হাসনাহেনা ফুল

হাসনাহেনা ফুল মেডিকেল এবং গল্প,কবিতা জীবনের কথকতা

27/06/2025

নিউইয়র্কের স্থায়ী হয়েছি। জ্যামাইকায় বিশাল বাড়ি ভাড়া করেছি। দোতলা বাড়ি
বেসমেন্ট আছে, এটিক আছে। বাড়ির পিছনে বারবিকিউ করার জায়গা আছে। নানান আসবাবে বাড়ি সাজানো হয়েছে। শোবার ঘরে কিছু যন্ত্রপাতিও বসানো হয়েছে। শাওন চেষ্টা করে যাচ্ছে জীবন যাত্রা স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসার। তার ধারণা, যেই মূহুর্তে আমি কাগজকলম নিয়ে বসব সেই মাহেন্দ্রক্ষনেই সব সাভাবিক হয়ে যাবে। আমার রোগের প্রকোপ কমতে শুরু করবে।
আমার মা' রও দেখি একই ধারণা। তিনি শাওনকে টেলিফোন করে প্রথমেই বলেন, বৌমা!! হুমায়ূন কি কাগজ কলম নিয়ে বসেছে? শাওন হতাশ গলায় বলে, না।
তার হাতের কাছে কাগজ কলম আছে তো?
সব আছে।সে চেয়ার - টেবিলে বসে লিখতে পারে না, মাটিতে বসে লেখে। ওর লেখার জন্য টুল কিনেছি। টুলের সামনে শ্যাগ কার্পেট বিছিয়ে রেখেছি।
মা বললেন, চেষ্টা করে দেখ ওকে ভুলিয়ে-ভালিয়ে লেখার টেবিলে বসাতে পার কিনা। একবার কলম হাতে নিলেই সব ঠিক হয়ে যাবে। ইনশাআল্লাহ। আমার সমস্যা হচ্ছে, কলম কে আমার বিষাক্ত মনে হচ্ছে।
কিছুই লিখতে ইচ্ছে করছে না, বরং মনে হচ্ছে এক জীবনে অনেক লিখেছি আর কত? প্রথম যৌবনে রাত জেগে পাতার পর পাতা লিখেছি।
সন্ধায় লেখার টেবিলে বসে ফজরের আজানের পর টেবিল ছেরে উঠেছি। এক রাতে উপন্যাস শেষ করেছি। উপন্যাসের নাম --- অচিন পুর। এখন বিশ্রাম।
শাওন আমার লেখার টুল আর শ্যাগ কার্পেট যেখানে বসিয়েছে, সেই জায়গাটাও আমার পছন্দ না
এখান থেকে জানালা দিয়ে প্রকান্ড একটা ম্যাপল ট্রি দেখা যায়।সেই বৃৃক্ষের দিকে তাকালেই কেমন যেন লাগে আসন্ন শীতের কারণে গাছ দ্রুত পত্রশূন্য হচ্ছে। আসি নিজের ছায়াই যেন ম্যাপল গাছে দেখতে পাচ্ছি।
এক সন্ধায় নিজের ইচ্ছার বিরুদ্ধেই লেখার টেবিলে বসলাম। হাতে কলম তুলে নিলাম।
সঙ্গে সঙ্গে শাওন আমার মা' কে টেলিফোন করে গলা নামিয়ে উত্তেজিত ভঙ্গিতে বলল, মা! সুসংবাদ আছে। ও লিখতে বসেছে।
মা কী বলল শুনতে পেলাম না। নিশ্চই দোয়া–দরুদ পাঠ করলেন।”
—হুমায়ূন আহমেদ (নিউইর্কের আকাশে নীল ঝকঝকে রোদ)

08/05/2025

তোমার জন্য হয়েছিলাম আমি সূর্য,
জ্বলেছি অবিরাম হাইড্রোজনে তোমাকে দিয়েছি কিরণ।
দিয়েছো যাতনা সখি হৃদয়ে রক্তক্ষরণ।

07/02/2025

এ-যে পদ্য নয়, খুন ঝরা বুকের নিরব গদ্য,

এ-যে কতবড় দীর্ঘশ্বাসের বহিঃপ্রকাশ মাত্র।

এখানে ছন্দের চেয়ে মন্দ বেশি সবাই অন্ধ,

শব্দের পর শব্দ বসিয়ে বোঝাতে প্রায় ব্যর্থ।

এরপর লেখাজোঁকা নিয়ে কত কানাঘুঁষা,

ইছ! নিজের গোপন কষ্টের কথা এভাবে লেখে নাকি?

ছেলেটার পারসোনালিটি নেই বললেই চলে,

এই সমাজের কালচার, তোর দুঃখে তুই মর,

ঢাকঢোল পিটিয়ে জানান দেওয়া অপরাধ।

তারচেয়ে বরং সেলফি তুলুক, নাহয় বানাও টিকটক।

তখন আমার তেইশ চলে তোমার হয়তো কুড়ি,কৃষ্ণচূড়ায় আগুন জ্বলে হাতে ফুলের ঝুড়ি!সেই ফাগুনে প্রথম আমার,প্রেমের হাতে খড়ি।
03/01/2025

তখন আমার তেইশ চলে তোমার হয়তো কুড়ি,
কৃষ্ণচূড়ায় আগুন জ্বলে হাতে ফুলের ঝুড়ি!
সেই ফাগুনে প্রথম আমার,প্রেমের হাতে খড়ি।

 #তোমার_অসুখ!:জ্বর,কাশি কিংবা করোনাভাইরাসের মত এমন নয়,রোগের নাম তোমার অসুখ,তোমাকে হারানোর ভয়।রাত্তিরে প্রচন্ডরকম কাঁপনি,...
05/10/2024

#তোমার_অসুখ!:

জ্বর,কাশি কিংবা
করোনাভাইরাসের মত এমন নয়,
রোগের নাম তোমার অসুখ,
তোমাকে হারানোর ভয়।

রাত্তিরে প্রচন্ডরকম কাঁপনি,
মা ভাবে খুব বুঝি জ্বর,
দিলো সবে কম্বল চাপা
মাথায় পানি পড়ছে ঝরঝর।

ক্ষনিকের পরে মুখ থেকে
চাপাকান্নায় তোমার নাম,
মা'কে ফাঁকি দেওয়া যায়?
বলেন এতই কি তার দাম?

কমিউনিক্যাল কিংবা
নন-কমিউনিক্যাল ডিজিজ না,
রোগের নাম তোমার অসুখ,
এর সিম্পটম চাপাকান্না।

সুর্যের কিরণ এসে লাগে যখন
পুবের জানাল দিয়ে,
ক্ষনিকের পরে সুস্থ আমি দাড়াই
বেলীফুলের পাশে গিয়ে।

নাক-মুখ ভরে টেনে নেই
বেলীফুলের সুভাসিত ঘ্রাণ,
তোমার অসুখে শুষে নিয়ে সব
ফের করে দেয় বিলীন অম্লান।

হাটতে,হাটতে কখন যে
পৌছে যাই কার্জনখাল পাড়ে,
স্রোতের ভিতর তোমার মুখ
দেখতে পাইলাম পাথর ছুড়ে।

তখন ভরদুপুরে পিছনে হাটি
তোমার অসুখের ভয়ে,
স্রোতের মত করে ঘাম ঝরে পড়ে
আমার দুই চিবুক বেয়ে।

অত:পর সন্ধ্যা নামে,
পশ্চিমে রক্তিম আভার দেখা,
কপালের ভাজে স্পষ্ট হয়ে
দেখা মিলে পরাজয়ের রেখা।

পরিশ্রান্ত হয়ে হাসানের দোকানে
তখন মিলে লাল-চা সিগারেট,
কোথায় কলম,প্যাড,চেম্বার?
আর জীবনের টার্গেট?

মেতে উঠি ফের আড্ডায়
সময় জ্ঞানহীন বয়ে যায়,
ভৎসনা,তিরস্কার,ব্যর্থতার
তীর নিয়ে ফিরি বাসায়।

ঘনিয়ে আসে বিকট অন্ধকার
বুঝি রাত আবার খুব গভীর,
টিনের চালে টাপুরটুপুর-
শব্দ শুনা যায় বিরহ বৃষ্টির।

গায়ে কম্বল আবারো,
রাত্তিরে প্রচন্ডরকম কাঁপুনি,
বুকের ভিতর অগুন জ্বলে ,
ঝাপসা তোমার চোখের চাহনি।

ঘোরের মাঝে দেখি
পাশেই তুমি হাত বাড়ালেই নাই,
ততক্ষণে বুকের ভিতর
অঙ্গার হয়ে সব পুড়ে ছাঁই।

জিজ্ঞেস করি ডাক্তার বাবুকে
তোমার অসুখ নামের এন্টিবায়োটিক?
ডাক্তার কয় সমাধান আছে বৈকি,
সন্ধান পাইনি সঠিক।

চিরকুট হাতে দিয়ে কইলো
তিনিও জানেনা তার দাম,
খুলে দেখি সেখানে লেখা
স্রেফ শুধু তোমারই নাম।😭

(রচনাকাল:০৪/১০/২০২৪)

Address

Cumilla

Telephone

+8801913036582

Website

Alerts

Be the first to know and let us send you an email when হাসনাহেনা ফুল posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to হাসনাহেনা ফুল:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram