Specialized Ruqyah and Cupping Center

Specialized Ruqyah and Cupping Center বদনজর, হিংসা, জিনের আসর, জাদু-আক্রান্ত, আত্মিক ও মানসিক রোগীরা অবশ্যই যোগাযোগ করবেন।

রুক্বইয়াহ ও হিজামা Schedule নিতে যোগাযোগ করুন:
01621-241503

02/12/2025

সারা টা দিন আপনার প্রতিক্ষায় থাকা প্রতিটি বস্তু যদি একের পর এক পেতে চান তবে রাত ৯ টা থেকে সকাল ১০ টা পর্যন্ত কোনো প্রকার সোশ্যাল মিডিয়া নয়।

শুধু আমি-আমার পরিবার- আমার ঘুম-আমার টাকা- আমার খাবার আর আমার ব্যায়াম।

তারপর বাকী দিনের অল্প সময়ে আপনি অনেক বেশি মানুষকে একটা কোয়ালিটি সার্ভিস দিবেন। ধন্যবাদ।

-Himel Muhammad
Neuro Linguistic Programming Coach
Contact us for:
✅Health
✅Relation
✅Carrier
✅Money
01621241503

02/12/2025

বলুন:
আমি অনেক সুন্দর
আমি অনেক সৌভাগ্যবান
আমি অনেক সাহসী
আমি অনেক সৎ
আমি অনেক শক্তিশালী
আমি অনেক সুস্থ্য
আমি অনেক সম্পদশালী
আমি অত্যন্ত সত্যবাদী
আমি আমার কাজে শ্রেষ্ঠ
আমি সকলের আবেগ অনুভূতিকে সম্মান জানাই
যেসব আবেগ অনুভতি আমার চিন্তা ধারার সাথে সামঞ্জস্যপূর্ণ তা আমি ভালোবাসি।
আমি একজন বিশ্বাসী মানুষ। আমার সেবায়, কিংবা আমার পরীক্ষায় নিয়োজিত সকল সৃষ্টিকে ধন্যবাদ।

আপনি ভাবছেন এগুলো বললে কি হবে?
হবে এমন কিছু হবে যা ইতোপূর্বে আপনার সাথে Negative ভাবে হয়েছিলো। আপনি যা কিছু এখনো আপনার চারপাশের মানুষদের থেকে আশা করেন কিন্তু পান নাই। তাই আপনি পাবেন তাই কি আমি উপরের কথাগুলো তে বলিনি?

হ্যা আপনি শুধু বলুন, বিশ্বাস করতে হবে না।
আপনি 21 days এর জন্য 3-6-9 Method follow করুন।
অর্থাৎ সকালে ৩ বার বলবেন এরপর একগ্লাস পানি খাবেন।
দুপুরে ৬ বার বলবেন এরপর এক গ্লাস পানি খাবেন।
রাতে ৯ বার বলবেন এরপর একগ্লাস পানি খাবেন।

আপনি এভাবে ২১ দিন এই কথাগুলো রিপিট করতে থাকুন।
যাদের কথা বা কাজ আপনাকে ভালো রাখেনা তাদেরকে ক্ষমা করে দিন। তাদের থেকে আগামী ২১ দিনের জন্য দূরত্ব বজায় রেখে চলুন। এবং যেই কাজ আপনাকে সফলতা দিতে পারে বলে মনে করেন। সেই কাজ আপনার যদি খুব বেশি কঠিনলাগে তবে এখনি করার প্রয়োজন নেই। আপনি শুধু বলুন আপনি সেই কাজে পৃথিবীর শ্রেষ্ঠ। আপনি পারবেন এবং কল্পনায় নিজেকে সেই উচ্চ অবস্থানে দেখুন যেখানে আজ থেকে ২০ বছর পরে দেখতে চাচ্ছেন। আমি খুব ভালো করে জানি ২১ দিন নিয়মিত চর্চা করার পর আপনার কাছে দুনিয়ার সমস্ত কঠিন কাজগুলো অত্যন্ত সহজ লাগবে। যেমন সহজ সাইকেল চালানো, কিংবা কম্পিউটার কিবোর্ডের টাইপিং শেখার পর লাগে।

Neuro Linguistic Programming Coach
Contact us for:
✅Health
✅Relation
✅Carrier
✅Money
01621241503

02/12/2025
01/12/2025
21/11/2025

ভুমিকম্প ও আমাদের মানসিক স্বাস্থ্য

19/11/2025
18/11/2025

আজকের বিষয়: ধনীদের Sexual Life

16/11/2025

Womens Health

13/11/2025

Cupping Update

01/11/2025

🕋 সূরা আল-বাকারা তেলাওয়াতের ১০টি স্বাস্থ্য উপকারিতা

1. 🧠 মানসিক প্রশান্তি ও স্ট্রেস কমায়
সূরা বাকারা পড়লে মস্তিষ্কে আলফা ব্রেইন ওয়েভ সক্রিয় হয়, যা স্ট্রেস ও উদ্বেগ কমাতে সাহায্য করে। এটি একধরনের প্রাকৃতিক “mental relaxation therapy।”

2. 😴 অনিদ্রা ও ঘুমের সমস্যা দূর করে
রাতে সূরা বাকারা বা এর শেষ দুই আয়াত (آمَنَ الرَّسُولُ...) পড়লে ঘুম সহজ হয়। এতে মস্তিষ্কে মেলাটোনিন হরমোনের নিঃসরণ বেড়ে ঘুম গভীর ও শান্ত হয়।

3. 💓 হৃদ্‌রোগের ঝুঁকি কমায়
কুরআনের তেলাওয়াতের সময় হৃদস্পন্দন স্থির হয়, রক্তচাপ স্বাভাবিক হয়। গবেষণায় দেখা গেছে, কুরআন শোনার সময় হার্ট রেট ভ্যারিয়েবিলিটি উন্নত হয়, যা হার্ট হেলথের সূচক।

4. 🌬️ শ্বাস-প্রশ্বাস উন্নত করে ও অক্সিজেন সরবরাহ বাড়ায়
ধীরগতিতে কুরআন তেলাওয়াত করলে শ্বাস-প্রশ্বাসের নিয়ন্ত্রণ হয়, যা ফুসফুসের ক্ষমতা বাড়ায় এবং রক্তে অক্সিজেনের মাত্রা উন্নত করে।

5. 🧬 কোষে ইতিবাচক কম্পন সৃষ্টি করে
কুরআনের ধ্বনি ও তাজবীদ মাপের শব্দতরঙ্গ শরীরে সূক্ষ্ম কম্পন সৃষ্টি করে যা কোষে হিলিং প্রভাব ফেলে। এটি Bio-resonance healing প্রক্রিয়ার মতো কাজ করে।

6. 🧘 মনোসংযোগ ও স্মৃতিশক্তি বাড়ায়
নিয়মিত সূরা বাকারা পড়লে মনোযোগ বৃদ্ধি পায়। এটি নিউরোপ্লাস্টিসিটি উন্নত করে, যা মস্তিষ্কের শেখার ক্ষমতা বাড়ায়।

7. 😇 নেতিবাচক চিন্তা, ভয় ও দুঃস্বপ্ন দূর করে
রাসূলুল্লাহ ﷺ বলেছেন:

> “তোমরা তোমাদের ঘরে সূরা আল-বাকারা পাঠ করো, কারণ যেখানে এটি পাঠ করা হয় সেখানে শয়তান প্রবেশ করতে পারে না।”
(সহিহ মুসলিম 780)
অর্থাৎ মানসিক ও আত্মিক সুরক্ষা — এটি একধরনের “Spiritual Immunity।”

8. 🩺 রক্তচাপ ও হরমোন ব্যালেন্সে রাখে
কুরআন পাঠের সময় মস্তিষ্কে সেরোটোনিন ও ডোপামিনের মাত্রা বৃদ্ধি পায়, যা রক্তচাপ স্থিতিশীল করে এবং হরমোন ব্যালেন্স রাখে।

9. 💫 শারীরিক ব্যথা ও টেনশন দূর করে
তেলাওয়াতের সময় উৎপন্ন রিদমিক সাউন্ড ও রেসপিরেটরি কন্ট্রোল muscle relaxation ঘটায়। ফলে শরীরের টেনশন ও ব্যথা কমে যায়।

10. 🕯️ আত্মার শক্তি ও ইমিউন সিস্টেম বৃদ্ধি করে
সূরা বাকারা পাঠ করলে মনোবল বাড়ে, দুঃখে ধৈর্য আসে, ভয় কমে—যা শরীরের ইমিউন সিস্টেমের উপর সরাসরি প্রভাব ফেলে।

Address

LEVEL-6, SHOP-21, CENTER POINT SHOPING MALL
Dhaka-1216
1217

Opening Hours

Monday 10:00 - 20:00
Tuesday 10:00 - 20:00
Wednesday 10:00 - 20:00
Thursday 15:00 - 20:30
Friday 10:00 - 20:00
Saturday 10:00 - 20:00
Sunday 10:00 - 20:00

Telephone

+8801634394263

Alerts

Be the first to know and let us send you an email when Specialized Ruqyah and Cupping Center posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Specialized Ruqyah and Cupping Center:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram