Labaid

Labaid Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Labaid, Diagnostic Center, Chotona House, House-622/3, Laksam Road, 2nd Kandir Par, Cumilla.

29/10/2025

🧠 World Stroke Day | 29 October

স্ট্রোক কোনো সাধারণ অসুস্থতা নয় এটি মস্তিষ্কের এক জরুরি অবস্থা!
এক মিনিট দেরিতেই হতে পারে ভয়াবহ পরিণতি। ⏱

👉 হঠাৎ মুখ, হাত বা পা অবশ হয়ে যাওয়া, কথা জড়িয়ে যাওয়া বা চোখে ঝাপসা দেখলে অবিলম্বে চিকিৎসা নিন।
সময়মতো চিকিৎসা জীবন বাঁচাতে পারে।

👨‍⚕ অধ্যাপক ডাঃ বি. করিম

এমবিবিএস (ঢাকা), এমএস (নিউরো সার্জারি - বিএমইউ)
ব্রেইন, স্পাইন, স্পাইনাল কর্ড, হেড ইনজুরি, স্ট্রোক, মাইক্রোসার্জারি ও এন্ডোস্কপিক সার্জারি বিশেষজ্ঞ

সিনিয়র কনসালটেন্ট, ল্যাবএইড স্পেশালাইজড হাসপাতাল, ঢাকা

📞 জরুরি সেবা: ১০৬০৬

🧠 WORLD STROKE DAY | OCT 29THস্ট্রোক প্রতিরোধে সচেতনতা বাড়াতে ল্যাবএইড আয়োজন করেছে বিশেষ Stroke Day Campaignসুস্থ জীবনযা...
29/10/2025

🧠 WORLD STROKE DAY | OCT 29TH

স্ট্রোক প্রতিরোধে সচেতনতা বাড়াতে ল্যাবএইড আয়োজন করেছে বিশেষ Stroke Day Campaign

সুস্থ জীবনযাপনের অভ্যাস ও সময়মতো চিকিৎসাই পারে স্ট্রোকের ঝুঁকি কমাতে।

📞 স্বাস্থসেবা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে কল করুন: 10606

29/10/2025

🧠 WORLD STROKE DAY | OCT 29TH

আজ থেকেই শুরু করুন স্ট্রোক প্রতিরোধের যত্ন —
🩺 নিয়ন্ত্রণে রাখুন রক্তচাপ
🥗 বজায় রাখুন সুষম খাদ্যাভ্যাস
🚶‍♂ নিয়মিত ব্যায়াম করুন

👉 মুখ বেঁকে যাওয়া, কথা জড়ানো বা হাত-পা অবশ সঙ্গে সঙ্গে নিকটস্থ হাসপাতালের শরণাপন্ন হন।

👨‍⚕ প্রফেসর ডা. মওদুদুল হক
এমবিবিএস, এমডি, পিএইচডি (এমএস), নিউরোসার্জারি
ব্রেন টিউমার, স্ট্রোক ও স্পাইন বিশেষজ্ঞ ও সার্জন
প্রফেসর, নিউরোসার্জারি বিভাগ
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)
ল্যাবএইড স্পেশালাইজড হাসপাতাল, ঢাকা

📞 জরুরি সেবা: ১০৬০৬

29/10/2025

🧠 WORLD STROKE DAY | OCT 29TH

মস্তিষ্কের রক্তনালী বন্ধ মানেই বিপদ! এক মুহূর্ত দেরিতেই হতে পারে স্ট্রোক
মুখ বেঁকে যাওয়া, কথা জড়ানো, বা হাত-পা অবশ সঙ্গে সঙ্গে নিকটস্থ হাসপাতালের শরণাপন্ন হন

👨‍⚕ প্রফেসর ডা. সিরাজুল হক
এমবিবিএস, এফসিপিএস (মেডিসিন), এফএসিপি (ইউএসএ), এফআরসিপি (এডিন)
নিউরোলজি ও ইন্টারনাল মেডিসিন বিশেষজ্ঞ
চিফ কনসালট্যান্ট, নিউরোলজি বিভাগ
ল্যাবএইড স্পেশালাইজড হাসপাতাল, ঢাকা

📞 জরুরি সেবা: ১০৬০৬

🧠 WORLD STROKE DAY | 29th OCTOBERস্ট্রোক হঠাৎ করেই হতে পারে,কিন্তু সচেতনতা পারে জীবন বাঁচাতে!⏱ Every Minute Counts স্ট্র...
28/10/2025

🧠 WORLD STROKE DAY | 29th OCTOBER

স্ট্রোক হঠাৎ করেই হতে পারে,
কিন্তু সচেতনতা পারে জীবন বাঁচাতে!

⏱ Every Minute Counts স্ট্রোকের লক্ষণ দেখলে দেরি নয়, হাত পা অবস হলে দ্রুত হাসপাতাল এ যান ।

👉 মুখ বেঁকে যাওয়া, কথা জড়ানো, বা হাত-পা অবশ সঙ্গে সঙ্গে নিকটস্থ হাসপাতালে যান।

LABAID - বাংলাদেশের জন্য স্ট্রোকের উন্নত চিকিৎসায় এক বিশ্বস্ত নাম।

28/10/2025

দেশজুড়ে স্বাস্থ্যসেবায় আস্থা গড়ছে ল্যাবএইড ।

ল্যাবএইড ডায়াগনস্টিকস নিশ্চিত করছে আন্তর্জাতিক মানসম্পন্ন স্বাস্থ্যসেবা এবং নির্ভুল রিপোর্টের নিশ্চয়তা,কারণ আমাদের ল্যাব CAP সার্টিফায়েড। আর সেবাদানকারীদের আন্তরিকতায় তিনি পেয়েছেন স্বস্তি ও বিশ্বাস।

নিজের অভিজ্ঞতার কথা তিনি জানিয়েছেন কৃতজ্ঞতার সাথে। রোগীর সন্তুষ্টিই আমাদের সবচেয়ে বড় অর্জন। স্বাস্থ্যসেবায় আস্থা ও বিশ্বাসের নাম ল্যাবএইড।

28/10/2025

🧠 WORLD STROKE DAY | OCT 29TH

হঠাৎ মুখ বেঁকে গেলে কী করবেন?

স্ট্রোকের ৫টি সংকেত জেনে রাখুন জীবন বাঁচাতে পারে সময়মতো ব্যবস্থা! ⏱

⚠ স্ট্রোকের ৫টি সতর্ক সংকেত:
1️⃣ হঠাৎ মুখ বেঁকে যাওয়া
2️⃣ হাত বা পা অবশ হয়ে যাওয়া
3️⃣ কথা জড়িয়ে যাওয়া বা বোঝা না যাওয়া
4️⃣ চোখে ঝাপসা দেখা
5️⃣ মাথা ঘোরা বা ভারসাম্য হারানো

👉 এই উপসর্গগুলোর কোনোটি দেখলেই দেরি নয় দ্রুত হাসপাতাল এ যান ।

👨‍⚕ অধ্যাপক (ডাঃ) মোঃ আশরাফ আলী

এমবিবিএস, এফসিপিএস (মেডিসিন), এমডি (নিউরোলজি), এফআরসিপি (এডিন)
মেডিসিন ও নিউরোলজি বিশেষজ্ঞ
প্রাক্তন অধ্যাপক, ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ
সিনিয়র কনসালটেন্ট, নিউরোলজি বিভাগ
ল্যাবএইড স্পেশালাইজড হাসপাতাল, ঢাকা

📞 জরুরি সেবা: ১০৬০৬

ল্যাবএইড আইকনিকে স্বাস্থ্য সেবা নিতে এসেছেন জনাব মো: আজাদ। তিনি গাইবান্ধা থেকে এসেছেন। মেডিসিন বিশেষজ্ঞ ডা. রফিকুল ইসলাম...
28/10/2025

ল্যাবএইড আইকনিকে স্বাস্থ্য সেবা নিতে এসেছেন জনাব মো: আজাদ। তিনি গাইবান্ধা থেকে এসেছেন। মেডিসিন বিশেষজ্ঞ ডা. রফিকুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করে পরামর্শও নিয়েছেন।

ল্যাবএইডে সেবার মান এবং জনাব মো: আজাদের অভিজ্ঞতা সম্পর্কে জানতে চাইলে তিনি সন্তুষ্টি প্রকাশ করেন। জনাব আজাদ বলেন, আমি এখানে মেডিসিন বিশেষজ্ঞ ডা. রফিকুল ইসলাম স্যারের কাছে এসেছিলাম। স্যার অনেক সময় নিয়ে আমার সমস্যার কথা শুনেছেন এবং খুব সহজ ভাষায় আমার করণীয় সম্পর্কে পরামর্শ দিয়েছেন। আমার এত ভালো লেগেছে তাঁর ব্যবহার যে আমি আবারো আসব স্যারের কাছে। তাছাড়া এই হাসপাতালে সব স্টাফদের আচার-ব্যবহার খুবই সন্তোষজনক। সবাই খুব হৃদ্যতার সাথে কথা বলেছে। সবাইকে ধন্যবাদ। তবে আমার সবচেয়ে ভালো লেগেছে ল্যাবএইড আইকনিকে একই ভবনে সব ধরনের চিকিৎসা-সেবা প্রাপ্তির সুযোগ দেখে। এখানে দেখলাম লেজার অ্যান্ড অ্যাস্থেটিক লাউঞ্জ রয়েছে, চর্মরোগের চিকিৎসা জন্য পুরো একটি ফ্লোর বরাদ্দ করা হয়েছে। এখানে ডেন্টাল চিকিৎসার জন্য পুরো একটি ফ্লোর রয়েছে। আবার নিয়মিত হেলথ চেকাপের জন্য রয়েছে ওয়েলনেস সেন্টার। সব মিলিয়ে খুব গোছানো এবং অত্যন্ত আধুনিক লেগেছে এই হাসপাতালটিকে

