Alsiha

Alsiha We are here to serve you to ensure your healthy life style

08/07/2025

আম্রুপালি আম কেন, যে কোন নন ব্যাগিং আমেই দাগ থাকবে - এটা স্বাভাবিক, যুগের পর যুগ আমরা এভাবেই আম উৎপদান করে আসছি, তাই না?

ব্যাগিং আম, দাগ মুক্ত আম, বড় বড় সাইজের বিশাল বিশাল আম, বিদেশী জাতের আম - এগুলো নিয়ে আমাদের মতামত অন্য পোষ্টে বলবো, এখানে দাগ যুক্ত আম নিয়েই বলি।

পরিপূর্ন পোক্ত আমে দাগ থাকলেও যে আম ভালো হয় তা দেখালাম, তার পরেও কি মনে সন্দেহ থাকবে?

ক্ষতিকর কেমিক্যাল, বিষাক্ত গ্রোথ হরমোন ও মাত্রাতিরিক্ত কীটনাশক মুক্ত আম তকতকে ঝকঝকে যে হবে না এই বিষয়টা মেনে নেন, আম কে আমের মতো থাকতে দেন, নিরাপদ বিশুদ্ধ আম উৎপাদনে চাষীকে উৎসাহ দেন - প্লিজ!!!

07/07/2025

এমন কাস্টোমার ফিডব্যাক পাওয়ার পরে মন ভালো হবার কথা না? আপনারা কি বলেন?

ইন্টারন্যাশনাল কাস্টোমারের ফিডব্যাক তো শুনলেন আর যে কষ্ট করে সেরা মানের বিশুদ্ধ আম উৎপাদন করে তার কথা শুনতে চান না? আমাদের "Orchard Warrior", আমাদের সবার প্রিয় Nahiduzzaman Sagor ভাই এর কিছু কথা জানবেন খুব শীঘ্রি!!!

আম নিয়ে ভালোবাসার কথা, স্বপ্নের কথা শুনতে নিয়মিত চোখ রাখুন আমাদের পেইজে!!!







07/07/2025

আলহামদুলিল্লাহ!!!

আজ থেকে বাগানে বারি ফোর আমের হার্ভেস্টিং শুরু হলো। ব্যাগিং বারি ফোর আমের চেহারা দেখেই তো মন টা ভালো হয়ে যায়। আপনাদের কাছে কেমন লাগলো দেখে? সুমিষ্ট বারি ফোর আমের স্বাদ নিয়েছেন কারা?

বৃষ্টির কারনে বাগানেই অনেক পরিমান হিমসাগর, ল্যাংড়া, আম্রুপালি ও ফজলি আম নষ্ট হয়েছে; এই অর্থনৈতিক ক্ষতি পুষিয়ে নেবার কোন উপায় আমাদের জানা নাই - প্রকৃতির বিরুদ্ধে যেয়ে তো আর কাজ করা যায় না। এই কষ্ট বুকে চেপেই আমরা কাতারে বাংলাদেশ এ্যাম্বাসী আয়োজিত বাংলাদেশী আম উৎসব ২০২৫ এ অংশ নিয়েছি, নিজেদের বাগানের আম মেলায় উপস্থাপন করেছি, স্বাদ দিয়ে মানুষের মন জয় ও বাংলাদেশের আসল আমের ব্র্যান্ডিং করার বেস্ট ট্রাই করেছি। মেলায় প্রবাসী বাংলাদেশী, কাতারের মানুষজন সহ নানান দেশের মানুষের কাছে আমাদের আমের অনেক ডিমান্ড থাকার পরেও কাতারে মার্কিন ঘাটিতে ইরানের বোমা হামলা, দেশে কাস্টমস কর্মকর্তাদের আন্দোলন সহ নানান চ্যালেঞ্জের মুখে টার্গেটের ৫০% আমও আমরা মেলায় পাঠাতে পারি নাই অথচ আম পাঠানোর আনুষাঙ্গিক খরচ গুলো থেকে তো আর মুক্তি নাই। সত্যি বলতে কি ভয়াবহ একটা বিপর্যয়ের মধ্য দিয়ে আমরা যাচ্ছি, দেখা যাক আল্লাহ কি ভবিষ্যৎ আমাদের জন্য রেখেছেন।

এত চ্যালেঞ্জের পরেও আশা হারাই না; সৎ নিয়তে কাজ করেছি, করছি আর করে যাবোই - আল্লাহ পরীক্ষা নিবেন, কঠিন সময় দিবেন আবার আল্লাহ সুফলও দিবেন ইন শা আল্লাহ।

আমাদের পাশে থেকে ভালোবাসা দিয়ে সামনে এগিয়ে যাবার জন্য অনুপ্রেরনা দিবেন এবং Alsiha টিম কে সব সময় আপনার প্রার্থনায় রাখবেন - এই দরখাস্ত তো করতেই পারি, তাই না?









