Hijama Cupping Center

Hijama Cupping Center Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Hijama Cupping Center, Alternative & holistic health service, Dhaka.

22/11/2024

গরুর মাংস খেয়ে যাদের কোলেস্টেরল এলার্জি এবং ইউরিক এসিড বেড়ে যায় তাদের জন্য
হিজামা খুবই উপকারী হবে ইনশাল্লাহ।

✅হিজামা কী?হিজামা একটি সুন্নাহ্ ও বিজ্ঞানসম্মত চিকিৎসা ব্যবস্থা। হিজামার কথা বিভিন্ন হাদিসে আসলেও হিজামা নিয়ে ব্যাপক রি...
22/11/2024

✅হিজামা কী?

হিজামা একটি সুন্নাহ্ ও বিজ্ঞানসম্মত চিকিৎসা ব্যবস্থা। হিজামার কথা বিভিন্ন হাদিসে আসলেও হিজামা নিয়ে ব্যাপক রিসার্চ রয়েছে মেডিকেল সাইসন্সের । Google করলে বিস্তারিত জানতে পারবেন ইনশাআল্লাহ।

“রাসূল (সাঃ) বলেন; তোমরা যে সকল চিকিৎসা অবলম্বন করো তার মধ্যে সর্বোত্তম চিকিৎসা হচ্ছে হিজামা। (সহিহ বুখারীঃ ৫৬৯৭)

হিজামা করলে শরীরে প্রচুর পরিমানে নাইট্রিক অক্সাইড রিলিজ হয়। শরীরে ব্লাড সার্কুলেশন বাড়ে। এতে করে ব্যথা নিরাময়ের পাশাপাশি অনেক জটিল ও কঠিন রোগেরও সমাধান হয় আলহামদুলিল্লাহ।

📌 হিজামা কেন করবেন?

শরীরের যাবতীয় ব্যথা নিরাময়ে হিজামা মেডিসিনের বিকল্প অল্টারনেটিভ একটি চিকিৎসা ব্যবস্থা। হিজামা করতে কোন মেডিসিন নিতে হয় না বলে বর্তমান বিশ্বে সবচয়ে জনপ্রিয় অলটারনেটিভ থেরাপি। বর্তমানে অনেক ডাক্তারও ডায়বেটিস, উচ্চরক্তচাপ, বিভিন্ন ব্যথা ইত্যাদি নিয়ন্ত্রণে হিজামা করার পরামর্শ দিয়ে থাকেন আলহামদুলিল্লাহ।

📌 আমাদের থেকে কেন হিজামা করাবেন?

দারুস শিফা: হিজামা সেন্টার অভিজ্ঞ এবং এক্সপার্টের দ্বারা পরিচালিত ক্লিনিক। এখানে মনোরম পরিবেশ এবং অভিজ্ঞ থেরাপিষ্ট দ্বারা সম্পুর্ণ হাইজিন মেইনটেইন করে হিজামা করা হয়। হিজামা করার পর পেশেন্টের সমস্যা অনুযায়ী ডায়েট ও লাইফস্টাইল প্লান সাজেষ্ট করা হয়। আমাদের প্রতিষ্ঠানে হিজামা নিয়ে কাজ করার প্রায় ০৪ বছরের অভিজ্ঞতা রয়েছে আলহামদুলিল্লাহ।

☎️ Call.. +88 01988-370653

 #আপনি কেন হিজামা করাবেন?১.এটা রাসুল স.এর সুন্নাতি চিকিৎসা।২. এতে শরীরের টক্সিন বের করে দেয়।৩. এতে কোন সাইট এফেক্ট নেই।৪...
20/11/2024

#আপনি কেন হিজামা করাবেন?
১.এটা রাসুল স.এর সুন্নাতি চিকিৎসা।
২. এতে শরীরের টক্সিন বের করে দেয়।
৩. এতে কোন সাইট এফেক্ট নেই।
৪. এতে শরীরের কোষ গুলো ভালো থাকে।
৫.রাসুল স. এর বানী - তিনি বলেন, চিকিৎসা পদ্ধতির মধ্যে যত সব পদ্ধতি রয়েছে তার মধ্যে হিজামাই সর্ব উত্তম পদ্ধতি।