আপনার সুস্থতা, আমাদের অঙ্গীকার ল্যাবএইড সবসময় আছে আপনার সুস্থতা, আমাদের অঙ্গীকার ল্যাবএইড সবসময় আছে আপনার পাশে।

28/10/2025

🧠 WORLD STROKE DAY | OCT 29TH

প্রতি মিনিট মানে জীবন-মৃত্যুর পার্থক্য! ⏱
স্ট্রোকে দেরি নয় এখনই ব্যবস্থা নিন, কারণ Every Minute Counts! ⚡

👉 হঠাৎ মুখ বেঁকে যাওয়া, কথা জড়ানো, হাত বা পা অবশ হয়ে গেলে সময় নষ্ট করবেন না।
স্ট্রোকের চিকিৎসা যত দ্রুত শুরু হয়, তত বেশি বাঁচানো যায় জীবন ও মস্তিষ্ক। ❤

👨‍⚕ অধ্যাপক ডাঃ মোঃ শহীদুল্লাহ (সবুজ)
এমডি (নিউরোলজি), এমবিবিএস, এফসিপিএস (মেডিসিন)
ফেলো ইন ইন্টারভেনশনাল নিউরোলজি এন্ড স্ট্রোক (নিউ দিল্লী)
অধ্যাপক, নিউরো মেডিসিন বিভাগ (এক্স), বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়
নিউরোলজিস্ট | ল্যাবএইড স্পেশালাইজড হাসপাতাল, ঢাকা

📞 জরুরি সেবা: ১০৬০৬

ল্যাবএইড নারায়ণগঞ্জ ব্রাঞ্চে স্বাস্থ্যসেবা নিতে এসেছেন জনাব আবদুর রহমান। ল্যাবএইডের সেবা সম্পর্কে তাঁর অভিজ্ঞতা জানতে চা...
27/10/2025

ল্যাবএইড নারায়ণগঞ্জ ব্রাঞ্চে স্বাস্থ্যসেবা নিতে এসেছেন জনাব আবদুর রহমান। ল্যাবএইডের সেবা সম্পর্কে তাঁর অভিজ্ঞতা জানতে চাইলে তিনি বলেন, ‘‘আমি নিয়মিত বিরতিতে ল্যাবএইডে চিকিৎসা নিয়ে থাকি। এখানে সেবার মান সত্যিই প্রশংসনীয়। চিকিৎসক থেকে শুরু করে কর্মরত প্রত্যেকেই অত্যন্ত আন্তরিক ও দায়িত্বশীল। এখানকার পরীক্ষা-নিরীক্ষাগুলো সুলভ মূল্যের এবং রিপোর্টও নির্ভুল। ল্যাবএইডে চিকিৎসা নিয়ে আমি শতভাগ সন্তুষ্ট। বিশ্বমানের স্বাস্থ্যসেবা নিশ্চিত করায় আমি ল্যাবএইড কর্তৃপক্ষকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই এবং তাঁদের ভবিষ্যৎ সাফল্য কামনা করি।’

আপনার সুস্থতা, আমাদের অঙ্গীকার ল্যাবএইড সবসময় আছে আপনার সুস্থতা, আমাদের অঙ্গীকার ল্যাবএইড সবসময় আছে আপনার পাশে।

26/10/2025

দেশজুড়ে স্বাস্থ্যসেবায় আস্থা গড়ছে ল্যাবএইড ।

ল্যাবএইড ডায়াগনস্টিকস নিশ্চিত করছে আন্তর্জাতিক মানসম্পন্ন স্বাস্থ্যসেবা এবং নির্ভুল রিপোর্টের নিশ্চয়তা,কারণ আমাদের ল্যাব CAP সার্টিফায়েড। আর সেবাদানকারীদের আন্তরিকতায় তিনি পেয়েছেন স্বস্তি ও বিশ্বাস।

নিজের অভিজ্ঞতার কথা তিনি জানিয়েছেন কৃতজ্ঞতার সাথে। রোগীর সন্তুষ্টিই আমাদের সবচেয়ে বড় অর্জন। স্বাস্থ্যসেবায় আস্থা ও বিশ্বাসের নাম ল্যাবএইড।

Address

Chotona House, House-622/3, Laksam Road, 2nd Kandir Par
Cumilla
3500

Opening Hours

Monday 07:00 - 23:00
Tuesday 07:00 - 23:00
Wednesday 07:00 - 23:00
Thursday 07:00 - 23:00
Friday 07:00 - 23:00
Saturday 07:00 - 23:00
Sunday 07:00 - 23:00

Telephone

+8801766661124

Website

Alerts

Be the first to know and let us send you an email when Labaid posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram