Alsiha

Alsiha We are here to serve you to ensure your healthy life style

আম, কাজু বাদাম আর পেস্তা কিন্তু একই পরিবারের ... এদের কে কি একে অপরের কাজিন বলা যায়?
03/08/2025

আম, কাজু বাদাম আর পেস্তা কিন্তু একই পরিবারের ... এদের কে কি একে অপরের কাজিন বলা যায়?

সেই দিন কি আর আছে? দিন বদলাইছে না!!!একটা সময় অফ সিজনে বাংলাদেশে ইজিপশিয়ান বা থাই ম্যাংগোর একটা বড় মার্কেট ছিল - আমের ক্র...
02/08/2025

সেই দিন কি আর আছে? দিন বদলাইছে না!!!

একটা সময় অফ সিজনে বাংলাদেশে ইজিপশিয়ান বা থাই ম্যাংগোর একটা বড় মার্কেট ছিল - আমের ক্রেভিংস মেটানোর জন্য পয়সা খরচ করে এই বিস্বাদ আম খাওয়া ছাড়া মানুষের কোন বিকল্প ছিল না।

বাংলাদেশের আম চাষীদের ধন্যবাদ, তারা কাটিমন আমের উৎপাদন বাণিজ্যিক ভাবে সাফল্যের সাথে করছেন - অফ সিজনেও মানুষ সুগন্ধ যুক্ত মিষ্টি সুস্বাদু আম খেতে পারছে।

আমরাও সাধ্যমতো চেষ্টা করছি অনলাইনে কাটিমন আম জনপ্রিয় করার জন্য। আমাদের উপর ভরসা করে কাটিমন আম অর্ডার করতে পারেন, ইন শা আল্লাহ ভালো লাগবে।




"প্রজেক্ট তুলসীমালা" আমাদের জন্য একটা দ্বায়িত্ববোধের প্রজেক্ট, নিজেদের সামর্থ্য মতো সাসটেইনেবল এগ্রো সিস্টেমের এক্সাম্পল...
02/08/2025

"প্রজেক্ট তুলসীমালা" আমাদের জন্য একটা দ্বায়িত্ববোধের প্রজেক্ট, নিজেদের সামর্থ্য মতো সাসটেইনেবল এগ্রো সিস্টেমের এক্সাম্পল তৈরি করার প্রজেক্ট।

আদি ও প্রাকৃতিক পদ্ধতিতে কৃষকের ধান চাষের জন্য পুরো অর্থায়ন করেছে i.02 এবং Alsiha. শুধু অর্থায়ন নয়, সার্বিক সহযোগিতায় আমরা তাদের পাশেই থাকছি সব সময়। চাল উৎপাদনের পর আমরা কৃষকদের ৫, ১০ ও ২০ কেজির পরিবেশ বান্ধব প্যাকেট দিবো যাতে চাল ওজন করে প্যাকেজিং করবে আমাদের কৃষক ভাই ও তাদের পরিবার। এই পুরো প্রজেক্টে নিজেদের বিশুদ্ধ কায়িক পরিশ্রম ছাড়া আর কোন পয়সা তাদের খরচ করা লাগবে না আর তাদের লস হবার কোন সুযোগই তো আমরা রাখি নাই।

আমরা পুরো প্রজেক্টের আপডেট টাইম টু টাইম আপনাদের দিয়ে যাবো এবং নিয়মিত বিরতিতে আপনাদের কাছ থেকে চালের প্রি অর্ডার নিতে থাকবো। আপনারা নিজেদের পরিবারের জন্য, আত্নীয় স্বজন, বন্ধু বান্ধব, অফিস কলিগ থেকে শুরু করে প্রিয় মানুষদের জন্য অর্ডার করতে পারবেন জি. আই স্বীকৃত বাংলাদেশের সেরা মানের বিশুদ্ধ তুলসীমালা পোলাওয়ের চাল।

আমরা চাইবো আমাদের ডেলিভারি পার্টনার SteadFast Courier এর মাধ্যমে পুরো দেশ জুড়ে এই চাল হোম ডেলিভারি দিতে।

আল্লাহ চাইলে এভাবে নিজেরা মিলে মিশেই প্রজেক্টটা সাকসেসফুল করে ফেলতে পারবো ইন শা আল্লাহ, তাই না?

কর্পোরেট গিফট হিসাবে গরমেট ডেটস মানেই Alsiha!!! আমাদের লম্বা সময় ধরে গরমেট ডেটস নিয়ে কাজ করার অভিজ্ঞতা আমাদের ইউনিকনেস ত...
01/08/2025

কর্পোরেট গিফট হিসাবে গরমেট ডেটস মানেই Alsiha!!!

আমাদের লম্বা সময় ধরে গরমেট ডেটস নিয়ে কাজ করার অভিজ্ঞতা আমাদের ইউনিকনেস তৈরি করতে সব থেকে বেশী সাহায্য করেছে।

Walton, United Nations, Bank Al Falah, Embassy of Maldives, Bangladesh সহ আরো বেশ কিছু লোকাল ও মাল্টিন্যাশনাল কর্পোরেট হাউজ আমাদের উপর ট্রাস্ট রেখেছে আমাদের প্রোডাক্টের কোয়ালিটি ও অথেনটিসিটি এবং প্যাকেজিং এর প্রিমিয়াম ইউনিকনেসের কারনে।

আমাদের গরমেট ডেটস নিয়ে আপনার মতামত কি?

আমাদের পাহাড়ী রোস্টেড ক্যাশো খেয়েছেন? ১০০% অথেনটিক বাংলাদেশী প্রোডাক্ট, স্বাদ সব থেকে সেরা।প্রতি কেজি মাত্র ২২০০/- টাকা!...
01/08/2025

আমাদের পাহাড়ী রোস্টেড ক্যাশো খেয়েছেন? ১০০% অথেনটিক বাংলাদেশী প্রোডাক্ট, স্বাদ সব থেকে সেরা।

প্রতি কেজি মাত্র ২২০০/- টাকা!!!

তুলসীমালা ধান বাংলাদেশের দশম জিআই (ভৌগোলিক নির্দেশক) পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে। পোলাও রান্নার জন্য সুপরিচিত চিকন ও ছোট...
28/07/2025

তুলসীমালা ধান বাংলাদেশের দশম জিআই (ভৌগোলিক নির্দেশক) পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে। পোলাও রান্নার জন্য সুপরিচিত চিকন ও ছোট আকারের এই চালে একটি বিশেষ সুগন্ধ রয়েছে, যা একে অন্যান্য চাল থেকে আলাদা করে।

আচ্ছা, কেন বলছি এই চালের কথা?

আমরা ২০২৪ সালের নেত্রকোনার বন্যায় আক্রান্ত তিনজন ধানচাষীর পাশে দাড়িয়েছি। তারা তাদের ২ একর জমিতে আবাদ করে, নিরাপদ ফসল ফলিয়ে আমাদের হাতে বিশুদ্ধ তুলসীমাল চাল তুলে দিবেন ইন শা আল্লাহ। অবসর প্রাপ্ত সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ও ডিপ্লোমা কৃষিবিদ এ.এফ.এম হাবিবুর রহমান চাচার নিরবিচ্ছিন্ন তত্তাবধানে জৈব প্রক্রিয়া মেনে, জৈব সার ও জৈব বালাইনাশক ব্যবহার করে তারা উৎপাদন করবেন বিশুদ্ধ তুলসীমালা চাল - বাকি টা মহান আল্লাহ রাব্বুল আলামীনের ইচ্ছা।

কেন কৃষক ভাইয়েরা গতানুগতিক সহজ রাসায়নিক প্রক্রিয়া থেকে প্রাকৃতিক কৃষিতে ফিরে আসার কষ্ট করবে যেখানে পরিশ্রম বেশী, উৎপাদনের রিস্ক বেশী, সব ফলন নষ্ট হবার সম্ভাবনাও বেশী?

জমিতে রাসায়নিক উপাদান ব্যবহার করে গতানুগতিক উপায়ে বেশী ধান চাষ করে যে মুনাফা কৃষক ভাইয়েরা আশা করেছিলো সেটা তো আমরা নিশ্চিত করবোই, প্রয়োজনে বেশী মুনাফা নিশ্চিত করবো ইন শা আল্লাহ - প্রাকৃতিক বিশুদ্ধ জৈব চালের উৎপাদন যে পরিমানই হোক না কেন।

বিশুদ্ধ পরিশ্রম, সঠিক দাম ও মুনাফা কৃষক ভাইদের; বাকি সব কিছু আমরা করবো - ফাইন্যান্স থেকে শুরু করে গ্রাহকের হাতে চাল পৌছে দেয়া, সব দ্বায়িত্বই আমাদের। এই সহি নিয়তের কথা ও প্ল্যান শুনে Alsiha টিমের পাশে ফাইন্যান্সিয়াল সহ সর্বোচ্চ সাপোর্ট নিয়ে এগিয়ে এসেছে i.02...মা শা আল্লাহ!!!

আমাদের কাজ শুরু হয়ে গেছে আলহামদুলিল্লাহ, আপনাদের পাশে পাবো তো?

বাংলাদেশে আমের সাপ্লাই চেইন ও ডিস্ট্রিবিউশন সিস্টেম লোকাল মার্কেটের জন্য পারফেক্ট - অস্বীকার করার কোন কারন কি আছে? বাসা ...
25/07/2025

বাংলাদেশে আমের সাপ্লাই চেইন ও ডিস্ট্রিবিউশন সিস্টেম লোকাল মার্কেটের জন্য পারফেক্ট - অস্বীকার করার কোন কারন কি আছে? বাসা থেকে নামলে ভ্যানে আম, রাস্তার মোড়ে ফলের দোকানে আম, বাজারে ঢুকার মুখে আম, বাজারে আম, সুপার শপে আম - চাইলেই আম, হরেক রকম আম। আম কিনে এনে বাসায় আসবো, আম কাটবো আর আম খেয়ে ফেলবো, হিসাব সিম্পল!!!

তারপরেও কেন মানুষ অনলাইন থেকে আম কিনে? তুলনামূলক ভাবে বেশী দাম দিতে হয়, অর্ডার করার ২/৩ দিন পর হাতে আম আসে, আমের ওজন মাপার অপশনও থাকে না, ঘরে আম আসার পরে সেই আম আবার কয়েকদিন ঘরে রেখে ভালো মতো পাঁকিয়ে খাবার হ্যাপা!!!

আপনার অপিনিয়ন জানাবেন প্লিজ? আর আমাদের গৌড়মতি নিয়ে কি চিন্তা ভাবনা? অর্ডার দিতে কোন কনফিউশন আছে নাকি?

আমস্বত্ব আর গৌড়মতি আমের কম্বিনেশনে একটা প্যাকেজ ডিল দিতে চাই, বলেন দেখি কেন?পোক্ত ফ্রুট ব্যাগিং গৌড়মতি আপনার হাতে পৌছানো...
24/07/2025

আমস্বত্ব আর গৌড়মতি আমের কম্বিনেশনে একটা প্যাকেজ ডিল দিতে চাই, বলেন দেখি কেন?

পোক্ত ফ্রুট ব্যাগিং গৌড়মতি আপনার হাতে পৌছানোর পরে পাঁকতে কিছুটা সময় লাগে। ফ্রুট ব্যাগিং আম হওয়াতে আমটা থাকে হলুদ ও শক্ত তবে ঠিক ঠাক ভাবে পাঁকার জন্য সঠিক সময় দিলে ও প্রসেস মেনে চললে পাঁকার পরে আমে একটা লালচে শেড আসে আর আমটা একটু নরমও হয়ে যায় - তখনই আম খাওয়ার বেস্ট সময়, স্বাদ হয় কড়া মিষ্টি।

তবে অভিজ্ঞতা থেকে দেখেছি, বহুবার বলার পরেও এই সময়টুকু অনেকেই দিতে চান না, আম পাবার পর পরই আম কেটে খেতে যান - আম লাগে টক, রাগ করেন আমাদের উপর।

একারনে আম পাঁকার আগ পর্যন্ত আমের স্বাদ যেন আপনি পান তাই আমরা আমের সাথে আমস্বত্ব দিয়ে একটা কম্বো প্যাক করতে চাই।

৬ কেজি আম আর ৬ কেজি আমস্বত্ব - কেমন হবে প্যাকেজ টা?

কাতার, সৌদি আরব, ওমান সহ মধ্য প্র্যাচ্যের নানান দেশে, ইউরোপ আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া সহ পৃথিবীর নানান প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রবাসী বাংলাদেশী ভাই ও বোনেরা দেশে থাকা প্রিয়জনদের জন্য আম অর্ডার করলে থাকছে স্পেশাল সারপ্রাইজ - বিস্তারিত জানতে মেসেজ দিন অথবা whatsapp করুন 01711-080041 নম্বরে।

Rakib Official Blog ভাইয়া, আপনাকে ট্যাগ করলাম প্রবাসী ভাইবোনদের কাছে এই মেসেজ দ্রুত পৌছানোর জন্য🙏🏻🙏🏻🙏🏻

আপনি এই আমের স্বাদ নেয়া তো দূরের কথা, নামই শুনেন নাই - যদি তাই হয় তাহলে আপনার জন্য আছে স্পেশাল অফার!!!
23/07/2025

আপনি এই আমের স্বাদ নেয়া তো দূরের কথা, নামই শুনেন নাই - যদি তাই হয় তাহলে আপনার জন্য আছে স্পেশাল অফার!!!

A good session indeed...Future is challenging but bright in sha Allah!!!
17/07/2025

A good session indeed...
Future is challenging but bright in sha Allah!!!






আমস্বত্ব সব শেষ!!!-----------------------------টক মিষ্টি আমস্বত্ব!!! প্রতি কেজি ১০০/-****শর্ত প্রযোজ্য!!!
13/07/2025

আমস্বত্ব সব শেষ!!!
-----------------------------

টক মিষ্টি আমস্বত্ব!!!
প্রতি কেজি ১০০/-**

**শর্ত প্রযোজ্য!!!

Address

44/5 Kazi Office Road, Dhaka
Dhaka-1216
1216

Alerts

Be the first to know and let us send you an email when Alsiha posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Alsiha:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Alsiha ... Means Health

Alsiha (الصحة) in Arabic means Health, and that is something for which we should never settle for anything but the best. In the beginning we ventured close to our kin. We proposed the idea to our friends and families, they were our first customers, our first critics and first admirers. We understood the importance to concentrate on premium quality. By keeping our catalogs small, it allowed us to have a greater control on quality of things. We would rather provide a single outstanding product rather than fill our inventory with below standard choices. That is our main ethos in Alsiha “Alsiha … Means Health”.