07/07/2025

কাতারে বাংলাদেশের এ্যাম্ব্যাসেডর মান্যবর মোহাম্মদ নজরুল ইসলাম স্যার আমাদের গরমেট ডেটস ও প্যাকেজিং নিয়ে তার মূল্যবান মতামত জানিয়েছেন। আমাদের প্রোডাক্ট নিয়ে তার এই প্রশংসা সততার সাথে বিশুদ্ধ প্রোডাক্ট নিয়ে কাজ করার জন্য অনেক বড় অনুপ্রেরনা।

Alsiha টিম ইন শা আল্লাহ স্যারের এই ভালোবাসা ও উপদেশকে যথাযথ মূল্য দিয়ে সামনে এগিয়ে যাবে, দেশের নাম বিশ্বের বুকে উজ্জ্বল করতে সর্বোচ্চ চেষ্টা করে যাবে।

আম্রুপালির স্বাদ নিয়ে কাজ করা বেটার যেটার ফলাফল আমরা কাতারে বাংলাদেশী আম উৎসব ২০২৫ এ পেয়েছি। দেশী বিদেশী সবাই আমাদের আমে...
05/07/2025

আম্রুপালির স্বাদ নিয়ে কাজ করা বেটার যেটার ফলাফল আমরা কাতারে বাংলাদেশী আম উৎসব ২০২৫ এ পেয়েছি। দেশী বিদেশী সবাই আমাদের আমের স্বাদে মুগ্ধ। আমরা আমাদের জান প্রান দিয়ে চেষ্টা করবো স্বাদের আম্রুপালির মার্কেট তৈরি করার জন্য, আমাদের জন্য দোয়া রাখবেন সব সময় 🙏🏻🙏🏻🙏🏻

দেখতে অসুন্দর, ছোট সাইজ হওয়াতে ৪/৫ টা আমে ১ কেজি হবে, হালকা দাগ থাকবে, মাথার দিকে কিছু অংশ হয়তে পঁচে যাবে আপনার কাছে আসতে আসতে এমন সাইজের নিরাপদ স্বাদের আম্রুপালি চাইলে নক দিতে হবে দ্রুত। পাওয়া যাবে ১২/২২ কেজির প্যাকে।

প্রতি কেজি ১২৫/- টাকা মাত্র।

কাস্টোমারের মোবাইলে তোলা ছবি দিয়েই পোষ্ট করলাম!!!

03/07/2025

We are really very happy to hear from Nazmul Arefin Momel, CEO of ToguMogu about participation of Team Alsiha at Bangladeshi Mango Festival - 2025 at Doha, Qatar.

Alhamdulillah, we had a very successful participation there and we strongly believe to play a very good role for Branding Bangladeshi Mango abroad in sha Allah. Please stay beside us and keep us in your prayers always.









01/07/2025

Alsiha টিমের যাত্রা শুরু থেকে পাশে আছেন বাংলাদেশের স্বনামধন্য ওয়েডিং ফটোগ্রাফি কোম্পানি Dream Weaver এর CEO Jobayer Hossain Shuvo. দেশের ওয়েডিং ফটোগ্রাফি ইন্ড্রাস্ট্রিতে বিপ্লব ঘটানো জোবায়ের হোসেন শুভ আমাদের জন্য এক অনুপ্রেরনা ও দৃষ্টান্তের নাম - তার ভালোবাসা ও দিক নির্দেশনা প্রতিনিয়ত আমাদেরকে আমাদের লক্ষ্যের দিকে সততার সাথে ছুটে চলতে সাহায্য করে।







Embassy of Bangladesh, Doha আয়োজিত বাংলাদেশী আম উৎসব ২০২৫ এ অংশ গ্রহনের পর আমরা আমাদের কাতার প্রবাসী বাংলাদেশী ভাই ও বোন...
01/07/2025

Embassy of Bangladesh, Doha আয়োজিত বাংলাদেশী আম উৎসব ২০২৫ এ অংশ গ্রহনের পর আমরা আমাদের কাতার প্রবাসী বাংলাদেশী ভাই ও বোনদের কাছ থেকে যে কি পরিমান সাপোর্ট পেয়েছি তা বলে বোঝাতে পারবো না!!!

মেলায় এসে সাপোর্ট দেয়া ছাড়াও অনলাইনে আমাদের পেইজকে, আমাদের পোষ্ট গুলোকে যেভাবে প্রমোট করেছেন তাতে আমরা অভিভূত। দেশের প্রতি, দেশের মানুষের প্রতি ও দেশের প্রোডাক্টের উপর এই মানুষগুলোর ভালোবাসা দেখে আমরা অনেক অনুপ্রানিত হয়েছি।

তাদের ভালোবাসাকে সন্মান জানিয়ে আমরা বলতে চাই - আমরা আমাদের সাধ্যমতো বাংলাদেশ থেকে আম ও আমজাত পন্য কাতার ও অন্যান্য আর দেশ গুলোতে এক্সপোর্ট করার সেরা চেষ্টা করবো, হাল ছাড়বো না ইন শা আল্লাহ। সামনে আরো বড় করে কাজ করার নেক ইচ্ছা আছে - ইন শা আল্লাহ সবার সাহায্য ও সহযোগিতা নিয়ে সৎ পথে চলতে পারবো।

Alsiha টিমকে আপনাদের দোয়া ও ভালোবাসা দিয়ে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার দরখাস্ত রইলো!!!







30/06/2025

প্রবাসী বাংলাদেশীদের ভালোবাসায় আমরা মুগ্ধ!!!

আমাদেরকে নিয়ে দারুন সুন্দর কন্টেন্ট বানানোর জন্য অনেক অনেক ধন্যবাদ ভাইয়া!!!

🙏🏻🙏🏻🙏🏻

আরবেরা, বিদেশীরা বাংলাদেশের দাগ যুক্ত আম খায় না, ছোট সাইজের আম খায় না, আমের রং সবুজ হলে আম পছন্দ করে না, তারা কালারফুল আ...
30/06/2025

আরবেরা, বিদেশীরা বাংলাদেশের দাগ যুক্ত আম খায় না, ছোট সাইজের আম খায় না, আমের রং সবুজ হলে আম পছন্দ করে না, তারা কালারফুল আম খেতে পছন্দ করে -

এই যুক্তিতে বাংলাদেশে আম স্বাভাবিকের থেকে বড় বড় সাইজে উৎপাদনের জন্য, স্বাভাবিকের থেকে লম্বা সময় জুড়ে কৃত্রিম উপায়ে সংরক্ষনের জন্য ও ঝা তকতকে এবং চকচকে বার্নিশ করা আম বানানোর জন্য চলে এক অসুস্থ প্রতিযোগিতা - গ্রোথ হরমোন দিয়ে আমকে বড় করা, নানান ধরনের কেমিক্যাল ইউজ করে আমকে দাগ মুক্ত রাখা, আমকে লম্বা সময় ফ্রেশ দেখানোর জন্য অধিক মাত্রায় ইথোফেন সহ নানান ধরনের কেমিক্যাল মাত্রাতিরিক্ত ব্যবহার করা, আমকে দ্রুত পাঁকানো ও আমে অস্বাভাবিক সুন্দর কালার আনার জন্য কার্বাইড সহ নানান কেমিক্যাল মাত্রা ছাড়িয়ে ব্যবহার করা সহ আরো নানান আয়োজন। এ ধরনের প্রকৃতি বিরোধী কর্ম কান্ডে আম আর আম থাকে না, হয়ে যায় বিষ আর সেই বিষাক্ত আম খেয়ে ধীরে ধীরে আক্রান্ত হয় আমাদের স্বন্তানেরা, মা বাবা ভাই বোনেরা, বন্ধু বান্ধব সহ প্রিয়জনেরা। এই অসুস্থ আয়োজন থেকে মুক্তির কি উপায় নাই?

