you prepare & make you as comfortable as possible during your hospital stay.