হিজামা; সুস্থতার সুন্নাহ পথ'।

# প্রতিটি মানুষের জন্য বছরে ৩-৪ বার হিজামা করানো উত্তম। কারণ হিজামা মাধ্যমে অনেক রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, তাই সুস্থ মানুষ হিজামা করালে, হিজামা কাপিং এর উপকারিতা রয়েছে।

👉 শরীরের ইমিউনিটি সিস্টেম বা রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়বে ।
👉ব্লাড সার্কুলেশন বাড়বে ।
👉টক্সিন দূর হবে ।
👉এনার্জি লেভেল বেড়ে যাবে ।
👉যে যে অর্গান এ হিজামা করা হবে সেই সেই অর্গান ও সংলগ্ন এলাকায় ডিপ মেসেজ হবে এবং ঐ মাংশপেসির কোষগুলো অক্সিজেন ও পুষ্টি বেশি পাবে।
👉এন্টি এজিং থেরাপি হিসেবে কাজ করবে ।
👉নাইট্রিক অক্সাইড তৈরির কারণে যৌন জীবন ভালো থাকবে ।
👉উচ্চ রক্তচাপ হওয়ার প্রবণতা কমবে ।
👉 লিভারকে পরিস্কার করে ,
👉 শরীরের ব্যথা/ জ্বালাপোড়া হৃাস করে,
👉 ঘুমের উন্নতি করে,
👉 শারীরিক শক্তি বৃদ্ধি করে,
👉 রক্ত সঞ্চালন বৃদ্ধি করে,
👉 পায়ের দুর্গন্ধ দূর করে,
👉 কিডনি পরিষ্কার করে,
👉 বৃদ্ধ মানুষের বাত/ব্যথা নিপীড়ন করে ,
👉 ত্বক পরিষ্কার করে।
👉 যৌন দুর্বলতা দূর করে।
👉 শরীরের জয়েন্টগুলোতে ব্যাথা,ঘাড় এবং ব্যাক পেইন দূর করতে সাহায্য করে।
হিজামা নিন সুস্থ থাকুন।
_____________________________________________
হিজামা সম্পর্কে বিস্তারিত জানতে কল করুনঃ Contact:
☎️ 01988 370653 🇧🇩
( imo & whatsapp)
▬▬▬▬▬▬▬▬▬▬▬
🏨 Home Service Available.

এ্যাপয়েন্টমেন্টঃ +88-01988-370653
______________________________
আসুন আমরা হিজামার মাধ্যমে চিকিৎসা গ্রহন করে সুন্নাতকে জিন্দা করি ।

19/11/2024

"হিজামা গ্রহণকারী কতোই উত্তম লোক!
সে দূষিত রক্ত বের করে মেরুদন্ড শক্ত করে ও দৃষ্টিশক্তি প্রখর করে!"
[সুনানে তিরমিযী; ২০৫৩]

07/11/2024

হিজামার সিরিয়াল নেওয়া হচ্ছে ।
স্বল্পখরচে আমরাই হিজামা সেবা দিচ্ছি।
হোম সার্ভিস চার্জ একদম ফ্রি।
✆ | 01988-370653

07/11/2024

করোনা ভেক্সিন দিছিলেন যারা তারা কি সবাই এলার্জী রোগে ভুগতেছেন 😑
এলার্জির সমস্যায় হিজামা অনেক কার্যকরী চিকিৎসা পদ্ধতি। যারা দীর্ঘদিন ধরে এলার্জি সমস্যায় ভুগছেন তারা সঠিক এবং প্রপার হিজামার মাধ্যমে এলার্জি থেকে মুক্তি পেতে পারেন ইনশাআল্লাহ।

16/08/2024

মাদারীপুর শহরে রবিবার দিন থাকবো, ..
যারা হিজামা করাতে চেয়েছিলেন।।
শিডিউল নিন।।🌼❣️

16/08/2024

মাদারীপুর শহরে রবিবার দিন থাকবো, ..
যারা হিজামা করাতে চেয়েছিলেন।।
শিডিউল নিন।।🌼❣️