উপায় আছে, উপায় আছে আমাদের প্রকৃতিতে - শুধু দরকার একটু সাহস ও ধৈর্য্য, দরকার অতিরিক্ত মুনাফালোভী মন মানসিকতা থেকে সরে এসে নিরাপদ আমের উৎপাদনে আত্ন নিয়োগ করা। প্রাকৃতিক উপায়ে জৈব সার ও নানান ধরনের প্রয়োজনীয় কীটনাশক কৃষি বিজ্ঞান অধিদপ্তরের নিয়ম নীতে মেনে প্রয়োগ করলে, সঠিক দিক নির্দেশনা ও আমের ক্যালেন্ডার মেনে আম হার্ভেস্ট করলে আম থাকে নিরাপদ, সুগন্ধ ঘ্রানে মৌ মৌ করে আম আর পরিপূর্ণ ও পরিপ্বক্ক আমের স্বাদ হয় সুমিষ্ট - হৃদয় কেড়ে নেয় এই বিশুদ্ধ সতেজ আম। তবে সমস্যা একটাই - আম হয় বাজারের বিষাক্ত হাইব্রিড ও অসুস্থ উপায়ে উৎপাদি আমের থেকে সাইজপ ছোট, আমে থাকে দাগ আর মাঝে মাঝে হয়তে কিছু পোঁকা পাওয়া যায় আমে।

আমরা Alsiha Mango Warrior টিম সারা বছর জুড়ে নিজেদের বাগানে সঠিক ও প্রাকৃতিক দিক নির্দেশনা এবং আম চাষে বংশ পরিক্রমায় পাওয়া শিক্ষা ও নিয়ম নীতি গুলো মেনে কাজ করি আর উৎপাদন করি বিশুদ্ধ নিরাপদ আম। এ কারনে হয়তো অনেকের মতো অনেক বেশী পরিমান আম উৎপাদন করতে পারি না, লাভের থেকে লসের মুখ দেখতে হয় বছরের পর বছর, শ্রমের মূল্য থেকে বঞ্চিত থাকতে হয় বুকে কষ্ট নিয়ে। তবে যখন মানুষ আমাদের বাগানের আম খেয়ে আমাদের আমের প্রশংসা করে, পরিবার পরিজন সহ আত্নীয় স্বজনদের কাছে আমাদের আমকে রিকমেন্ড করে তখন বুকটা সাহসে ভড়ে উঠে, আমরা নতুন উদ্যোমে ঝাপিয়ে পড়ি বিশুদ্ধ ও নিরাপদ আমের উৎপাদনে। স্বপ্ন দেখি ১০০% অর্গানিক আম উৎপাদনের - ইন শা আল্লাহ সেই দিন আর হয়তো বেশী দূরে নয়।

Embassy of Bangladesh, Doha কাতারে প্রথমবারের মতো আয়োজন করে "বাংলাদেশী আম উৎসব ২০২৫"। এ মেলায় আমরা অন্যদের থেকে একটু আলাদা পথে হাটি - আমরা খুবই অল্প পরিমানে আমাদের নিজস্ব বাগানের হিমসাগর, আম্রুপালি ও ব্যানানা আম সাথে করে নিয়ে যাই মেলার জন্য (স্বাদ থাকলেও সামর্থ্য কম থাকায় বেশী পরিমান আম আমরা মেলায় নিয়ে যেতে পারি নাই - এটা ছাড়াও চ্যালেঞ্জ হিসাবে ছিল হঠাৎ কাতারে ইরানের আক্রমন, বাংলাদেশে ট্যাক্স, ভ্যাট ও কাস্টমস কর্মকর্তাদের আন্দোলনের কারনে টার্গেট মতো আম পাঠানোতে আমরা ব্যর্থ হই। এ সবই আল্লাহর ইচ্ছা, যা আমরা মেনে নিয়েছি হাসি মুখে) আমাদের সাথে যাওয়া বড় বড় কয়েকজন সুপ্রতিষ্ঠিত ও অভিজ্ঞ আম ব্যবসায়ী আমাদের ছোট সাইজের আম, দাগ ওয়ালা আম দেখে নাক ছিটকিয়ে নানান ধরনের কটু কথা বলার পরেও আমরা আমাদের নীতিতে অটল ছিলাম - সেল করলে এই আমই সেল করবো, এই আমের ব্র্যান্ডিং করবো নিজেদের সেরা টা দিয়ে কারন আমরা বিশ্বাস করি প্রোপার ব্র্যান্ডিং ও মার্কেটিং করলে এবং এক্সপার্ট মানুষদের দিয়ে সাপ্লাই চেইন ও ডেলিভারি সিস্টেম গড়ে তুলতে পারলে অল্প সময়েই আমাদের আম কাতার, দুবাই, সৌদি আরব সহ সকল আরব দেশ এবং ইউরোপ আমেরিকা সহ পৃথিবীর নানান দেশে পৌছে দেয়া যাবে দ্রুত সময়ে - বিশ্ববাসী পাবে সেরা আমের বিশুদ্ধ স্বাদ।

আমরা জানি এই পথ টা অনেক কঠিন, অনেক বাধার সন্মুখীন হগে হবে কিন্তু যখন দেখলাম কাতারী মানুষজন আমাদের দাগযুক্ত হিমসাগর আম খেয়ে, ছোট সাইজের আম্রুপালির মিষ্টি স্বাদে পাগল হয়ে নিজের মায়ের জন্য, পরিবারের জন্য আমাদের আম বক্সে বক্সে করে কিনে নিয়ে যায় তখন কোন বাধা বিপত্তিই আমাদেরকে ভয় দেখাতে পারে না। বিশ্বের কাছে বাংলাদেশকে ব্র্যান্ডিং করার জন্য আমাদের আম ও আমজাত পন্যই সেরা - এই নীতিতে অটল থেকে সামনের দিন গুলোতে সঠিক পথে চলে দেশের জন্য কাজ করতে চাই। দেশের মুখ বিশ্ববাসীর কাছে বাংলাদেশের আম, আমজাত নানান পন্য দিয়ে উজ্জ্বল করতে চাই - সফল আমরা হবোই হবো ইন শা আল্লাহ।

বিশ্ববাসী একদিন বাংলাদেশ ও পৃথিবীর কোনায় কোনায় ছড়িয়ে ছিটিয়ে থাকা বাংলাদেশীদের সাথে মুখ মিলিয়ে গর্ব সহকারে বলবে -

Celebrate Mango, Celebrate Bangladesh

এটাই আম নিয়ে আমাদের স্বপ্ন!!!
আমাদের স্বপ্ন পূরনে সবাইকে পাশে পাবো তো, তাই না?

29/06/2025

ব্যানানা আমের স্বাদে পাগল বিশ্ববাসী...
আমরা দিচ্ছি পুরো ঢাকা শহর জুড়ে ফ্রি হোম ডেলিভারি!!!

অর্ডার না করলেই মিস!!!

Embassy of Bangladesh, Doha আয়োজিত বাংলাদেশী আম উৎসব ২০২৫ এ আমাদের অংশগ্রহন অনেক চ্যালেঞ্জিং ছিল - এত্ত এত্ত আনসার্টেইনি...
29/06/2025

Embassy of Bangladesh, Doha আয়োজিত বাংলাদেশী আম উৎসব ২০২৫ এ আমাদের অংশগ্রহন অনেক চ্যালেঞ্জিং ছিল - এত্ত এত্ত আনসার্টেইনিটি কল্পনাও করি নাই।

তবে মেলায় একটা দারুন ইন্টারেস্টিং এক্সপেরিয়েন্স হলো - কেন যেন বয়স্ক কাতারিয়ান মুরুব্বি গন আমাদের স্টলে এসে ভালো একটা সময় নিয়ে আমাদের সাথে নানান ধরনের গল্প করলেন, নানান রকম কত ধরনের প্রশ্ন করলেন, আমাদের আম ও আমস্বত্ব টেস্ট করেও দেখলেন আর দিন শেষে কিনেও নিয়ে গেলেন বক্সে বক্সে করে।

দাগওয়ালা হিমসাগর, ছোট সাইজের আম্রুপালি কাতারিরা কিনে না - এ রকমের কোন এক্সপেরিয়েন্স ই তো হলো না। স্বাদ বোঝাতে পারলে আমের চেহারা ও সাইজ বিশাল বড় কোন ফ্যাক্টর যে না তার প্রমান হাতে নাতে পেলাম - বয়স্ক মুরুব্বী মানুষেরা আসলেই ভালো বুঝেন, অভিজ্ঞতার দাম তো পুরো দুনিয়াতেই, তাই না?

ইন শা আল্লাহ ভালো কিছুই আছে ভবিষ্যতের জন্য। আমরা সর্বোচ্চটা দিয়েই চেষ্টা করবো - ফলাফলের মালিক তো আল্লাহ।








Address

44/5 Kazi Office Road, Dhaka
Dhaka-1216
1216

Alerts

Be the first to know and let us send you an email when Alsiha posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Alsiha:

Share

Alsiha ... Means Health

Alsiha (الصحة) in Arabic means Health, and that is something for which we should never settle for anything but the best. In the beginning we ventured close to our kin. We proposed the idea to our friends and families, they were our first customers, our first critics and first admirers. We understood the importance to concentrate on premium quality. By keeping our catalogs small, it allowed us to have a greater control on quality of things. We would rather provide a single outstanding product rather than fill our inventory with below standard choices. That is our main ethos in Alsiha “Alsiha … Means Health”.