Nogor Physiotherapy Centre

Nogor Physiotherapy Centre বাত, ব্যথা, স্পোর্টস ইনঞ্জুরী ও প্যারালাইসিসে ফিজিওথেরাপি চিকিৎসা কেন্দ্র এখন কুমিল্লা কান্দিরপাড় সংলগ্ন।

I got 14 reactions and 2 replies on my recent top post! Thank you all for your continued support. I could not have done ...
29/06/2025

I got 14 reactions and 2 replies on my recent top post! Thank you all for your continued support. I could not have done it without you. 🙏🤗🎉

ফিজিওথেরাপি চিকিৎসায় রোগীদের আস্থা " নগর ফিজিওথেরাপি সেন্টার" কান্দিরপাড়, কুমিল্লা।
মনে রাখবেন (বি.পি.টি নয়তো ফিজিওথেরাপিস্ট নয়)

Hip arthroplasty এর সফলতা অনেকাংশেই নির্ভর করে পরিপূর্ণ ও নিয়মিত ফিজিওথেরাপির ওপর। শুধু অস্ত্রোপচার নয়, পোস্ট-অপারেটিভ র...
28/06/2025

Hip arthroplasty এর সফলতা অনেকাংশেই নির্ভর করে পরিপূর্ণ ও নিয়মিত ফিজিওথেরাপির ওপর। শুধু অস্ত্রোপচার নয়, পোস্ট-অপারেটিভ রিহ্যাবই রোগীকে পূর্ণ স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনে...

Celebrating my 1st year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉
24/06/2025

Celebrating my 1st year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

22/06/2025
সঠিক ফিজিওথেরাপি, নিয়মিত ব্যায়াম, পেশাদার ফিজিওথেরাপিস্টের (বি.পি.টি ডিগ্রী) তত্ত্বাবধানে এবং কিছু জীবনধারার পরিবর্তনের...
19/06/2025

সঠিক ফিজিওথেরাপি, নিয়মিত ব্যায়াম, পেশাদার ফিজিওথেরাপিস্টের (বি.পি.টি ডিগ্রী) তত্ত্বাবধানে এবং কিছু জীবনধারার পরিবর্তনের মাধ্যমে স্পাইনাল স্টেনোসিসে অপারেশন ছাড়া দীর্ঘমেয়াদী মুক্তি পাওয়া যায়।

আপনার প্রিয়জনের সুস্থতায় বার্ধক্য জনিত রোগে আজি যোগাযোগ করুন।
18/06/2025

আপনার প্রিয়জনের সুস্থতায় বার্ধক্য জনিত রোগে আজি যোগাযোগ করুন।

আপনার প্রিয়জনের সুস্থতায় আজই যোগাযোগ করুন।
17/06/2025

আপনার প্রিয়জনের সুস্থতায় আজই যোগাযোগ করুন।

স্ট্রোক (Stroke) রোগীর সঠিক পজিশনিং (Positioning) খুবই গুরুত্বপূর্ণ—এটি রোগীর রক্তসঞ্চালন উন্নত করে, প্যারালাইসিসজনিত জয...
16/06/2025

স্ট্রোক (Stroke) রোগীর সঠিক পজিশনিং (Positioning) খুবই গুরুত্বপূর্ণ—এটি রোগীর রক্তসঞ্চালন উন্নত করে, প্যারালাইসিসজনিত জয়েন্ট স্টিফনেস ও চাপে ঘা (pressure sore) হওয়ার ঝুঁকি কমায়, এবং দীর্ঘমেয়াদে ফাংশনাল রিকভারিতে সহায়তা করে।

১. সাধারন লক্ষ্য:

প্যারালাইজড পাশের neglect কমানো

চাপে ঘা প্রতিরোধ (esp. sacrum, heel, shoulder)

হাড় ও জয়েন্টের contracture প্রতিরোধ

স্বাভাবিক movement pattern উৎসাহ দেওয়া।

২. সাপোর্ট সরঞ্জাম:

বালিশ (Pillow)

রোলড টাওয়েল বা বলস্টার

বেড রেইলস, ট্রে বোর্ড ইত্যাদি

৩. পজিশনিং টাইপ:

(ক) সাপাইন (Supine) – চিত হয়ে শোয়া:

মাথা নিচু না রেখে হালকা উঁচু রাখুন

প্যারালাইজড হাত পাশে রাখুন, হাতের তালু ওপরে বা বাইরে ঘোরানো, কনুই হালকা ভাঁজ করা

হাঁটুর নিচে বালিশ দিয়ে হালকা ফ্লেক্সন

পায়ের নিচে ফুট সাপোর্ট যেন ফুট ড্রপ না হয়

(খ) সাইড-লাইং (Side-Lying):

Good Side (সুস্থ পাশের উপর):

প্যারালাইজড হাত শরীরের সামনে এগিয়ে রাখা, বালিশ দিয়ে সাপোর্ট

প্যারালাইজড পা হাঁটু ও হিপে হালকা ফ্লেক্স করে, বালিশের ওপর রাখা

মাথা ও ঘাড় সোজা

Affected Side (প্যারালাইজড পাশের উপর):

Encourage early, with caution

হাত ও পা সামনের দিকে এগিয়ে রাখা

হাতের নিচে বালিশ

কাঁধ যেন চেপে না যায়

(গ) বসা অবস্থায় (Sitting Position):

চেয়ারে বসালে পিঠ সোজা রাখা

হাত টেবিল বা ট্রে বোর্ডে

পা মাটিতে সমানভাবে রাখুন, হিপ ও হাঁটু ৯০ ডিগ্রি কোণে

লম্বা সময় বসে থাকলে পজিশন পরিবর্তন করুন।

৪. পজিশনিং ফ্রিকোয়েন্সি (পরিবর্তন করার সময়সূচি):

প্রতি ২ ঘণ্টা অন্তর পজিশন পরিবর্তন

দীর্ঘ সময় এক পজিশনে না রাখা

রাতে ঘুমের সময়ও মনিটর করা জরুরি।

৫. পজিশনিং এর ভুল থেকে সাবধান:

প্যারালাইজড হাত শরীরের নিচে আটকে না থাকে

ঘাড় বা কোমর মোচড়ানো না থাকে

শুধু সুস্থ পাশ দিয়ে সবকিছু না করা (neglect বাড়ায়)

সচেতনতায় -
ভবতোষ চন্দ্র পাল
BPT(DU) PGD(BKSP)
কনসালটেন্ট ফিজিওথেরাপি

কোমড় ব্যাথা ও ফিজিওথেরাপির গুরুত্ব।
16/06/2025

কোমড় ব্যাথা ও ফিজিওথেরাপির গুরুত্ব।

অস্টিওআর্থ্রাইটিস (Osteoarthritis) চিকিৎসায় একজন ফিজিওথেরাপিস্টের অন্যতম কার্যকর ম্যানুয়াল থেরাপি কৌশল হলো (MWM)এটি এমন ...
15/06/2025

অস্টিওআর্থ্রাইটিস (Osteoarthritis) চিকিৎসায় একজন ফিজিওথেরাপিস্টের অন্যতম কার্যকর ম্যানুয়াল থেরাপি কৌশল হলো (MWM)

এটি এমন একটি ম্যানুয়াল থেরাপি পদ্ধতি যেখানে ফিজিওথেরাপিস্ট রোগীর জয়েন্টে নিয়ন্ত্রিত মবিলাইজেশন (Joint Glide) ও একসাথে মুভমেন্ট (Active বা Passive Motion) করান। এই কৌশলটি Maitland বা Mulligan কনসেপ্ট অনুযায়ী হতে পারে

অস্টিওআর্থ্রাইটিসে এর উপকারিতা:

1. জয়েন্টের স্টিফনেস কমায়:
OA-তে হাঁটু শক্ত হয়ে যায়। Mobilization এর মাধ্যমে Synovial Fluid নিঃসরণ বাড়ে যা জয়েন্টকে নমনীয় করে।

2. ব্যথা হ্রাস করে:
মবিলাইজেশনের সময় “gate control theory of pain” অনুসারে ব্যথার সংকেত মস্তিষ্কে পৌঁছাতে বাধা পায়।

3. সার্কুলেশন বাড়ায়:
জয়েন্ট ও আশেপাশের টিস্যুতে রক্তপ্রবাহ বৃদ্ধি পায়, যা হিলিং প্রক্রিয়ায় সহায়ক।

4. Functionality বৃদ্ধি করে:
হাঁটার ক্ষমতা, সিঁড়ি ভাঙা, বসা-উঠার মতো কার্যকলাপ সহজ হয়।

সর্তকতা-
অতিরিক্ত ব্যথা থাকলে বা ইনফ্লেমেশন থাকলে এই টেকনিক সাময়িকভাবে এড়ানো উচিত

অভিজ্ঞ ফিজিওথেরাপিস্টের তত্ত্বাবধানে করতে হবে।
সচেতনতায় -
ভবতোষ চন্দ্র পাল
বি.পি.টি(ডি.ইউ) পিজিডি(বিকেএসপি)
কনসালটেন্ট ফিজিওথেরাপি।

জয়েন্টে জয়েন্ট ব্যাথা? হতে পারে Hyperuricaemia....
09/06/2025

জয়েন্টে জয়েন্ট ব্যাথা?
হতে পারে Hyperuricaemia....

⚠️ 𝗕𝗲𝘄𝗮𝗿𝗲 𝗼𝗳 𝗤𝘂𝗮𝗰𝗸𝗲𝗿𝘆 𝗶𝗻 𝗣𝗵𝘆𝘀𝗶𝗼𝘁𝗵𝗲𝗿𝗮𝗽𝘆! ⚠️In recent times, we’ve seen a rise in unqualified individuals claiming to be p...
19/02/2025

⚠️ 𝗕𝗲𝘄𝗮𝗿𝗲 𝗼𝗳 𝗤𝘂𝗮𝗰𝗸𝗲𝗿𝘆 𝗶𝗻 𝗣𝗵𝘆𝘀𝗶𝗼𝘁𝗵𝗲𝗿𝗮𝗽𝘆! ⚠️

In recent times, we’ve seen a rise in unqualified individuals claiming to be physiotherapists, offering treatments that are not only ineffective but also potentially harmful. Physiotherapy is a science-based profession that requires proper education, training, and licensing.

Trust only 𝙌𝙪𝙖𝙡𝙞𝙛𝙞𝙚𝙙, 𝙘𝙚𝙧𝙩𝙞𝙛𝙞𝙚𝙙 𝙖𝙣𝙙 𝙡𝙞𝙘𝙚𝙣𝙨𝙚𝙙 𝙥𝙝𝙮𝙨𝙞𝙤𝙩𝙝𝙚𝙧𝙖𝙥𝙞𝙨𝙩𝙨 for your care. Your health is too important, never meant to be in the wrong hands!

If you’re unsure about your therapist’s credentials, always verify before starting treatment. 𝙎𝙩𝙖𝙮 𝙞𝙣𝙛𝙤𝙧𝙢𝙚𝙙, 𝙨𝙩𝙖𝙮 𝙨𝙖𝙛𝙚!


Copied

Address

Asthetic Zinnia, Holding/79, Laksham Road, Kandirpar
Cumilla
3500

Opening Hours

Monday 15:00 - 20:00
Tuesday 15:00 - 20:00
Wednesday 15:00 - 20:00
Thursday 15:00 - 20:00
Saturday 15:00 - 20:00
Sunday 15:00 - 20:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nogor Physiotherapy Centre posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share