Physio Abul kalam

Physio Abul kalam amaer ay page sob dhorner equipment poya jay

23/05/2025
বেলস পালসি কিবেলস পলসি হল এক ধরনের ফেসিয়াল প্যারালাইসিস যার ফলে মুখের আক্রান্ত পাশে মুখের পেশী নিয়ন্ত্রণে সাময়িক অক্ষ...
09/05/2025

বেলস পালসি কি

বেলস পলসি হল এক ধরনের ফেসিয়াল প্যারালাইসিস যার ফলে মুখের আক্রান্ত পাশে মুখের পেশী নিয়ন্ত্রণে সাময়িক অক্ষমতা দেখা দেয়। বেশিরভাগ ক্ষেত্রে, দুর্বলতা সাময়িক এবং কয়েক সপ্তাহের মধ্যে উল্লেখযোগ্যভাবে উন্নত হয়।

বেলস পালসি হলো ফেসিয়াল পালসি। ফেসিয়াল পালসি দুই ধরনের হয়।
১. মুখের এক পাশ কপাল থেকে শুরু করে একদম থুতনি পর্যন্ত যদি প্যারালাইজড হয়ে গেলে এটাকে লোয়ার মোটর নিউরন টাইপ অব ফেসিয়াল পালসি বলে।
২. কপালের অংশ বাদে চোখ থেকে নিচের অংশ প্যারালাইজড হলে সেটাকে আপার মোটর নিউরন টাইপ অব ফেসিয়াল পালসি বলে।

সহজ ভাষায়
মুখের যেকোনো এক সাইডের বেকে যাওয়াকেই বেলস পালসি বলে । এর জেনেটিক কোনো কারণ নেই এবং যে কোনো বয়সের মানুষ এতে আক্রান্ত হতে পারে। তবে চিকিৎসা বিজ্ঞানীদের পর্যবেক্ষণ হচ্ছে তরুণ বয়সে বেশি হয়। পুরুষ, মহিলা, এমনকি শিশুদেরও এ রোগ হতে পারে।

কেন হয়?
এই রোগটি হওয়ার মূল কারণ অজানা। কিন্তু তথ্য প্রমাণ আছে যে, কিছু কিছু ভাইরাসের কারণে এই বেলস পালসি হয়। যেমন, হার্পিস সিমপ্লেক্স ভাইরাসের ও হার্পিস জোস্টার ভাইরাস দিয়ে বেলস পালসি হয়। এ ছাড়া সারকোডোসিস, লাইম ডিজিজের কারণেও বেলস পালসি হতে পারে।

এই ভাইরাস কখন হয়
সিজনাল পরিবর্তন হলে তখন এই ভাইরাস হয়। শীতের পরে গরম অথবা গরমের পর শীতকালে ভাইরাসের বংশ বৃদ্ধির মোক্ষম সময়। বংশ বৃদ্ধি বেশি হলে তখন ভাইরাসের আক্রমণও বেশি হবে। এই সময়গুলোতে বেলস পালসি বেশি হয়। আবার অন্য সময়গুলোতেও হতে পারে। ঠাণ্ডা জনিত খাবার বেশি খেলে হতে পারে।

চিকিৎসা
মেডিসিন
ফিজিওথেরাপি

30/05/2023

মেডিসিন বিশেষজ্ঞ সহযোগী অধ্যাপক ডাঃ রণজিৎ সেন চৌধুরী

অ্যাপয়েন্টমেন্ট করতে, কল করুন +880247115531 , +880247112583

30/05/2023

নবজাতক, শিশু ও কিশোর রোগ বিশেষজ্ঞ

অধ্যাপক ডাঃ জসিম উদ্দিন মজুমদার
অ্যাপয়েন্টমেন্ট করতে, কল করুন +880247115531 , +880247112583

30/05/2023

মূত্রতন্ত্রের রোগ নিয়ে চিন্তা না করে যোগাযোগ করুন আজই।

অধ্যাপক ডাঃ মোঃ হাবিবুর রহমান (দুলাল)
এমবিবিএস, এফসিপিএস (সার্জারী), এমএস (ইউরোলজী)
ইউরোলজিষ্ট, ল্যাপারোস্কপিক ও ট্রান্সপ্লান্ট সার্জন
অধ্যাপক, ইউরোলজী বিভাগ
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা

অ্যাপয়েন্টমেন্ট নিতে কল করুনঃ
০২৪৭১১২৫৮৩, ০২৪৭১১৫৫৩১

ঠিকানাঃ
৩,৪ পাটুয়াটুলি, সদরঘাট, ঢাকা-১১০০

07/07/2021

উন্নত মানের আই আর আর স্টক সীমিত প্রয়োজনে যোগাযোগ করুন ‌>>০১৭৭৩২৩১০১৭

07/07/2021

সু খবর সু খবর সু খবর

ফিজিও ইকুইপমেন্ট বিডি এর পক্ষ থেকে

আপনাদের জন্য নিয়ে এলো (এল ই ডি IRR) আই আর আর
যাহা রোগীদের জন্য খুব ভালো কাজ করে এবং
ফিজিওথেরাপিষ্টরা
সহজেই কেরি করতে পারবে একটি অত্যাধুনিক আই আর আর মেশিন টি অনলাইনে শুধু পাওয়া যাচ্ছে স্টক সিমিত?

03/06/2021

Hot/colt gel pack acute and chronic pain therapy

Hot/Cold gel pack microwaveable -Reusable... Acute &chronic pain therapy medium size Prices in== 400 taka Only
03/06/2021

Hot/Cold gel pack microwaveable -Reusable... Acute &chronic pain therapy
medium size
Prices in== 400 taka Only

আসসালামুয়ালাইকুম আশা করি সবাই ভালো আছেনযাদের অনেক দিন যাবত হাঁটুর ব্যথা এবং ভাল ভাবে হাঁটতে পারে না তাহাদের জন্যKnee ca...
08/05/2021

আসসালামুয়ালাইকুম আশা করি সবাই ভালো আছেন
যাদের অনেক দিন যাবত হাঁটুর ব্যথা এবং ভাল ভাবে হাঁটতে পারে না তাহাদের জন্য
Knee cap
যোগাযোগ করুণ এবং ইন বক্স করুন
কোড নং ১০৩

আসলামুয়ালাইকুম আসা করি সবাই ভাল আছেনআজ আমি আপনাদের জন্য নিয়ে আসলাম অসাধারণ একটি ফিজিওথেরাপি ও শরীরচর্চা জন্য থেরাবেন্ট...
07/05/2021

আসলামুয়ালাইকুম আসা করি সবাই ভাল আছেন
আজ আমি আপনাদের জন্য নিয়ে আসলাম অসাধারণ একটি ফিজিওথেরাপি ও শরীরচর্চা জন্য থেরাবেন্ট যা সবার উপকারী এই থেরাবেন্ট সুস্থ ও‌ অসুস্থ সব ধরনের মানুষ ব্যবহার করতে পারবেন ?
কোড নং /১০২

Address

Dhaka

Telephone

+8801973231017

Website

Alerts

Be the first to know and let us send you an email when Physio Abul kalam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share