Raqi Al Affan

Raqi Al Affan রাক্বী - রুকইয়াহ কনসালটেন্ট || জ্বীন, যাদু, বদনজর ইত্যাদি মানসিক রোগের প্রফেটিক চিকিৎসা করা হয়।

এই ব্যাগে আমার মেয়ে আছে।- গাজা থেকে একজন বাবা
19/08/2024

এই ব্যাগে আমার মেয়ে আছে।
- গাজা থেকে একজন বাবা

08/05/2024

যাকে জান্নাতের জন্য সৃষ্টি করা হয়েছে, সে চিরকাল বিপদে নিপতিত হবে।
— ইমাম ইবনুল কাইয়্যিম (রহ.)
[আল ফাওয়াইদ : ৩৬]

21/04/2024

মোটামুটি নববিবাহিত দম্পত্তিরা বদনজরে/হাসাদে আক্রান্ত হন। ফলে বিয়ের কিছুদিন পর সংসারে নানান কলহ তৈরি হয়, অনেকের বিচ্ছেদও হয়ে যায়। আপনিও এমন সমস্যায় ভুগলে রুকইয়াহ চিকিৎসা করুন।

┏━━━━ ﷽  ━━━━┓꧁🕌 ঈদ মোবারক 🕌꧂┗━━━━ ﷽  ━━━━┛
10/04/2024

┏━━━━ ﷽ ━━━━┓
꧁🕌 ঈদ মোবারক 🕌꧂
┗━━━━ ﷽ ━━━━┛

31/03/2024

রমাদনে বিয়ের সেলফ রুকইয়াহ দিয়েছিলাম কিছুদিন পূর্বে। নিয়মিত কন্টিনিউট করছেন তো ?

16/03/2024

জিন,জাদু বদনজরের ফলে খাবারে অরুচি,দুর্বলতা,ঘুমঘুম ভাব হয়।চেহারা মলীন ও ফ্যাকাসে হয়ে যিয়। আস্তে আস্তে সৌন্দর্য নষ্ট হয়ে যায়।অস্থিরতা ফিল হয়,বুক ধড়ফড় করে।

10/03/2024

আমাদের মধ্যে অনেকেই আগামী রমাদান হয়তো পাবো না।
এই রমাদান তবে সেভাবে কাটাই, যেভাবে কাটালে নাজাতের উসীলা হবে ইনশা'আল্লাহ। আল্লাহ তাওফীক দেন।

04/03/2024

অনেকেই সামান্য কারণে আত্মহত্যা করে ফেলেন। কিছু ক্ষেত্রে এর মূল কারণ যাদু বা জিনের ওয়াসওয়াসা। তাই যাদের আত্মহত্যা প্রবণতা আছে তারা অতিসত্বর রুকইয়া করুন।

|| অভিজ্ঞতা থেকে বলছি ||

27/02/2024

বিয়ের পর দাম্পত্য জীবনে অকারণে ঝুঁট ঝামেলা লেগে থাকলে সমূহ সম্ভাবনা আপনারা বদনজর বা হিংসায় আক্রান্ত। তালাক বা বিবাহ বিচ্ছেদের অন্যতম প্রধান কারণ এই বদনজর।

22/02/2024

সম্প্রতি কয়েকটি বিবাহিত রোগী পেয়েছি যারা সহবাসে অক্ষম। দীর্ঘদিন যাবত ডাক্তারি ওষুধ খেয়ে আসছে এবং এখনো ট্রিটমেন্ট চলছে, তবুও সুস্থ হচ্ছে না। কেস হিস্টরি শুনে বুঝলাম, তাদের কারো জীনের প্রবলেম রয়েছে, কারো জাদু রয়েছে। কি অবাক কান্ড! নিরবে কত মেয়েরা মুখ বুজে সংসার করে যাচ্ছে তা আল্লাহতালা ভালো জানেন। শুধু এ এক উসিলায় কত সংসার ভেঙেছে তারও কোন হিসাব নেই। যেকোনো রোগের ব্যাপারে সন্দেহ হলে দ্রুত রুকইয়া করা উচিত। নিজের রুকইয়া নিজে কিভাবে করবেন তাও শিখে নেওয়া দরকার। আল্লাহ আমাদেরকে শুভ বুদ্ধি দান করুন।

17/02/2024

বিয়ে ঠিক হয়ে আছে দীর্ঘদিন কিন্তু বিয়ে আর সামনে আগাচ্ছে না, ঝুলে আছে। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এনগেজমেন্টে হবার পর থেকেই পাত্র-পাত্রী উভয়েই অসুস্থ। পাত্র- পাত্রী দুই জনই আলাদা ভাবে আমার রুইয়াহ সেন্টার এ আসলেন পরীক্ষা করতে। রুকইয়াহশুরু করার প্রায় সাথে সাথেই পাত্রী ফ্লোরে শুয়ে পরে খিচুনী দেওয়া শুরু করলো আর পাত্র মাথা,পেট ধরে ব্যথায় চিৎকার শুরু করলেন।

এটা হল জাদুর খেলা। কেউ হিংসা করে বিয়ে বন্ধ করে রাখার জন্য জাদু করেছে।

আল্লাহ তাআলা সকল জাদুকরদের ধ্বংস করুন।

কাফেরদের একটা অংশ জাদুকরআর জাদুকরদের মধ্যে অনেকেই নামধারী ঈমাম, মাওলানা...তাই রুকইয়াহ বাদে ভিন্ন চিকিৎসা নিরাপদ না। ___...
15/02/2024

কাফেরদের একটা অংশ জাদুকর
আর জাদুকরদের মধ্যে অনেকেই নামধারী ঈমাম, মাওলানা...
তাই রুকইয়াহ বাদে ভিন্ন চিকিৎসা নিরাপদ না।
___________________

05/02/2024

কোলের বাচ্চাদের চর্মরোগ, গোটা হলে, খাওয়া কমিয়ে/ বন্ধ করে দিলে সমূহ সম্ভাবনা হিংসা/বদনজর লেগেছে। এর জন্য বাচ্চাদের মাথা ব্যথা, পেট ব্যথা, শরীর ব্যথা হতে পারে কিন্তু আমাদের অবুঝ সন্তানেরা তাদের কষ্ট গুলো মুখে বলতে পারে না। তাই সচেতন পিতামাতার উচিত সন্তানের সমস্যা হলে ডাক্তারের পাশাপাশি একজন রাকীর কাছে রুকইয়াহ করিয়ে আনুন।
#বদনজর

30/01/2024

কোনো মুসলিম যখনই দুআ ইউনুস পাঠ করে দুআ করে, মহান আল্লাহ অবশ্যই তার দুআ কবুল করেন্। আলহমদুললিল্লাহ্

তিরমিজি ৩৫০৫,
- আলবানী রহি. সহিহ বলেছেন

29/01/2024

জ্বিনের আছরের লক্ষন অতিরিক্ত রাগ, হুট করে চুপচাপ হয়ে যাওয়া, বেশি খাওয়া, রাতে ওষুধ খেয়েও ঘুমাতে পারে না। একা থাকতে ভালো লাগা, অযথা কান্না আসা।

25/01/2024
14/01/2024

সন্তান জন্মের পর সুযোগ থাকলে আপনার সন্তানকে অটিজম থেকে সুস্থ রাখতে ২/৩ টি রুকইয়াহ সেশন নিবেন নিরাপত্তার স্বার্থে। কারণ এই সময় বাচ্চারা প্রচুর বদনজর/হিংসার শিকার হয় যা পরবর্তী জীবনে নানান সমস্যায় ভুগতে হতে পারে।

19/12/2023

প্রশ্ন: প্রতিবেশী কাকে বলে?

উত্তর:
আল্লাহ ভাবী! আপনি এত মোটা কি করে হলেন?
ইশশ ভাবী: আপনি কি অসুস্থ ?এত শুকনা আর দুর্বল কি করে হলেন? আপনার দিকে তো তাকানোই যায়না।
এই ভাবে যারা আপনার ওজন বাড়লেও সমস্যা ,কমলেও সমস্যা মনে করে সারাদিন যন্ত্রণা দিয়ে কথা বলে তাদেরকে প্রতিবেশী বলে।

Address

Dhaka
1219

Website

Alerts

Be the first to know and let us send you an email when Raqi Al Affan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Raqi Al Affan:

Videos

Share