18/09/2023

রো*গ থেকে মুক্তি পেতে আজই হিজা*মা করুন...
একজন রোগীর জন্য প্রতিমাসে ১টি করে মোট ৪টি হিজা*মা থেরা*পি (cupp*ing ther*apy) যথেষ্ট। প্রথমবারই ফলাফল বুঝতে পারবেন ইনশা আল্লাহ।
হাদিস: ১. রাসুলুল্লাহ(সা.) বলেছেন, 'নিশ্চই হিজামার মধ্যে রয়েছে নিরা*ময়। [সহিহ বোখারিঃ৫২৯৪]
২. হযরত আছিম ইবনু উমর ইবনু কাতাদাহ (রা.) থেকে বর্নিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, 'যে ১৭তম, ১৯তম, ২১তম দিনে (চাঁদের মাসে) হিজা*মা লাগাবে অতঃপর ইহা হবে সর্বরো*গের ঔ*ষধ। [আবু দাউদঃ৩৮৬১]
হিজামায় যে সকল রোগের চিকিৎসা করা হয়:
১. বা*ত ব্য*থা
২. কো*র ব্য*থা
৩. পা*য়ে ব্য*থা
৪. হা*টু ব্য*থা
৫. ঘা*ড়ে ব্য*থা
৬. মাংস*পে*শীর ব্য*থা
৭. হারের স্থান*চ্যুত জনিত ব্য*থা
৮. দীর্ঘ মেয়াদি মাথা ব্য*থা
৯. মাই*গ্রেন জনিত মাথা ব্য*থা
১০. মেরুদন্ড ব্য*থা
১১. উচ্চ রক্ত*চাপ (high blo*od pres*sure)
১২. ঘুমের ব্যঘাত
১৩. স্মৃতি ভ্রষ্টতা
১৪. ব্যাক*পেইন
১৫. চুলপড়া
১৬. অতিরিক্ত ঘুম
১৭. হতাশা
১৮. মানসিক সমস্যা
১৯. প্যারা*লাইসিস
২০.এনকাই*লুসিং স্পন্ডাই*লিটিস
(Ankyl*osing spond*ylities, AS)
২১. হাত পা অবশ ইত্যাদি,
তাছাড়া দূষিত র*ক্ত(To*xin) দূর করার জন্য সু*স্থ অবস্থায় হিজা*মা থেরা*পি নেয়া যায়।প্রতি ৬ মাস পর পর হিজা*মা থেরাপি নিলে সু*স্থ থাকবেন ইনশা আল্লাহ🙂
বিঃদ্রঃ শুধুমাত্র পুরুষ রো*গীর জন্য প্রযোজ্য।
ঢাকার ভিতরে হো*ম সার্ভিস থেরা*পি দিয়ে থাকি।

06/01/2023

হিজামা করুন, সুস্থ্য থাকুন! হিজামা সুন্নাহ চিকিৎসা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, "নিশ্চয়ই হিজামায় রয়েছে শেফা,(মুসলিম-২২০৫)

"হযরত আনাস রাঃ থেকে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
“কেউ হিজামা করতে চাইলে সে যেন আরবী মাসের ১৭, ১৯ কিংবা ২১ তম দিনকে নির্বাচিত করে। রক্তচাপের কারণে যেন তোমাদের কারো মৃত্যু না হয়, সেদিকে লক্ষ্য রাখবে।”
(সুনানে ইবনে মাজা, হাদীছ নম্বর: ৩৪৮৬)

এ পদ্ধতি, যা নবী (সা:)নিজেও নিয়েছেন এবং অন্যদেরকে এটার প্রতি উৎসাহিত করেছেন।

"হিজামা" আধুনিক পরিভাষায় যাকে "কাপিং থেরাপি" (Cupping Therapy) ও বলা হয়।
বিশ্বের প্রাচীনতম, বিজ্ঞান ও সুন্নাহ্ ভিত্তিক একটি চিকিৎসা পদ্ধতি।

হিজামার উপকারিতা:
♦ হিজামার সূক্ষ্ম আচর/স্ক্র্যাচের ফলে সাব এপিথেলিয়াল ক্যাপিলারি ইনজুরি হয়, ফলে এন্ডোথেলিয়াম থেকে নাইট্রিক অক্সাইড তৈরি হয়, এই নাইট্রিক অক্সাইডের কারণেই-

⭕ হিজামা যে যে রোগের জন্য করাতে পারেন-
হিজামা ইমিউনিটি বুস্ট করে করোনা ইনফেকশান প্রতিরোধে সাহায্য করে।
হিজামা নাইট্রিক অক্সাইড বুস্ট করে, এর ফলে করোনা রোগীরঃ

