24/07/2025
# #
আগুনেl দগ্ধ (Burn Injury) হলে দ্রুত ও সঠিক প্রাথমিlক চিকিৎসা দেওয়া খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটি সংক্রমণ, জটিলতা ও মৃত্যুঝুঁকি কমাতে সাহায্য করে। নিচে ধাপে ধাপে আগুনে দগ্ধ ব্যক্তির জন্য প্রাথমিক চিকিৎসা বিস্তারিতভাবে দেওয়া হলো:
🔥 দগ্ধের ধরন বুঝে নিন (Burn Classification):
১. ১ম ডিগ্রি (Surface burn): শুধু চামড়ার উপরিভাগে, লালচে ও ব্যথাযুক্ত (যেমন: রোদে পোড়া)
২. ২য় ডিগ্রি (Partial-thickness): ফোসকা পড়া, ব্যথা, লালচে ও ফোলা পাওয়া যায়।
৩. ৩য় ডিগ্রি (Full-thickness): ত্বক সাদা বা কালো হয়ে যায়, গভীর পোড়া, ব্যথা কমও লাগতে পারে (কারণ পোড়ানো নার্ভ ক্ষতিগ্রস্ত হয়)।
✅ প্রাথমিক চিকিৎসা ধাপসমূহ (First Aid for Burn):
🔹 ১. তৎক্ষণাৎ আগুন থেকে দূরে সরান
• আক্রান্ত ব্যক্তিকে নিরাপদ স্থানে আনুন।
• আগুনে পোড়া জামা কাপড় (যদি জ্বলছে) দ্রুত খুলে ফেলুন, কিন্তু ত্বকে লেগে গেলে জোর করে টানবেন না।
🔹 ২. স্বাভাবিক তাপমাত্রার পানিতে ধুয়ে দিন
• পোড়া অংশটি ১৫–২০ মিনিট ধরে স্বাভাবিক তাপমাত্রার (বরফ নয়) পানি দিয়ে ধুয়ে দিন।
• এটি ব্যথা কমায়, ফোলা কমায় ও ত্বকের তাপমাত্রা স্বাভাবিক করে।
🔹 ৩. ত্বকের ফোসকা ফাটাবেন না
• ত্বকের ফোসকা থাকলে সেগুলো ফাটাবেন না। এতে সংক্রমণের ঝুঁকি বাড়ে।
🔹 ৪. পরিষ্কার ও শুকনো কাপড়ে ঢেকে দিন
• পরিষ্কার গজ, তুলা বা পাতলা সুতির কাপড় দিয়ে ঢেকে দিন।
• শক্ত করে বেঁধে দেওয়া যাবে না।
🔹 ৫. ব্যথার জন্য ওষুধ দিন (প্রয়োজনে)
• ব্যথা কমাতে প্যারাসিটামল বা আইবুপ্রোফেন দেওয়া যেতে পারে (বয়স অনুযায়ী ডোজ)।
• শিশু হলে শিশু বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শে।
🔹 ৬. পানি ও তরল খাবার দিন (যদি জ্ঞান থাকে)
• দগ্ধ হলে শরীর থেকে পানি হারায়, তাই পর্যাপ্ত তরল দিন।
• তবে জ্ঞান না থাকলে কিছু খাওয়াবেন না।
🚫 যা করবেন না (What NOT to Do):
• বরফ লাগাবেন না
• মাখনের মতো কিছু লাগাবেন না
• ত্বকের ফোসকা ফাটাবেন না
• মলম বা ক্রিম নিজের ইচ্ছেমতো লাগাবেন না (ডাক্তারের পরামর্শ ছাড়া)
• কাপড় ত্বকে লেগে গেলে জোর করে খুলবেন না
⚠️ কখন দ্রুত হাসপাতালে নিতে হবে?
• ২য় বা ৩য় ডিগ্রির বার্ন
• মুখ, চোখ, হাত, পা, যৌনাঙ্গ বা গোঁড়ালিতে বার্ন
• ১০% এর বেশি শরীর পুড়লে
• শ্বাসকষ্ট হলে (ধোঁয়ায় দমবন্ধ)
• বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বার্ন
• শিশু বা বৃদ্ধ হলে
• জ্ঞান হারালে বা অসাড় হলে
🏥 পোড়া রোগীকে হাসপাতালে যে চিকিৎসাগুলো দেয়া হয়:
• Fluid therapy (IV saline)
• Dressing & antibiotics
• Pain management
• Skin grafting (গভীর পোড়া হলে)
• Physiotherapy
দয়াকরে আপনারা সবাই সচেতন হবেন।
মনে রাখবেন, আপনার সচেতনতা, আপনার জন্য আশীর্বাদ।
( collected)
Courtesy by
ডা. মানিক মজুমদার