Khandaker Pharma & Departmental Store

Khandaker Pharma & Departmental Store Medicine & Departmental Store

13/07/2025

খন্দকার ফার্মায় আপনাদের স্বাগতম।

ঔষধ প্রশাসন অধিদপ্তরের  ড্রাগ লাইসেন্স  সংক্রান্ত " গণবিজ্ঞপ্তি" এতদ্বারা ঔষধ ব্যবসায়ীদের জানানো যাচ্ছে যে, ফার্মেসী পরি...
25/06/2025

ঔষধ প্রশাসন অধিদপ্তরের ড্রাগ লাইসেন্স সংক্রান্ত
" গণবিজ্ঞপ্তি"
এতদ্বারা ঔষধ ব্যবসায়ীদের জানানো যাচ্ছে যে, ফার্মেসী পরিচালনার জন্য ঔষধ প্রশাসন অধিদপ্তর হতে ড্রাগ লাইসেন্স গ্রহণ করতে হয় এবং প্রতি ০২ (দুই) বছর অন্তর অন্তর ড্রাগ লাইসেন্স নবায়ন করতে হয়। ড্রাগ লাইসেন্সবিহীন ফার্মেসী পরিচালনা করা 'ঔষধ ও কসমেটিকস্ আইন-২০২৩' মোতাবেক একটি শাস্তিযোগ্য অপরাধ। অনেক ঔষধ ব্যবসায়ীদের দেখা যাচ্ছে বহুদিন যাবৎ ড্রাগ লাইসেন্স নবায়ন ব্যতিরেকে ফার্মেসী ব্যবসা পরিচালনা করছেন।
এমতাবস্থায়, ০২ (দুই) মেয়াদের বেশী ড্রাগ লাইসেন্স নবায়ন না করা থাকলে সংশ্লিষ্ট জেলা কার্যালয় হতে ৩০ (ত্রিশ) দিনের মধ্যে ড্রাগ লাইসেন্স নবায়ন করতে হবে। অন্যথায়, ৩০ (ত্রিশ) দিন পর হতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
খুচরা ড্রাগ লাইসেন্স নবায়নের জন্য প্রয়োজনীয় কাগজপত্রাদি:
১। যথাযথভাবে পূরণকৃত দরখাস্ত ফরম নং-৭।
২।নিয়োজিত ফার্মাসিস্ট/কবিরাজ/হাকিম/হোমিও ডাক্তার এর রেজিস্ট্রেশন সনদের মূল কপি ও সত্যায়িত ফটোকপি।
৩।নিয়োজিত ফার্মাসিস্ট/কবিরাজ/হাকিম/হোমিও ডাক্তার এর অঙ্গীকারনামা।
৪। লাইসেন্স নবায়ন ফি ও বিলম্ব ফি (প্রযোজ্য ক্ষেত্রে) এর ট্রেজারী চালানের মূল কপি।
৫।দোকানের হালনাগাদ ট্রেড লাইসেন্স-এর সত্যায়িত ফটোকপি।
৬। মালিকের নাগরিকতার সনদের সত্যায়িত ফটোকপি।
৭। দোকান ভাড়ার চুক্তিনামা/ভাড়ার রশিদের সত্যায়িত ফটোকপি।
৮। মালিকের আর্থিক স্বচ্ছলতার সনদ (ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট)।
৯। Income Tax Return রশিদ এর সত্যায়িত ফটোকপি।

🔹 **জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি** 🔹**আসসালামু আলাইকুম।****খন্দকার ফার্মা ও ডিপার্টমেন্টাল স্টোর**-এ একজন **দক্ষ ও অভিজ্ঞ সেলসম...
24/06/2025

🔹 **জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি** 🔹
**আসসালামু আলাইকুম।**

**খন্দকার ফার্মা ও ডিপার্টমেন্টাল স্টোর**-এ একজন **দক্ষ ও অভিজ্ঞ সেলসম্যান** প্রয়োজন।

🧑‍💼 **পদের নাম:** সেলসম্যান
🏢 **প্রতিষ্ঠান:** খন্দকার ফার্মা ও ডিপার্টমেন্টাল স্টোর
📍 **ঠিকানা:**
দারুস সালাম মসজিদ ও মাদ্রাসা সংলগ্ন চৌরাস্তার মোড়,
সাইদনগর, ব্লক-এ, রোড ১১/১,
ভাটারা, ঢাকা - ১২১২

📌 **যোগ্যতা ও অভিজ্ঞতা:**

* ওষুধ বিক্রয়ের পূর্ব অভিজ্ঞতা অবশ্যই থাকতে হবে।
* ফার্মেসি সংক্রান্ত মৌলিক জ্ঞান ও ক্রেতাদের সঙ্গে পেশাদার আচরণে দক্ষ হতে হবে।
* গ্রোসারি/ডিপার্টমেন্টাল পণ্য বিক্রয়েও অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
* সৎ, দায়িত্ববান, সময়নিষ্ঠ এবং পরিশ্রমী হতে হবে।
* ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা: এসএসসি/এইচএসসি (অথবা সমমান)।
* বয়স: ২০-৪০ বছর (ব্যতিক্রম অভিজ্ঞতার ভিত্তিতে বিবেচনাযোগ্য)।

⏰ **কাজের সময়:** সকাল ৮:০০টা – রাত ১১:০০টা (শিফট অনুযায়ী)
💰 **বেতন:** আলোচনা সাপেক্ষে (অভিজ্ঞতার ভিত্তিতে নির্ধারিত হবে)

📞 **যোগাযোগ করুন:**
📱 মোবাইল/হোয়াটসঅ্যাপ: [📞📱 **০১৭১১-৬৬৪৭৬৬**](https://wa.me/8801711664766)

📅 **আবেদন করার সময়সীমা:** যত দ্রুত সম্ভব, নিয়োগ প্রক্রিয়া চলমান রয়েছে।
⚠️ **বিশেষ অনুরোধ:** শুধুমাত্র আগ্রহী, অভিজ্ঞ এবং দায়িত্ববান প্রার্থীরাই যোগাযোগ করুন।

04/06/2025
অভিনন্দন অন্তর্বর্তীকালীন সরকার
09/08/2024

অভিনন্দন অন্তর্বর্তীকালীন সরকার

09/08/2024

KHANDAKER MART
খন্দকার মার্ট

Special Post for Muslim Community only..
24/10/2023

Special Post for Muslim Community only..

অত্যন্ত দু:খজনক।।।
23/10/2023

অত্যন্ত দু:খজনক।।।

Address

Dhaka

Opening Hours

Monday 09:00 - 00:00
Tuesday 09:00 - 00:00
Wednesday 09:00 - 00:00
Thursday 09:00 - 00:00
Friday 09:00 - 00:00
Saturday 09:00 - 00:00
Sunday 09:00 - 00:00

Telephone

+8801700869966

Alerts

Be the first to know and let us send you an email when Khandaker Pharma & Departmental Store posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Khandaker Pharma & Departmental Store:

Share

Category