Dr Sabbir Hasan

Dr Sabbir Hasan Hi,
I'm a doctor and entrepreneur working to improve public understanding of medical science.

প্রথমবারের মতো দেশে ব্যাট রিওভাইরাস শনাক্ত😱😱যেভাবে ছড়ায়ঃদেশে প্রথমবারের মতো পাঁচজনের শরীরে ব্যাট রিওভাইরাস শনাক্ত করেছে ...
10/01/2025

প্রথমবারের মতো দেশে ব্যাট রিওভাইরাস শনাক্ত😱😱

যেভাবে ছড়ায়ঃ

দেশে প্রথমবারের মতো পাঁচজনের শরীরে ব্যাট রিওভাইরাস শনাক্ত করেছে ইনস্টিটিউট অব এপিডেমিওলোজি, ডিজিজ কন্ট্রোল অ্যান্ড রিসার্চ (আইইডিসিআর)।তবে কারও ক্ষেত্রে তেমন কোনো জটিলতা দেখা যায়নি।
দেশে প্রথমবারের মতো ৫ জনের শরীরে ব্যাট রিওভাইরাস শনাক্ত হয়েছে। ছবি সংগৃহীত
দেশে প্রথমবারের মতো ৫ জনের শরীরে ব্যাট রিওভাইরাস শনাক্ত হয়েছে।

এ অবস্থায় ভাইরাসটি নিয়ে উদ্বেগের কিছু নেই জানিয়ে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে শীত মৌসুমে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেয়া হয়েছে। পাশাপাশি শিশু ও বয়স্কদের যত্ন নেয়ারও ওপর জোর দেয়া হয়েছে।


আইইডিসিআরের পরিচালক অধ্যাপক তাহমিনা শিরীন গণমাধ্যমকে জানান, খেজুরের কাঁচা রস খেয়ে প্রতিবছর নিপাহ ভাইরাসে অনেকে আক্রান্ত হন। তেমনই লক্ষণ দেখে সম্প্রতি ৪৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। এদের মধ্যে নিপাহ ভাইরাস না মিললেও পাঁচ জনের শরীরে পাওয়া গেছে রিওভাইরাস।

গবেষক তাহমিনার দাবি, দেশে অনেক এনকেফালাইটিস রোগী পাওয়া গেছে। কিন্তু কারণ খুঁজে পাওয়া যায়নি। এই গবেষণা এসব রোগীর চিকিৎসায় কাজে দেবে।

রিওভাইরাসের সাধারণত ৯টি ধরণ হয়। এর মধ্যে ৪টি ধরণ মানবদেহে পাওয়া যায়। আর বাকিগুলো অস্তিত্ব এখন পর্যন্ত মানবদেহে পাওয়া যায়নি। এই রিওভাইরাসেরই একটি ধরণ ব্যাট-রিওভাইরাস প্রথমবারের মতো দেশে মানবদেহে শনাক্ত হয়েছে।

তবে রিওভাইরাসের উপস্থিতি বাংলাদেশে অনেক আগে থেকেই আছে জানিয়ে গবেষকরা বলছেন, রোটা ভাইরাসও রিওভাইরাসের একটি ধরণ, যেটি আক্রান্তের কথা দেশের সচরাচরই শোনা যায়। তবে ব্যাট রিওভাইরাস দেশে প্রথম। এ ভাইরাসের উপস্থিতি সাধারণত বাদুড়ে পাওয়া যায়।

যেভাবে ছড়ায় রিওভাইরাসঃ


গবেষকরা বলছেন, রিওভাইরাস ছড়ায় হাঁচি-কাশির মাধ্যমে। আক্রান্ত হলে শ্বাস-প্রশ্বাসের সমস্যা, জ্বর, মাথাব্যথা, বমি ও ডায়রিয়া হতে পারে। মারাত্মক হলে নিউমোনিয়া, এমনিক এনকেফালাইটিস বা মস্তিষ্কের প্রদাহও দেখা দিতে পারে। আর এই ভাইরাসে বেশি আক্রান্ত হয় শিশু ও বয়স্করা।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা রিওভাইরাস থেকে সুরক্ষার জন্য শীত মৌসুমে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন। বিশেষ করে শিশু ও বয়স্কদের যত্ন নেয়ার ওপরও জোর দেয়া হয়েছে।

প্রসঙ্গত, বিশ্বে প্রথমবার রিওভাইরাস শনাক্ত হয় ১৯৫০ সালে।

ওমেপ্রাজল ( ওমেপ্রাজল, ইসোমেপ্রাজল, ল্যানসোপ্রাজল)  সেবনে বাড়ে হিপ ফ্রাকচার!!!বছর খানেক আগে stomach Cancer হয় গবেষনায় পে...
29/12/2024

ওমেপ্রাজল ( ওমেপ্রাজল, ইসোমেপ্রাজল, ল্যানসোপ্রাজল) সেবনে বাড়ে হিপ ফ্রাকচার!!!

বছর খানেক আগে stomach Cancer হয় গবেষনায় পেয়ে সেইগুলো ঊঠিয়ে দেয়।

চিকিৎসক এর পরামর্শ না নিয়েই আমরা অনেকেই এই ওষধ সেবন করে থাকি, গ্যস্ট্রিক এর সমস্যায় তো কথাই নেই।

প্রোটন পাম্প ইনহেবিটর (পিপিআই) যেমন ওমেপ্রাজল, ইসোমেপ্রাজল, ল্যানসোপ্রাজল আমরা সবাই মুড়িমুড়কির মতো সেবন করি। পেটে একটু অস্বস্তি লাগলেই এসব ওষুধ সেবন করে থাকি। কিন্তু সম্প্রতি একটি গবেষণায় জানা গেছে, এটি দেহের জন্য ক্ষতিকর।

বয়স্ক নারীরা হিপ ফ্রাকচার বা উরুর উপরের দিকের হাড় ভেঙে যাওয়ার সমস্যায় বেশি ভোগেন। মেয়েদের মাসিক বন্ধের পর এ সমস্যা বেশি দেখা দেয়। বোস্টনের ম্যাসাচুচেট জেনারেল হাসপাতালের গবেষকরা গবেষণার পর দেখতে পান যারা বেশি পিপিআই সেবন করেন তাদের হিপ ফ্রাকচার বেশি হয়। সাধারণত যারা ২ বছরের বেশি সেবন করেন তাদের এ সমস্যা দেখা দেয়। যারা যত বেশি দিন পিপিআই সেবন করেন তাদের এ ঝুঁকি আরো বাড়ে। এ তথ্য বিখ্যাত বিএমজে জার্নালে প্রকাশিত হয়েছে। এ গবেষক দলের নেতৃত্ব দেন গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট হামিদ খলিলি। গবেষকরা জানান, যারা ২ বছরের

বেশি পিপিআই সেবন করেন তাদের হিপ ফ্রাকচার হওয়ার ঝুঁকি ৫০ শতাংশ বাড়ে। এর ওপর যারা ধূমপান করেন তাদের ঝুঁকি আরো বাড়ে। গবেষকরা

অহেতুক পিপিআই সেবন না করার জন্য পরামর্শ দিয়েছেন।

লেখক: রংপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল

চিকিৎসক এর পরামর্শ নিয়ে ঔষধ সেবন করবেন।

©️

27/12/2024

"ডাক্তাররা কসাই" বলা দেশটিতে মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য আবেদন করেছে মাত্র ১ লাখ ২৯ হাজার শিক্ষার্থী🥳

25/12/2024

ধন্যবাদ, এভাবে বাংলাদেশের বাস্তব সামাজিক চিত্র টা তুলে ধরার জন্য

"সস্তার তিন অবস্হা। আমি সস্তায় চিকিৎসা দেই না, গরীব হলে কনসিডার করার চেষ্টা করি।"সুস্থ থাকুন, নিরাপদ থাকুন
25/12/2024

"সস্তার তিন অবস্হা।
আমি সস্তায় চিকিৎসা দেই না, গরীব হলে কনসিডার করার চেষ্টা করি।"

সুস্থ থাকুন, নিরাপদ থাকুন

17/12/2024
সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ, ছুম্মা আলহামদুলিল্লাহ
05/12/2024

সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ, ছুম্মা আলহামদুলিল্লাহ

৫০ বছরে এই প্রথম নতুন অ্যাজমা চিকিৎসা আবিষ্কারঃ👇👇👇👇গবেষকেরা ৫০ বছর পর এই প্রথম অ্যাজমা আক্রান্ত রোগীদের জন্য ইনজেকশনের ম...
30/11/2024

৫০ বছরে এই প্রথম নতুন অ্যাজমা চিকিৎসা আবিষ্কারঃ
👇👇👇👇

গবেষকেরা ৫০ বছর পর এই প্রথম অ্যাজমা আক্রান্ত রোগীদের জন্য ইনজেকশনের মাধ্যমে নতুন একটি চিকিৎসা আবিষ্কারের দাবি করেছেন। তাঁরা বলছেন, এই ইনজেকশন রোগীর শরীরের একটি বিশেষ ধরনের প্রতিরক্ষাব্যবস্থাকে নিয়ন্ত্রণ করে, যা অ্যাজমা ও ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ (সিওপিডি) রোগে সক্রিয় হয়ে ওঠে।

বৃহস্পতিবার বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, নতুন ওই ওষুধের নাম বেনরালিজুমাব। বর্তমানে এই ইনজেকশন রোগীদের গুরুতর অবস্থার ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে।

গবেষকেরা আশা করছেন, এই ওষুধ যুক্তরাজ্যে প্রতিবছর প্রায় ২০ লাখ অ্যাজমা আক্রমণের চিকিৎসায় নিয়মিতভাবে ব্যবহার করা যেতে পারে।

কিংস কলেজ লন্ডনের গবেষক দলটি এই ওষুধকে ‘গেম-চেঞ্জার’ হিসেবে আখ্যা দিয়েছে। তাদের মতে, এটি অ্যাজমা ও সিওপিডি রোগীদের চিকিৎসায় বিপ্লব ঘটাতে পারে।

গবেষণায় দেখা গেছে, অ্যাজমা বা সিওপিডি আক্রমণ সব রোগীর ক্ষেত্রে একইভাবে ঘটে না। এটি নির্ভর করে শরীরের কোন প্রতিরক্ষাব্যবস্থা অতি সক্রিয় হচ্ছে।

বেনরালিজুমাব ‘ইওসিনোফিল’ নামে একটি বিশেষ শ্বেত রক্তকণিকা লক্ষ্য করে কাজ করে। ইওসিনোফিল ফুসফুসে প্রদাহ সৃষ্টি ও ক্ষতি করে। বলা হচ্ছে, প্রায় অর্ধেক অ্যাজমা আক্রমণ ও এক-তৃতীয়াংশ সিওপিডি আক্রমণের জন্য দায়ী এই ইওসিনোফিল।

নতুন ওষুধটির একটি পরীক্ষায় ১৫৮ জন রোগীকে তিন মাস পর্যবেক্ষণ করেছেন গবেষকেরা। এই রোগীদের নিরাময়ের ক্ষেত্রে প্রচলিত স্টেরয়েড ব্যবহার করে ব্যর্থতার হার ছিল ৭৪ শতাংশ। অন্যদিকে বেনরালিজুমাব ব্যবহার করে ব্যর্থতার হার কমে দাঁড়িয়েছিল ৪৫ শতাংশ।

দেখা গেছে, নতুন চিকিৎসায় রোগীরা হাসপাতালে ভর্তি হওয়ার ঝুঁকি কম অনুভব করেছেন। অনেকের ক্ষেত্রে পুনরায় চিকিৎসারও প্রয়োজন হয়নি। সর্বোপরি মৃত্যুঝুঁকিও হ্রাস পেয়েছে।

পরীক্ষায় অংশ নেওয়া রোগীদের মধ্যে ৫৫ বছর বয়সী অ্যালিসন স্পুনার ছোটবেলা থেকেই অ্যাজমায় ভুগছেন। তিনি জানান, ইনজেকশন নেওয়ার পর তিনি ‘নাটকীয় পরিবর্তন’ অনুভব করেছেন। তিনি বলেন, ‘এটি পুরোপুরি অ্যাজমা দূর করে না। তবে এটি নিরাময়ের সবচেয়ে কাছাকাছি যেতে পারে। এটি একটি আশ্চর্য।’

৭৭ বছর বয়সী জিওফ্রে পয়েন্টিং বলেন, ‘স্টেরয়েডের মতো কোনো পার্শ্বপ্রতিক্রিয়া অনুভব করিনি। বরং রাতে ভালো ঘুম হয়েছে এবং জীবন স্বাভাবিকভাবে চলেছে।’

বেনরালিজুমাব এখনো সাধারণ ব্যবহারের জন্য প্রস্তুত নয়। আগামী বছর এই ইনজেকশন নিয়ে একটি বড় আকারের পরীক্ষা শুরু হবে। এই পরীক্ষা চলবে দুই বছর। পরবর্তীতে ওষুধটির কার্যকারিতা ও খরচ বিবেচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

ব্রিটিশ অ্যাজমা চিকিৎসক ডা. সামান্থা ওয়াকার বলেছেন, ‘এই গবেষণার ফলাফল চমৎকার। তবে দুঃখজনক বিষয় হলো—৫০ বছরে এটি প্রথম নতুন চিকিৎসা।

প্রতিরোধের এখনই সময়...সচেতন হোন
22/11/2024

প্রতিরোধের এখনই সময়...
সচেতন হোন

04/11/2024

দাঁত উঠানোর পর রক্তপাত বন্ধ না হলে করণীয় কি? Case review : 01

01/11/2024

দাঁত তোলার পর রক্ত পড়া বন্ধ না হলে করণীয় কি?

গত ২১ অক্টোবর বাংলাদেশে উন্মুক্ত হলো Royal Enfield মডেলের কয়েকটি বাইক।একজন ডেন্টাল সার্জন হিসেবে এখনই প্রস্তুতি নিতে হবে...
23/10/2024

গত ২১ অক্টোবর বাংলাদেশে উন্মুক্ত হলো Royal Enfield মডেলের কয়েকটি বাইক।

একজন ডেন্টাল সার্জন হিসেবে এখনই প্রস্তুতি নিতে হবে দাঁত ভাঙা পেশেন্টের চিকিৎসার জন্য😜😜😜

টাইফয়েড থেকে সচেতন হওয়ার এখনই সময়!বসবাস অযোগ্য শহরের তালিকায় ঢাকা শহর এমনি এমনি নাম্বার -১ হয় নাই😜লোভে পাপ,পাপে টাইফয়েড ...
24/09/2024

টাইফয়েড থেকে সচেতন হওয়ার এখনই সময়!
বসবাস অযোগ্য শহরের তালিকায় ঢাকা শহর এমনি এমনি নাম্বার -১ হয় নাই😜

লোভে পাপ,পাপে টাইফয়েড 😁
লোভ করে ফুসকা খাবেন,টাইফয়েডের জীবাণু শরীরে নেবেন।

সচেতন হোন,সুস্থ থাকুন।।

Address

Uttara
Dhaka
1230

Telephone

+8801780749626

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr Sabbir Hasan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr Sabbir Hasan:

Videos

Share

Category