
02/07/2025
দীর্ঘ ২৩ ঘন্টার হার্ট সার্জারির পর হার্ট সার্জন বসে তার রোগীর ভাইটাল সাইনস দেখছেন এবং কোণায় তার সহকারী ঘুমাচ্ছেন! এই বিখ্যাত ছবিটি ১৯৮৭ সালে ন্যাশনাল জিওগ্রাফিক কর্তৃক বছরের সেরা ছবি হিসেবে নির্বাচিত হয়!
ছবির চিকিৎসকের নাম জেবিগনিউ রেলিগা৷ তাকে পোল্যান্ডের হার্টসার্জারির পথিকৃৎ বলা হয়৷ তিনি যেই সময়ের এই সার্জারিটি করেছিলেন সেই সময়ে এমন কাজকে অসম্ভব বলেই ধরে নেওয়া হত। কিন্তু তিনি ঝুঁকি নেন এবং সফলও হন৷ সবচেয়ে আকর্ষণীয় বিষয় হচ্ছে ডা. রেলিগা ২০০৯ সালে মারা গেলেও তার রোগী তার থেকে বেশি বছর জীবিত ছিলেন এবং ২০১৭ সালে অপারেশনের ৩০ বছর পর রোগী মারা যান!
এই বিখ্যাত ছবিটি তুলেছিলেন ফটোগ্রাফার জেমস স্ট্যানফিল্ড৷
সংগৃহীতঃ