SMC Clinic

SMC Clinic Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from SMC Clinic, Medical and health, Dhaka.

SMC Clinic is a one-stop health service center offering quality health services with availability of lab facilities, outdoor services and specialist services having a social commitment to serve the low and middle income families at affordable cost.

“ন্যায্য ও সম্ভাবনাময় বিশ্বে পছন্দের পরিবার গড়তে প্রয়োজন তারুণ্যের ক্ষমতায়ন”—এই গুরুত্বপূর্ণ প্রতিপাদ্যকে সামনে রেখে এসএ...
15/07/2025

“ন্যায্য ও সম্ভাবনাময় বিশ্বে পছন্দের পরিবার গড়তে প্রয়োজন তারুণ্যের ক্ষমতায়ন”—এই গুরুত্বপূর্ণ প্রতিপাদ্যকে সামনে রেখে এসএমসি’র প্রধান কার্যালয়ে উদযাপিত হলো বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৫। বাংলাদেশের জনসংখ্যা নিয়ন্ত্রণে এসএমসি'র অসামান্য ভূমিকা রয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসএমসি এবং এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড (এসএমসি ইএল)-এর সম্মানিত চেয়ারম্যান ও বোর্ডের পরিচালকবৃন্দ , এসএমসি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব তছলিম উদ্দিন খান, এসএমসি ইএল-এর ব্যবস্থাপনা পরিচালক সায়েফ নাসির সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

বক্তব্যে তাঁরা বিশ্ব জনসংখ্যা দিবসের প্রাসঙ্গিকতা তুলে ধরেন এবং তরুণ প্রজন্মকে ক্ষমতায়নের মাধ্যমে পরিবার পরিকল্পনা, বাল্যবিবাহ প্রতিরোধ, বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য বিষয়ে সচেতনতা এবং টেকসই উন্নয়ন নিশ্চিতকরণে এসএমসি’র অব্যাহত ও কার্যকরী ভূমিকার উপর আলোকপাত করেন। বাংলাদেশে জনসংখ্যা নিয়ন্ত্রণে এসএমসি’র রয়েছে অসামান্য ভূমিকা যা দেশের প্রজনন স্বাস্থ্য ব্যবস্থায় এসএমসি’র দৃঢ় অবস্থানকে তুলে ধরে।

এই দিবসকে কেন্দ্র করে দেশজুড়ে সচেতনতা বৃদ্ধিতে এসএমসি’র অংশগ্রহণ ছিল প্রশংসনীয়। জাতীয় পর্যায়ের জনপ্রিয় টেলিভিশন চ্যানেলসমূহ—চ্যানেল আই, এনটিভি, আরটিভি, দীপ্ত টিভি বিশেষ আলোচনা অনুষ্ঠান সম্প্রচার করে, যেখানে অংশগ্রহণ করেন এসএমসি'র ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা, এসএমসি ইএল-এর ব্যবস্থাপনা পরিচালক এবং জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, শিক্ষাবিদ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ। এসএমসি দৃঢ়ভাবে বিশ্বাস করে যে তরুণদের সুস্বাস্থ্য, জ্ঞান ও সচেতনতার বিকাশই একটি উন্নত, অন্তর্ভুক্তিমূলক এবং টেকসই ভবিষ্যতের পথপ্রদর্শক।
#সোশ্যালমার্কেটিংকোম্পানী #এসএমসি #উন্নতজীবন

এসএমসি ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারে রয়েছে আধুনিক ও উন্নত মডেল ফার্মেসি, যেখানে আপনি পাচ্ছেন সুলভ মূল্যে সকল ধরণের...
13/07/2025

এসএমসি ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারে রয়েছে আধুনিক ও উন্নত মডেল ফার্মেসি, যেখানে আপনি পাচ্ছেন সুলভ মূল্যে সকল ধরণের ফার্মাসিউটিক্যাল ঔষধ ও জনস্বাস্থ্য পণ্য। এই ফার্মেসি পরিচালিত হচ্ছে রেজিস্টার্ড গ্রাজুয়েট ফার্মাসিস্টদের মাধ্যমে, যারা সঠিকভাবে পরামর্শ ও সেবা প্রদান করে থাকেন। ঔষধ সংরক্ষণের ক্ষেত্রে সর্বোচ্চ মান নিশ্চিত করতে রাখা হয়েছে তাপমাত্রা নিয়ন্ত্রিত ব্যবস্থা, যা ঔষধের কার্যকারিতা বজায় রাখতে সহায়ক। এখানে শুধু সরকারি অনুমোদিত কোম্পানি ও বৈধ আমদানিকারকদের ঔষধই রাখা হয়, ফলে ভেজাল বা মেয়াদোত্তীর্ণ ঔষধের কোনো সুযোগ নেই।
প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ১১টা পর্যন্ত খোলা থাকে এই মডেল ফার্মেসি। তাই প্রয়োজনে আপনি পাচ্ছেন নিরাপদ, মানসম্পন্ন এবং বিশ্বস্ত সেবা।


#সেবায়এসএমসি

#উন্নতজীবন

আজ ১১ জুলাই ২০২৫, বিশ্ব জনসংখ্যা দিবস। এসএমসি পরিবার এই দিবসটির সঙ্গে শুরু থেকেই গভীরভাবে সম্পৃক্ত। জনসংখ্যা নিয়ন্ত্রণ, ...
11/07/2025

আজ ১১ জুলাই ২০২৫, বিশ্ব জনসংখ্যা দিবস। এসএমসি পরিবার এই দিবসটির সঙ্গে শুরু থেকেই গভীরভাবে সম্পৃক্ত। জনসংখ্যা নিয়ন্ত্রণ, মা ও শিশু স্বাস্থ্য, বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য এবং মানসম্মত স্বাস্থ্যসেবা প্রদানের মাধ্যমে সাধারণ মানুষের জীবনযাত্রার মানোন্নয়ে এসএমসি নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
বিশেষ এই দিনে দেশের স্বনামধন্য প্রতিষ্ঠানগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে আয়োজন করেছে একটি গুরুত্বপূর্ণ গোলটেবিল বৈঠকের, যেখানে এসএমসি’র পক্ষ থেকে প্রতিনিধিত্ব করেছেন প্রোগ্রাম ডিভিশনের সম্মানিত জেনারেল ম্যানেজার জনাব মো: মশিউর রাহমান।
এই আলোচনায় আপনারা অংশগ্রহণ ও মতামত জানাতে পারেন নিচের লিংকগুলোতে গিয়ে।
আপনাদের সকলের সমর্থন ও আন্তরিক প্রচেষ্টার জন্য এসএমসি পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ ও শুভেচ্ছা।
https://www.ajkerpatrika.com/round-table/ajp2dyjbbzmx5
https://epaper.newagebd.net/11-07-2025/6
https://youtu.be/RWK5SqQR7_o?si=1sDmUDZlH97NkE-j
https://www.facebook.com/share/v/1C9CiPNkjo/

আগামীর পৃথিবী গড়তে হলে তরুণদের অংশগ্রহণ ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা নিশ্চিত করা জরুরি।বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৫ .....

এসএমসি ক্লিনিকের ৪র্থ বর্ষপূর্তি!এই সফল যাত্রায় আমাদের পাশে থাকার জন্য আপনাদের প্রতি রইল কৃতজ্ঞতা ও ভালোবাসা। বর্ষপূর্তি...
29/06/2025

এসএমসি ক্লিনিকের ৪র্থ বর্ষপূর্তি!
এই সফল যাত্রায় আমাদের পাশে থাকার জন্য আপনাদের প্রতি রইল কৃতজ্ঞতা ও ভালোবাসা। বর্ষপূর্তি উপলক্ষে ৩০ জুন বিকেল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত থাকছে বিনামূল্যে-
✅সাধারন স্বাস্থ্যসেবা ✅মেডিসিন, গাইনি ও শিশু বিশেষজ্ঞের সেবা
✅ব্লাড প্রেসার, ওজন ও ডায়াবেটিস পরীক্ষা ✅রক্তের গ্রুপ নির্ণয়
✅ শিশুদের শারীরীক বৃদ্ধি ও ওজন পরিমাপ
এছাড়াও ল্যাব টেস্টে পাচ্ছেন ৩৫% পর্যন্ত ছাড়!
📞 সিরিয়ালের জন্য কল করুন: ০১৭৭০৭৯৯১০৫
চলে আসুন পরিবার নিয়ে – আনন্দ, যত্ন ও ভালোবাসায় উদযাপন করি একসাথে !!
#সোশ্যালমার্কেটিংকোম্পানী #এসএমসি #এসএমসিক্লিনিক

17/06/2025

চ্যাম্পিয়ন !! চ্যাম্পিয়ন!!
হ্যাঁ, আপনার সন্তানও হবে বুদ্ধিতে চ্যাম্পিয়ন, শক্তিতে চ্যাম্পিয়ন!!
শিশুর পুষ্টি উন্নয়নে এসএমসি বাজারে নিয়ে এসেছে পাঁচটি ভিটামিন ও মিনারেল সমৃদ্ধ "মনিবিস্কুট" – একধরনের চকলেট কুকিজ যা শিশুর পুষ্টি ঘাটতি পূরণে সহায়ক। এই মনিবিস্কুট শিশুদের জন্য আকর্ষণীয় খাবার হিসেবে যেমন তৃপ্তিকর, তেমনি রক্তস্বল্পতা প্রতিরোধ ও মানসিক-শারীরিক বিকাশেও কার্যকর। প্রতিদিন একটি করে মনিবিস্কুট আপনার শিশুকে করবে শক্তিশালী ও বুদ্ধিতে চ্যাম্পিয়ন। তাই আপনার শিশুর সঠিক পুষ্টি ও সুস্থতায় নিশ্চিন্তে আস্থা রাখুন এসএমসি'র মনিবিস্কুটে!!
#সোশ্যালমার্কেটিংকোম্পানী #এসএমসি #উন্নতজীবন

ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক আমাদের পথচলা।এসএমসি পরিবার আপনাকে জানাচ্ছে পবিত্র ঈদ-উল-আজহার শুভেচ্ছা।ঈদ মোবারক!     #সোশ্য...
06/06/2025

ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক আমাদের পথচলা।
এসএমসি পরিবার আপনাকে জানাচ্ছে পবিত্র ঈদ-উল-আজহার শুভেচ্ছা।
ঈদ মোবারক!

#সোশ্যালমাকের্টিংকোম্পানী #এসএমসি
# #উন্নতজীবন

07/05/2025

৩০ এপ্রিল ২০২৫ তারিখে এসএমসি নীলতারা ক্লিনিক সফলভাবে ৭ম বর্ষপূর্তি উদযাপন করেছে। এ উপলক্ষে বিকেল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত ফ্রি স্বাস্থ্যসেবা প্রদান এবং ল্যাব টেস্টে ৩৫% পর্যন্ত ছাড় দেওয়া হয়, যা সেবাগ্রহীতাদের মাঝে ব্যাপক সাড়া ফেলে। এই আয়োজনের মাধ্যমে ক্লিনিকটির জনসেবার প্রতি অঙ্গীকার এবং সমাজের প্রতিটি স্তরে স্বাস্থ্যসেবার প্রসার নিশ্চিত করার প্রচেষ্টাকে আরও জোরদার করেছে । সাশ্রয়ী ও মানসম্পন্ন স্বাস্থ্যসেবার অঙ্গীকার নিয়ে এসএমসি নীলতারা ক্লিনিক মানুষের পাশে আছে এবং আগামীতেও থাকবে।
#৭মবর্ষপূর্তি #মানসম্মতস্বাস্থ্যসেবা #সোশ্যালমার্কেটিংকোম্পানী #এসএমসি
#উন্নতজীবন

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when SMC Clinic posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to SMC Clinic:

Share