03/12/2025
# # সম্মানিত রোগীরা আমাকে আপনাদের দোয়ায় রাখবেন ।
আলহামদুলিল্লাহ! এশিয়ান সোসাইটি অফ এন্ডোমেট্রিওসিস অ্যান্ড অ্যাডেনোমায়োসিস-এর ফ্যাকাল্টি সদস্য ও অ্যাম্বাসেডর হিসেবে স্বীকৃতি পেয়ে সত্যিই আনন্দিত!!
এন্ডোমেট্রিওসিস ও অ্যাডেনোমাইওসিস নিয়ে আমার নিবেদিতপ্রাণ কাজ আরও আবেগ ও উদ্দীপনা নিয়ে চলতে থাকবে ইনশাআল্লাহ !
এন্ডোমেট্রিওসিস ও অ্যাডেনোমাইওসিস প্রতিটি রোগীর পাশে থাকা, সচেতনতা বৃদ্ধি, সময়মতো সঠিক নির্ণয় এবং উন্নত চিকিৎসার জন্য কাজ করাই আমার প্রতিদিনের প্রেরণা।
Asian Society of Endometriosis and Adenomyosis আমাকে “Member of Faculty” হিসেবে সম্মানিত করায় আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। এই স্বীকৃতি আমাকে আরও বেশি উৎসাহিত করে—আমাদের কমিউনিটির জন্য আরও শক্তিশালীভাবে কাজ করার জন্য।
আমরা একসঙ্গে এগিয়ে যাব এবং পরিবর্তন তৈরি করব আমাদের এন্ডোমেট্রিওসিস ফাইটারদের জন্য!