Bijon Medical Hall

Bijon Medical Hall স্বাস্থ্যসেবার এক নতুন ঠিকানা। ২৪ ঘন?

Bijon Medical Hall is now in new view.
23/04/2021

Bijon Medical Hall is now in new view.

07/07/2020
12/08/2019

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে 'বিজন মেডিকেল হলে'র পক্ষ থেকে সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা ও ভালোবাসা।
ইদ মোবারক।

ভালো উদ্যোগ।
27/02/2018

ভালো উদ্যোগ।

05/07/2017

চিকিৎসা সেবা এখন ঘরে বসেই।
ডায়াবেটিস চেকআপ, রুটিন চেকআপ, প্রেশার মাপাসহ যেকোনো ধরনের প্রাথমিক চিকিৎসা নেয়ার জন্য কল করুন ০১৭১২৮৩৭১৯৮ নাম্বারে।

25/10/2016

প্রেসক্রিপশন এর কিছু সাংকেতিকের মানে
বুঝিনা"!! নিচে কিছু সাংকেতিকের মানে
দেওয়া হলঃ
-
Rx = Treatment.
Hx = History
Dx = Diagnosis
q = Every
qd = Every day
qod = Every other day
qh = Every Hour
S = without
SS = On e half
C = With
SOS = If needed
AC = Before Meals
PC = After meals
BD = Twice a Day
TID = Thrice a Day
QID = Four times a day
OD = Once a Day
BT = Bed Time
hs = Bed Time
BBF = Before Breakfast
BD = Before Dinner
Tw = Twice a week
SQ = sub cutaneous
IM = Intramuscular . .
ID = Intradermal
IV = Intravenous
QAM = every morning
QPM =every night
Q4H = every 4 hours
QOD = every other day
HS = at bedtime
PRN = as needed
AC = before meals
PC = after meals
Mg = milligrams
Mcg/ug = micrograms
G or Gm = grams
1TSF ( Teaspoon) = 5 ml
1 Tablespoonful =15ml

12/06/2016

অ্যান্টিবায়োটিকের ডোজ কম্পিলিট না করলে শরীর অসুস্থ্য করার জন্য যে জীবানুর (ব্যাকটেরিয়া) দল শরীরে ছিলো তা সব ধ্বংশ হয় না। অনেকেই বেঁচে থাকে এবং উক্ত অ্যান্টিবায়োটিকের থেকে নিজেদেরকে রক্ষা করার জন্য নিজে নিজেই শক্তিশালি হয়ে ওঠে {ধরি অ্যান্টিবায়োটিকটা যদি বুলেট হয়ে থাকে তবে তারা নিজেরা বুলেট প্রুফ জ্যাকেট তৈরি করে পরে ফেলে এবং যত সন্তান উৎপন্ন করে তাদেরকেও উক্ত জ্যাকেট পরিয়েই জন্ম দেয়}।
এভাবে একটা সময় উক্ত অ্যান্টিবায়োটিক আর ওই নির্দিষ্ট জীবানুর (ব্যাকটেরিয়া) বিরুদ্ধে কাজ করে না। হয়ে যায় অ্যান্টিবায়োটিক রেজিসস্ট্যান্ট।
তখন আবার অসুস্থ্য হলে উক্ত অ্যান্টিবায়োটিক কাজ না করায় এর থেকেও শক্তিশালি অ্যান্টিবায়োটিক প্রয়োজন হয়।
[আমাদের দেশে যে হারে অ্যান্টিবায়োটিকের অপব্যবহার চলছে তাতে অদূর ভবিষ্যতে প্রায় সকল পাওয়ারফুল অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট হয়ে যাবে, আর এগুলোর থেকে পাওয়ারফুল অ্যান্টিবায়োটিক আবিষ্কার না হলে জনগণ সামান্য অসুস্থ্যতায়ই মারা যাবে]
অনেকেরই ধারণা অনিয়ন্তিত অ্যান্টিবায়োটিকের ডোজ যার ওপর প্রয়োগ হয় রেজিস্ট্যান্টস্‌ও তার ভিতরেই সীমাবদ্ধ থাকে। কিন্তু বাস্তবে তা অন্য রকম, এটা একজন থেকে আরেকজনের মধ্যেও ছড়িয়ে পরে। উদাহরণঃ মা-বাবা থেকে সন্তানের হতে পারে এবং বংশগত ভাবে চলতে থাকতে পারে। একজন অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট হয়েছে এমন ব্যক্তির হাঁচি-কাশির মাধ্যমেও আশেপাশের অন্য ব্যক্তির হতে পারে। সুতরাং এটা সীমাবদ্ধ বিষয় না। খুবই মারাত্বক।

Courtesy: Sada Apron

30/05/2016

আলতাফ সাহেব তার স্ত্রীকে সাথে নিয়ে হন্তদন্ত হয়ে ডাক্তারের চেম্বারে ঢুকলেন;
-স্যার! আমিতো বাচলাম না!
-কেন কি হয়েছে আপনার?
-স্যার! আগে প্রেসারটা মাপেন!
-অবশ্যই মাপবো; কিন্তু আপনার সমস্যা কি?
-ঘাড়ের রগ ব্যাথা! মনে হয় প্রেসার অনেক বাড়ছে!
অতপর ডাক্তার সাহেব তার প্রেসারটাই আগে মাপলেন এবং একটু বেশীই পেলেন।
-প্রেসার তো একটু বেশী; খুব বেশী না। আপনি যেমন অস্থির হয়ে আছেন এবং হাপাচ্ছেন তাতে কিন্তু প্রেসার একটু বাড়তেই পারে; শান্ত হয়ে বসুন; কিছুক্ষণ পরে আবার প্রেসার মাপতে হবে।
-না স্যার! প্রেসার আমার অনেক বেশীই ছিল; তেতুল গোলা খাইছি তাতে একটু কমছে নাইলে তো আজকে বাচতামই না!
-আপনার কি আগে কখনো প্রেশার মাপিয়েছেন? আগে জানতেন যে আপনার হাই প্রেসার আছে বা কোন ওষুধ খান?
-আমি বুঝি স্যার! প্রেসার বাড়লেই আমি তেতুল গুলাইয়া খাই তাতে কমে আজকে বেশী বাড়ছে!

এতক্ষণ যে কথপোকথনটি আপনারা পড়লেন সেটি আমাদের মফস্বলের একটি অতি সাধারণ চিত্র। শুধু মফস্বলের মানুষ নয় আমাদের মাঝে অনেকের মাঝেই উচ্চ রক্তচাপ নিয়ে কিছু ধারণা বা বিশ্বাস কাজ করে যেগুলো মোটামুটি এমন:

১. ঘাড়ে ব্যাথা মানেই প্রেসার বেড়ে গেছে
২. তেতুল খেলে ব্লাড প্রেসার কমে যায়
৩. অনেকের প্রেসার “নাই” বা “লো”

আসুন দেখি চিকিৎসা বিজ্ঞান কি বলে!

প্রথমেই আসি ঘাড়ে ব্যাথার সাথে উচ্চ রক্তচাপের সম্পর্ক। হ্যা কোন কোন ক্ষেত্রে ব্লাড প্রেসার বেড়ে গেলে ঘাড়ে ব্যাথা হতে পারে বা কোন স্বাভাবিক রক্তচাপসম্পন্ন মানুষের হঠাত মানসিক উত্তেজনায় রক্তচাপ বেড়ে গেল ঘাড় বা মাথার শিরায় তার প্রতিফলন ঘটে যা রোগীরা অনেকসময় শিরা দপ দপ করা হিসেবে বলে থাকে। এই একই ব্যাপারের সাথে যখন মাথাব্যাথা থাকে (দুশ্চিন্তার কারনে “টেনশন টাইপ হেডএক” বলে একরকম মাথাব্যাথা হয়!) তখন অনেকেই সেটিকে ঘাড়ব্যাথা হিসেবে প্রকাশ করতে পারেন কিন্তু বাস্তবে উচ্চ রক্তচাপের সাথে ঘাড়ব্যাথার তেমন সম্পর্ক নেই।

দ্বিতীয়টি খুবই প্রচলিত সাধারণ অভ্যাস যার আসলে কোন বৈজ্ঞানিক ভিত্তি নেই। তেতুল বা অন্য কোন টক খাবার সাথে প্রেসার কমার কোন সম্পর্ক নেই। কারো কারো ক্ষেত্রে তার প্রেসার কিছুটা কমতে পারে! তার ব্যাখ্যা হচ্ছে তিনি একটি বিশ্বাস থেকে তেতুল বা টক খান এবং খাবার পর আস্বস্ত্ব হন যে তার রক্তচাপ কমে যাবে; এটি তাকে একধরণের দুশ্চিন্তা থেকে মুক্তি দেয় এবং তিনি মানসিকভাবে কিছুটা দুশ্চিন্তামুক্ত হন ফলে “দুশ্চিন্তাজনিত” কারণে তার রক্তচাপ যেটুকু বেড়েছিল সেটুকু কমে আসে। চিকিৎসা বিজ্ঞানে এটিকে “প্লাসেবো এফেক্ট” নামে অভিহিত করা যায়।

সবশেষ “প্রেসার” নিয়ে ভুল ধারণা; ঠিক কতটুকু প্রেসার থাকলে তাকে হাই বা লো ব্লাড প্রেসার বলা যাবে? প্রথম কথা হচ্ছে “নো” প্রেসার বা “প্রেসার নাই” কোন স্বাবাভিক সুস্থ্য মানুষের ক্ষেত্রে হতে পারেন। অনেকেই বলেন “আমার প্রেসার নাই; আমার প্রেসার পাওয়া যায়না”। যদি সত্যিই তার পব্লাড প্রেসার মেপে না পাওয় যায় তবে অবশ্যই তিনি সুস্থ্য বা স্বাভাবিক নন।

এবার যদি কারো প্রেসার মেপে কম পাওয়া যায় বা স্বাভাবিক এর চাইতেও কম পাওয়া যায় (একজন প্রাপ্তবয়ষ্ক মানুষের স্বাভাবিক রক্তচাপ ১৩০/৯০ মিমি পারদ চাপ; ব্যাক্তির অন্যান্য রোগ বা অবস্থার কারণে তা পরিবর্তন হতে পারে) কিন্তু তিনি তার দৈনন্দিন কাজে কোন শারিরীক সমস্যা বোধ করেন না তবে ঐটিই “তার জন্য” স্বাভাবিক রক্তচাপ।

স্বাস্হ্য কথা জানুন, ভালো থাকুন। 😊

নতুন আঙ্গিকে বিজন মেডিক্যাল হল। এখন আরো বিস্তৃত পরিসর নিয়ে আপনাদের সেবায় সদা নিয়োজিত।
23/09/2015

নতুন আঙ্গিকে বিজন মেডিক্যাল হল। এখন আরো বিস্তৃত পরিসর নিয়ে আপনাদের সেবায় সদা নিয়োজিত।

21/08/2015

ডাঃ বিপ্লব বর্মন।
আজ শুক্রবার বিকাল ৪ টা থেকে রাত ৮.৩০ পর্যন্ত রোগী দেখবেন। সিরিয়ালের জন্য ফোন করুন 01712837198

ভালো থাকুন, সুস্থ্য থাকুন।
বিজন মেডিকেল হল।

Address

Daulatgonj Bazar, Laksam
Cumilla
3570

Opening Hours

Monday 09:00 - 20:00
Tuesday 09:00 - 20:00
Wednesday 09:00 - 20:00
Thursday 09:00 - 20:00
Friday 09:00 - 20:00
Saturday 09:00 - 20:00
Sunday 09:00 - 20:00

Telephone

+8801712837198

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bijon Medical Hall posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram