Dr Sabbir Hasan

Dr Sabbir Hasan Hi,
I'm a doctor and entrepreneur working to improve public understanding of medical science.

শুধুমাত্র এমবি‌বিএস বা বিডিএস ডিগ্রী ব্যতীত অন্য কোন পেশাজীবী ( হোমিওপ্যাথি, আয়ুর্বেদিক, ইউনানী) তাদের নামের পূর্বে ডাঃ...
20/08/2025

শুধুমাত্র এমবি‌বিএস বা বিডিএস ডিগ্রী ব্যতীত অন্য কোন পেশাজীবী ( হোমিওপ্যাথি, আয়ুর্বেদিক, ইউনানী) তাদের নামের পূর্বে ডাঃ পদবী ব্যবহার করতে পারবেন না।

23/07/2025

Proud to be a কসাই।
Yes, We are কসাই।

That's Our Doctor's ..

সেই রিকশাওয়ালা না যে আজকে ১০ টাকার ভাড়া ১০০ টাকা চেয়েছে,

সেই সিএনজি ওয়ালা না যে ১০০ টাকার ভাড়া ১০০০ টাকা নিয়েছে

সেই ক্যান্টিনের দোকানদার না যে পানির বিল পাবে না দেখে দোকান বন্ধ করে দিয়েছে

সেই রক্ত বিক্রেতা লোকজন না যে কতটাকা দিবেন রক্ত ম্যানেজ করে দিবো

# # Just One Message It's Urgent > Everyone On The Way # #

এদের কে ছুটিতে, কে ঘুমন্ত, কার ডিউটি নাই এসব কিছুর উর্দ্ধে যেতে হবে পেশেন্ট সামলাইতে । এদের কোন এক্সট্রা টাকা লাগবে না, এদের কোন ফুটেজ লাগবে না, ইমারজেন্সি মানে শুধুই ইমারজেন্সি এদের কাছে ।
আর দিন শেষে পা ফাটা লোকদের গণপিটুনিও খেতে হয়, এইসকল কসাইদেরই।

©️

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের গবেষকরা এমন একটি রক্ত ​​পরীক্ষা তৈরি করেছেন যা লক্ষণ প্রকাশের তিন বছর আগে পর্যন্ত ক্যান্সার...
12/06/2025

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের গবেষকরা এমন একটি রক্ত ​​পরীক্ষা তৈরি করেছেন যা লক্ষণ প্রকাশের তিন বছর আগে পর্যন্ত ক্যান্সার শনাক্ত করতে সক্ষম। এই যুগান্তকারী প্রযুক্তি রক্তপ্রবাহে সঞ্চালিত টিউমার-প্রাপ্ত ডিএনএ মিউটেশন সনাক্ত করে কাজ করে, যা সক্রিয় ক্যান্সার স্ক্রিনিংয়ের জন্য একটি শক্তিশালী হাতিয়ার প্রদান করে।

ক্যান্সার ডিসকভারিতে প্রকাশিত এই গবেষণায় দীর্ঘমেয়াদী স্বাস্থ্য গবেষণায় অংশগ্রহণকারীদের রক্তের নমুনা বিশ্লেষণ করা হয়েছে। গবেষকরা দেখেছেন যে ক্যান্সার-সম্পর্কিত জেনেটিক মিউটেশন রোগ নির্ণয়ের 3.1 থেকে 3.5 বছর আগে সনাক্ত করা যেতে পারে, যা প্রাথমিক হস্তক্ষেপের জন্য একটি গুরুত্বপূর্ণ সুযোগ প্রদান করে। এই পর্যায়ে ক্যান্সার সনাক্তকরণ রোগটি এখনও তার কম উন্নত এবং আরও পরিচালনাযোগ্য আকারে থাকা অবস্থায় চিকিৎসার সুযোগ করে দেয়, সম্ভাব্যভাবে বেঁচে থাকার হার উন্নত করে এবং আক্রমণাত্মক থেরাপির প্রয়োজনীয়তা হ্রাস করে।

যদিও এই উন্নয়ন ক্যান্সার নির্ণয়ের ক্ষেত্রে একটি বড় অগ্রগতি চিহ্নিত করে, পরীক্ষাটি পরিমার্জন করতে এবং প্রাথমিক ইতিবাচক ফলাফলের জন্য সর্বোত্তম ক্লিনিকাল প্রতিক্রিয়া নির্ধারণের জন্য আরও গবেষণা প্রয়োজন। লক্ষ্য হল একটি নির্ভরযোগ্য, অ-আক্রমণাত্মক স্ক্রিনিং পদ্ধতি তৈরি করা যা একদিন নিয়মিত চেকআপের জন্য ব্যাপকভাবে ব্যবহৃত হতে পারে, ক্যান্সার সনাক্তকরণ এবং চিকিত্সার পদ্ধতিকে রূপান্তরিত করে।

যদি নিখুঁতভাবে ব্যবহার করা হয়, তাহলে এই প্রযুক্তি প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবাকে পুনরায় সংজ্ঞায়িত করতে পারে, যার ফলে ব্যক্তিদের প্রাথমিক পর্যায়ে ক্যান্সার প্রতিরোধের সম্ভাবনা অনেক বেশি হবে। গবেষকরা চিকিৎসা বিজ্ঞানের সীমানা অতিক্রম করার সাথে সাথে, এই উদ্ভাবন ক্যান্সারের বিরুদ্ধে লড়াইয়ে অগ্রগতির প্রমাণ হিসেবে দাঁড়িয়েছে।

🫀 হার্ট ব্লকেজ, কী? কারণ? সমাধানঃ-  হার্ট এর ওজন প্রায় 300 গ্রাম। ✅ হার্টের কাজঃপুরো শরীরে ব্লাড পাম্প করা। হার্ট ১ মিনি...
09/06/2025

🫀 হার্ট ব্লকেজ, কী? কারণ?

সমাধানঃ- হার্ট এর ওজন প্রায় 300 গ্রাম।

✅ হার্টের কাজঃ
পুরো শরীরে ব্লাড পাম্প করা। হার্ট ১ মিনিটে প্রায় ৭২ বার পাম্প করে।
হার্ট, প্রতিদিন প্রায় ১ লক্ষ বার পাম্প করে থাকে।
হার্ট একবার পাম্প করলো মানে পুরো বডি তে ব্লাড পৌঁছে গেলো।

✅ হার্ট এর অসুখ কী :-
হার্ট এর অসুখ মানে আর্টারি তে চর্বি জমে যাওয়া, কোলেষ্টেরোল জমে যাওয়া, ফ্যাট জমে যাওয়া।
এমন পরিস্থিতি তৈরি হলে ধীরে ধীরে হার্ট এর ব্লাড সাপ্লাই ক্ষমতা কমে যায়।
এটাকেই বলা হয় হার্টের অসুখ।
বর্তমানে হার্টের অসুখ টি বিশ্বের সব চেয়ে বড় অসুখ।
যেদিন হার্টের ব্লাড সাপ্লাই বন্ধ হয়ে যাবে সেদিন হার্ট টাও বন্ধ হয়ে যাবে, মানে হার্ট এট্যাক হয়ে যাবে। হার্ট এর আর্টারি গুলো 3-4 mm মোটা হয়।

✅ হার্ট এ ব্লকেজ হতে কত সময় লাগে?
বছরের পর বছর ধরে ধীরে ধীরে হার্ট ব্লকেজ তৈরী হয়।
মানুষ জন্মের পর পর ই ব্লকেজ তৈরী শুরু হয় না।
18-20 বছর বয়স থেকে এই ব্লকেজ তৈরী হতে শুরু করে।
70%, 80%, 90% ব্লকেজ তৈরী হতে কম করে 30-40 বছর সময় লাগে।
50% ব্লকেজ হয়ে গেলেও মানুষ কোনো কষ্ট অনুভব করে না।
কারণ ব্লাড সাপ্লাই এর জন্য আরও 50% বাকি থাকে।

✅ ব্লাড সাপ্লাই এর জন্য হার্ট এর প্রয়োজন 10%, 20%, 30% জায়গা।
10% প্রয়োজন যখন মানুষ বসে থাকে।
20% প্রয়োজন যখন হাঁটা চলা করে।
30% প্রয়োজন যখন মানুষ দৌড়ায়।
যেদিন মানুষের ব্লকেজ 70% এর বেশি হয়ে যায় সেদিন থেকে মানুষ হার্ট এর সমস্যা অনুভব করতে থাকে। সেদিন থেকে কষ্ট শুরু হয়ে যায়।

✅ যদি দৌড়ালে বুকে ব্যাথা অনুভব হয় তবে বুঝতে হবে ব্লকেজ 70% ক্রস করেছে।
যদি হাঁটতে গিয়ে ব্যাথা হয় তাহলে বুঝতে হবে ব্লকেজ 80%।
যদি সামান্য 10 ধাপ হাঁটলেই ব্যাথা হয় তবে বুঝতে হবে ব্লকেজ 90%।

✅ এখানে বোঝা গেলো হার্ট এর পেশেন্ট 70% ব্লকেজ না হওয়া পর্যন্ত কোনো সমস্যা সাধারণত বুঝতে পারে না।

