Raqi Abu Musa

Raqi Abu Musa Rqiyah & Hijama Health Centre
Dhaka, shilhet, Chittagong jon
Bangladesh,

সংসার নষ্ট করা যাদুর একটি গুরুত্বপূর্ণ লক্ষ্মণ। যা বর্তমানে অনেক ফ্যামিলিতেই দেখা যাচ্ছে। আল্লাহ তায়ালা এধরণের যাদু থেকে...
10/12/2025

সংসার নষ্ট করা যাদুর একটি গুরুত্বপূর্ণ লক্ষ্মণ। যা বর্তমানে অনেক ফ্যামিলিতেই দেখা যাচ্ছে। আল্লাহ তায়ালা এধরণের যাদু থেকে সকলকে হেফাজত করুন।

09/12/2025

সিলেট সুনামগঞ্জের হাওড়ে একটি ১০ কেজি ওজনের কাতল মাছ পাওয়া গেছে। সবচেয়ে অবাক করা বিষয় হলো যারা কিনে নিয়েছেন তারা মাছটির পেটে ঝোড়া দুটি তাবিজ পেয়েছে। তারা সে তাবিজ দুটি খুলে একটির ভিতরে একজন পুরুষের ছবি আরেকটির ভিতরে একজন মেয়ের ছবি পেয়েছে। ঐ ছবি গুলোর সাথে হিন্দুদের সিঁদুরও পাওয়া গেছে। এখন কি আপনি বা আপনারা বুঝতে পেরেছেন এদুটো কি ধরনের যাদুর তাবিজ ছিলো?

07/12/2025

শীত চলে এসেছে আপনার শরীরের জয়েন্টে জয়েন্টে ব্যাথা ডাক্তারি ট্রিটমেন্ট করিয়ে সমাধান হচ্ছে না আসুন রাসুল সাঃ এর সুন্নাহ হিজামা গ্রহণ করুন সুস্থ জীবন উপভোগ করুন।

পানি কেন্দ্রিক যাদুর লক্ষ্মণগুলোর মধ্যে একটি গুরুত্বপূর্ণ লক্ষ্মণ বেশিরভাগ সময় নিজেকে পানিতে ভাসতে দেখা। এর মানে হল কার...
03/12/2025

পানি কেন্দ্রিক যাদুর লক্ষ্মণগুলোর মধ্যে একটি গুরুত্বপূর্ণ লক্ষ্মণ বেশিরভাগ সময় নিজেকে পানিতে ভাসতে দেখা। এর মানে হল কারো উপরে কৃত জাদুটি পানিতে থাকার লক্ষণ।

আশিক জিনের সমস্যা খুবই মারাত্মক একটি সমস্যা। আশিক জিনের সমস্যা গুলোর মধ্যে একটি গুরুত্বপূর্ণ লক্ষ্মণ হলো বিবাহের পরে স্ব...
02/12/2025

আশিক জিনের সমস্যা খুবই মারাত্মক একটি সমস্যা। আশিক জিনের সমস্যা গুলোর মধ্যে একটি গুরুত্বপূর্ণ লক্ষ্মণ হলো বিবাহের পরে স্বামীর কাছে গেলে বিরক্ত লাগে। অনিহা লাগে। এই সমস্যাটা বর্তমানে খুব বেশি দেখা যাচ্ছে অধিকাংশ রুগীর ক্ষেত্রে।
আল্লাহ তায়ালা এধরণের সমস্যা থেকে সবাইকে রহম করুন। সুস্থ জীবন উপভোগ করার তাওফিক দান করুন।

অসুস্থ বা মেরে ফেলার যাদুর একটি গুরুত্বপূর্ণ লক্ষ্মণ হলো শরীরে যাকুনী বা খিচুনি দিয়ে সেন্সলেস হয়ে যাওয়া।
30/11/2025

অসুস্থ বা মেরে ফেলার যাদুর একটি গুরুত্বপূর্ণ লক্ষ্মণ হলো শরীরে যাকুনী বা খিচুনি দিয়ে সেন্সলেস হয়ে যাওয়া।

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,«الْعَيْنُ حَقٌّ وَلَوْ كَانَ شَيْءٌ سَابَقَ الْقَدَرَ سَبَقَتْهُ الْعَيْنُ وَإِ...
29/11/2025

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,

«الْعَيْنُ حَقٌّ وَلَوْ كَانَ شَيْءٌ سَابَقَ الْقَدَرَ سَبَقَتْهُ الْعَيْنُ وَإِذَا اسْتُغْسِلْتُمْ فَاغْسِلُوا»

“বদ নজরের প্রভাব সত্য। কোনো জিনিস যদি তাকদীরকে অতিক্রম করতে পারত, তাহলে বদ নজর তাকে অতিক্রম করত। তোমাদেরকে গোসল করতে বলা হলে তোমরা গোসল করবে এবং গোসলে ব্যবহৃত পানি দিয়ে রোগীর চিকিৎসা করবে।

পৃথিবীতে তান্ত্রিক, কবিরাজদের থেকে সাধারণ মানুষ যে সমস্ত ব্লাক ম্যাজিকে আক্রান্ত হয়ে থাকে তার মধ্যে অন্যতম একটি গুরুত্বপ...
28/11/2025

পৃথিবীতে তান্ত্রিক, কবিরাজদের থেকে সাধারণ মানুষ যে সমস্ত ব্লাক ম্যাজিকে আক্রান্ত হয়ে থাকে তার মধ্যে অন্যতম একটি গুরুত্বপূর্ণ যাদু হলো মাথা কেন্দ্রীক। যার প্রভাবে মানুষ পাগল হয়েও যায়। এটাকে বলে (সেহরুল যুনুন) অর্থাৎ পাগল করা যাদু।

🔰এর কমন দুটি লক্ষ্মণ হলো ১]মাথা সবসময়ে ভারি থাকো। ২) মাথায় প্রচন্ড গরম অনুভব করা।
🤲আল্লাহ তায়ালা এধরণের যাদু থেকে সকলকে হেফাজত করুন।

بسم الله الرحمن الرحيمসকল প্রসংশা আল্লাহ তায়ালার যিনি আমাদেরকে শ্রেষ্ঠ সৃষ্টি হিসেবে সৃষ্টি করেছেন। সকল দুরুদ ও সালাম রা...
27/11/2025

بسم الله الرحمن الرحيم
সকল প্রসংশা আল্লাহ তায়ালার যিনি আমাদেরকে শ্রেষ্ঠ সৃষ্টি হিসেবে সৃষ্টি করেছেন। সকল দুরুদ ও সালাম রাসুলে আরাবি সাঃ এর উপর।

# # আমরা দুনিয়ার জীবনে আছি ক্ষনিকের জন্য। এই ক্ষনিকের দুনিয়ায় আমরা নানা রকম সমস্যায় জড়িয়ে পরি
নানা অসুখ বিসুখ ভর করে আমাদের শরীরে। জীসমানি রুহানি ইত্যাদি অসুখে ভুগি অনেক সময়ে। আর এসকল অসুস্থতার সুস্থতা আল্লাহ তায়ালাই দিয়ে থাকেন।

আর আমি আমার সুস্থতা খুঁজি ভন্ড, কবিরাজ, পন্ডিত,তান্ত্রিক এদের কাছে।

واذا مريضت فهو يڜفبن আর আমি যখন অসুস্থ হই তিনিই আমাকে সুস্থ করেন।
আর আমরা দৌড়াইতেছি ভন্ড কবিরাজের কাছে।
আল্লাহ আমাদের হেফাজত করুন।

🔰আশিক জিনের সমস্যা খুবই একটি মারাত্মক সমস্যা। যার শরীরে একবার প্রবেশ করেছে তার জীবনটা নরকের মত করে দিয়েছে। যার জীবনে আমল...
25/11/2025

🔰আশিক জিনের সমস্যা খুবই একটি মারাত্মক সমস্যা।
যার শরীরে একবার প্রবেশ করেছে তার জীবনটা নরকের মত করে দিয়েছে। যার জীবনে আমল আছে তাকে হয়তো ততটা ক্ষতি করতে পারে না। তারপরও সে বুঝে উঠার আগে তার অনেক ক্ষতি ফেলেছে এরকম অনেকই পেয়েছি। আল হামদুলিল্লাহ রুকইয়াহর পরে আমল করার পরে আমল করে সুস্থ জীবন উপভোগ করতেছে।আর যার জীবনে আমল নাই তার অবস্থা খুবই শোচনীয়।

📍 # # দ্বিতীয়ত যদি কারো উপরে আসক্তকারী জাদু করা হয় এবং রোগীর উপরে যদি কোন দিন চালান করা হয় তাহলে সে জিন ঐ ব্যক্তিকে আসক্তকারী জাদুতে প্রভাবিত করতো তার সাথে যত ধরনের অপকর্ম আছে সেগুলো করার চেষ্টা করত।
🤲আল্লাহ তাআলা সবাইকে এই জাদু থেকে হেফাজত করুন আমিনী রাব্বুল আলামিন।
🔍🔎বিঃদ্রঃ সকলকে জানানোর জন্য বেশি বেশি শেয়ার করুন।

নিদ্রাহীন করা বা নিদ্রা ভঙ্গ করার যাদু। এই যাদুটি একটা মানুষের জীবনে খুবই কষ্টদায়ক একটা বিষয়। যার প্রভাবে মানুষ পাগল হ...
23/11/2025

নিদ্রাহীন করা বা নিদ্রা ভঙ্গ করার যাদু। এই যাদুটি একটা মানুষের জীবনে খুবই কষ্টদায়ক একটা বিষয়। যার প্রভাবে মানুষ পাগল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আল্লাহতালা আমাদের সকলকে এই যাদু থেকে হেফাজত করুন।

23/11/2025

Address

Dhaka Chandragati

Telephone

+8801611638035

Website

Alerts

Be the first to know and let us send you an email when Raqi Abu Musa posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Raqi Abu Musa:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram