Mayna Collection

Mayna Collection Online Shop For Women

বর্তমান সমাজে বিশাল বড় একটা চ্যালেঞ্জ হচ্ছে, বিয়ের পর বাবার পরিবারে স্ত্রীকে নিয়ে থাকা। এই সংঘাত যৌথপরিবারের এক চিরচেনা ...
16/09/2024

বর্তমান সমাজে বিশাল বড় একটা চ্যালেঞ্জ হচ্ছে, বিয়ের পর বাবার পরিবারে স্ত্রীকে নিয়ে থাকা। এই সংঘাত যৌথপরিবারের এক চিরচেনা রূপ। আমি বহু দ্বিনি ভাইকেও এই সংঘাতের চিপায় অসহায়ভাবে আটকে থাকতে দেখেছি। করণীয় কী?

সমাধান এতো সহজ নয় বিশেষ করে এই জাহেলিয়াতের যুগে। এই জন্য আমি প্রায়ই বলি,

"হালাল খাবার না পেলে হারামে ঝাপিয়ে পরবো তাই আমার বিয়ে করা দরকার।" এই টেন্ডেন্সি আপনাকে সাংসারিক জীবনে লম্বা সময় সারভাইভ করতে দিবে না। চিন্তার পরিধি বৃদ্ধি করে যথা সম্ভব প্রস্তুতি নিয়ে তারপর বিয়ে করুন।"

প্রতিটা মেয়ের কিছু ব্যাসিক চাহিদা থাকে যেমন। উদাহরণস্বরূপ- আমার এমন একটা সংসার হবে যেখানে,

১. আমার একটা নিজের ঘর থাকবে, যা আমি স্বাধীনভাবে সাজিয়ে নিবো।
২. আমার নিজের একটা পাকঘর থাকবে, যেখানে আমি আমার ইচ্ছেমত নিত্যনতুন রেসিপি ট্রাই করতে পারবো। পাছে তেল, চিনি, নুন অপচয়ের খোঁটা দেয়ার কেউ থাকবে না।
৩. একটা প্রাইভেট স্পেস থাকবে যেখানে আমার স্বামী ব্যতীত অন্যকেউ জবাবদিহি চাইতে আসবে না।
৪. স্বামীর কাছে যে কোনো ছোটোখাটো আবদার বড়সড় করে দাবী করে বসলে পাছে কেউ "ন্যাকামো" বলে তাচ্ছিল্যের তীর ছুড়বে না।
৫. স্বামীর সাথে একান্তে সময় কাটালে বাঁকা চোখে কেউ তাকিয়ে থাকবে না৷
৬. সামাজিকতার নামে গায়রে মাহরাম আত্মীয়দের সামনে স্বামীর পরিবার ঠেলে পাঠাবে না৷
৭. প্রাপ্ত বয়স্ক দেবরকে প্রতিদিন খাবার বেড়ে দেয়ার ছুঁতোয় তার সামনে যেতে হবে না।
৮. শাশুড়ী ননদদের নোংরা রাজনীতির স্বীকার হয়ে স্বামীর চক্ষুশূল হতে হবে না।
৯. যেখানে আমাকে মূল্যবান নেয়ামত ভাবা হবে, কাজ করার যন্ত্র ভাবা হবে না।
১০. যেখানে আমাকে এবং আমার পরিবারকে যথাযথ মর্যাদা দেয়া হবে, লাঞ্চিত করা হবে না।

ইত্যাদি ইত্যাদি, নানারকম স্বপ্নে তারা বিভোর। আর এগুলো তাদের হালাল যৌক্তিক স্বপ্ন। যেখানে নসিহা করার অধীকার কারো নেই। অথচ খুব সামান্য পরিমাণ মেয়েই তাদের এই মৌলিক চাহিদার কাছাকাছি পৌছতে পারে। বিশাল একটা অংশই হয় পুরোপুরি বঞ্চিত ও লাঞ্চিত।

আপনাদের জানা আছে কিনা আমি জানি না। তবে বাংলাদেশের বিশাল সংখক মেয়ে বিয়ে করতে ভয় পায়, এতোটাই ভয় পায় যে বিয়ের নাম শুনলেই তারা আতকে ওঠে। কারন সে তার মায়ের সাথে একটা লম্বা সময় তার বাবার বাড়ির পরিবার থেকে এমন কিছু ঘটতে দেখে যা সে প্রতিটা মুহূর্ত একটা ভয়ংকর দুঃস্বপ্নভেবে ভুলে যেতে চায়। কিন্তু সম্ভব হয় না।

নারীরা মনে করেন তাদের প্রচুর অপশন আছে। কারণ প্রচুর পুরুষ তাদের চেক-আউট করে, ইনবক্সে নক করে, ট্রাই করে, হিট অন করে। কিন্ত...
12/08/2024

নারীরা মনে করেন তাদের প্রচুর অপশন আছে। কারণ প্রচুর পুরুষ তাদের চেক-আউট করে, ইনবক্সে নক করে, ট্রাই করে, হিট অন করে। কিন্তু তারা এটা বোঝেন না, যে এই অ্যাটেনশান-গিভার গ্রুপের অলমোস্ট ৯৯ শতাংশই সিম্প। এরা জাস্ট নারীসঙ্গই চায়। আপনার দায়িত্ব নেয়ার জন্য কেউ আপনার পিছে পিছে ঘুরে না।

আপনি কোনো একটা ইনবক্স নকের রিপ্লাই দিয়ে দেখেন, বলেন আপনাকে পেতে হলে বাবার সাথে কথা বলে, মোহরানা দিয়ে বিয়ে করে নিয়ে যেতে হবে, সিম্পিং ওখানেই শেষ হয়ে যাবে।
রইল বাকি যারা জানে-জিগার দিওয়ানা-মাস্তানা গ্রুপ। এদের সিংহভাগই জানে না তারা আসলে কী করছে। তাই অধিকাংশ প্রেমের সম্পর্কই শেষ পর্যন্ত বিয়েতে রূপ নেয় না। এক্সেপশন আছে, কিন্তু সেটা এক্সাম্পল হতে পারে না। এরা চায় দায়িত্ব নিতে, তবে এখনই না, এখন এন্জয় করি, পরে বিয়ে করবো।

আবার যারা দায়িত্ব নেবে বলে দাবি করে, তারা দায়িত্বের পরিসীমাটাই জানে না। দায়িত্বের বাস্তবতা বুঝতে বুঝতে অনেকে দেবদাস হয়, আর পার্বতী অন্য কারো হয়ে যায়।

যৌবনের পুরো সময়টা নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য খরচ করা উচিত, অথবা, যৌবনের শুরুতেই বিয়ে করে আগে আবেগ দমন করা উচিত।
আবেগের দাস হয়ে দায়িত্বহীন সিম্পিং করে বেড়ানো নিতান্তই ব্যক্তিত্বহীনতা।

24/12/2023
শুধুমাত্র খাওয়ার লোভে ফ্রেন্ডের ডেটিং- এ বসে ওদের নাটক সহ্য করি🙂
05/12/2023

শুধুমাত্র খাওয়ার লোভে ফ্রেন্ডের ডেটিং- এ বসে ওদের নাটক সহ্য করি🙂

30/11/2023

যার বাবা এবং বড় ভাই নেই, সে বুঝে পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়ানোর সংগ্রামটা কত কঠিন 🙂

24/11/2023

ব্রেকাপের পরে কিছু কিছু এক্স বলে "আমরা কি বন্ধু হয়ে থাকতে পারিনা"?

মানে হইলো "কিডনাপার আপনারে ছাইড়া দিয়া বলতেছে, "যোগাযোগ রাইখো, কিপ ইন টাচ" 😂😂😂

24/11/2023

ছেলেদের সবচেয়ে প্রিয় হাদিস হলো চার বিয়ে করার হাদিস।, 😁

23/11/2023

মৃত্যুর বিছানায় শুয়েও
যিনি উম্মতের জন্য কেঁদেছেন তিনি হলেন
প্রিয় নবী, হযরত মোহাম্মদ(সাঃ)

22/11/2023

JUST IMAGINE!
হাশরের ময়দানে নবীজি আপনার দিকে তাকিয়ে মুচকি হাসি দিচ্ছেন! Alhamdulliah ❤️‍🩹🤲

18/11/2023

🥀🥀-শীতকালে অযুর ঠান্ডা পানি.!🙂
-একদিন জাহান্নামের আগুন নিভিয়ে দিবে .!🖤

🥰 সুবহানাল্লাহ🥰

অবশেষে ভালোবাসার ৩ বছরের সংসারের ইতি! জনপ্রিয় এই উপস্থাপকের তিন বছর আগে ধুমধাম করে চিকিৎসক সানিয়া এশাকে বিয়ে করেন তিনি।ব...
11/11/2023

অবশেষে ভালোবাসার ৩ বছরের সংসারের ইতি!

জনপ্রিয় এই উপস্থাপকের তিন বছর আগে ধুমধাম করে চিকিৎসক সানিয়া এশাকে বিয়ে করেন তিনি।

বৃহস্পতিবার (৯ নভেস্বর) রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক স্ট্যাটাসে নিজের বিবাহ বিচ্ছেদের খবর জানিয়েছেন নিজেই। এই উপস্থাপক তার স্ট্যাটাসে উল্লেখ করেন, সানিয়ার সঙ্গে ৩ বছরের সম্পর্কের ইতি টেনেছেন তিনি।💔

মুখে সারাক্ষণ হাসি লেগে থাকে তার মানে জীবনে কোনো দুঃখ নেই এমন না,ভিতরে কি ঝড় চলছে তা উপরওয়ালা ছাড়া আর কেউ জানে না 🙂💔

ভালোবাসা রং বদলায়, কারণে অকারণে 💔

** শুনলাম তিনি নিজেই মেয়েটার সাথে চি*ট করেছেন 💔💔

07/11/2023

কিসের এতো চিন্তা?
যেখানে আল্লাহ নিজেই উত্তম পরিকল্পনাকারী।

আলহামদুলিল্লাহ

06/11/2023

আগামী ২০২৪ সালের
মার্চ মাসের ১২ তারিখে প্রথম রোজা...!
আলহামদুলিল্লাহ।

  এসে পরেছে🫣😁❤️Chandan Thanaka Pack💥ঊপকারিতা 💦 ব্যবহারের ১-৩ দিনে স্কিনকে ফর্সা, ঊজ্জ্বল ও প্রাণোবন্ত করে।💦 স্কিনকে ময়শ্...
05/11/2023

এসে পরেছে🫣😁❤️
Chandan Thanaka Pack💥
ঊপকারিতা

💦 ব্যবহারের ১-৩ দিনে স্কিনকে ফর্সা, ঊজ্জ্বল ও প্রাণোবন্ত করে।
💦 স্কিনকে ময়শ্চারাইড করে, মৃত কোষগুলোকে দুর করে স্কিনের খস খস ভাব দুর করে স্কিনকে মসৃন ও কোমল করে।
💦 ব্রন, মেসতা, পোরস্ মিনিমাইজ, যেকোন কালো দাগ, কাটা দাগ ও চামড়ার ভাজ দুর করার ক্ষেত্রে অদ্বিতীয় ভুমিকা রাখে।
💦 বয়সের ছাপ দুর করে ও ইয়্যংগার লুক দেয়। এক কথায় বলা যায় এটি স্কিনকে রিপযারিং এবং পুনরুজ্জীবিত করে তোলে সম্পুর্ণরুপে।

Address

Dhanmondi
Dhaka
1216

Telephone

+8801400914931

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mayna Collection posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Mayna Collection:

Videos

Share