Hijama Cure Center

Hijama Cure Center We provide Hijama therapy through trained Hijama therapist. We have also MBBS doctors who has specia

alhamdulillah❤️অর্জুন (Arjuna)বৈজ্ঞানিক নাম :Terminalia Arjunaক্রিয়া/ গুন: সংকোচক,হৃদযন্রের শক্তিবর্ধক, কার্ডিয়াক টনিক,প...
27/05/2024

alhamdulillah❤️

অর্জুন (Arjuna)
বৈজ্ঞানিক নাম :Terminalia Arjuna
ক্রিয়া/ গুন: সংকোচক,হৃদযন্রের শক্তিবর্ধক, কার্ডিয়াক টনিক,পচন রোধক,ক্ষত সারক, ভগ্নস্থানের সংযোজক,প্রমেহ নিবারক,

গরম বৃদ্ধি পেলে হিজামার সাহায্য নাও কারন গরমে রক্তচাপ বৃদ্ধি পেলে মৃত্যু হতে পারে।(আল-হাকিম-৭৪৮২)
23/05/2024

গরম বৃদ্ধি পেলে হিজামার সাহায্য নাও কারন গরমে রক্তচাপ বৃদ্ধি পেলে মৃত্যু হতে পারে।
(আল-হাকিম-৭৪৮২)

08/05/2024

Hijama Cure Center
দক্ষিনখান বাজার
হাবিব কমপ্লেক্স( ২ য় তলা)
দারুল উলুম মাদ্রাসা সংলগ্ন
দক্ষিনখান বাজার,
দক্ষিনখান, ঢাকা-১২৩০
☎️01969271272

08/06/2023

✍️হিজামা_নিয়ে_কিছু_কথা.........
হিজামা (حِجَامَة ) একটি নববী চিকিৎসা ব্যবস্থা। রাসূল(সাঃ) এবং সাহাবায়ে কেরাম (রাঃ) এই চিকিৎসা গ্রহন করতেন।
🌟রসুলুল্লহ সাঃ বলেনঃ
❝তোমরা যে সকল পদ্ধতিতে চিকিৎসা কর তার মধ্যে সর্বোত্তম হচ্ছে হিজামা। ❞
(সহিহ বুখারী- ৫৬৯৭)

🌟❝নিশ্চয় হিজামা চিকিৎসার মধ্যে সকল রোগের শেফা রয়েছে। তোমরা হিজামা পদ্ধতি গ্রহন কর। ❞
(কানযুল উম্মাল-২৮১১২)

🌟হাদিসে এসেছে, জাবির বিন আবদুল্লাহ (রা.) অসুস্থ মুকান্নাকে দেখতে যান। এরপর তিনি বলেন, ‘আমি সরবো না, যতক্ষণ না তুমি হিজামা লাগাবে। কেননা আমি রাসুল (সা.)-কে বলতে শুনেছি, নিশ্চয়ই এর (হিজামার) মধ্যে নিরাময় রয়েছে।’ (বোখারি, হাদিস : ৫৬৯৭)

🌟আবদুল্লাহ ইবনে আব্বাস (রা.) রাসুল (সা.) থেকে বর্ণনা করেন, ‘রোগমুক্তি তিনটি জিনিসের মধ্যে নিহিত। হিজামা লাগানো, মধু পান করা এবং আগুন দিয়ে গরম দাগ দেওয়ার মধ্যে। তবে আমি আমার উম্মতকে আগুন দিয়ে গরম দাগ দিতে নিষেধ করি।’ (বোখারি, হাদিস : ৫৬৮১)

🌟জাবির (রা.) থেকে বর্ণিত আছে, নবী করিম (সা.)-এর (পায়ে) যে ব্যথা ছিল, তার জন্য তিনি ইহরাম অবস্থায় হিজামা লাগিয়েছিলেন। (নাসায়ি, হাদিস : ২৮৫২)

🌟আবদুল্লাহ ইবনে আব্বাস (রা.) বলেন, রাসুল (সা.) মিরাজে যাওয়ার সময় তিনি ফিরিশতাদের যে দলের কাছ দিয়ে অতিক্রম করেন, তারা বলেন, ‘আপনি অবশ্যই হিজামা করাবেন। (তিরমিজি, হাদিস : ৩৪৬২)

🌟মিরাজের রাত সম্পর্কে রাসুল (সা.) বলেছেন, ‘এই রাতে ফিরিশতাদের যে দলের সম্মুখ দিয়েই তিনি যাচ্ছিলেন, তারা বলেছেন, ‘আপনার উম্মতকে হিজামার নির্দেশ দিন।’ (ইবনে মাজাহ, হাদিস : ৩৪৭৯;

এ ছাড়াও ছিহাহ ছিত্তাতে অর্থাৎ হাদীসের সব বড় কিতাব সমুহে হিজামা গ্রহণ সম্পর্কে আরও অনেক হাদিস রয়েছে।
▬▬▬▬▬▬▬▬▬▬▬

🤔অনেকেই জানতে চান (যাদের জন্য হাদীসের রেফারেন্স যথেষ্ট নয়) যে, "হিজামা কিভাবে এত রোগ ভাল করে?"
🔹হিজামার কার্যকারীতা সম্পর্কে অনেকগুলো বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে। তার মধ্যে একটি হলো-
🔹হিজামা শরীরের একটি বেসিক মেকানিজম এক্টিভেট করে। তা হচ্ছে এন্ডোজেনাস নাইট্রিক অক্সাইড পাথওয়েকে বুস্ট করে দেয়। এই নাইট্রিক অক্সাইডকেই বিজ্ঞানীরা মিরাকল মলিকিউল বা হিলিং মলিকিউল নাম দিয়েছেন।
▬▬▬▬▬▬▬
🔹রোগ ভিত্তিক হিজামা থেরাপি প্যাকেজ চার্জ🔹

১. প্রতি কাপ = ১০০টাকা।
২. ডিটক্সিফেশন সুস্থ মানুষের জন্য=২৫০০টাকা।
৩.ব্লাক ম্যাজিক (কালো জাদু) বদ নজর = ২৫০০টাকা।
৪.যৌন সমস্যা = ২৫০০টাকা।
৫. উচ্চ রক্তচাপ = ২০০০ টাকা।
৬. ডায়বেটিস = ২০০০ টাকা।
৭. ডিপ্রেশন, মানসিক সমস্যা = ২০০০ টাকা।
৮. ব্যাক পেইন ( কোমর ব্যথা) =১৫০০টাকা।
৯.মাথা ব্যথা, মাইগ্রেন = ১৫০০টাকা।
১০. ঘাড় ব্যথা = ১০০০টাকা।
১১. ফ্রোজেন শোল্ডার এক হাতে = ১০০০টাকা।
১২.ফ্রোজেন শোল্ডার উভয় হাতে = ১৮০০টাকা।
১৩.পিঠে ব্যথা = ১৫০০ টাকা।
১৪. ঘাড় থেকে কোমর পর্যন্ত ব্যথা = ২০০০টাকা।
১৫.সায়টিক সমস্যা একপায়ে = ১৫০০টাকা।
১৬. সায়টিকা সমস্যা উভয় পায়ে = ২৫০০ টাকা।
১৭.কোমর থেকে উভয় পায়ে ব্যথা = ২৫০০ টাকা।
১৮. হাঁটু ব্যথা = ১০০০ টাকা।
১৯. উভয় পায়ের টাখনু গিড়ায় ব্যথা = ১০০০ টাকা।
২০. পায়ের মাংসপেশিতে টান ও চাবানো ব্যথা = ১৫০০ টাকা।
২১.বাত ব্যথা ( যে কোন ধরনের) = ২৫০০ টাকা।
২২. চুল পড়া সমস্যা = ১৫০০ টাকা।
২৩. নিউরোলজিক্যাল(যে কোন ধরনের)=২০০০ টাকা।
২৪. কার্ডিয়াক সমস্যা
(হার্টের মাইনর সমস্যা ) =২০০০টাকা।
২৫.ফুসফুসের সমস্যা(এজমা বা হাঁপানি)=২০০০টাকা।
২৬.পেটের সমস্যা( গ্যাস্ট্রিক সহ যে কোন ধরনের) = ২০০০ টাকা।
২৭.চর্ম রোগ( সকল প্রকার স্কীন ডিজিজ) = ২০০০টাকা।
২৮. কিডনী সমস্যা =১৫০০ টাকা।
২৯. হরমোন সমস্যা =২০০০ টাকা।
৩০. গাইনী সমস্যা(সকল প্রকার) =২০০০ টাকা।
৩১. মুখের ব্রণ সমস্যায় = ১৫০০ টাকা।
৩২. ফুল বডি ৩৫ এর অধিক কাপ = ৩০০০ টাকা।
🔹উপরে উল্লেখিত প্যাকেজ কেউ না নিতে চাইলে তাদের জন্য রয়েছে প্রতি কাপ/পয়েন্ট ১০০ টাকা।
👉অফার_গ্রহণের_নিয়মাবলী:
🔹ফোন করে অগ্রিম সিরিয়াল নিয়ে আসতে হবে।
🔹অফারের কথা সিরিয়াল এর সময় উল্লেখ করতে হবে।
🔹হোম সাভিসের ক্ষেত্রে অফার এর সাথে এক্সট্রা হোম সার্ভিস চার্জ প্রযোজ্য হবে।
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
🩸আমাদের সেবা সমুহ:
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
🔹ওয়েট কাপিং।
🔹 ড্রাই কাপিং।
🔹ফায়ার কাপিং।
🔹ডিভাইস কসমেটিক খৎনা।

🔹কাপিং থেরাপি এমন এক চিকিৎসা পদ্ধতি, যার কোন প্রকার সাইড ইফেক্ট নেই, এর জন্যে কোন মেডিসিন নিতে হয় না।
🛑Ashraful Haque khan
🔹Diploma on Hijama therapy
🔵Hijama nation (UK)
🔹Professional level course on Hijama
🔵Dr. Ahmed abu Al Nasr (Egypt)
🔹Certificate course on fire cupping
🔵Dr. Junayed khan( Bengaluru,India)
🔹DUMS (study)
🔵Hakim said eastern medical College & hospital (Dhaka)
🔵হিজামা কিওর সেন্টার🔵
হাবিব কমপ্লেক্স (২য় তলা)
(দারুল উলুম মাদ্রাসা সংলগ্ন)
দক্ষিনখান বাজার,
দক্ষিনখান, ঢাকা -১২৩০
🟥(মহিলাদের জন্য অভিজ্ঞ মহিলা থেরাপিস্ট আছেন)
☎️ 01969271272
✅ WhatsApp

💖আলহামদুলিল্লাহ একত্রে জমজ দুই ভাইয়ের খৎনা করানো হলো। দেখে বোঝার উপায় আছে যে মাত্রই এদের খৎনা করিয়ে বসানো হলো?  একেবারেই...
15/03/2023

💖আলহামদুলিল্লাহ একত্রে জমজ দুই ভাইয়ের খৎনা করানো হলো। দেখে বোঝার উপায় আছে যে মাত্রই এদের খৎনা করিয়ে বসানো হলো? একেবারেই রিলাক্স ওরা।।
⭕ বিশ্বখ্যাত ডিভাইস কসমেটিক খৎনা ব্যাবস্থা।
⭕ প্রতি শুক্রবার ও শনিবার সপ্তাহের এই দুই দিন আমাদের চেম্বারে সুন্নাহ চিকিৎসা হিজামার পাশাপাশি ডিভাইস কসমেটিক খৎনা সেবা প্রদান করা হয়।
⭕ এই খৎনা ব্যাবস্থার সুবিধাসমূহঃ

🔸ব্যাথামুক্ত।
🔸রক্তপাতহীন।
🔸সেলাই লাগেনা।
🔸ব্যান্ডেজ লাগেনা।
🔸বিশ্ব সাস্থ্য সংস্থা কতৃক অনুমোদিত।
🔸খৎনার প্রথমদিন থেকেই গোসল সহ স্বাভাবিক চলাফেরা করতে পারবে।

🔸 Alisklamp ডিভাইস খৎনার রেগুলার খরচঃ

▪️বাচ্চাদের (অনূর্ধ্ব ১২ বছর)-৪০০০/-
▪️এডাল্ট খৎনা - ৭০০০/-

💗 হিজামা অথবা খৎনা সুবিধা পেতে নিম্নোক্ত ঠিকানায় যোগাযোগ করুন

👉স্থানঃ েন্তের
হাবিব কমপ্লেক্স ২য় তলা
দারুল উলুম মাদ্রাসা সংলগ্ন
দক্ষিনখান বাজার
দক্ষিনখান, ঢাকা-১২৩০
️☎️01969271272

⭕রসুলুল্লহ সঃ এর হাদীস ও বিজ্ঞানের দৃষ্টিতে হিজামা⁉️⭕হাদীসের বর্ণনাঃ-⭐️রাসুল (সা.) তার মাথা ব্যথার জন্য, পায়ে, পিঠে, পি...
26/02/2023

⭕রসুলুল্লহ সঃ এর হাদীস ও বিজ্ঞানের দৃষ্টিতে হিজামা⁉️

⭕হাদীসের বর্ণনাঃ-
⭐️রাসুল (সা.) তার মাথা ব্যথার জন্য, পায়ে, পিঠে, পিঠের ব্যথার জন্য দুই কাঁধের মাঝখানে, ঘাড়ের দুই রগে ও হাড় মচকে গেলে। (বোখারি, হাদিস : ৫৭০০; নাসায়ি, হাদিস : ২৮৫২; আবুদাউদ, হাদিস : আরও বলেন, তোমরা যেসব পদ্ধতিতে চিকিৎসা করাও হিজামা সেগুলোর মধ্যে উত্তম ব্যবস্থা অথবা (বলেছেন) এটি তোমাদের ওষুধের মধ্যে অধিক ফলপ্রসূ।’ (মুসলিম, হাদিস : ৩৯৩০)

🌟হাদিসে আছে, জাবির বিন আবদুল্লাহ (রা.) অসুস্থ মুকান্নাকে দেখতে যান। এরপর তিনি বলেন, ‘আমি সরবো না, যতক্ষণ না তুমি হিজামা লাগাবে। কেননা আমি রাসুল (সা.)-কে বলতে শুনেছি, নিশ্চয়ই এর (হিজামার) মধ্যে নিরাময় রয়েছে।’ (বোখারি, হাদিস : ৫৬৯৭)

🌟আবদুল্লাহ ইবনে আব্বাস (রা.) রাসুল (সা.) থেকে বর্ণনা করেন, ‘রোগমুক্তি তিনটি জিনিসের মধ্যে নিহিত।
১.হিজামা করা
২.মধু পান করা এবং
৩.আগুন দিয়ে গরম দাগ দেওয়ার মধ্যে।
তবে আমি আমার উম্মতকে আগুন দিয়ে গরম দাগ দিতে নিষেধ করি।’ (বোখারি, হাদিস : ৫৬৮১)

🌟জাবির (রা.) থেকে বর্ণিত আছে, নবী করিম (সা.)-এর (পায়ে) যে ব্যথা ছিল, তার জন্য তিনি ইহরাম অবস্থায় হিজামা লাগিয়েছিলেন। (নাসায়ি, হাদিস : ২৮৫২)

🌟আবদুল্লাহ ইবনে আব্বাস (রা.) বলেন, রাসুল (সা.) মিরাজে যাওয়ার সময় তিনি ফিরিশতাদের যে দলের কাছ দিয়ে অতিক্রম করেন, তারা বলেন, ‘আপনি অবশ্যই হিজামা করাবেন।’ (তিরমিজি, হাদিস : ৩৪৬২)

🌟মিরাজের রাত সম্পর্কে রাসুল (সা.) বলেছেন, ‘এই রাতে ফিরিশতাদের যে দলের সম্মুখ দিয়েই তিনি যাচ্ছিলেন, তারা বলেছেন, ‘আপনার উম্মতকে হিজামার নির্দেশ দিন।’ (ইবনে মাজাহ, হাদিস : ৩৪৭৯; তিরমিজি, হাদিস : ২০৫২

⭕হিজামার কিছু বৈজ্ঞানিক ব্যখ্যাঃ

💠লিম্ফেটিক সিস্টেমকে ক্লিন করে
ফলে ক্যান্সার সেলসহ
বিভিন্ন ক্ষতিকর ভাইরাস ব্যাকটেরিয়া এবিং বিভিন্ন ক্ষতিকর কেমিক্যাল পরিষ্কারের সাহায্য করে।
💠হিজামা করার দ্বারা নাইট্রিক অক্সাইড রিলিজ হয় ফলে ব্লাড সার্কুলেশন বৃদ্ধি পায় এবং কোষাভ্যন্তরে প্রয়োজনীয় নিউট্রিশন সহজেই পৌঁছাতে পারে।
💠রিফ্লেক্স সিস্টেমকে এক্টিভেট করার মাধ্যমে অটোনমিক নার্ভাস সিস্টেমকে কন্ট্রোল করে
৪.ব্লাড ডিটক্সিফিকেশনের মাধ্যমে রক্ত বিদ্যমান ক্ষতি করে ইউরিয়া, ইউরিক এসিড, ক্রিয়েটিনিন কোলেস্টেরল, বিলিরুবিন ইত্যাদি নিস্কাশন করে এবং দ্রুত
সুস্থতায় সাহায্য করে।

💠এন্টিবডি তৈরির মাধ্যমে সার্বিকভাবে রোগ প্রতিরোধ ক্ষমতা কে বৃদ্ধি করে।

💢হিজামা চিকিৎসা দ্বারা কি কি রোগের উপকার হয়?

🩺যে কোন ধরনের বাত ও ব্যাথা
যেমনঃ মাথা ব্যাথা ( সাইনোসাইটিস, মাইগ্রেন ইত্যাদি ),
ঘাড় ব্যাথা, হাতে ব্যাথা, পিঠে ব্যাথা, কোমড় ব্যাথা, পায়ের পেশীতে চাবানো ব্যাথা,
হাটু ব্যাথা, গোড়ালী ব্যাথা ইত্যাদি।
🩺এছাড়াও যে কোন ধরনের চর্ম রোগ
যেমন: মুখে ব্রণ, মাথায় খুশকি, এলার্জি, সোরিয়াসিস ইত্যাদি।
তাছাড়াও চুল পড়া রোধে হিজামা অত্যন্ত কার্যকর।
🩺উচ্চরক্তচাপ ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে হিজামা কার্যকর।
🩺এছাড়াও শরীরের বিভিন্ন অর্গান ভিত্তিক সমস্যা যেমন কিডনি ও লিভার ইত্যাদির সমস্যায় হিজামার দ্বারা দ্রুত উপকার পাওয়া যায়।
🩺এছাড়াও পেটের সমস্যায় ও যৌন সমস্যায়, অনিয়মিত মাসিক,
বন্ধ্যাত্ব ইত্যাদি।
এ্যাজমা সমস্যায় , ঘুম না হওয়া , থাইরয়েড সহ যে কোন হরমোনাল সমস্যা, স্বরণশক্তি বৃদ্ধিতেও হিজামা অতুলনীয়
নেশার আশক্তি কমাতেও হিজামা কার্যকর।

হিজামা কিওর সেন্টার
হাবিব কমপ্লেক্স ২য় তলা
মাজার রোড,
দক্ষিনখান বাজার
দক্ষিনখান, ঢাকা-১২৩০
☎️01969271272

07/02/2023

Hijama Cure Center এ Alisklamp ডিভাইস কসমেটিক খতনা করানোর পর একজন অবিভাবক এই খৎনা ব্যাবস্থার ব্যাপারে নিজের অভিমত জানালেন।

💖আলহামদুলিল্লাহ💖আজ রাতে পরম সৌভাগ্য হলো মুসলিম বিশ্বের ৩য় সম্মানিত স্থান "'মাসজিদুল আক্বসার"' সম্মানিত গ্র্যান্ড ইমাম ও ...
28/01/2023

💖আলহামদুলিল্লাহ💖
আজ রাতে পরম সৌভাগ্য হলো মুসলিম বিশ্বের ৩য় সম্মানিত স্থান "'মাসজিদুল আক্বসার"' সম্মানিত গ্র্যান্ড ইমাম ও খতিব "শায়েখ আলী উমর ইয়াকুব আব্বাসী" হজরতের সাথে হিজামার উছিলায় একেবারেই একান্তে কয়েক ঘন্টা সময় উৎযাপনের💝

04/01/2023

⭕বিশ্বখ্যাত খৎনা ব্যাবস্থা⭕
🔹🔹🔹🔹

কসমেটিক খৎনা।
এ খৎনা ব্যাবস্থার সুবিধাঃ

🌸 ব্যাথামুক্ত ও রক্তপাতহীন🔸

🌸 সেলাই ও ব্যান্ডেজ লাগেনা🔸

🌸 খৎনার পরপরই প্যান্ট পড়ে স্বাভাবিক
ভাবে চলাফেরা ও গোসল করতে পারবে🔸

🌸 বিশ্ব সাস্থ্য সংস্থা থেকে অনুমোদিত ও সম্পুর্ন
নিরাপদ🔸

🌸 ১ দিনের বাচ্চা থেকে শুরু করে যে কোন বয়সের জন্য প্রযোজ্য🔸

ইউরোপের সর্বাধিক প্রচলিত এবং নিরাপদ এই খৎনার রেগুলার খরচ:

🔹বাচ্চাদের: ৪০০০/- (অনূর্ধ ১৪ বছর)

🔹এডাল্ট: ৭০০০/-

Alisklamp খৎনা সম্পর্কে জানতে নিচের লিংকে ভিডিওটা দেখতে পারেন-

https://youtu.be/ETcE7uQfEU4

🔸যোগাযোগ🔸

Hijama Cure Center
হিজামা কিওর সেন্টার
হাবিব কমপ্লেক্স ২য় তলা
(দারুল উলুম মাদ্রাসা সংলগ্ন)
দক্ষিনখান বাজার
দক্ষিনখান, ঢাকা- ১২৩০
☎️01969271272

একটি কমন প্রশ্ন হলো _হিজামার কি কোন বৈজ্ঞানিক ভিত্তি আছে?উত্তরঃ জি হিজামা যেমন সুন্নাহ চিকিৎসা ব্যাবস্থা তেমনি সম্পুর্ণ ...
22/12/2022

একটি কমন প্রশ্ন হলো _
হিজামার কি কোন বৈজ্ঞানিক ভিত্তি আছে?

উত্তরঃ জি হিজামা যেমন সুন্নাহ চিকিৎসা ব্যাবস্থা তেমনি সম্পুর্ণ বিজ্ঞানভিত্তিকও।
হিজামা যেভাবে কাজ করেঃ

🔸হিজামা লিম্ফেটিক সিস্টেমকে ক্লিন করে
ফলে ক্যান্সার সেলসহ বিভিন্ন ক্ষতিকর ভাইরাস ব্যাকটেরিয়া এবিং বিভিন্ন ক্ষতিকর কেমিক্যাল পরিষ্কারের সাহায্য করে।

🔸হিজামা করার দ্বারা নাইট্রিক অক্সাইড রিলিজ হয় ফলে ব্লাড সার্কুলেশন বৃদ্ধি পায় এবং কোষাভ্যন্তরে প্রয়োজনীয় নিউট্রিশন সহজেই পৌঁছাতে পারে।

🔸রিফ্লেক্স সিস্টেমকে এক্টিভেট করার মাধ্যমে অটোনমিক নার্ভাস সিস্টেমকে কন্ট্রোল করে।

🔸ব্লাড ডিটক্সিফিকেশনের মাধ্যমে রক্তে বিদ্যমান ক্ষতিকর ইউরিয়া, ইউরিক এসিড, ক্রিয়েটিনিন কোলেস্টেরল, বিলিরুবিন ইত্যাদি ক্ষতিকারক বর্জ্য নিস্কাশন করে এবং দ্রুত সুস্থতায় সাহায্য করে।

🔸এন্টিবডি তৈরির মাধ্যমে সার্বিকভাবে রোগ প্রতিরোধ ক্ষমতা কে বৃদ্ধি করে।

🔹হিজামা কিওর সেন্টার 🔹
হাবিব কমপ্লেক্স(২য় তলা)
দক্ষিনখান বাজার,
দক্ষিনখান,ঢাকা-১২৩০
☎️01969271272

‼️গেঁটে বাত বা মাত্রাতিরিক্ত ইউরিক এসিড‼️দীর্ঘক্ষণ একই ভঙ্গিতে থাকার পর শরীরে অনেক সময় পরিবর্তন দেখা দেয়। পা ফেলতে কষ্ট ...
11/11/2022

‼️গেঁটে বাত বা মাত্রাতিরিক্ত ইউরিক এসিড‼️

দীর্ঘক্ষণ একই ভঙ্গিতে থাকার পর শরীরে অনেক সময় পরিবর্তন দেখা দেয়। পা ফেলতে কষ্ট হয়, জয়েন্টে ব্যথা হয়।

যখন শরীরে ইউরিক এসিডের মাত্রা বেড়ে যায় তখনই এই সমস্যা হয়। রক্তে ইউরিক এসিডের স্বাভাবিক মাত্রা পুরুষদের ক্ষেত্রে ৩.০-৭.০ মি.গ্রা./ ডি.এল এবং মহিলাদের ক্ষেত্রে ২.৪-৫.৭ মি.গ্রা./ডি.এল।

ইউরিক এসিড হচ্ছে অক্সিজেন, নাইট্রোজেন এবং কার্বনের হেটারোসাইক্লিক যৌগিক পদার্থ। এটি মানবদেহের অ্যান্ড কম্পাউন্ড, যা কিডনি দ্বারা ফিল্টারেট হয়ে প্রস্রাবের সঙ্গে শরীর থেকে বেড়িয়ে যায়। যদি কোনো কারণে এই ইউরিক এসিড তৈরির প্রক্রিয়ায় গোলমাল হয় বা কিডনি দ্বারা কম বের হয় তখন রক্তে এর মাত্রা বেড়ে যায়।
বেশকিছু কারণে শরীরে ইউরিক এসিডের মাত্রা বেড়ে যেতে পারে। এর মধ্যে রয়েছে ডাইইউরেটিক, এ্যালকোহল, অবিসিটি বা ওজনাধিক্য, কিডনির সমস্যা, হাইপোথাইরয়েডিজম, সোরিয়াসিস বা পাঁচড়া জাতীয় চর্মরোগ, জেনেটিকস, টিউমার, লাইসিস সিন্ড্রোম, ইমিউন সাপ্রেসিং ড্রাগস, নায়াসিন বা ভিটামিন বি-৩, অতিরিক্ত পিউরিন সমৃদ্ধ খাবার ইত্যাদি।
রক্তের ইউরিক এসিডের ৩ ভাগের ২ ভাগ আসে দেহের পিউরিন নামক পদার্থ ভেঙ্গে এবং ১ ভাগ আসে খাবার থেকে। খাবারে থাকা পিউরিন এবং প্রোটিন ডিগ্রেডেশন শরীরে ইউরিক এসিডের মাত্রা বাড়িয়ে দেয়।
কারো কারো ক্ষেত্রে রক্তে ইউরিক এসিড অতিমাত্রায় বেড়ে গেলে যে অবস্থার সৃষ্টি হয় তাকে হাইপার ইউরেসিমিয়া বলে।
তখন বাড়তি ইউরিক এসিড জয়েন্ট বা গিড়ায় ক্রিস্টাল সৃষ্টি করে, গিড়ায় তীব্র ব্যথা অনুভূত হয় এবং লাল হয়ে ফুলে যায়, জ্বালাপোড়া করে। এই অবস্থাকে গাউট বা গেঁটে বাত বলে। শুরুতে গাউটে একটিমাত্র গিরা বিশেষ করে পায়ের বুড়ো আঙ্গুল আক্রান্ত হয়। এ ছাড়াও ইউরিক এসিডের কারণে আর্থ্রাইটিস, জুভেনাইল আর্থ্রাইটিস, মেটাবলিক এসিডোসিস, কিডনি স্টোনও হতে পারে।
⭕হিজামা⭕ বা কাপিং থেরাপির দ্বারা ইউরিক এসিড নিয়ন্ত্রনের মাধ্যমে দ্রুত সুস্থতা পাওয়া সম্ভব।

Hijama Cure Center
হিজামা কিওর সেন্টার
হাবিব কমপ্লেক্স (২য় তলা)
দারুল উলুম মাদ্রাসা সংলগ্ন
দক্ষিনখান বাজার
দক্ষিনখান, ঢাকা-১২৩০
☎️01969271272

‼️পায়ের গোড়ালি ব্যাথা একটি কমন সমস্যা‼️আর এই ধরনের সমস্যায় "হিজামা" হচ্ছে অন্যতম সমাধান👇🫴হজরত জাবির বিন আবদুল্লাহ (রা.) ...
10/11/2022

‼️পায়ের গোড়ালি ব্যাথা একটি কমন সমস্যা‼️
আর এই ধরনের সমস্যায় "হিজামা" হচ্ছে অন্যতম সমাধান👇
🫴হজরত জাবির বিন আবদুল্লাহ (রা.) বলেনঃ
আমি রাসুল (সা.)-কে বলতে শুনেছি,
"নিশ্চয়ই এর (হিজামার) মধ্যে আরোগ্য রয়েছে।" (বোখারি: ৫৬৯৭)
💢যারা দীর্ঘদিন যাবৎ গোড়ালি ব্যাথায় কষ্ট পাচ্ছেন, তাদের জন্য দ্রুত হিজামা চিকিৎসা গ্রহন করা উচিৎ।
💢তাছাড়া শরীরের যে কোন ধরনের ব্যাথায়,
হোক তা কোন জয়েন্ট পেইন যেমনঃ
⭕কোমড় ব্যাথা
⭕ঘাড়ে ব্যাথা
⭕হাতের কনুই অথবা কব্জিতে ব্যাথা
⭕হাটুতে ব্যাথা
⭕অথবা মাসল পেইন যেমন মাংস পেশীগুলো চাবানো বা অবশ লাগায় হিজামার মাধ্যমে আপনি ন্যাচারালি সমাধান পাবেন ইং শা আল্লহ।
(মহিলাদের জন্য আছেন মহিলা চিকিৎসক)

Hijama Cure Center
হিজামা কিওর সেন্টার
হাবিব কমপ্লেক্স (২য় তলা)
দারুল উলুম মাদ্রাসা সংলগ্ন
দক্ষিনখান বাজার
দক্ষিনখান, ঢাকা-১২৩০
☎️01969271272

💣সাইনোসাইটিস💣মাথাব্যথার অনেক কারণ থাকলেও সাধারণ কারণগুলোকে প্রধানত তিন শ্রেণিতে ভাগ করা হয়—* মস্তিষ্কের স্নায়ু ও শিরা সং...
31/10/2022

💣সাইনোসাইটিস💣
মাথাব্যথার অনেক কারণ থাকলেও সাধারণ কারণগুলোকে প্রধানত তিন শ্রেণিতে ভাগ করা হয়—
* মস্তিষ্কের স্নায়ু ও শিরা সংক্রান্ত (নিউরোভাসকুলার) মাথাব্যথা : এর মধ্যে সবচেয়ে বেশি যেটা দেখা যায় তা হল মাইগ্রেন এবং দুশ্চিন্তাজনিত মাথাব্যথা।
* চোখসংক্রান্ত মাথাব্যথা।
* সাইনাসজনিত মাথাব্যথা।
যে কোনো ক্রনিক বা দীর্ঘদিনের সমস্যা- দুশ্চিন্তা, মানসিক চাপ ও শারীরিক দুর্বলতার কারণে হয়ে থাকে। এ কথা ক্রনিক মাথাব্যথার বেলায়ও প্রযোজ্য। অন্যান্য শারীরিক দুর্বলতা ও দুশ্চিন্তায় এর বৃদ্ধি বা প্রকাশের কারণ হতে পারে। ক্রনিক মাথাব্যথার সঙ্গে সাইনাস ও নাকের লক্ষণ যেমন- নাক বন্ধ, সর্দি, জ্বরজ্বর ভাব জড়িত, সেসব মাথাব্যথা মূলত সাইনাসজনিত কারণেই হয়ে থাকে।
নাক ও চোখের চারপাশে হাড়ের ভেতরে কিছু বায়ুকোষ বা কুঠুরিকে সাইনাস বলা হয়। নাকের ও সাইনাসগুলোর আবরণী একই এবং সাইনাসগুলো নাকের আবরণীর সম্প্রসারিত অংশ দিয়ে আবৃত। এজন্য নাকে কোনো প্রদাহ হলে একই সমস্যায় সাধারণত সাইনাসও আক্রান্ত হয় এবং নাক ও সাইনাসের সমস্যাগুলো মূলত পরস্পরের সঙ্গে সম্পর্কযুক্ত।
মার্কিন যুক্তরাষ্ট্রে নাক ও সাইনাসজনিত রোগ অন্যতম প্রধান স্বাস্থ্য সমস্যা যার বার্ষিক হার শতকরা প্রায় ১৪ ভাগ। যেখানে প্রাপ্তবয়স্ক জনগোষ্ঠীর মধ্যে এটিই অন্যতম প্রধান ক্রনিক রোগ।
যেহেতু নাক ও সাইনাসের আবরণী শ্বাসনালি এবং ফুসফুসের আবরণীর সঙ্গে সম্পর্কিত এবং গঠনগত দিক থেকে উভয়ে একই ধরনের সেহেতু প্রদাহজনিত কোনো সমস্যা দু’দিক থেকেই শুরু হতে পারে অথবা যে কোনো এক দিকে প্রদাহ শুরু হলে অন্যদিকেও তা সংক্রমিত হওয়ার আশঙ্কা থাকে অথবা এক অংশের সমস্যা অন্য অংশের সমস্যাকে প্রভাবিত করতে পারে।
উপসর্গ
মাথাব্যথা, মাথা ভার ভার লাগা ও মাথা বদ্ধভাব, নাক বন্ধ, নাক ভারি হয়ে থাকা, নাক দিয়ে অবিরাম বা ঘনঘন পানি পড়া, নাকে গন্ধ না পাওয়া, মাঝে মাঝে বেশ জ্বর ওঠা বা সবসময় হালকা-হালকা জ্বর ভাব থাকা, সবসময় শারীরিক দুর্বলতা, নাক ডাকা ও ঘুমের মধ্যে শ্বাসকষ্ট বা দম বন্ধ হয়ে আসা বা স্লিপ এপনিয়া সিনড্রোম এগুলো সাধারণ উপসর্গগুলোর মধ্যে অন্যতম।
কারণ
ভাইরাসজনিত সংক্রমণই প্রধান কারণ। এ ছাড়া অ্যালার্জি এবং নাকের কাঠামোগত কারণে নাক বন্ধ হয়ে থাকে। যেমন— নাকের হাড় বাঁকা (ডিএনএস), নাকের পলিপ, নাকের টিউমার ইত্যাদি। অন্যান্য কারণের মধ্যে ক্রনিক ইনফেকশন টিবি, সিফিলিস ইত্যাদি উল্লেখযোগ্য।
সাইনোসাইটিস অথবা মাইগ্রেন সহ যে কোন ধরনের পুরাতন মাথা ব্যাথা থেকে সুস্থতায় হিজামা একটি পরীক্ষিত সমাধান।
সুতরাং মাথাব্যথা সহ শরীরের যে কোন ধরনের ব্যাথা থেকে হিজামার দ্বারা খুব সহজেই আপনি সুস্থতা পেতে পারেন ইং শা আল্লহ।

Hijama Cure Center
হিজামা কিওর সেন্টার
হাবিব কমপ্লেক্স (২য় তলা)
দারুল উলুম মাদ্রাসা সংলগ্ন
দক্ষিনখান বাজার
দক্ষিনখান, ঢাকা-১২৩০
☎️01969271272

সেপ্টেম্বর  মাসে হিজামা করানোর সুন্নত তারিখ: ১৪_১৬ ও ১৮ তারিখ আগামী বুধ, শুক্র এবং রবিবার।
13/09/2022

সেপ্টেম্বর মাসে হিজামা করানোর সুন্নত তারিখ: ১৪_১৬ ও ১৮ তারিখ
আগামী বুধ, শুক্র এবং রবিবার।

13/09/2022

১৫ সেপ্টেম্বর বৃস্পতিবার 💗ফ্রী চিকিৎসা ক্যাম্প💗

হিজামা কিওর সেন্টার
হাবিব কমপ্লেক্স (২য় তলা)
মাজার রোড (দারুল উলুম মাদ্রাসা সংলগ্ন)
দক্ষিনখান বাজার, দক্ষিণখান, ঢাকা -১২৩০
☎️০১৯৬৯২৭১২৭২

Address

Dakxinkhan Bajar, Mazar Road(Darul Ulum Madrasa Gate)
Dakshin Khan
1230

Opening Hours

Monday 10:00 - 19:00
Tuesday 10:00 - 19:00
Wednesday 10:00 - 19:00
Thursday 10:00 - 19:00
Friday 10:00 - 19:00
Saturday 10:00 - 19:00
Sunday 10:00 - 17:00

Telephone

+8801969271272

Website

Alerts

Be the first to know and let us send you an email when Hijama Cure Center posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Hijama Cure Center:

Videos

Share