♦ করোনা ভাইরাসের বিরুদ্ধে ডিরেক্ট এন্টি ভাইরাল ইফেক্ট দেয়।
♦ "হিজামা সমস্ত রোগের জন্য উপকার করে"
♦সুস্থ মানুষের জন্যেও রোগপ্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে।
♦ অক্সিডেটিভ স্ট্রেস এর নিয়ন্ত্রন করে।
♦ ফুসফুসের শ্বাস প্রশ্বাস এর সাথে রক্তের অক্সিজেনের মাত্রা সমন্বয় করে।
♦ রক্তচাপ নিয়ন্ত্রনে রাখে
♦নাইট্রিক অক্সাইড রক্তনালীকে প্রসারিত রাখে।
♦ নাইট্রিক অক্সাইড অনাকাংক্ষিত ব্লাড ক্লট প্রিভেন্ট করে।

♦শরীরকে ডিটক্সিফাই করে।
♦রক্ত সঞ্চালন সক্রিয় করে।
♦হরমোন নিয়ন্ত্রণে সহায়তা করে।
♦সৃতিশক্তি বৃদ্ধি করে।
♦দেহের জীবনীশক্তি ও যৌনশক্তি বৃদ্ধি করে।
♦রক্ত, ত্বক, কিডনি, লিভার ও হার্ট পরিষ্কার করে।
♦দেহের সব ধরণের ব্যাথা দূর করে।

♦উচ্চরক্তচাপ (High Blood Pressure)
♦সব ধরনের বাতের ব‍্যাথা।
♦ডায়াবেটিস ও মুটিয়ে যাওয়া।
♦কোমরের ব‍্যাথা ও হাটুর ব‍্যাথা।
♦ঘাড়ের ও মাংসপেসির ব‍্যাথার স্থায়ী নিরাময়।
♦চুল পড়া ও মাইগ্রেন জনীত দীর্ঘমেয়াদী মাথা ব‍্যাথা।
♦ব্রন,মেসতা,ও রক্তদূষন।
♦খেলোয়ার,আর্মি ও পোলিশ
বাহিনীর স্পোর্টিস ইন্জুরি।
♦হরমোন ও মেয়েদের অন‍্যান‍্য সমস‍্যা। ♦কোলস্টোরলের সমস্যা।
♦হৃদ রোগ ও প‍্যারালাইসিস।
♦ঘুম জনিত সমস্যা (insomnia)
♦যে কোন রকমের চর্মরোগ Skin Diseases)
♦জয়েন্টের ব্যথা (Gout Pain)
♦রক্ত জমাট বাধা বা অবস ভাব।
♦ব্যথায় পায়ের পাতা ফেলতে সমস্যা
♦কোন অংগ অবশ হয়ে যাওয়া(Paralysis)
♦স্মৃতিহীনতা (Parkinson's disease)
♦️থাইরয়েডের সমস্যা (Thyroid Problem) ♦সাইনুসাইটিস (Sinuses problem)
এ সকল সমস্যার স্থায়ী নিরাময় হয়, ইনশা-আল্লাহ।

⭕একজন সুস্থ মানুষও সুন্নাহ হিসেবে হিজামা করানোর মাধ্যমে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে নিতে পারেন।

#বিভিন্ন_রিসার্চ_থেকে_জানা_যায় যে, কোন সুস্থ মানুষ যদি বছরে 2-3 বার হিজামা থেরাপি নেন, তবে তিনি 80--90 ভাগ রোগ-ব্যাধি থেকে মুক্ত থাকবেন। তাই,সুস্থ্য-অসুস্থ্য যে কেউ এই চিকিৎসা অনায়াসেই নিতে পারে। তাছাড়া, একটি সুন্নাতকে জিন্দা করার জন্য হলেও আমাদের প্রত্যেকেরই মাঝে মাঝে হিজামা থেরাপি নেওয়া উচিৎ।

শুধু তাই নয়, হিজামার উপকারিতা পেয়ে মুসলিম অমুসলিম নির্বিশেষে বিশ্বসেরা অনেক সেলিব্রেটি নিয়মিত হিজামা করান। কিন্তুু আমরা মুসলিমরা আজ এই সুন্নাহ চিকিৎসা হারিয়ে ফেলেছি। এখনো আরবদেশ গুলোতে এই চিকিৎসা বিদ্যমান আছে। তাই আসুন রাসূল (সাঃ) এর মৃতুপ্রায় সুন্নাহ চিকিৎসা পুনরুজ্জীবিত করি। আসুন আমরা হিজামার মাধ্যমে চিকিৎসা গ্রহন করে সুন্নাতকে জিন্দা করি ।

