Orpi Medical Hall অর্পি মেডিক্যাল হল

Orpi Medical Hall  অর্পি মেডিক্যাল হল This Is A best Quality Medicine Shop. we try to give you our best service with b

We Have also Online Service and home delivery service And any Emergency Call us Any time we can service

22/04/2025

১. হোটেলে ভাত খাবেন ১৬২ টাকা বিল হলে ১৬০ টাকা দিলে হবে না ১৬২ টাকাই দিতে হবে।
২. মিষ্টির দোকান থেকে ৮৭৫ টাকার মিষ্টি কিনবেন। ৮৭৫ টাকাই নিবে। ৫ টাকা কম দিতে পারবেন না।
৩. ঔষধের দোকানের কাস্টমার এসে বলবে -
ডিসকাউন্ট কত ? ৫% কেন ? অমুক দোকানে তো ৮% ১০ % ডিসকাউন্ট দেয় ? মানে ফার্মেসী ব্যবসায় নিজেরা নিজেরাই একে অপরকে বাঁশ দেয়। ১২ % দরে প্রোডাক্ট কিনে মাত্র ২ % লাভ করে।
৪. দোকান ভাড়া , কর্মচারী বিল , কারেন্ট বিল কীভাবে দিবে ২% লাভ করে ?
২%.লাভের আশায় ৩ হাজার টাকার ঔষধ একদিনে বাকি দেয়। তিন মাসেও ফেরত পায় না টাকা।

13/04/2025
চর্মরোগের এমন ভয়াবহ অবস্থা খুব কমই দেখেছিব্যথা এবং চুলকানিতে সারারাত ঘুমাতে পারে না..
10/04/2025

চর্মরোগের এমন ভয়াবহ অবস্থা খুব কমই দেখেছি
ব্যথা এবং চুলকানিতে সারারাত ঘুমাতে পারে না..

ঈদের বাকি আর মাত্র কয়েকদিন। রমজানের শেষ মুহূর্তে এসে সবাই মেহেদি কেনার জন্য তোড়জোড় শুরু করে দেয়। তবে হাতের কাছে যে কোনো ...
30/03/2025

ঈদের বাকি আর মাত্র কয়েকদিন। রমজানের শেষ মুহূর্তে এসে সবাই মেহেদি কেনার জন্য তোড়জোড় শুরু করে দেয়।

তবে হাতের কাছে যে কোনো মেহেদি পেলেই কম মূল্যে কিনবেন না। এতে মারাত্মক বিপদ ঘটতে পারে।

নকল মেহেদী থেকে এক শিশু রোগীর মারাত্মক এলার্জিক রিয়েকশন হয়। নিজে সতর্ক থাকি এবং অন্যকে সতর্ক করি।

লে হালুয়া। বেশি করে যা আর খা। কিডনি লিভার তো তোর তার তো দরকার বেচার,,,,
14/03/2025

লে হালুয়া। বেশি করে যা আর খা। কিডনি লিভার তো তোর তার তো দরকার বেচার,,,,

13/03/2025

ব্যাথা জ্বরে
এসব কমা কোম্পানির বা হলন্সা কোম্পানির মেডিসিন বিক্রি করলেও।(পারলে না বিক্রি করাই ভালো।)

এন্টিবায়োটিক এসব কোম্পানির মেডিসিন বিক্রি করিয়েন না ভাই
এটা শরীরে এন্টিবডি তৈরি করে জীবাণুর বিরুদ্ধে।
জীবাণুর বিরুদ্ধে লড়াই করতে ব্যর্থ হলে তখন ভালো কোম্পানির টাতেও কাজ করবে না।
শেষ মেষ
ঔষধ টি তার শরীরে রেজিস্টেন্স হয়ে যাবে।

ভালো কোম্পানির ছাড়ে পাওয়া যায় সেগুলো নিন।
প্রয়োজনে ফিজিশিয়ান স্যাস্পল বেচেন
তাও এসব কোম্পানির এন্টিবায়োটিক বিক্রি করা থেকে দূরে থাকেন ভাই।

টাকা পয়সায় জীবনের সব না। মানুষকে ঠকাবেন নিজেও কোথাও না কোথাও ঠকে যাবেন তার দ্বিগুণ।

কনফিউজড হয়ার দরকার নাই নতুন গেটাপে,,,,,,
23/02/2025

কনফিউজড হয়ার দরকার নাই নতুন গেটাপে,,,,,,

20/02/2025

Chronic Abdominal Pain এর কথা মনে পরলেই আমরা সাধারণত Medicine ward এ PUD, Pancreatitis , Cholecystitis এই Differential গুলো আগে খুজি।
কিন্তু মাঝে মাঝে এমন রোগী পাওয়া যায়, USG, CT abdomen , Endoscopy সব করা হয়েছে। কিন্তু কিছুতেই সুবিধা করা যাচ্ছেনা। কোন ভাবেই Diagnosis হয় না।কথায় আছে Abdomen হলো Magic box.

এই রোগী গুলো তখন ডাক্তার থেকে ডাক্তারের কাছে ঘুরে বেড়ায়।
এমন কি অনেক সময় এগুলোকে সাইক্রিয়েট্রিক Functional কোন Problem হিসেবে মনে করা হয় ।

কিন্তু Abdominal pain এর আরো কারণ কিন্তু আছে।
যে Abdominal pain টা কিছুতেই Diagnosis হচ্ছে না Radiology এবং অন্য Investigation দিয়ে। তখন আপনাকে মাথায় রাখতে হবে আরেক টি কারন।

সেটা হলো বা (T6-T12) .
যেমন T10 nerve root যদি compression হয় তবে রোগীর Around the umbilicus Pain হবে।
T7 Compression এর ক্ষেত্রে তো একদম Epigastric pain নিয়ে রোগী আসতে পারে।

Undiagnosed Abdominal pain এর এমন রোগীকে পরবর্তীতে MRI spine করতে দিয়ে দেখা গেলো Thoracic 7 level এ Herniation.
এমন ২ টা কেস দেখার দুর্ভাগ্য হয়েছে। পরবর্তী চিকিৎসা হিসেবে Neuropathic pain এর Drug Pregabalin দেয়া হয়। এবং রোগী পরবর্তীতে Symptoms রিলিফ নিয়ে আমাদের কাছে আছে। মজার ব্যাপার Psychiatrist এর কাছে আগে যখন রোগী consult করেছিলেন Functional Disorder মনে করে । তখন ও কিন্তু রোগীর ব্যাথা কিছুটা কমেছিলো। কেন বলেন তো?

কারন রোগীকে দেয়া হয়েছিলো সাইকিয়াট্রিক কেস মনে করে। Neuropathic pain এর ক্ষেত্রেও যেটা ব্যবহার হয়ে থাকে।
আরেক টা কথা Epigastric pain এ ECG করতে ভুলবেন না। কারন Inferior MI অনেক সময় Epigastric pain নিয়ে আসে। এমন কতোই না Magic লুকিয়ে আছে আমাদের Magic box এর ভেতর।

ডাঃসওগাত_এহসান

 #জন্মের_পর_কে ওয়ান(K-One) ইঞ্জেকশন #দেওয়া_জরুরি_কেন?শিশুর জন্মের পর প্রথম কয়েক দিনের মধ্যে হঠাৎ শরীরের যেকোনো স্থান দিয়...
20/02/2025

#জন্মের_পর_কে ওয়ান(K-One) ইঞ্জেকশন
#দেওয়া_জরুরি_কেন?

শিশুর জন্মের পর প্রথম কয়েক দিনের মধ্যে হঠাৎ শরীরের যেকোনো স্থান দিয়ে রক্তক্ষরণ হতে পারে।সাধারণত রক্তক্ষরণ ছাড়া শিশুর অন্য কোনো শারীরিক সমস্যা থাকে না।এটিকে বলে হেমোরেজিক ডিজিজ অব নিউবর্ন (নবজাতকের রক্তক্ষরণ)।
শরীরে ভিটামিন 'কে'-এর অভাবে এ রোগ দেখা দেয়।

#যেসব_রক্তক্ষরণ_হতে পারে-

নানা কারণে জন্মের ২৪ ঘণ্টার মধ্যে,দ্বিতীয় দিন থেকে এক সপ্তাহের মধ্যে বা পরে রক্তক্ষরণ হতে পারে।