✅ হাঁটতে গিয়ে ব্যাথা হলে এই পর্যায়কে বলা হয় "এনজাইনা।"
2%/year ব্লকেজ তৈরী হতে শুরু করে 20 বছর বয়সের পর থেকে।
*** লেখাটা পড়ে হার্ট এর অসুখ সম্পর্কে বুঝতে সময় লাগলো মাত্র কয়েক মিনিট, কিন্তু আপনি যদি কোন হাসপাতাল কিংবা ক্লিনিক যান তাহলে উনারা আপনাকে এতো বিস্তারিত বোঝাবে না, শুধু বলবে আপনার "করোনারী আর্টারি ডিজিজ "এ আক্রান্ত।

✅ আধুনিক উপায়ে ব্লকেজ পরীক্ষা, যেটা ও সঠিক নয়ঃ
আধুনিক যুগের ক্যার্ডিওলোজিস্ট রা ব্লকেজ এর পার্সেন্টেজ বোঝার জন্য তার ঢুকিয়ে এনজিওগ্রাফি করেন, যেটাতে রেজাল্ট আসে রাউন্ড ফিগার যেমন 70%, 80%, 90%।
আমাদের মতে যেটা সঠিক নয়। কারণ সঠিক হলে রাউন্ড ফিগার না হয়ে হতো 70.25%, 80.03%, 90.৮১%।

✅ হার্ট এট্যাক মানে কি?
70% ব্লকেজ এর পর ধীরে ধীরে ব্লকেজ বাড়তে থাকে। এই ব্লকেজ এর উপর একটা পর্দা থাকে এবং ব্লকেজ বাড়ার সাথে সাথে পর্দাটির উপরেও চাপ তৈরী হতে থাকে।
এই চাপ বাড়তে বাড়তে একদিন হঠাৎ পর্দাটা ছিঁড়ে যায়।
পর্দা ছিঁড়ার সাথে সাথে পর্দার নিচে থাকা কেমিক্যাল রক্তে গিয়ে মিশে যার ফলে রক্তের ঘনত্ব বেড়ে যায়।
রক্ত জমাট বেঁধে গেলে এটাকে বলা হয় "ক্লট"।
এটি আর্টারির রাস্তা পুরো পুরি ব্লক করে দেয়। ব্লক 100% হয়ে যায়, হার্ট এ রক্ত পৌঁছতে পারে না তখন এটাকেই বলা হয় "হার্ট অ্যাটাক"।

✅ হার্ট অ্যাটাক থেকে বাঁচার উপায়ঃ
ব্লকেজ 70%, 80%, 90% হয়ে গেলেও চেষ্টা করতে হবে ব্লকেজকে রুখে দেয়া।
ব্লকেজ না বাড়লে পর্দাটা ছিঁড়বে না, হার্ট অ্যাটাকও হবে না।
আরও ভালো হয় পর্দার নিচে জমে থাকা কিছু চর্বি যদি ধীরে ধীরে বের করে দেয়া যায়। সেজন্য নিয়মিত কমকরে হলেও ৪০ মিনিট হাঁটতে হবে। চর্বি জাতীয় খাদ্য বর্জন করতে হবে, ভাত, রুটি, মিষ্টি জাতীয় খাবার কমিয়ে দিতে হবে।
শরীরে ডায়াবেটিস ও কোলেস্টেরল নিয়ন্ত্রণ করতে হবে।

✅ বুকে ব্যাথা অনুভব করলে ডাক্তারের পরামর্শ নিন।

এডমিন'স শেয়ারড পোস্ট: ৮ হাজার কি.মি. দূর থেকে সার্জারি সম্পন্ন করলেন ডাক্তার। সফলভাবে অপসারণ করলেন প্রস্টেট টিউমার।বিজ্ঞ...
08/06/2025

এডমিন'স শেয়ারড পোস্ট: ৮ হাজার কি.মি. দূর থেকে সার্জারি সম্পন্ন করলেন ডাক্তার। সফলভাবে অপসারণ করলেন প্রস্টেট টিউমার।

বিজ্ঞানে এ ধরণের সার্জারিকে বলে 'টেলিসার্জারি'। এই পদ্ধতিতে ডক্টর ও রোগী ভিন্ন ভিন্ন জায়গায় অবস্থান করেন। সার্জারি চালায় একটা রোবোটিক সিস্টেম, যার কনসোল থাকে ডাক্তারের হাতে। উন্নত অপটিকাল ফাইবার দ্বারা 5G নেটওয়ার্কে সংযুক্ত থাকেন তারা। ডক্টরের নির্দেশনা অনুযায়ী নিখুঁত অপারেশন চালনা করে রোবটিক বাহু।

সম্প্রতি বেইজিংয়ের পিএলএ জেনারেল হাসপাতালে সার্জারিটি সম্পন্ন হয়। রোমে বসে যে দল সার্জারিটি চালান, তারাও চীনেরই ডক্টর। নেতৃত্বে ছিলেন ড. ঝাং শু। বেইজিংয়ে সার্জারি চলাকালে আরেকটি বিশেষজ্ঞ দল ব্যাকআপ হিসেবে তৈরি ছিলেন। তারা সার্জারির সফলতা নিশ্চিত করেছেন।

গ্রহে এ ধরণের টেলিসার্জারি আগেও হয়েছে। তবে দুটো ভিন্ন মহাদেশ সংযুক্ত করে টেলিসার্জারি এই প্রথম।🎉💥

সতর্ক থাকুন! সব বয়সে সব ফল নয়। বাচ্চার ক্ষতি হওয়ার আগেই সতর্ক হন। এই গরমে বাজারে যেসব ফল ভরপুর — কলা, আম, তরমুজ, মাল্টা,...
19/05/2025

সতর্ক থাকুন! সব বয়সে সব ফল নয়। বাচ্চার ক্ষতি হওয়ার আগেই সতর্ক হন।

এই গরমে বাজারে যেসব ফল ভরপুর — কলা, আম, তরমুজ, মাল্টা, কাঁঠাল, আনারস, পেয়ারা, আঙুর, লিচু — সবই দেখলে মন চায় বাচ্চাকে একটু একটু করে খাওয়াই। কিন্তু ১ বছরের নিচে অনেক ফলই শিশুর জন্য নিরাপদ না। নিচে বয়স অনুযায়ী কোন ফল দেবেন, কোনটা এড়িয়ে চলবেন, সহজভাবে লিখে দিলাম।

✳️৬ মাসের পর (ফল শুরু):
পাকা কলা
পাকা পেঁপে
এই সময় ফল খুব নরম, সহজ হজম ও অ্যালার্জি কম এমনটাই দিন। চটকে বা পিউরি করে দিন।

🚫৬ মাসের শিশুকে যেসব ফল দেওয়া যাবে না:
আম (মিষ্টি হলেও এখনই নয়)
তরমুজ
আনারস
মাল্টা / কমলা
লিচু
কাঁঠাল
পেয়ারা
জাম
আঙুর
এসব ফলে চিনি বেশি, গ্যাসের সমস্যা করে, চোকার ঝুঁকি থাকে বা অ্যাসিডিক — যা ৬ মাসের হজম ক্ষমতার উপযোগী নয়।

✳️৭–৮ মাসে:
কলা, পেঁপে তো আছেই
চাইলে সামান্য চালতা দিতে পারেন
ধীরে ধীরে স্বাদ চেনানোর জন্য।

🚫৭–৮ মাসের শিশুকে যেসব ফল এখনো না দেওয়া ভালো:
লিচু (অ্যালার্জি ও হাইপোগ্লাইসেমিয়ার ঝুঁকি)
কাঁঠাল (গ্যাস ও পাতলা পায়খানার আশঙ্কা)
তরমুজ (বেশি পানি, হজমে ভারী)
আনারস, মাল্টা (অ্যাসিডিক)
জাম (চোকার ঝুঁকি)
পেয়ারা (শক্ত ও হজমে কঠিন)
আঙুর (চোকার ঝুঁকি ও বিচি)

✳️৯–১০ মাসে:
পাকা আম অল্প করে দেওয়া যায় (খুব মিষ্টি বা টক না হলে)
তরমুজ ২–৩ চামচ করে শুরু করতে পারেন
তবে খেয়াল রাখবেন, তরমুজে অনেক পানি থাকে, বেশি খেলে পাতলা পায়খানা হতে পারে।

🚫যা দেওয়া যাবেনা:
আনারস
লিচু
পেয়ারা
মাল্টা / কমলা
জাম
আঙুর (চটকে দিলে কিছুটা দেওয়া যেতে পারে, তবে এখনো ঝুঁকি থাকে)

✳️১১ মাসে:
কাঁঠাল খুব অল্প করে দেওয়া যায় (গ্যাস সমস্যা হলে এড়ান)
আঙুর দেওয়া যাবে, তবে অবশ্যই বিচি ফেলে, খোসা ছাড়িয়ে, চটকে।

✳️যা ১ বছরের আগে না দেবেন:
আনারস — খুব অ্যাসিডিক, গলা চুলকাতে পারে, র‍্যাশ হতে পারে
পেয়ারা — শক্ত, চোকার ঝুঁকি
কমলা/মাল্টা — এসিডিক, অনেক শিশুর র‍্যাশ ও গ্যাস হয়
লিচু — অ্যালার্জির ঝুঁকি ও কখনো হাইপোগ্লাইসেমিয়া হতে পারে
জাম — খুব চোকার, এসিডিক, হজমে ভারী
আঙুর (পুরো ফল হিসেবে) — চোকার ঝুঁকি, তাই চটকে না দিলে নয়

✳️সবসময় মনে রাখবেন:
✔️নতুন ফল দিলেই ৩ দিনের নিয়ম মানুন
✔️খোসা ও বিচি অবশ্যই সরিয়ে দিন
✔️বাচ্চার পায়খানা, ত্বক ও আচরণে কোনো পরিবর্তন হচ্ছে কি না খেয়াল রাখুন।
✔️সুস্থ খুদে মানেই শান্ত মা। খাবার হোক ভালোবাসা দিয়ে, বুঝে শুনে।

শেয়ার করে দিন যেন অন্য মা-বাবারাও সচেতন হতে পারেন।

যারা দোকান থেকে ড্রেসিং করা মুরগী কিনবেন, তারা ভালো করে পরিস্কার করে দীর্ঘক্ষণ সেদ্ধ করে খাবেন।❗️সকলের ভালোর জন্য এই পোস...
28/04/2025

যারা দোকান থেকে ড্রেসিং করা মুরগী কিনবেন, তারা ভালো করে পরিস্কার করে দীর্ঘক্ষণ সেদ্ধ করে খাবেন।

❗️সকলের ভালোর জন্য এই পোস্টটা শেয়ার করা জরুরি ❗️
❗️আপনার একটা শেয়ারে আরও অনেকে সচেতন হতে পারে ❗️
ইনফেকশনে আক্রান্ত দেশীয় দোকানের ব্রয়লার মুরগীগুলো! ছড়াতে পারে মানুষেও!

জাপানের বাজারে মুরগির মাংসে সম্প্রতি নতুন এক ব্যাকটেরিয়া সনাক্ত হয়। নাম— ইশেরিশিয়া আলবার্টি বা ই. আলবার্টি। এটি ই. কোলাইয়ের একটি ভ্যারিয়েশন। শতাধিক জাপানি এই মাংস খেয়ে রোগাক্রান্ত হন। দেখা দেয় ফুড পয়জনিং, ডায়রিয়া, কিডনি জটিলতার মতো রোগ।

এ ঘটনার পর জাপানি গবেষকদের সাথে নিয়ে বাংলাদেশেও একই পরীক্ষা চালান বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর জায়েদুল হাসান। চারটি জেলা থেকে ১৭টি নমুনা মুরগি সংগ্রহ করেন তাঁরা। বিস্ময়করভাবে সবগুলো মুরগিতেই ই. আলবার্টি ব্যাকটেরিয়া খুঁজে পাওয়া যায়।

ই. আলবার্টি 'জুনোটিক' জীবাণু। এরা অন্য প্রাণী থেকে মানুষে ছড়ায়। শুধু ডায়রিয়া, খাদ্যে বিষক্রিয়ার মতো পেটের অসুখই নয়, এই মাংস খেলে আপনার দেহ অন্তত একটি অ্যান্টিবায়োটিক ওষুধের প্রতিরোধি হয়ে উঠবে। সেই সম্ভাবনা ৯৪ ভাগ। অ্যান্টিবায়োটিকসহ অন্যান্য ওষুধ আপনার দেহের রোগ সারাতে ব্যর্থ হবে। এমনকি আপনার অনাগত সন্তানও একই সমস্যা নিয়ে জন্ম নেবে।

শুধু মুরগির মাংসেই নয়, মুরগির দোকানে ছুরি, ব্লিডিং কোন এমনকি কর্মীর হাতেও এই জীবাণু পাওয়া গেছে।

Advanced Dentistry 🦷🦷
21/04/2025

Advanced Dentistry 🦷🦷

সতর্ক হওয়ার এখনি সময়👇👇👇🔰বাংলাদেশের মুরগির দোকানে বিক্রি হওয়া ব্রয়লার মুরগির মাংসে Escherichia albertii নামক এক ধরনের ব...
20/04/2025

সতর্ক হওয়ার এখনি সময়👇👇👇

🔰বাংলাদেশের মুরগির দোকানে বিক্রি হওয়া ব্রয়লার মুরগির মাংসে Escherichia albertii নামক এক ধরনের ব্যাকটেরিয়া পাওয়া গিয়েছে। নামটি নতুন মনে হলেও এটি E. coli-এর ঘনিষ্ঠ আত্মীয়, আর এর প্রভাব মোটেই কম নয়।

🔰জাপানে ইতিমধ্যেই এই জীবাণুর কারণে একাধিক খাদ্য বিষক্রিয়ার ঘটনা ঘটেছে, যেখানে শতাধিক মানুষ একসাথে আক্রান্ত হয়েছে। যদিও আধসিদ্ধ মুরগির মাংসকে এর সংক্রমণের সম্ভাব্য উৎস হিসেবে ধরা হয়। তবে এবার বাংলাদেশের মুরগির মাংসেও এই ব্যাকটেরিয়া শনাক্ত করেছেন জাপানের ওসাকা মেট্রোপলিটন ইউনিভার্সিটির গবেষকেরা।

🔰গবেষকেরা দেশের চারটি জেলার ১৭টি খুচরা ব্রয়লার মুরগির দোকান থেকে নমুনা নিয়ে পরীক্ষা করেছেন। দেখা গেছে, এই ব্যাকটেরিয়া শুধু মাংসেই নয়, কর্মীদের হাত এবং প্রক্রিয়াজনিত যন্ত্রপাতি (যেমন ব্লেড, ব্লিডিং কন)-তেও পাওয়া গিয়েছে। অর্থাৎ সংক্রমণের একটি বড় অংশ ঘটছে প্রসেসিং এর সময়েই।

🔰আরও আশঙ্কাজনক তথ্য হলো—এই জীবাণুর ৯৪% নমুনা অন্তত একটি অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে প্রতিরোধী, এবং প্রায় ৫০% নমুনা ছিল মাল্টিড্রাগ-প্রতিরোধী। অর্থাৎ, বেশ কিছু গুরুত্বপূর্ণ ওষুধও এই ব্যাকটেরিয়াকে প্রতিরোধ করতে পারছে না।

🔰তাই এই পরিস্থিতিতে সাধারণ মানুষের জন্য করণীয় হলো—দোকান থেকে জ*বাই করে কাটা মাংস না আনা এবং জীবাণু নিষ্ক্রিয় করার জন্য মুরগির মাংস অবশ্যই ভালোভাবে রান্না করা, অন্তত ৭৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়।

🔰তাছাড়া গবেষকেরা বলেছেন—এখনই কার্যকর ব্যবস্থা না নিলে এই জীবাণু ভবিষ্যতে বড় ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে। তাই পরিচ্ছন্নতা বজায় রাখা, অ্যান্টিবায়োটিক ব্যবহারে সচেতনতা, এবং নিয়মিত মনিটরিং চালুর ওপর জোর দিয়েছেন তাঁরা।

এই গবেষণা প্রকাশিত হয়েছে ইন্টারন্যাশনাল জার্নাল অফ ফুড মাইক্রোবায়োলজি-তে।

Info: Science&Experiment ©️

সবার জানাটা খুব জরুরী ♨দুর্ঘটনা কখনও বলে আসে না। 😞হঠাৎ আপনি আর আপনার পাশের কেউ দুর্ঘটনায় পড়তে পারেন। অনেক সময়ই দেখা যায় ...
06/03/2025

সবার জানাটা খুব জরুরী ♨
দুর্ঘটনা কখনও বলে আসে না। 😞
হঠাৎ আপনি আর আপনার পাশের কেউ দুর্ঘটনায় পড়তে পারেন।
অনেক সময়ই দেখা যায় রোড এক্সিডেন্ট, মেশিনে বা ধারালো কিছুর আঘাতে আমাদের হাতের আঙুল বা পুরো হাতটাই কেটে পড়ে যায়। পা এর ক্ষেত্রেও হতে পারে।
হসপিটালে নিয়ে আসার পর কাটা জায়গা সেলাই করা সম্ভব হলেও শরীরের হারানো অংশ আর ফিরে পাওয়া যায় না।
অনেকে কাটা আঙুল বা অন্য অংশ সাথে করে নিয়ে আসেন জোড়া লাগিয়ে দেওয়ার জন্য। কিন্তু আমরা পারি না কারন নিয়ম মেনে না নিয়ে আসায় সেটা নষ্ট হয়ে যায়।
আমরা আজ শিখবো কিভাবে এক্সিডেন্ট হলে শরীরের বিচ্ছিন্ন অংশ সাথে করে নিয়ে আসতে হবে জোড়া লাগানোর জন্য।
পদ্ধতিটি কিন্তু খুব সহজ।
প্রথমে পার্শ্ববর্তী কোন ওষুধের দোকান থেকে একটা জোড়া গ্লাভস, একটা নরমাল স্যালাইন এর বোতল আর কিছু গজ ব্যান্ডেজ কিনুন। দুইটা পলিথিন জোগাড় করুন আর কিছু আইস বা বরফ।

প্রথমে গ্লাভস পড়ে নিয়ে নরমাল স্যালাইনের প্লাস্টিকের বোতল কেটে শরীরের বিচ্ছিন্ন অংশটুকু ধুয়ে নিন। তারপর গজ ব্যান্ডেজ সেই নরমাল পানিতে ভিজিয়ে কাটা অংশটা গজ ব্যান্ডেজ দিয়ে জড়িয়ে নিন। তারপর একে পলিথিনের প্যাকেটে ঢুকান। এবার একটা পলিথিনে পানি নিয়ে তার ভিতর আইস দিন। আইস ভর্তি প্যাকেটে এবার আগের পলিথিনটি ঢুকান। শেষ, এবার পরিবহন করুন।

মনে রাখবেন ডাইরেক্ট আইসের ভিতর কাটা অংশ দিবেন না। আমাদের প্রয়োজন ঠান্ডা পানির সংস্পর্শ, আইসের নয়।
যদি এতকিছুর ব্যবস্থা না করতে পারেন অন্তত কাটা অংশটুকু ভালো পানি বা বাজারের মিনারেল ওয়াটার দিয়ে ধুয়ে তা একটা ভেজা কাপড় এর টুকরা দিয়ে জড়িয়ে নিন। এবার ঠান্ডা পানির প্যাকেট দিয়ে একে জড়িয়ে নিয়ে চলে আসুন।
এইভাবে একটা কাটা আঙুল ১২ ঘণ্টা আর কাটা হাত ৬ ঘণ্টা পর্যন্ত ভালো থাকতে পারে। একে বলে Cold ischaemic time. আর দেশের যে কোন ভালো সেন্টারে এই সময়ের ভিতর যাওয়া যায়।
তবে নিয়ে গেলেই যে ডাক্তার আপনার কাটা অংশটুকু জোড়া লাগাতে পারবেন তা কিন্তু নয়। প্রথমে সেই সেন্টারে অর্থোপেডিক মাইক্রোসার্জারী বা প্লাস্টিক সার্জারি এর ব্যবস্থা থাকতে হবে। এখন দেশের বিভিন্ন মেডিকেল কলেজ বা স্পেশালাইজড হসপিটালে এইসব ব্যবস্থা আছে।
শুধু ব্যবস্থা থাকলেই হবে না। আপনার কাটা অংশটুকু জোড়া লাগানোর উপযুক্ত কিনা সেটা বড় ফ্যাক্টর। বেশিরভাগ সময়ই কাটা অংশটা এমনভাবে থেঁতলে যায় বা কেটে যায় যে সেটা পুনরায় ব্যবহারের অনুপযুক্ত হয়ে পড়ে। তাই ডাক্তারের সিদ্ধান্তই এখানে চূড়ান্ত।
সঠিক পদ্ধতি ব্যবহার করে পরিবহন করুন। অন্যদের জানান, শেয়ার করুন। নিজে আরও বিস্তারিত জানতে চাইলে Replantation লিখে গুগলে সার্চ দিন।
অজ্ঞতা যেন আমাদের নিজের, আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধব, প্রতিবেশী থেকে শুরু করে রাস্তার অপরিচিত লোকটির জীবনেও বাঁধা হয়ে না দাঁড়ায়।

সবকিছু জোড়া লাগুক, কাটা আঙুল থেকে ভাঙ্গা মনও 😊
(Collected)

02/03/2025

⏭️ রোজা অবস্থায় আমাদের দাঁতের চিকিৎসা এবং চিকিৎসা সংক্রান্ত কিছু মাসালা,মুফতী সাহেবের সাথে সরাসরি কথা বলে,সংগ্রহ করা হয়েছে। (বেশীরভাগ মাসালাই হানাফী মাহযাব এর ফতোয়া অনুযায়ী)।

☑️ইনহেলার:
রোযা অবস্থায় ইনহেলার ব্যবহার করলে রোযা ভেঙ্গে যায়। তাই সাহরীর শেষ সময় এবং ইফতারের প্রথম সময় ইনহেলার ব্যবহার করলে যদি তেমন অসুবিধা না হয় তবে রোযা অবস্থায় ইনহেলার ব্যবহার করা থেকে বিরত থাকা জরুরি। কিন্তু অসুস্থতা বেশি হওয়ার কারণে যদি দিনেও ব্যবহার করা জরুরি হয় তাহলে তখন ব্যবহার করতে পারবে। সেক্ষেত্রে করণীয় হল :
১. উক্ত ওজরে দিনের বেলা ইনহেলার করলেও অন্যান্য পানাহার থেকে বিরত থাকবে।
২. পরবর্তীতে রোগ ভালো হলে এর কাযা করে নিবে।
৩. আর ওজর যদি আজীবন থাকে তাহলে ফিদয়া আদায় করবে।

☑️ইঞ্জেকশন ও ইনসুলিন:
ইঞ্জেকশন বা ইনসুলিন কোনোটার কারণেই রোযা ভাঙ্গবে না। তবে একান্ত ওজর ছাড়া গ্লুকোজ জাতীয় ইঞ্জেকশন (যা খাবারের কাজ দেয়) দেওয়া মাকরূহ তাহরীমী।

☑️এনেসথেসিয়া:
চেতনানাশক সাধারণতঃ গ্রহণ করা হয় শ্বাসের (Inhelation) মাধ্যমে, শিরার মধ্য দিয়ে বা কখনও পেশীর মধ্য দিয়ে। যেগুলো শ্বাসের মাধ্যমে নেয়া হয় তাতে রয়েছে- ক্লোরফর্ম, সাইক্লোপ্রোপেন, এনফ্লুরেন, ইথার, নাইট্রাস অক্সাইড ইত্যাদি। রোজাবস্থায় চেতনানাশক দিলে রোজা ভেঙ্গে যাবে।কিন্তু দাঁতের চিকিৎসার ক্ষেত্রে যে লোকাল চেতনানাশক ব্যবহার করা হয়, সেটাতে রোজা ভাঙবে না।

☑️দাঁত তোলা:
রোজা অবস্থায় একান্ত প্রয়োজন হলে দাঁত তোলা জায়েজ আছে। তবে অতি প্রয়োজন না হলে এমনটা করা মাকরূহ। ঔষধ যদি গলায় চলে যায় অথবা থুথু থেকে বেশি অথবা সমপরিমাণ রক্ত যদি গলায় যায় তাহলে রোজা ভেঙ্গে যাবে।
সে ক্ষেত্রে থুথু জমিয়ে গিলে ফেলা যাবে না, ফেলে দিতে হবে।

☑️ঢুস বা সাপোজিটরি:
পায়ুপথে ডুস ব্যবহার করলে রোযা ভেঙ্গে যাবে ৷ কারণ পায়ুপথে কোনো কিছু প্রবেশ করালে তা পেটের নির্দিষ্ট খালি জায়গায় প্রবেশ করে ৷
অবশ্য, অসুস্থ ব্যক্তির জন্য রোযা ভাঙ্গার অনুমতি আছে ৷ তাই প্রচন্ড জ্বর হলে ডুস ছাড়া অন্য ওষধে কাজ না হলে বা রোগীর বেশি কষ্ট হলে রোযা ভেঙ্গে ডুস ব্যবহার করতে পারবে এবং উক্ত রোযাটি রমযানের পরে কাযা করে নিতে হবে ৷ব্যথা নাশক ইনজেকশন এ রোজা নষ্ট হবে না।

☑️স্কেলিং, ফিলিং, রুট ক্যানেল চিকিৎসা সহ, সকল চিকিৎসা করা যাবে, কিন্তু অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে যেন,গলা দিয়ে কিছু চলে না যায়।যদি কিছু চলে যায় তবে রোজা নষ্ট হবে,পরবর্তীতে শুধু একটি কাযা রোজা আদায় করলেই হবে।
☑️অনেক বেশী অসুস্থতার জন্য, চিকিৎসা গ্রহন কালে যদি রোজা ভাঙার প্রয়োজন হয়,তাহলে সেক্ষেত্রে সেটা করা যাবে। পরবর্তীতে কাযা আদায় করলেই হবে।

আল্লাহু আলেম

-ত্বাহতাবী আলাল মারাকী, পৃ:৫৫৭; ফতওয়ায়ে হিন্দিয়া ১/২০৪৷

মুফতি রায়হান ফেরদৌস
শিক্ষক, লেখক
অনুবাদক-
আল-রাহিকুল মাখতুম
শেষ ভালো যার
(বি.দ্র.:কোন বিষয় আরও জানার প্রয়োজন হলে বিস্তারিত, আশেপাশে কোন ভালো আলেম এর সাথে আলোচনা করা যেতে পারে)

A doctor in China has successfully performed a remote lung tumor surgery using a 5G surgical robot. Dr. Luo Qingquan fro...
19/02/2025

A doctor in China has successfully performed a remote lung tumor surgery using a 5G surgical robot.

Dr. Luo Qingquan from Shanghai Chest Hospital operated on a patient 5,000 kilometers away in Kashgar, Xinjiang. The patient, a middle-aged woman with a lung tumor, was chosen for the procedure after a careful review of her medical records.

The surgery took one hour and went smoothly. Even though the surgeon was in Shanghai, he controlled the robot's arms remotely to perform the operation. The robot mimicked his movements precisely to remove the tumor.

This achievement shows how technology can bring expert medical care to patients in far-away places, without them needing to travel to large cities. Shanghai Chest Hospital is a leader in robot-assisted chest surgeries and was the first hospital in China to perform over 1,000 such surgeries every year.

©️

Address

Uttara
Dhaka
1230

Alerts

Be the first to know and let us send you an email when Dr Sabbir Hasan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr Sabbir Hasan:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category