#হিজামা_সংক্রান্ত_কয়েকটি_সহিহ_সমূহ:🤍

🛑মহানবী (সা.) বলেন, ‘জিব্রাইল (আ.) আমাকে জানিয়েছেন যে, মানুষ চিকিৎসার জন্য যত উপায় অবলম্বন করে, তার মধ্যে হিজামাই হলো সর্বোত্তম।’ (মুস্তাদরাকে হাকিম, হাদিস : ৭৪৭০)

🛑 রাসূল (সা.)বলেন, ‘আমি মেরাজের রাতে যাদের মাঝখান দিয়ে অতিক্রম করেছি, তাদের সবাই আমাকে বলেছে, ‘হে মুহাম্মদ, আপনি আপনার উম্মতকে হিজামার আদেশ করবেন’।’’ (তিরমিজি শরিফ, হাদিস : ২০৫৩)

🛑 মহানবী (সা.) বলেন, ‘গরম বৃদ্ধি পেলে হিজামার সাহায্য নাও। কারণ কারো রক্তচাপ বৃদ্ধি পেলে তার মৃত্যু হতে পারে। (মুস্তাদরাকে হাকিম, হাদিস : ৭৪৮২)

🛑 রাসূলুল্লাহ (সা.) বলেন, ‘হিজামাকারী কতই না উত্তম লোক। সে দূষিত রক্ত বের করে মেরুদণ্ড শক্ত করে এবং দৃষ্টিশক্তি প্রখর করে।’
(তিরমিজি শরিফ, হাদিস : ২০৫৩)

🛑 হযরত জাবির (রাদি.) থেকে বর্ণিত : রাসূলুল্লাহ (সা.) বলেন, “নিশ্চয় হিজামায় শেফা রয়েছে।”
সহীহ মুসলিম, হাদীস : ২২০৫)

#প্রতিটি সুস্থ্য মানুষের জন্যেও হিজামা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে ও রোগপ্রতিষেধক হিসাবে কাজ করে ও শরীরের দূষিত্ব বর্জ্য (Toxin) বের করে আনে যার ফলে রক্ত সঞ্চালন ভালো ভাবে করতে পারে।

বছরে ৩-৪ বার হিজামা করানো উত্তম। কারণ হিজামা মাধ্যমে অনেক রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে,
দেহের জীবনী শক্তি ও যৌনশক্তি বৃদ্ধি করে ও সৃতিশক্তি বৃদ্ধি করে এবং শরীরের রক্ত পরিষ্কার , ত্বক সৌন্দর্য বৃদ্ধি পায়, কিডনি, লিভার ও হার্ট পরিষ্কার করে
দেহের সব ধরণের ব্যাথা দূর
হরমোন নিয়ন্ত্রণে সহায়তা করে

সুস্থ্য-অসুস্থ্য যে কেউ এই চিকিৎসা অনায়াসেই নিতে পারে। তাছাড়া, একটি সুন্নাতকে জিন্দা করার জন্য হলেও আমাদের প্রত্যেকেরই মাঝে মাঝে হিজামা থেরাপি নেওয়া উচিৎ।

এক. এতে সুন্নাহ পালন হবে দুই. নিয়মিত সুন্নাহ হিজামা করালে চুল বৃদ্ধি পায়, চুল পড়া কমে, স্মরণশক্তি বৃদ্ধি পায়,। অলসতা, অবসাদগ্রস্ততা বিদূরিত হয়, রোগজীবাণু সহজেই আক্রান্ত করতে পারে না, রক্ত পরিশুদ্ধ হয়, শরীর রোগ প্রতিরোধক্ষম হয়ে উঠে অনেকটা disease-proof এর মত।