◑এ সময় নাভি দিয়ে,

◑পায়খানার সঙ্গে,

◑নাক দিয়ে রক্তপাত হতে দেখা যায়।

◑অনেক সময় চামড়ার নিচে রক্তপাতের কারণে লাল লাল দাগ দেখা দিতে পারে।

◑এ ছাড়া বিপজ্জনক হলো মস্তিষ্কে রক্তক্ষরণ।

কে_ওয়ান_ব্যবহারে_যা_হয়-

নবজাতকের এই রক্তক্ষরণ প্রতিরোধে সহজ একটি চিকিৎসা পদ্ধতি হলো ভিটামিন 'কে' ইনজেকশন প্রয়োগ।
জন্মের পর কয়েক ঘণ্টার মধ্যে এ ইনজেকশন দিতে হয়। ইনজেকশন মাংসপেশিতে একবার প্রয়োগ করলেই যথেষ্ট। তবে মুখে খাওয়ালে তিন ডোজ নিতে হবে।
প্রথম ডোজ নিতে হবে জন্মের চার ঘণ্টার মধ্যে।দ্বিতীয় ডোজ চতুর্থ দিনে এবং তৃতীয় ডোজ ২৮তম দিনে।

ইনজেকশন নেওয়ার পরও রক্তক্ষরণের কোনো লক্ষণ দেখা দিলে ডাক্তারের পরামর্শ নিতে হবে।

এছাড়াও ভিটামিন "কে" শিশুর হাড়ের স্বাস্থ্য ভালো রাখে।এটি হাড়ের ফ্র্যাকচার কমাতে সাহায্য করে।ভিটামিন-কে শিশুর হৃৎপিণ্ডের স্বাস্থ্যের জন্য ভালো। ভিটামিন-কে কার্ডিওভাসকুলার ডিজিজ ও হার্ট অ্যাটাক প্রতিরোধে সাহায্য করে।

সর্বোপরি বলব,ভিটামিন "কে" নবজাতকের জন্য অত্যন্ত জরুরি।

20/02/2025

গুগল সার্চ করে অনেক কিছু জানা যায়।কিন্তু এই জানার বাহিরেও অনেক কিছুই আছে মেডিকেল প্রপেশনে যা আপনি গুগল করে পারবেন না সরাসরি রোগী দেখে বুঝে রোগ নির্নয় করে মেডিসিনের কম্বিনেশন করে রোগির ভালো খারাপ বুঝে চিকিৎসার একটা ব্যাপার থাকে।মুল কথা হলো- একজন চিকিৎসক এর প্রয়োজনীয়তা আপনি গুগল বা অন্য কিছু দিয়ে ফিলাপ করতে পারবেন না।

এ দেশের মানুষের সবচেয়ে খারাপ দোষগুলোর মধ্যে একটা হচ্ছে বেশিরভাগের প্রাইভেসি সম্পর্কে সামান্যতম  কমন সেন্স নেই। এটি প্রত...
19/02/2025

এ দেশের মানুষের সবচেয়ে খারাপ দোষগুলোর মধ্যে একটা হচ্ছে বেশিরভাগের প্রাইভেসি সম্পর্কে সামান্যতম কমন সেন্স নেই। এটি প্রতিনিয়ত ফেইস করি একজন রোগীকে যখন দেখি, আশেপাশে যারা আছে চুপি দিয়ে দেখবে। মানা করলেও আসবে দেখবে দেখবে। দেখতেই হবে। সে পুরুষ হোক কি নারী। কম বয়সী হোক কি বেশি বয়সী। এটা তো তবু তাদের জন্য অনেক ভদ্রোচিত। এক রোগীকে দেখার সময় একজন তার কাঁধের ওপর দাঁড়িয়ে থাকবে, একজন পাশের চেয়ারে বসে পড়বে, একজন বামদিকে এসে দাঁড়াবে। সবাই শুনবে ঐ রোগী কী বলে, ডাক্তার তাকে কী বলে। সবচেয়ে অবাক লাগে যাকে দেখছি তার মধ্যেও কোনো বিব্রতবোধ নেই যে তার রোগের বিবরণ অন্যরা শুনছে। অথচ রোগবালাইয়ের বিষয় অত্যন্ত ব্যক্তিগত একটা বিষয় ও যথেষ্ট গোপনীয় একটা বিষয় হবার কথা। মানুষকে ধমকেও চুপি দিয়ে থাকা থেকে বিরত রাখা যায় না।

হাসপাতালে তো আরো খারাপ অবস্থা ওয়ার্ডে রোগীর অবস্থা যখন সঙ্কটাপন্ন সে সময় ঐ ওয়ার্ডের রোগীদের স্বজন তো বটেই পাশের ওয়ার্ড থেকেও বিভিন্ন মানুষ চলে এসে গোল হয়ে রোগীর পাশে দাঁড়িয়ে যায়। প্রতিবার রোগীর কাছে যেতে শাউট করে বেডের পাশ থেকে তাদের সরাতে হয়। এতো সহজেই সরে? সরে তো আমাকে জায়গা দিলো কিন্তু আবার এসে ঘিরে দাঁড়িয়ে থাকবে। ভাবটা এমন যেন সার্কাস দেখতে এসেছে। আপনি চিন্তা করুন সেখানে আপনি কাজ করছেন, আপনার সাথে হয়তো কোনো নারী ইন্টার্ন আছেন, কোনো নার্স আছেন যারা হাঁটু ভাঁজ করে ফ্লোরে রোগীর ব্লাড প্রেশার দেখছেন, পালস দেখছেন আর অন্তত ৫০ জন লোক ঘিরে দাঁড়িয়ে আছে, এক দৃষ্টিতে তাকিয়ে আছে। বিষয়টা যথেষ্ট অস্বস্তিকর না? এভাবে স্বতঃস্ফূর্তভাবে কাজ করা যায়? রোগীর বুক চেপে শেষ চেষ্টা করা হচ্ছে সবাই এই মারাত্মক সেন্সিটিভ মুহূর্তটুকু বিশেষ কৌতুহলে উপভোগ করছে, পাশেরজনের সঙ্গে নানা মন্তব্য করছে বিষয়টা কেমন?

বাঙালিকে সবার আগে দেওয়া উচিত প্রাইভেসি-জ্ঞান। প্রাইভেসি পাওয়া একজন মানুষের গুরুত্বপূর্ণ অধিকার। এরা যেমন অন্যকে প্রাইভেসি দিতে চায় না, তেমনি নিজের প্রাইভেসির ব্যাপারেও এদের তেমন কোনো আগ্রহ নেই। কেমন মিসকিন অনুভূতিসম্পন্ন এক জাতি।

সোরিয়াসিস?
17/02/2025

সোরিয়াসিস?

ল্যাম্বোরগিনি কিনার পর একজন টিকটকার তার ভিডিওতে এসে বললো “ল্যাম্বোরগিনি কিনতে হ্যাডম লাগে”।আমি আশ্চর্য হলাম। সে “হ্যাডম”...
10/02/2025

ল্যাম্বোরগিনি কিনার পর একজন টিকটকার তার ভিডিওতে এসে বললো “ল্যাম্বোরগিনি কিনতে হ্যাডম লাগে”।

আমি আশ্চর্য হলাম। সে “হ্যাডম” শব্দটা দিয়ে মূলত কোন জিনিসটা বুঝাতে চেয়েছে? যোগ্যতা?

হাস্যকর। চরম হাস্যকর। আজকাল একজন টিকটকার এসে আপনাকে আমাকে যোগ্যতার জ্ঞান দিচ্ছে। আবার তার স্বার্থকতার দৃশ্য দেখে অনেকে আবেগের বশে বলেই বসছে “ইশশশ যদি পড়াশুনা না করে টিকটকটা করতাম”।

কি অবাক করা বিষয়! নির্ঘাত রম্যক।

প্রকৃত যোগ্যতা কারে বলে জানেন? তাহলে আসেন একটা গল্প শুনেন।

রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে একটা চমৎকার ব্যাপার ঘটছে।

পা থেকে একটা ফিবুলা (পায়ের একটি হাড়) নিয়ে ৬ টা টুকরা করে স্ক্রু লাগিয়ে একটা ম্যান্ডিবল (মুখের নিচের চোয়াল) বানিয়ে দিয়েছেন একজন OMS সার্জন।

হ্যা...এটা একজন ডেন্টাল সার্জনের হাতে করা সার্জারি। এখন আপনি ভাবতে পারেন,,হয়তো পৃথিবীর অনেক উন্নত কোনো দেশে যেখানে চিকিৎসা ব্যবস্থা অনেক উন্নত সেখানে এই সার্জারি করা হয়েছে।

কিন্তু না,,,,মুখের চোয়াল হারিয়ে ফেলা এই মানুষটিকে এভাবে তার চোয়াল ফিরিয়ে দিয়ার সার্জারি হয়েছে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে যার নেতৃত্ব দিয়েছেন ডেন্টাল ইউনিটের প্রিয় শিক্ষক Dr.Nitish Krishna Das স্যার এবং তার টিম।❤️

This is called Talent.
This called Aura.
This is called “হ্যাডম”! ❤️

Address

Cumilla
3583

Telephone

+8801815447150

Website

Alerts

Be the first to know and let us send you an email when Orpi Medical Hall অর্পি মেডিক্যাল হল posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Orpi Medical Hall অর্পি মেডিক্যাল হল:

Share