20/03/2025
পিআরপি (প্লাটিলেট-রিচ প্লাজমা) চিকিৎসা ব্যথা নিরাময়ে একটি আধুনিক ও কার্যকর পদ্ধতি। এটি বিশেষভাবে জয়েন্ট, টেন্ডন, লিগামেন্ট এবং পেশির আঘাত বা প্রদাহের ক্ষেত্রে ব্যবহৃত হয়। পিআরপি চিকিৎসায় রোগীর নিজের রক্ত থেকে প্লাটিলেট সমৃদ্ধ প্লাজমা আলাদা করে আক্রান্ত স্থানে ইনজেকশনের মাধ্যমে প্রয়োগ করা হয়। প্লাটিলেট টিস্যু মেরামত ও নতুন করে জন্মাতে সাহায্য করে, প্রদাহ কমায় এবং ব্যথা দ্রুত উপশম করে। এটি একটি প্রাকৃতিক পদ্ধতি, যেখানে সার্জারির প্রয়োজন হয় না, ফলে পার্শ্বপ্রতিক্রিয়ার ঝুঁকি কম। ক্রনিক পেইন, আর্থ্রাইটিস, টেন্ডিনাইটিস এবং স্পোর্টস ইনজুরির ক্ষেত্রে পিআরপি চিকিৎসা বিশেষভাবে উপকারী।
পিআরপি চিকিৎসার উপকারিতাঃ
১. প্রাকৃতিক পদ্ধতি, রোগীর নিজের রক্ত ব্যবহার করা হয়।
২. টিস্যু মেরামত ও পুনর্জন্ম ত্বরান্বিত করে।
৩. প্রদাহ ও ব্যথা কমায়।
৪. ওষুধ বা সার্জারির প্রয়োজন কমায়।
৫. পার্শ্বপ্রতিক্রিয়ার ঝুঁকি কম।
৬. ক্রনিক ব্যথা ও আর্থ্রাইটিসে কার্যকর।
৭. স্পোর্টস ইনজুরি দ্রুত নিরাময়ে সাহায্য করে।
৮. দীর্ঘস্থায়ী ফলাফল প্রদান করে।
৯. নিরাপদ ও কম ঝুঁকিপূর্ণ পদ্ধতি।
১০. রোগী দ্রুত সেরে উঠে।
ব্যথা নিরাময়ে পিআরপি চিকিৎসার উপকারিতা জানুন এবং এই কার্যকর পদ্ধতি সম্পর্কে সবাইকে জানাতে শেয়ার করুন! সেবা নিতে চলে আসুন-
ঠিকানাঃ ডা : রাদি হাসপাতাল এন্ড পেইন সেন্টার ডগাইর বাজার , ডেমরা, ঢাকা।
০১৯২৩৯৭১৭৬৮