05/10/2022
ফেসবুকে মতপ্রকাশের কারণে মধ্যরাতে রক্তকন্যা নামে পরিচিত সোনিয়া আক্তার স্মৃতি আপুকে তুলে নিল পুলিশ।
---------------------------------------------
রাজবাড়ী ব্লাড ডোনার্স ক্লাব-এর প্রতিষ্ঠাতা ও মানবাধিকার কর্মী সোনিয়া আক্তার স্মৃতিকে বুধবার, অক্টোবর ৫, ২০২২-এর প্রথম প্রহর রাত একটার দিকে তাঁর রাজবাড়িস্থ বাসা থেকে তুলে নিয়ে গেছে পুলিশ। তাঁর দুই শিশু সন্তানের সামনেই মধ্যরাতে অমানবিকভাবে নিয়ে যায় তাঁকে।
জানাগেছে, ফেসবুকে মতপ্রকাশের অভিযোগে তাঁকে আটক করা হয়।
পুলিশ দুর্বৃত্তের মতো মধ্যরাতে তাঁর বাসায় হামলে পড়লে তিনি ফেসবুক লাইভে আসেন ও লাইভ ভিডিয়োটি ফেসবুকে ছড়িয়ে পড়ে।
জুন ১৪, ২০২২, জাগোনিউজটোয়েন্টিফোরডটকমে প্রকাশিত এক রিপোর্ট থেকে জানা যায়, সোনিয়া আক্তার স্মৃতি গত ১৩ বছরে ২৭ হাজারের অধিক মুমূর্ষ রোগীকে বিনামূল্যে রক্ত সংগ্রহ করে দিয়েছেন। বর্তমানে তিনি প্রতিদিন গড়ে প্রায় ১৫ ব্যাগ রক্ত সংগ্রহ করে দিচ্ছেন বিভিন্ন জায়গায়।
সামাজিক কাজে অবদানের জন্য তিনি পেয়েছেন ‘সাহিত্যের খেয়াঘাট পুরস্কার’, ‘প্রিয়বাসিনী বাংলাদেশ অ্যাওয়ার্ড’সহ অনেক সম্মাননা।