Raqi Abu Musa

Raqi Abu Musa Rqiyah & Hijama Health Centre
Dhaka Bangladesh..

13/10/2025
আল হামদুলিল্লাহ আল্লাহ তায়ালার লক্ষ কোটি শুকরিয়া আজ ১২/১০/২০২৫ ইং তারিখে ১৫ তম ব্লাড ডোনেট  করলাম। মোহাম্মদপুর আল মানার ...
12/10/2025

আল হামদুলিল্লাহ আল্লাহ তায়ালার লক্ষ কোটি শুকরিয়া আজ ১২/১০/২০২৫ ইং তারিখে ১৫ তম ব্লাড ডোনেট করলাম। মোহাম্মদপুর আল মানার হসপিটাল। সময় সকাল ৯ঃ৪৮ am মিনিট।

[[  الحمد لله رب العالمين]]সকল প্রশংসা আল্লাহ তায়ালার। যিনি আমাদেরকে মানব রূপে সৃষ্টি করেছেন। এবং দুরুদ ও সালাম তার হাব...
11/10/2025

[[ الحمد لله رب العالمين]]

সকল প্রশংসা আল্লাহ তায়ালার। যিনি আমাদেরকে মানব রূপে সৃষ্টি করেছেন। এবং দুরুদ ও সালাম তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর।

আজকের আলোচনা জেনাকরী জাদুর খাদেম জ্বীনকে নিয়ে।
জেনাকারী জাদুর খাদেম জিন যে রোগীর শরীরে নানা রকম সমস্যা করে থাকে এর ভিতর একটি সমস্যা হল খুবই মারাত্মক রোগীর পেটের ভিতরে নানা রকম সমস্যা তৈরি করে পাকস্থলীতে সমস্যা তৈরি করে বিশেষ করে মেয়ে রোগীদের জরাইতে সমস্যা করে আশরাফের থলিতে সমস্যা করে ইনফেকশন তৈরি করে। যার কারণে অনেক সময় ফোটায় ফোটায় প্রস্রাব করে অনেক রোগী এমন আছে যে সে তার প্রস্রাবের বেগ আসলে ধরে রাখতে পারেনা অথচ সেই ইয়ং অল্প বয়স যেমন ১৭-১৮-১৯,২০ এই বয়সের রুগীদের ক্ষেত্রে এ সমস্যাটা দেখা গেছে।
প্রস্রাব আসলে সে ধরে রাখতে পারেনা মুহূর্তেই তার পরনের কাপড় নষ্ট হয়ে যাচ্ছে।
অনেক সময় দেখা যায় প্রস্রাব করার পরেও আবার ফোঁটায় ফোটায় প্রশ্ন পড়তেছে তাকে অনেকক্ষণ টয়লেটে অপেক্ষা করতে হয় পরবর্তী দুই একফোঁটা প্রস্রাব আছে কিনা সেজন্য এটা খুবই একটা কষ্টকর বিষয় একটা ছেলে অথবা একটা মেয়ের জীবনে।

🔰 আসুন জেনে নেই এ সমস্যাটা কি কারনে হয়⁉️ প্রথমত এটার দুটি কারণঃ- ১]]আশেক জিনের সমস্যার কারণে হয়ে থাকে।
২]] আসক্তকারী, জেনাকারী জাদুর খাদেম জিনের কারনে হয়ে থাকে।

🟢📍আশিক দিনঃ- কখনো কখনো জিন কোন ছেলে অথবা কোন মেয়েকে যদি তার দৃষ্টিতে ভালো লাগে তখন সে ওই ছেলে বা মেয়ের কাছে ভালোবাসার স্রোতে আসে ভালোবাসার শুরুতে এসে তার জীবনের নানা সমস্যা সে ঘটায় চরম একটা পর্যায়ে সে তার ভিকটিমকে দিয়ে যিনা-ব্যভিচারে পর্যন্ত লিপ্ত করে হস্তমৈথুন করায় হস্তমৈথুন তো ছেলে হোক মেয়ে হোক উভয়ের ক্ষেত্রে ঘটে থাকে।
আর এ সমস্ত রোগীরা বেশিরভাগ সময় ইমোশনাল হয়ে থাকে আবেগি হয়ে থাকে। এ আশিক জিন দীর্ঘদিন থাকতে থাকতে রোগীর ভিতরে নানা রকম সমস্যা তৈরি করে মেয়ে হলে তার রেহেমের মাঝে সে গাপটি মেরে থাকে এবং আশরাফের চলিতে সমস্যা করে প্রস্রাবের রাস্তায় ইনফেকশন তৈরি করে এটা হল খবিস আশিক জিনের কারনে হয় থাকে। এই আশিক জিন রোগীর মাঝে অনেকদিন থাকলে অনেক সময় রোগীর শরীরে ক্যান্সারের মতো রোগ তৈরি হয়। যা ইতিপূর্বে রোগীদের থেকে এ সমস্যাগুলো পাওয়া গেছে।

🟢📍যেনাকারী জাদুর খাদেম জিনঃ- যদি কোন ছেলে অথবা মেয়ের মাঝে কোন সম্পর্ক তৈরি হয় তখন যদি একের সাথে অপরের সম্পর্ক ভরা নষ্ট হয় তখন তারা জাদুকরের কাছে গিয়ে দাদুর আশ্রয় নিয়ে আসক্তকারী জেনাকারী জাদুর জিন তার উপরে চালান করে। আর এই জাদুকরি জিন বিভিন্ন সময় রোগীর শরীরে নানা সমস্যা বলে তৈরি করে।
তাই পরিশেষে বলবো সবাই সুন্দর মত কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করার অভ্যাস গড়ে তুলুন আপনি নিজে বাঁচুন আপনার সন্তান-সন্ততিদেরকে বাঁচান এ সমস্ত জিন জাদুর হাত থেকে আপনি একমাত্র মুক্তি পাওয়ার সহজ পথ হল কুরআন সুন্নাহ অনুযায়ী নিজের জিন্দেগী পরিচালনা কর কোরআন সুন্নাহ অনুযায়ী আমল করা তাহলে আমাদের মিলবে দুনিয়া ও আখেরাত উভয় জাহানে শান্তি।
সব সময় আল্লাহ তাআলার কাছে নিজের মাতৃভাষায় দোয়া করতে পারেন। বিশেষ করে জিন জাদুর পেশেন্টরা বাংলায় এভাবে দোয়া করবেন ♦️হে আল্লাহ আপনি আমাকে জিন শয়তান ♦️মানুষ শয়তান ♦️এদের অনিষ্ট থেকে হেফাজত করুন। ♦️

🤲আল্লাহ তাআলা আমাদের সকলকে উপরের কথা গুলোর উপর আমল করার তৌফিক দান করুক। আমিন ইয়া রাব্বাল আলামিন।

যাদুর ভিতরে একটা যাদু হলো আত্ম হত্যার যাদু। যার খাদেম জ্বীন রুগীকে মারাত্মক ভাবে আক্রান্ত করে যদি তার মাঝে ভালো কোন আমল ...
10/10/2025

যাদুর ভিতরে একটা যাদু হলো আত্ম হত্যার যাদু। যার খাদেম জ্বীন রুগীকে মারাত্মক ভাবে আক্রান্ত করে যদি তার মাঝে ভালো কোন আমল না থাকে তাহলে সে অল্প দিনের ভিতরে সাকসেস হয়ে যায়। রোগীকে দিয়ে আত্মহত্যা করার চেষ্টায় অব্যাহত থাকে। আল্লাহ তাআলা সকল দিন জাদুগ্রস্থ ভাইবোনদেরকে এ সমস্ত যাদু থেকে হেফাজত করুন।

Address

Dhaka Chandragati

Telephone

+8801611638035

Website

Alerts

Be the first to know and let us send you an email when Raqi Abu Musa posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Raqi Abu Musa:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram