Nogor Physiotherapy Centre

Nogor Physiotherapy Centre বাত, ব্যথা, স্পোর্টস ইনঞ্জুরী ও প্যারালাইসিসে ফিজিওথেরাপি চিকিৎসা কেন্দ্র এখন কুমিল্লা কান্দিরপাড় সংলগ্ন।

আমাদের সেন্টারে নগর ফিজিওথেরাপি সেন্টার কুমিল্লা য় এখন যুক্ত হয়েছে আধুনিক   Therapy!Myofascial Pain Syndrome, পেশীর টান...
09/12/2025

আমাদের সেন্টারে নগর ফিজিওথেরাপি সেন্টার কুমিল্লা য় এখন যুক্ত হয়েছে আধুনিক Therapy!
Myofascial Pain Syndrome, পেশীর টান, ট্রিগার পয়েন্ট বা দীর্ঘদিনের ব্যথা—এর সমাধানে আজই আসুন আমাদের ফিজিওথেরাপি সেন্টারে।
নিরাপদ ও বৈজ্ঞানিক চিকিৎসায় দ্রুত ব্যথামুক্ত জীবনে ফিরুন।

Extracorporeal Radial Pneumatic Shock Wave Therapy (RSWT) কী? আধুনিক ফিজিওথেরাপি প্রযুক্তির নন-ইনভেসিভ (চামড়া না কেটে) য...
06/12/2025

Extracorporeal Radial Pneumatic Shock Wave Therapy (RSWT) কী?
আধুনিক ফিজিওথেরাপি প্রযুক্তির নন-ইনভেসিভ (চামড়া না কেটে) যেখানে বায়ুচাপ (pneumatic pressure) ব্যবহার করে রেডিয়াল শক ওয়েভ তৈরি করা হয় এবং সেটি আক্রান্ত স্থানে পাঠানো হয়। যেখানে উচ্চ-গতির প্রেসার ওয়েভ শরীরের ব্যথাযুক্ত ও ক্ষতিগ্রস্ত টিস্যুতে প্রয়োগ করা হয়।
এটি মাংসপেশি, টেন্ডন, লিগামেন্ট ও নরম টিস্যুর গভীরে গিয়ে ব্যথার মূল জায়গায় কাজ করে এবং শরীরের স্বাভাবিক হিলিং ক্ষমতাকে দ্রুত সক্রিয় করে।

PLID জনিত ব্যথা — এখন সম্পূর্ণ সুস্থ আমাদের এই দাদা 🙏রোগীর সমস্যা বুঝে কাস্টমাইজড ম্যানুয়াল থেরাপি + ইলেক্ট্রোথেরাপি (Cu...
24/11/2025

PLID জনিত ব্যথা — এখন সম্পূর্ণ সুস্থ আমাদের এই দাদা 🙏

রোগীর সমস্যা বুঝে কাস্টমাইজড ম্যানুয়াল থেরাপি + ইলেক্ট্রোথেরাপি (Curative & Preventive) দেয়া হয়েছে।

👉 মনে রাখতে হবে — সব PLID রোগীর সমস্যা একরকম নয়।
তাই সবার জন্য একই চিকিৎসা নয়, ব্যক্তিভেদে আলাদা আলাদা থেরাপি প্ল্যান করা হলে রোগী দ্রুত উন্নতি লাভ করে।

📌 সময়মতো বিশেষজ্ঞ ফিজিওথেরাপি নিলে
— ব্যথা কমে
— ডিস্ক প্রেসার হ্রাস পায়
— পায়ের ঝিনঝিনি/ অসাড়ভাব কমে
— রোজকার কাজ স্বাভাবিকভাবে করা যায়


#নগরফিজিওথেরাপিসেন্টারকুমিল্লা

19/11/2025

👇👇👇

12/11/2025

🌿 বিশেষায়িত ফিজিওথেরাপি চিকিৎসা
এখন পাওয়া যাচ্ছে — 🏥 নগর ফিজিওথেরাপি সেন্টার, কুমিল্লা
📍 অভিজ্ঞ ফিজিওথেরাপিস্টের তত্ত্বাবধানে
💆‍♂️ আধুনিক যন্ত্রপাতি ও ম্যানুয়াল ফিজিওথেরাপি।

#নগরফিজিওথেরাপিসেন্টারকুমিল্লা

11/11/2025

হাঁটু ব্যথা + অতিরিক্ত ওজন + ডায়াবেটিস — এই তিনটি একসাথে থাকলে চিকিৎসা ও ফিজিওথেরাপি উভয়ই একটু বিশেষভাবে করতে হয়। নিচে পর্যায়ক্রমে পরামর্শ দিচ্ছি 👇

⚕️ ১️⃣ সমস্যার মূল কারণঃ

> ডিজেনারেশান / ক্ষয় রোগ।

> অতিরিক্ত ওজনের কারণে হাঁটুর জয়েন্টে (বিশেষ করে medial compartment) অতিরিক্ত চাপ পড়ে।ফলে Osteoarthritis বা কার্টিলেজ ক্ষয় দ্রুত বাড়ে।

> ডায়াবেটিসের কারণে inflammation (প্রদাহ) কমে না, ফলে ব্যথা দীর্ঘস্থায়ী হয়।

> রক্তসঞ্চালন দুর্বল হলে healing process ধীর হয়ে যায়।

🩺 ২️⃣ ফিজিওথেরাপি পরামর্শঃ

✅ Low-impact exercise:

>Stationary cycling (হালকা রেজিস্ট্যান্সে)

>Aquatic therapy (পানিতে হাঁটা বা ব্যায়াম)

>Quadriceps strengthening → Straight leg raise, seated knee extension

>Hamstring Stretching দেয়ালের পাশে 10-15 সেকেন্ড ধরে 3 বার করা

>পা সোজা রেখে উরু চেপে ধরা (10 বার × 3 সেট)

⚠️ Avoid: স্কোয়াট, সিঁড়ি বেশি চড়া-নামা, দৌড়ানো বা ঝাঁপ দেওয়া।

🧊 ৩️⃣ ব্যথা ও ফোলাভাব নিয়ন্ত্রণঃ

> ঠান্ডা সেঁক (Cryotherapy) প্রতিদিন ১০-১৫ মিনিট ২-৩ বার

> অতিরিক্ত ব্যথায় TENS থেরাপি বা Ultrasound থেরাপি (ফিজিওথেরাপিস্টের নির্দেশে)

> প্রয়োজনে কিছু দিন Knee Brace বা Elastic bandage ব্যবহার।

🥗 ৪️⃣ ওজন ও ডায়াবেটিস ম্যানেজমেন্টঃ

>চিনি, পরিশোধিত কার্বোহাইড্রেট কমানো

>উচ্চ ফাইবার ও প্রোটিন সমৃদ্ধ খাদ্য (ওটস, সবজি, ডাল, ডিম, ফিশ) গ্রহণ করা

>রাত জাগা ও অলস জীবনযাপন কমানো।

>রোজ ৩০ মিনিট হালকা ওয়াক (নরম ফ্লোরে)

>রক্তে সুগার নিয়মিত মনিটরিং।

🦵 ৫️⃣ বাসায় নিজে যা করতে পারেনঃ

>সকালে বা সন্ধ্যায় 10-15 মিনিট knee mobilization exercise

>বসে থাকা সময় অতিরিক্ত হালকা লেগ মুভমেন্ট করা

>চেয়ারে বসে পা সোজা করে 10 বার তোলা (দিনে ৩ সেট)

>ওজন ধীরে ধীরে কমানো (প্রতি মাসে ১-১.৫ কেজি লক্ষ্য)

⚠️বিশেষ সর্তকতাঃ
রক্তে সুগার বেশী থাকলে প্রদাহ কমতে সময় নেয়
সেই ক্ষেত্রে ফিজিওথেরাপি ফল ও ধীর হতে পারে তাই অতিরিক্ত ওজন এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখুন ব্যাথার ওষুধ পরিহার করুন ফিজিওথেরাপি চিকিৎসা গ্রহণ করুন।

(হাঁটু ব্যাথার ব্যায়াম দেখুন কমেন্ট বক্সে)

#হাঁটু_ব্যাথা #ডায়াবেটিস

ফ্রোজেন শোল্ডার /কাঁধে ব্যাথা হলে 👉১️⃣ ব্যথা কমানোফিজিওথেরাপিতে ব্যবহৃত ইলেকট্রোথেরাপি (Ultrasound, TENS, IFT) ব্যথা ও প...
10/11/2025

ফ্রোজেন শোল্ডার /কাঁধে ব্যাথা হলে 👉

১️⃣ ব্যথা কমানো

ফিজিওথেরাপিতে ব্যবহৃত ইলেকট্রোথেরাপি (Ultrasound, TENS, IFT) ব্যথা ও প্রদাহ কমাতে সাহায্য করে।

ব্যথা কমে গেলে রোগী সহজে নড়াচড়া শুরু করতে পারেন।

২️⃣ জয়েন্টের নড়াচড়া বৃদ্ধি

ধীরে ধীরে রেঞ্জ অব মোশন (ROM) এক্সারসাইজ দিলে কাঁধের শক্ত ভাব বা স্টিফনেস কমে যায়।

প্যাসিভ ও অ্যাকটিভ এক্সারসাইজের মাধ্যমে জয়েন্টের ফাইব্রোসিস ভেঙে নড়াচড়া স্বাভাবিক হয়।

৩️⃣ মাসল শক্তিশালী করা

কাঁধের আশেপাশের পেশি যেমন rotator cuff muscles দুর্বল হয়ে যায়, ফিজিওথেরাপি সেই পেশিগুলোকে শক্তিশালী করে।

এটি ভবিষ্যতে পুনরায় ফ্রোজেন শোল্ডার হওয়ার ঝুঁকি কমায়।

৪️⃣ দৈনন্দিন কাজকর্মে ফিরে আসা

সঠিক ফিজিওথেরাপি প্রোগ্রামে রোগী ধীরে ধীরে পোশাক পরা, চুল আঁচড়ানো, রান্না করা ইত্যাদি দৈনন্দিন কাজে ফিরতে পারেন।

৫️⃣ ঔষধের উপর নির্ভরতা কমানো

নিয়মিত ব্যায়াম ও থেরাপি পদ্ধতি অনুসরণ করলে পেইনকিলার বা স্টেরয়েড ইনজেকশনের প্রয়োজন অনেকটা কমে যায়।

#নগরফিজিওথেরাপিসেন্টারকুমিল্লা

👉 ফিজিওথেরাপি কোমর ব্যথার সবচেয়ে কার্যকর ও নিরাপদ চিকিৎসা পদ্ধতি, যেখানে ওষুধ বা অস্ত্রোপচার ছাড়াই ব্যথা উপশম করা যায়।  ...
06/11/2025

👉 ফিজিওথেরাপি কোমর ব্যথার সবচেয়ে কার্যকর ও নিরাপদ চিকিৎসা পদ্ধতি, যেখানে ওষুধ বা অস্ত্রোপচার ছাড়াই ব্যথা উপশম করা যায়।

#নগরফিজিওথেরাপিসেন্টারকুমিল্লা

World Stroke Day 2025Every Minute Counts          #কুমিল্লা
29/10/2025

World Stroke Day 2025
Every Minute Counts

#কুমিল্লা

27/10/2025

অপারেশন পরবর্তী কনুই শক্ত হয়ে যাওয়া রোগীর ফিজিওথেরাপি চিকিৎসা।

#নগরফিজিওথেরাপিসেন্টারকুমিল্লা

Address

Asthetic Zinnia, Holding/79, Laksham Road, Kandirpar
Cumilla
3500

Opening Hours

Monday 15:00 - 20:00
Tuesday 15:00 - 20:00
Wednesday 15:00 - 20:00
Thursday 15:00 - 20:00
Saturday 15:00 - 20:00
Sunday 15:00 - 20:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nogor Physiotherapy Centre posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram