16/01/2023
🪴-------ক্যান্হারিস✴---🔷-Cantharis🎋
-----🫒--- কবিতা----🫒---
ছিড়ে ফেলার অনুভূতি,জ্বালা পোড়া বিষ
হোমিওপ্যাথিক শ্রেষ্ঠ ঔষধ,নাম ক্যান্হারিস
ঘনঘন প্রশাব কিংবা থেমে থেমে হয়
কোন জায়গা পুড়ে গেলে ভীষন জ্বালাময়।
স্পর্শকাতর অনুভূতি,অসহিষ্ণু মন
সকল অঙ্গেই অনুভূতি থাকে সারাক্ষণ
অগ্নিদগ্ধ রোগীর ক্ষেত্রে,চামড়া গেলে পুড়ে
ক্যান্হারিস বাহ্যিক প্রয়োগে সহজে যায় সেরে
পুং-জনন, স্ত্রী-জনন,মুত্রযন্ত্রে ক্রিয়া
নিম্ন উদর,অন্ত্র,স্নায়ু, দক্ষিন দিক দিয়া
প্রদাহের যন্ত্রনা আগুন সম হয়
প্রশাবকালে রোগী পাবে ইহার পরিচয়।
পানির শব্দে,ঠান্ডা লাগলে,কফিপানে রোগ বাড়ে
গরমের পর,ঘামে কিংবা শুয়ে থাকলেই সারে
আকষ্মিকতা,ভীষনতা লক্ষনীয় ক্ষয়
৩টা থেকে ৩টা তাহার শীত বোধ হয়।
উদ্বেগপূর্ণ অস্হিরতা, সঙ্গমইচ্ছা বেশী
প্রচন্ড ক্রোধ প্রলাপ বকা সদা রাশিরাশি।
ভ্রান্ত বিশ্বাস রোগী মধ্যে, করতে থাকে বাস
পোকা হাটার অনুভূতি আরেক সর্বনাশ।
গোসলে,সঙ্গমকালে,ঠান্ডাতে রোগ বাড়ে
সঞ্চালনে,চাপপ্রয়োগে,যন্ত্রনা দেয় তারে
পিঠে চেপে শুইলে পরে,আরাম লাগে বেশ
একটুখানি টিপে দিলে যন্ত্রনা হয় শেষ।
সর্ব রোগের সাথে যদি,জ্বালাযন্ত্রণা রয়
অস্হিরতা থাকে তাহার সারা শরীরময়
আগুনে পোড়া,গনোরিয়া,এসব রোগের কারন
ক্যান্হারিস প্রয়োগ করলে ফলাফল দারুন।
মরা বাচ্চা,গর্ভফুল করে দেয় বের
জ্বলাতংক রোগে দেখায়,জাদুকরী খেল।
বন্ধ্যাত্ব নির্মুল করতে নেই এর জুড়ি
উত্তেজনা বৃদ্ধি করতে দারুন বাহাদুরি।
লেখা- Dr.Md.Forhad Hossain