মেসার্স অমিয় ফার্মেসী

মেসার্স অমিয় ফার্মেসী প্রয়োজনীয় ঔষধ,ভ্যাকসিন,নেবুলাইজেশন,সার্জিক্যাল সামগ্রী,ডায়াবেটিক পরীক্ষা,প্রাথমিক চিকিৎসা।

 #ব্রেস্ট  #ফিডিং (মাতৃদুগ্ধ পান)★জন্মের পরে একটি শিশুর জন্য মায়ের বুকের দুধের বিকল্প নাই।★★উপকারিতা ★মায়ের দুধের অ্যান...
01/08/2024

#ব্রেস্ট #ফিডিং (মাতৃদুগ্ধ পান)
★জন্মের পরে একটি শিশুর জন্য মায়ের বুকের দুধের বিকল্প নাই।

★★উপকারিতা
★মায়ের দুধের অ্যান্টিবডি শিশুর প্রথম টিকা হিসেবে কাজ করে।
★শিশুর দেহের রোগপ্রতিরোধ ক্ষমতা, বাড়ায়।
★শিশুকে ডায়রিয়া, নিউমোনিয়া, শ্বাসনালির রোগ, হাঁপানি, অ্যালার্জি থেকে রক্ষা করে।
★মায়ের দুধ শিশুকে অন্ত্রের সমস্যা থেকে রক্ষা করে। এই দুধ তাড়াতাড়ি হজম হয় এবং এতে কোষ্ঠকাঠিন্যের সমস্যা হয় না।
★ সব সময় তৈরি থাকে মায়ের বানানোর ঝামেলা নাই।
★গরম করার প্রয়োজন হয়না।
★মা যখন চান,পান করাতে পারেন।
★এতে মাও বাচ্চার সম্পর্ক ভালো হয়।আস্থা তৈরি হয়।

★★কতদিন খাবে-
জন্মের পর থেকে ৬ মাস শুধু মায়ের দুধ পান করবে।
৬ মাস পর মায়ের দুধের পাশাপাশি অন্য খাবার গ্রহন করবে। এইভাবে ২ বছর পর্যন্ত পান করবে। তবে ৬ মাস পর পান করানো আস্ত আস্তে কমিয়ে, শিশুকে ঘরের তৈরী খাবারে অভস্ত্য করতে হবে।২ বছরের আগে গরুর দুধ দেয়া যাবে না।

★★খাওয়ানোর নিয়ম-
*মা খাওয়ানোর আগে ২ গ্লাস পানি পান করবে।
*পিঠ সোজা করে বসবে।
*বাচ্চাকে লম্বা করে হাতে সোয়াবে।
*বাচ্চার মুখ পুরো খোলা থাকতে হবে।
*ব্রেস্টের নিপল এবং কালো অংশ বাচ্চার মুখে থাকবে।
*খাওয়ানোর পরেও ২ গ্লাস পানি পান করবে।
*খাওয়ানোর আগে পড়ে স্তন পরিষ্কার করে নিতে হবে।

★★কতবার খাওয়াবে-
*নবজাতককে ২-২.৫ ঘন্টা পর পর ২৫ -৩০ মিনিট খাওয়াবে দিনের বেলা। রাতে ৩-৪ ঘন্টা ব্যবধানে খাওয়াতে হবে,যদি ঘুমে থাকে।

★★কিভাবে বুঝা যাবে দুধ পর্যাপ্ত পাচ্ছে কিনা?
*বাচ্চা যদি এক্টিভ থাকে আর দিনে ৬ বার প্রস্রাব করলেই বুঝতে হবে বাচ্চা দুধ পাচ্ছে। এর পরেও যদি কান্না করে চিন্তা করবেন না। বার বার পান করাবেন। তবে কৌটার দুধ দিবেন না।

★★কিভাবে দুধের পরিমান বৃদ্ধি পাবে-
*পানির কোন বিকল্প নাই। ১৪-১৬ গ্লাস পানি পান করতে হবে।
*রসালো ফল খেতে হবে-তরমুজ,পেপে।
*লাউ, পেপের ঝোল।
*ছোট মুরগীর ঝোল, মাছের ঝোল।(শিং,শোল মাছ)
*ডিম,দুধ,বাদাম,মধু,খেজুর খাবারে রাখতে হবে।
*কালি জিরা,রসুন,মৌরি,মেথি,ওটমিল।
*সাথে ডাক্তারের পরামর্শ নিয়ে ভিটামিন ডি,মাল্টিভিটামিন মেডিসিন খাবেন।
*এর পরেও কম হলে ডাক্তারের পরামর্শ নিতে হবে।

★★কিভাবে সংরক্ষণ করবেন-
*যারা বাহিরে,অফিসে যান উনারা চাইলে দুধ সংরক্ষণ করতে পারেন।
*স্তন চিপে বা পাম্প করে ফিডারে বা কাচের ঝারে নিয়ে ৬ ঘন্টা রুমের তাপমাত্রায় রাখা যাবে। নরমাল ফ্রিজে রাখলে ২৪ ঘন্টা,ডিপে ৬ মাস পর্যন্ত সংরক্ষণ করা যায়। যখন পান করানো হবে, যতটুকু লাগে ওইটুকুই ফিডারে নিয়ে গরম পানিতে ভিজিয়ে রেখে গরম করতে হবে, সরাসরি চুলায় গরম করা যাবে না।

★★★ পরিশেষে বলবো,আল্লাহ মানুষের রিজিক দাতা৷ উনি যখন মানব সন্তান পাঠান, তার জন্য খাবারও নির্ধারণ করেন। কাজেই ধৈর্য্য ধরতে হবে।
মনোবল ঠিক রাখতে হবে। প্রথম তিন দিন পানি পানি হলুদ বর্নের,আঠালো দুধ আসে,যাকে আমরা শালদুধ বলি,এই দুধের পুষ্টি অনেক।৷ পরে দুধের পরিমাণ বাড়ে। তাই অস্থির হয়ে কৌটার দুধ দিবেন না।মা মানষিক ভাবে যদি শান্ত না থাকেন দুধ আসবে না।দুধ আসা যে হরমোনের উপর নির্ভের করে তা মাথা থেকে আসে। তাই গর্ভে বাচ্চা থাকা অবস্থায় নিজেকে মনষিক ভাবে প্রস্তুত করুন,প্রয়োজনে ডাক্তারের পরামর্শ নিন।

নবজাতকের টিকাদান সময়সূচি
27/06/2024

নবজাতকের টিকাদান সময়সূচি

রাসেল’স ভাইপার সম্পর্কে কিছু ভুল ধারণা। 🐍
23/06/2024

রাসেল’স ভাইপার সম্পর্কে কিছু ভুল ধারণা। 🐍

🪱সাপে কাটলে ওঝা নয়🧪স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদফতরের পক্ষ থেকে সারাদেশের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বৈজ্ঞানিক ...
21/06/2024

🪱সাপে কাটলে ওঝা নয়🧪
স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদফতরের পক্ষ থেকে সারাদেশের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বৈজ্ঞানিক ভিত্তিতে সাপে কাটা রোগীর চিকিৎসার জন্য অ্যান্টিভেনম ইনজেকশন সরবরাহ করা হয়েছে। এখন সাপে কাটা রোগীরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলেই দিতে পারবেন অ্যান্টিভেনম ইনজেকশন।
তথ্যসূত্র : সময় টিভি।

সবাইকে বাংলা নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা।
13/04/2024

সবাইকে বাংলা নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা।

বাৎসরিক হিসাব সমাপনী।
05/03/2024

বাৎসরিক হিসাব সমাপনী।

শিশুর ডায়রিয়া হলে,কি করবেন তা জেনে রাখুন।
25/01/2024

শিশুর ডায়রিয়া হলে,কি করবেন তা জেনে রাখুন।

23/01/2024
মাইক্রোনিউট্রিয়েন্ট অথবা প্রয়োজনীয় পুষ্টি উপাদানের ঘাটতি শিশুদের বেড়ে ওঠার জন্য একটি বড় ধরনের স্বাস্থ্য সমস্যা। যা শিশুর...
24/10/2023

মাইক্রোনিউট্রিয়েন্ট অথবা প্রয়োজনীয় পুষ্টি উপাদানের ঘাটতি শিশুদের বেড়ে ওঠার জন্য একটি বড় ধরনের স্বাস্থ্য সমস্যা। যা শিশুর রোগপ্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয় এবং নানানরকম সংক্রামক রোগের ঝুঁকি বাড়ায়। সাধারণত শরীরে আয়রনের অভাব হলে শিশুদের অ্যানিমিয়া বা রক্তস্বল্পতা দেখা দেয়, তবে শরীরে অন্যান্য মাইক্রোনিউট্রিয়েন্ট বা পুষ্টি উপাদানের অভাবও এই রক্তস্বল্পতার জন্য দায়ী। রক্তস্বল্পতা এবং নানাপ্রকার অসুস্থতা থেকে রক্ষা করার জন্য শিশুকে নিয়মানুযায়ী ভিটামিন ও মিনারেল সমৃদ্ধ পুষ্টি পাউডার খাওয়াতে হবে।

নিয়ম মেনে পুষ্টি পাউডার খাওয়ানোর উপকারিতা:
(১) রক্তস্বল্পতা প্রতিরোধ এবং প্রয়োজনীয় অনুপুষ্টি উপাদানের ঘাটতি পূরণ করে;
(২) শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে;
(৩) ক্ষুধা বৃদ্ধি করে এবং শরীরের পুষ্টি অবস্থার উন্নতি করে;
(৪) লেখাপড়া শেখার এবং কাজ করার সক্ষমতা বাড়ায়;
(৫) বিভিন্ন সংক্রামক রোগের ঝুঁকি কমায়। নিয়মিত নিয়ম মেনে পুষ্টিমিক্স খাওয়ালে শিশুর রোগপ্রতিরোধ ক্ষমতা যেমন বাড়বে, তেমনি সে স্বাস্থ্য ও পুষ্টিতে বেড়ে উঠবে ।

  / সচেতনতা‼️HFMD কি?হ্যান্ড ফুট অ্যান্ড মাউথ ডিজিজএটি একটি সাধারণ ভাইরাল সংক্রমণ যা ছোট বাচ্চাদের মধ্যে পাওয়া যায়।উপস...
08/10/2023

/ সচেতনতা‼️
HFMD কি?
হ্যান্ড ফুট অ্যান্ড মাউথ ডিজিজ

এটি একটি সাধারণ ভাইরাল সংক্রমণ যা ছোট বাচ্চাদের মধ্যে পাওয়া যায়।

উপসর্গ গুলো কি?
❌ঠান্ডা
❌জ্বর
❌মুখের ঘা
❌হাতে, পায়ে, নিতম্বে, মুখের চারপাশে ফুসকুড়ি/ফুসকুড়ি

লক্ষণগুলি সাধারণত 5-7 দিন বা তার বেশি সময় ধরে থাকে। নিরাময় প্রক্রিয়ার জন্য 2-3 সপ্তাহ।

এটা কিভাবে ছড়ায়?
❌ সংক্রমিত শিশুর সাথে ত্বকের স্পর্শ যেমন হ্যান্ডশেক, আলিঙ্গন, ঠোঁটে চুম্বন
❌ বাতাসের মাধ্যমে, যদি আক্রান্ত শিশু হাঁচি বা কাশি দেয়

এটা কিভাবে নিরাময় করা হয়? (আপনার ডাক্তার/শিশু বিশেষজ্ঞের সাথে পরামর্শ করুন)

বাসার চিকিৎসা

আপনার শিশুকে প্রচুর পরিমাণে তরল পান করুন। তাদের সব সময় হাইড্রেটেড রাখুন ।
ভিটামিন-সি সমৃদ্ধ খাবার বিশেষ করে ফলের রস মুখের ব্যথা বাড়াতে পারে।
জ্বর থাকলে নির্দিষ্ট মাত্রার প্যারাসিটামল দেওয়া যাবে
শিশুদের বারবার ভালো করে হাত ধোয়া শেখাতে হবে।
মুখের ভেতর হাত ঢোকানোর অভ্যাস দূর করতে হবে।
ভিড়ভাট্টা যতটা সম্ভব এড়িয়ে চলা ভালো।
প্রয়োজনে নিকটস্থ চিকিৎসকের পরামর্শ নিবেন

কিভাবে HFMD ছড়ানো থেকে রোধ করবেন?
✅ স্বাস্থ্যবিধি বজায় রাখুন
✅ ঘন ঘন হাত ধুতে হবে
✅ পৃষ্ঠ, মেঝে, খেলনা নিয়মিত জীবাণুমুক্ত করুন

Address

আমুভূঞার হাট, দাগনভূঞা, ফেনী
Daganbhuiyan

Telephone

+8801713869858

Website

Alerts

Be the first to know and let us send you an email when মেসার্স অমিয় ফার্মেসী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to মেসার্স অমিয় ফার্মেসী:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram