22/11/2025
আল্লাহ রহম করুন আমাদের! মাত্র ২ দিনের মধ্যে বাংলাদেশে ৩ বার ভূমিকম্প অনুভূত হয়েছে। এই অস্বস্তিকর পরিস্থিতি সত্যিই আমাদের জন্য একটি বড় সতর্কবার্তা।
আমাদের সবাইকে আরও বেশি সচেতন ও প্রস্তুত থাকতে হবে। প্রাকৃতিক দুর্যোগ আল্লাহ তাআলার ইচ্ছেই হয়ে থাকে। আসুন আমরা সবাই মহান আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি এবং আমাদের দেশ ও সব মানুষকে যেকোনো বিপদ-আপদ থেকে রক্ষার জন্য দোয়া করি।
দোয়া:
"আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল আফিআতা, ওয়াস সালামাতা, ওয়া হিফজাল ইমান, ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ, ওয়া ফিল আখিরাতে হাসানাহ, ওয়া কিনা আজাবান নার।"
বাংলা অর্থ: "হে আল্লাহ! আমি আপনার কাছে নিশ্চিত নিরাপত্তা, সুস্থতা ও দুনিয়া ও আখেরাতে ঈমানের হিফাজত চাই। হে আমাদের রব! আমাদের দুনিয়াতে কল্যাণ দান করুন এবং আখেরাতেও কল্যাণ দান করুন এবং আমাদেরকে জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করুন।"
আসুন সকলে মিলে বেশি বেশি ইস্তিগফার ও দরুদ শরিফ পড়ি এবং আল্লাহর কাছে আমাদের নিরাপত্তার জন্য প্রার্থনা করি।
আল্লাহ পাক আমাদের সবাইকে তাঁর রহমতের ছায়ায় নিরাপদে রাখুন। আমিন।
#ভূমিকম্প #বাংলাদেশ #প্রার্থনা #দোয়া #আল্লাহর_রহমত #সতর্কতা #ইস্তিগফার #নিরাপত্তা