
15/07/2025
“ন্যায্য ও সম্ভাবনাময় বিশ্বে পছন্দের পরিবার গড়তে প্রয়োজন তারুণ্যের ক্ষমতায়ন”—এই গুরুত্বপূর্ণ প্রতিপাদ্যকে সামনে রেখে এসএমসি’র প্রধান কার্যালয়ে উদযাপিত হলো বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৫। বাংলাদেশের জনসংখ্যা নিয়ন্ত্রণে এসএমসি'র অসামান্য ভূমিকা রয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসএমসি এবং এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড (এসএমসি ইএল)-এর সম্মানিত চেয়ারম্যান ও বোর্ডের পরিচালকবৃন্দ , এসএমসি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব তছলিম উদ্দিন খান, এসএমসি ইএল-এর ব্যবস্থাপনা পরিচালক সায়েফ নাসির সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
বক্তব্যে তাঁরা বিশ্ব জনসংখ্যা দিবসের প্রাসঙ্গিকতা তুলে ধরেন এবং তরুণ প্রজন্মকে ক্ষমতায়নের মাধ্যমে পরিবার পরিকল্পনা, বাল্যবিবাহ প্রতিরোধ, বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য বিষয়ে সচেতনতা এবং টেকসই উন্নয়ন নিশ্চিতকরণে এসএমসি’র অব্যাহত ও কার্যকরী ভূমিকার উপর আলোকপাত করেন। বাংলাদেশে জনসংখ্যা নিয়ন্ত্রণে এসএমসি’র রয়েছে অসামান্য ভূমিকা যা দেশের প্রজনন স্বাস্থ্য ব্যবস্থায় এসএমসি’র দৃঢ় অবস্থানকে তুলে ধরে।
এই দিবসকে কেন্দ্র করে দেশজুড়ে সচেতনতা বৃদ্ধিতে এসএমসি’র অংশগ্রহণ ছিল প্রশংসনীয়। জাতীয় পর্যায়ের জনপ্রিয় টেলিভিশন চ্যানেলসমূহ—চ্যানেল আই, এনটিভি, আরটিভি, দীপ্ত টিভি বিশেষ আলোচনা অনুষ্ঠান সম্প্রচার করে, যেখানে অংশগ্রহণ করেন এসএমসি'র ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা, এসএমসি ইএল-এর ব্যবস্থাপনা পরিচালক এবং জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, শিক্ষাবিদ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ। এসএমসি দৃঢ়ভাবে বিশ্বাস করে যে তরুণদের সুস্বাস্থ্য, জ্ঞান ও সচেতনতার বিকাশই একটি উন্নত, অন্তর্ভুক্তিমূলক এবং টেকসই ভবিষ্যতের পথপ্রদর্শক।
#সোশ্যালমার্কেটিংকোম্পানী #এসএমসি #উন্নতজীবন