★হিজামা'র বিশেষ কিছু উপকারিতা:★

তাই সুস্থ মানুষ হিজামা করালে, হিজামা কাপিং এর উপকারিতা রয়েছে।
=========================
👉 লিভারকে পরিস্কার করে ,
👉 শরীরের ব্যথা/ জ্বালাপোড়া হৃাস করে,
👉 ঘুমের উন্নতি করে,
👉 শারীরিক শক্তি বৃদ্ধি করে,
👉 রক্ত সঞ্চালন বৃদ্ধি করে,
👉 পায়ের দুর্গন্ধ দূর করে,
👉 কিডনি পরিষ্কার করে,
👉 বৃদ্ধ মানুষের বাত/ব্যথা নিপীড়ন করে ,
👉 ত্বক পরিষ্কার করে।
👉 যৌন দুর্বলতা দূর করে।
👉 শরীরের জয়েন্টগুলোতে ব্যাথা,ঘাড় এবং ব্যাক পেইন দূর করতে সাহায্য করে।
হাড় মচকানো, কঠিন ব্যাথা, জয়েন্ট, মাথা, ঘার, পেট,
পিঠ, কোমর, হাটু, বাত,
স্পোর্টস ইনজুরি ও মাংসপেশীর ব্যাথা সহ অন্যান্য অঙ্গের ব্যাথা) হিজামা নিন সুস্থ থাকুন।

♦ ডায়বেটিস, মাইগ্রেন, টনসিল, ব্রন, গ্যাস্ট্রিক, অবস/ প্যারালাসিস মুটিয়ে যাওয়া, চর্মরোগ, চুলপড়া, উচ্চরক্তচাপ, ঘুমের ব্যাঘাত, ফোঁড়া-পাঁচড়া, চোখ-কানের সমস্যা ও মাদকাসক্তি সহ বিভিন্ন রোগ নিরাময়ে হিজামা একটি সফল চিকিৎসা ব্যবস্থা।

#সুন্নাহ_হিজামা বা ওয়েট কাপিংঃ হিজামাই ডিটক্সিফিকেশনের একমাত্র নেচারাল পদ্ধতি। এই পদ্ধতিতে শরীরের বিভিন্ন গুরুত্বপূর্ন Organs কে হিজামার মাধ্যমে স্টিমুলেশন করে blood circulation বাড়ানোর মাধ্যমে শরীর কে সতেজ ও অধিক কর্মক্ষম করে।

Hijamah Therapy Dhaka
এপয়েন্টমেন্ট নিতে কল করুন,
☎️ Helpline : 01988370653 (imo whatsapp)

★হিজামা সম্পর্কে আরও বিস্তারিত জানতে ক্লিক করুনঃ

♌হিজামার বিজ্ঞানভিক্তিক রিচার্স জানতে
ক্লিক করুনঃ

♌যেহেতু মাথায় হিজামা করার বিশেষ কিছু উপকারিতা আছে এইজন্য সেটা আলাদা ভাবে উল্লেখ করা হল।**

▶️ আব্দুল্লাহ বিন আব্বাস (রা:) বর্ণনা করেন ।রাসুলূল্লাহ সা: যখন ইহরাম অবস্থায় তখন একগুঁয়ে মাথাব্যথার জন্য হিজামা ব্যবহার করেন।
(সহীহ বুখারী /৫৭০১)

☪️সালমা (রা:) বলেন. যখন কেউ রাসুলুল্লাহ (সা:) এর নিকট এসে মাথাব্যথার কথা বলতেন,
তিনি তাদেরকে হিজামা লাগানোর কথা বলতেন ।
(আবু দাউদ ৩৮৫৮)

⚕️ কালো যাদু বা কুফরী বিনষ্ট করার উদ্দেশ্য **
ইবনুল কাইয়ুম (রহ:) মন্তব্য করেন রাসুলুল্লাহ (সা:) যখন যাদু দ্বারা পীড়িত হোন তখন তিনি মাথায় শিঙ্গা লাগান। এবং এটাই সবচেয়ে উত্তম ঔষধ যদি সঠিক ভাবে করা হয়। ( যাদুল মায়াদ ৪/১২৫-১২৬)

**মাথায় হিজামা লাগানোর দ্বারা বিশেষভাবে কিছু রোগের উপকার হয় সেটা আলাদাভাবে উল্লেখ করা হল।**

১। মাইগ্রেন জনিত দীর্ঘ মেয়াদী মাথাব্যথা এবং সাধারন মাথাব্যথা।
২। উচ্চ রক্তচাপ।
৩। রক্তদূষন।
৪। ঘুমের ব্যঘাত।
৫। স্মৃতি ভ্রষ্টতা।
৬। ঘাড়ে ব্যথা।
৭। হরমোনাল সমস্যা ।
৮। সাইনুসাইটিস।
৯। মানসিক সমস্যা।
১০। চুল পড়া।
১১। পারকিনসন্স ডিজিজ।
১২। ব্রেইন ডিজিজ।
১৩। মাদকাসক্তি।
১৪। প্যরালাইসিস।
১৫। যাদু টোনার সমস্যা ইত্যাদি।

⭕হিজামা সম্পূর্ণ প্রাকৃতিক চিকিৎসা এবং এর সাথে কোন মেডিসিন গ্রহণ করতে হয় না।

⭕ব্যাথার ঔষধ খেলে কিডনি, লিভার ড্যামেজ হবার প্রবল আশংকা থাকে। অথচ হিজামা সম্পূর্ণ প্রাকৃতিক ও নিরাপদ চিকিৎসা।

✳️ সুতরাং চিকিৎসাক্ষেত্রে হিজামার গুরুত্ব যে কত বেশি তা আর বলার অপেক্ষা রাখে না।

♻️ হিজামার আগে করনীয় বিষয় সমূহ

১। হিজামার পুর্বে দুই ঘন্টা পর্যন্ত খাবার থেকে বিরত থাকবেন।
২। গোসল করে নিবেন।

৩। পুরুষরা মাথা মুন্ডিয়ে আসলে ভাল। যেহেতু মাথায় হিজামা করলে বিশেষ কিছু উপকারিতা পাওয়া যায়।

🔰 #হিজামার পরে করনীয় বিষয় সমূহ # #

১। ২৪ ঘন্টা পর্যন্ত গোসল করা যাবে না এবং হিজামার জায়গায় পানি লাগানো যাবে না।
২। ২৪ ঘন্টা পর্যন্ত কোন ব্যয়াম এবং স্ত্রী সহবাস করা যাবে না।
৩। ২৪ ঘন্টা পর্যন্ত লম্বা সফর করা যাবে না।
৪। ৪৮ ঘন্টা পর্যন্ত কোন গরম সেক ইত্যাদি দেয়া যাবে না।।

নিচে আমার পেইজের লিংক দিলাম আরো জানার জন‍্য ঘুরে আসতে পরেন
https://www.facebook.com/hijamabd92/

#হিজামাবিডি #কাপিংবিডি
#হিজামা
অথবা কল করে বিস্তারিত জেনে নিন ।
☎️ Phone: 01988-370653,
🏠এছাড়াও হোম সার্ভিস এ থাকছে বিশেষ ছাড়।।।।।
মোবাইল নম্বর - 01988-370653
(imo & whatsapp) 🇧🇩

সুন্নাতি এই চিকিৎসা টি শেয়ার করে অন্যকে জানিয়ে দিতে পারেন..🤍
🌀you can share with others...💖

06/01/2023

হিজামা করলে একাধিক উপকারিতা পাওয়া যায়,
যেমনঃ শরীরের ইমিউনিটি সিস্টেম বা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে এবং ব্লাড সার্কুলেশন বাড়বে আর শরীরের টক্সিন দূর হবে সাথে এনার্জি লেভেল বেড়ে যাবে ও বডি ফিডনেস স্ক্যান ভালো থাকে।🌸
=========================
হিজামা; সুস্থতার সুন্নাহ পথ'। 💙💙

হিজামা করানোর ফলে - প্রতিটা সু্স্থ হিজামা যে উপকারগুলো পাবেনঃ

👉 শরীরের ইমিউনিটি সিস্টেম বা রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়বে ।
👉ব্লাড সার্কুলেশন বাড়বে ।
👉টক্সিন দূর হবে ।
👉এনার্জি লেভেল বেড়ে যাবে ।
👉যে যে পয়েন্টে হিজামা করা হবে সেই সেই পয়েন্টে ও সংলগ্ন এলাকায় ডিপ মেসেজ হবে এবং ঐ মাংশপেসির কোষগুলো অক্সিজেন ও পুষ্টি বেশি পাবে।
👉এন্টি এজিং থেরাপি হিসেবে কাজ করবে ।
👉নাইট্রিক অক্সাইড তৈরির কারণে যৌন জীবন ভালো থাকবে ।
💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙
👉উচ্চ রক্তচাপ হওয়ার প্রবণতা কমবে ।
👉 লিভারকে পরিস্কার করে ,
👉 শরীরের ব্যথা/ জ্বালাপোড়া হৃাস করে,
👉 ঘুমের উন্নতি করে,
👉 শারীরিক শক্তি বৃদ্ধি করে,
👉 রক্ত সঞ্চালন বৃদ্ধি করে,
👉 পায়ের দুর্গন্ধ দূর করে,
👉 কিডনি পরিষ্কার করে,
👉 বৃদ্ধ মানুষের বাত/ব্যথা নিপীড়ন করে ,
👉 ত্বক পরিষ্কার করে।
👉 যৌন দুর্বলতা দূর করে।
👉 শরীরের জয়েন্টগুলোতে ব্যাথা,ঘাড় এবং ব্যাক পেইন দূর করতে সাহায্য করে।
হিজামা নিন সুস্থ থাকুন।

🤍🖤 প্রতিটি মানুষের জন্য বছরে ৩-৪ বার হিজামা করানো উত্তম। কারণ হিজামা মাধ্যমে অনেক রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, তাই সুস্থ মানুষ হিজামা করালে, হিজামা কাপিং এর উপকারিতা রয়েছে।

আসুন আমরা হিজামার মাধ্যমে চিকিৎসা গ্রহন করে সুন্নাতকে জিন্দাকরি ।

📖 হিজামা সম্পর্কে কয়েকটি হাদিস -

💖হযরত আবু হুরায়রা (রা.) থেকে বর্নিত, হুজুর (সা.) বলেছেন, "জিবরাঈল (আ) আমাকে জানিয়েছেন যে, মানুষ চিকিৎসার জন্য যতসব উপায় অবলম্বন করে, তন্মধ্যে হিজামাই হলো সর্বোত্তম । (আল-হাকিম : ৭৪৭০)

💖হযরত জাবির (রা.) থেকে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
“নিশ্চয় হিজামায় শেফা রয়েছে ।”
(সহীহ মুসলিম, হাদীছ নম্বর: ২২০৫)

💖হযরত আব্দু্ল্লাহ ইবনে আব্বাস (রা.) থেকে বর্নিত : রাসূলুল্লাহ (সা.) বলেছেন,"হিজামা গ্রহণকারী কতোই উত্তম লোক! সে দূষিত রক্ত বের করে মেরুদন্ড শক্ত করে ও দৃষ্টিশক্তি প্রখর করে!"
(সুনানে তিরমিযী; ২০৫৩)

💖হযরত আনাস (রা) হতে বর্নিত, রাসূলুল্লাহ (সা.) এরশাদ করেন, "গরম বৃদ্ধি পেলে হিজামার সাহায্য নাও। কারন, কারো রক্তচাপ বৃদ্ধি পেলে তার মৃত্যু হতে পারে । (আল- হাকিম :৭৪৮২)

হিজামাই ডিটক্সিফিকেশনের একমাত্র নেচারাল পদ্ধতি । এই পদ্ধতিতে শরীর থেকে দূষিত রক্ত বের করা হয় যা শরীর কে সতেজ ও অধিক কর্মক্ষম করে ।

হিজামা হচ্ছে এমন প্রাচীন চিকিৎসা পদ্ধতি, যাতে মানুষের সকল প্রকার শারীরীক, মানসিক ও আধ্যাত্নিক সুস্থ্যতা বিদ্যমান রয়েছে ।

হিজামা সঠিক ভাবে করা হলে এর কোন প্রকার পার্শ্বপ্রতিক্রিয়া নাই।

★★★★★★★★★★★★★★★ 🚖 আমাদের চেম্বারের ঠিকানাঃ-সেন্টারঃ যাত্রাবাড়ী চৌরাস্তা, ঢাকা- ১২০৪।
🏠 সারা ঢাকায় ও আশেপাশে
হোম সার্ভিস দিয়ে থাকি
____________________________
সেন্টারে আসার। আগে অবশ্যই ফোনে কথা বলে আসবেন। ☎️ 01988 370653 🇧🇩
( imo & whatsapp)
হিজামা সম্পর্কে বিস্তারিত জানতে কল করুনঃ

#আলহিজামাবিডি #হিজামাবিডি

🔲 কারো কোনো কোন প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন ।।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Hijama Cupping Center posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram