Dr. Sakhawat Hossain

Dr. Sakhawat Hossain Dr. MOHAMMAD SAKHAWAT HOSSAIN
MBBS (DU); CCD (BIRDEM)
ICPPN (Singapore); PGPN (Boston)
ENS (Germany)

15/01/2025

স্ক্যাবিস (Scabies): একটি ছোঁয়াচে চর্মরোগ

স্ক্যাবিস বা খোস-পাচড়া হলো এক ধরনের ছোঁয়াচে চর্মরোগ, যা সারকপটিস স্ক্যাবি (Sarcoptes scabiei) নামক ক্ষুদ্র পরজীবীর সংক্রমণে হয়। এটি ত্বকের নিচে বাসা বাঁধে এবং প্রচণ্ড চুলকানি ও ত্বকে লালচে দাগ সৃষ্টি করে।

---

লক্ষণসমূহ:

1. তীব্র চুলকানি, বিশেষত রাতে।

2. ত্বকে লালচে দাগ বা ফুসকুড়ি।

3. আঙুলের ফাঁক, কব্জি, কনুই, বগল, কোমর এবং গোপন স্থানে বেশি প্রভাব।

4. শিশুদের ক্ষেত্রে মাথা, মুখ ও ত্বকের ভাঁজে সংক্রমণ হতে পারে।

---

স্ক্যাবিস ছড়ায় কীভাবে?

আক্রান্ত ব্যক্তির সঙ্গে সরাসরি শারীরিক যোগাযোগ।

সংক্রমিত পোশাক, বিছানার চাদর বা তোয়ালে ব্যবহারের মাধ্যমে।

---

প্রতিরোধের উপায়:

✔️ ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখা।
✔️ সংক্রমিত ব্যক্তির ব্যবহৃত পোশাক ও বিছানা ভালোভাবে গরম পানি দিয়ে ধোয়া।
✔️ পরিবারের সকল সদস্যকে একসঙ্গে চিকিৎসা করানো।
✔️ আক্রান্ত এলাকায় অ্যান্টি-স্ক্যাবিস ক্রিম বা ওষুধ প্রয়োগ করা।

---

চিকিৎসা:

স্ক্যাবিস পুরোপুরি নিরাময়যোগ্য। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পারমেথ্রিন ক্রিম বা অন্যান্য ওষুধ ব্যবহার করলে কয়েক সপ্তাহের মধ্যে এটি সেরে যায়।

---

সতর্কবার্তা:
✅ নিজের শরীরের পরিবর্তন উপেক্ষা করবেন না।
✅ অন্যের ব্যবহৃত ব্যক্তিগত জিনিস ব্যবহার থেকে বিরত থাকুন।

সুস্থ থাকুন, পরিচ্ছন্ন থাকুন।

13/01/2025

# নতুন ভাইরাস সম্পর্কে সতর্ক থাকুন

সাম্প্রতিক সময়ে বাংলাদেশে মানব মেটাপনিউমোভাইরাস (HMPV) এবং নিপাহ ভাইরাস এর প্রাদুর্ভাব দেখা দিয়েছে।

⚠️ মানব মেটাপনিউমোভাইরাস (HMPV):

প্রথম শনাক্ত: ঢাকায়, ১২ জানুয়ারি ২০২৫।

লক্ষণ: জ্বর, কাশি, শ্বাসকষ্ট, নিউমোনিয়া।

ঝুঁকিপূর্ণ: শিশু, বয়স্ক ব্যক্তি, এবং দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতার মানুষ।

⚠️ নিপাহ ভাইরাস:

২০২৫ সালে ১৪টি আক্রান্তের ঘটনা, যার মধ্যে ১০টি মৃত্যু।

লক্ষণ: উচ্চ জ্বর, মাথাব্যথা, খিঁচুনি, শ্বাসকষ্ট।

সংক্রমণ: মানুষ থেকে মানুষ, অথবা দূষিত খাবারের মাধ্যমে।

🛡️ প্রতিরোধে করণীয়:

1. নিয়মিত হাত ধোয়া।

2. মুখ ঢেকে হাঁচি-কাশি দেওয়া।

3. মলিন বা দূষিত খাবার ও পানীয় পরিহার করা।

4. সন্দেহজনক লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া।

5. জনসমাগম এড়িয়ে চলা।

📢 সতর্ক থাকুন, সুস্থ থাকুন।

সঠিক তথ্য জানুন এবং গুজবে কান দেবেন না। এই ভাইরাসগুলি থেকে রক্ষা পেতে সচেতন থাকুন এবং পরিবারের সদস্যদের সচেতন করুন।


সবার জন্য নিরাপদ ও সুস্থ জীবনের প্রার্থনা।

বালু নদীর তীরে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ। লোকেশন - ঠিকানা
27/04/2023

বালু নদীর তীরে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ।
লোকেশন - ঠিকানা

ঘুরাঘুরির ফাঁকে কফি শপে কিছু সময়।
27/04/2023

ঘুরাঘুরির ফাঁকে কফি শপে কিছু সময়।

Eid -2023
27/04/2023

Eid -2023

📢 ৫ থেকে ১১ বছর বয়সী সকল শিশুকে বিনামূল্যে কোভিড-১৯ এর টিকা প্রদানের উদ্যোগ নিয়েছে সরকার। ✅ ২৫ আগস্ট ২০২২ থেকে এই টিকা প...
26/08/2022

📢 ৫ থেকে ১১ বছর বয়সী সকল শিশুকে বিনামূল্যে কোভিড-১৯ এর টিকা প্রদানের উদ্যোগ নিয়েছে সরকার।

✅ ২৫ আগস্ট ২০২২ থেকে এই টিকা প্রদান শুরু হবে
✅ ৫ থেকে ১১ বছর বয়সী সকল শিশু এই টিকা নিতে পারবে
✅ এই টিকা শিশুদের জন্য বিশেষভাবে তৈরি ও নিরাপদ
✅ নির্ধারিত স্কুল কেন্দ্রে শিশুদের এই টিকা প্রদান করা হবে
✅ স্কুল কর্তৃপক্ষের মাধ্যমে শিশুদের টিকা প্রদানের কেন্দ্র ও তারিখ জানিয়ে দেয়া হবে
✅ টিকার জন্য www.surokkha.gov.bd ওয়েবসাইটে শিশুর জন্ম নিবন্ধন নম্বর দিয়ে আজই রেজিস্ট্রেশন করুন
✅ আপনার শিশুকে নির্ভয়ে করোনার টিকা দিন
✅ করোনার টিকা নিলেও সাবধানতার জন্য নিয়মিত মাস্ক পরতে হবে ও স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

করোনা সংক্রান্ত যে কোন তথ্যের জন্য ফ্রি কল করুন
☎ ৩৩৩ বা ১৬২৬৩ নম্বরে।

21/07/2022
09/07/2022

ঈদ মোবারক

জোর করে শিশুকে খাওয়ানো ঠিক নয়। এতে শিশুর খাওয়ার প্রতি ভয় সৃষ্টি হয়।
01/07/2022

জোর করে শিশুকে খাওয়ানো ঠিক নয়। এতে শিশুর খাওয়ার প্রতি ভয় সৃষ্টি হয়।

ইদানীং ডায়রিয়ার প্রকোপ খুব বেড়ে গিয়েছে । ছোট বড় সকলেই কমবেশী আক্রান্ত হচ্ছে। ডায়রিয়া প্রতিরোধে যে কাজগুলো আমাদের করণীয় আ...
30/06/2022

ইদানীং ডায়রিয়ার প্রকোপ খুব বেড়ে গিয়েছে । ছোট বড় সকলেই কমবেশী আক্রান্ত হচ্ছে। ডায়রিয়া প্রতিরোধে যে কাজগুলো আমাদের করণীয় আসুন তা জেনে নেই...

Address

Dhaka

Telephone

+8801717387033

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Sakhawat Hossain posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr. Sakhawat Hossain:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category