Labaid Wellness Center

Labaid Wellness Center Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Labaid Wellness Center, Health & Wellness Website, Fulbaria.

চুল পড়া শুধু বাহ্যিক সমস্যা নয় – হতে পারে শরীরের ভেতরের অ্যালার্ম!📉 অতিরিক্ত চুল পড়া = পুষ্টির ঘাটতি / হরমোনের সমস্যা🧪 এ...
17/07/2025

চুল পড়া শুধু বাহ্যিক সমস্যা নয় – হতে পারে শরীরের ভেতরের অ্যালার্ম!
📉 অতিরিক্ত চুল পড়া = পুষ্টির ঘাটতি / হরমোনের সমস্যা

🧪 এখনই আয়রন ও ভিটামিন D পরীক্ষা করুন
✨ চুলের যত্ন শুরু হোক ভিতর থেকে, সুস্থ শরীর গড়েই আসুক ঝলমলে চুল!

📍 পরামর্শ নিন বিশেষজ্ঞের, সঠিক টেস্ট করান নিয়মিত।

ঘুম ঠিক নেই? শুধু মাথা নয়, পুরো শরীর দিচ্ছে সিগনাল!অনিদ্রা বা ঘুমে সমস্যা শরীরের প্রতিটি অঙ্গকে প্রভাবিত করে।⚠️ ঘুমের ঘা...
16/07/2025

ঘুম ঠিক নেই? শুধু মাথা নয়, পুরো শরীর দিচ্ছে সিগনাল!
অনিদ্রা বা ঘুমে সমস্যা শরীরের প্রতিটি অঙ্গকে প্রভাবিত করে।

⚠️ ঘুমের ঘাটতির ফলে হতে পারে:
🔸 মনোযোগে ঘাটতি
🔸 মুড সুইং বা আচরণগত পরিবর্তন
🔸 উচ্চ রক্তচাপ
🔸 রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস

🛌 সময়মতো ঘুমানো আর সঠিক ঘুমের অভ্যাসই হতে পারে সুস্থ জীবনের চাবিকাঠি।

15/07/2025

আজকের একটু সচেতনতা, আগামীর শতভাগ নিশ্চয়তা

সুস্থ ভবিষ্যতের জন্য আজই নিজে সচেতন হোন, পরিবারকে সচেতন করুন।
✅ নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা
✅ সঠিক খাদ্যাভ্যাস
✅ পরিমিত ব্যায়াম
✅ মানসিক স্বাস্থ্যের যত্ন

আপনার সচেতনতাই আপনার প্রিয়জনের নিরাপত্তা।

📞 স্বাস্থ্য পরীক্ষা বা পরামর্শের জন্য কল করুন: -01766662661

সুস্থ জীবনের জন্য সচেতন খাদ্যাভ্যাস!আপনার প্রতিদিনের খাবারে যদি না থাকে যথেষ্ট প্রোটিন, ফাইবার ও ভিটামিন, তবে শরীরে ধীরে...
14/07/2025

সুস্থ জীবনের জন্য সচেতন খাদ্যাভ্যাস!
আপনার প্রতিদিনের খাবারে যদি না থাকে যথেষ্ট প্রোটিন, ফাইবার ও ভিটামিন, তবে শরীরে ধীরে ধীরে দেখা দিতে পারে দুর্বলতা ও নানা অসুস্থতা।

✅ কী রাখবেন আপনার খাদ্যতালিকায়:
🍎 রঙিন ফল ও শাকসবজি
🥜 বাদাম ও দানা জাতীয় খাবার
💧 পর্যাপ্ত পানি
🚫 চিনি ও প্রক্রিয়াজাত খাবার এড়িয়ে চলুন

স্বাস্থ্যই আসল সম্পদ — এখনই সচেতন হোন।

হঠাৎ মন খারাপ? বিষয়টা ছোট করে দেখবেন না!এর পেছনে থাকতে পারে ঘুম, খাবার বা পানির ঘাটতি।মস্তিষ্কে কেমিক্যাল ভারসাম্য নষ্ট ...
13/07/2025

হঠাৎ মন খারাপ? বিষয়টা ছোট করে দেখবেন না!
এর পেছনে থাকতে পারে ঘুম, খাবার বা পানির ঘাটতি।

মস্তিষ্কে কেমিক্যাল ভারসাম্য নষ্ট হলেই
মন হয়ে পড়ে ভারাক্রান্ত।

✅ সময়মতো খাবার
✅ পর্যাপ্ত ঘুম
✅ প্রয়োজনীয় পানি

— এই তিনটি অভ্যাসই রাখতে পারে আপনাকে মানসিকভাবে সুস্থ।

🌿 সুস্থ মন মানেই সুস্থ জীবন।

সারাদিন ডেস্কে বসে কাজ?সুস্থ থাকতে চাইলে প্রতি ৩০ মিনিটে ছোট্ট একটা ব্রেক নিন!🕔 মাত্র ৫ মিনিটেই চাঙ্গা হোন—✅ উঠে দাঁড়ান✅...
12/07/2025

সারাদিন ডেস্কে বসে কাজ?
সুস্থ থাকতে চাইলে প্রতি ৩০ মিনিটে ছোট্ট একটা ব্রেক নিন!

🕔 মাত্র ৫ মিনিটেই চাঙ্গা হোন—
✅ উঠে দাঁড়ান
✅ ঘাড়-মাথা স্ট্রেচ করুন
✅ চোখকে দিন বিশ্রাম

এতে কমবে ব্যাকপেইন, বাড়বে মনোযোগ আর প্রোডাকটিভিটি!
অফিসে কাজ আর নিজের যত্ন—দুটোই একসাথে সম্ভব!

🌍 বিশ্ব জনসংখ্যা দিবস 🌍সকলের জন্য স্বাস্থ্য, শিক্ষা ও সুস্থ জীবন নিশ্চিত করতে হলে প্রয়োজন সচেতনতা ও দায়িত্বশীলতা।📢 জনসংখ...
12/07/2025

🌍 বিশ্ব জনসংখ্যা দিবস 🌍

সকলের জন্য স্বাস্থ্য, শিক্ষা ও সুস্থ জীবন নিশ্চিত করতে হলে প্রয়োজন সচেতনতা ও দায়িত্বশীলতা।

📢 জনসংখ্যা নয়, গুণগত মানে গড়ি উন্নত আগামী।
সচেতন হোন, দায়িত্ব নিন—আগামী প্রজন্মের জন্য একটি সুস্থ-সবল পৃথিবী গড়তে এগিয়ে আসুন।

প্রাকৃতিক নারিকেল তেলের একটি বিশেষত্ব জেনে নিন
09/07/2025

প্রাকৃতিক নারিকেল তেলের একটি বিশেষত্ব জেনে নিন

🍔❌ ফাস্ট ফুড নয়, বেছে নিন স্বাস্থ্যকর জীবনধারা! 🥗🍎রঙিন সবজি ও তাজা ফলমূল শুধু শরীরকে রোগমুক্ত রাখে না,👉 মনকে রাখে প্রফুল...
08/07/2025

🍔❌ ফাস্ট ফুড নয়, বেছে নিন স্বাস্থ্যকর জীবনধারা! 🥗🍎

রঙিন সবজি ও তাজা ফলমূল শুধু শরীরকে রোগমুক্ত রাখে না,
👉 মনকে রাখে প্রফুল্ল
👉 ত্বককে করে উজ্জ্বল ও প্রাণবন্ত!

আজ থেকেই খাদ্য তালিকায় যুক্ত করুন:
✅ গাজর, বিট, পালং শাক
✅ আপেল, কমলা, কলা
✅ বাদাম, দই, ও পর্যাপ্ত পানি

ভেতর থেকে সুস্থ থাকলে, বাইরেটাও ঝলমল করবে!

ওজন নিয়ন্ত্রণ শুরু হোক আজ, মাত্র ৩টি অভ্যাসে!🥗 রাতে হালকা খাবার🚶‍♂️ দিনে ৩০ মিনিট হাঁটা❌ মিষ্টি ও প্রসেসড খাবার কমানোধীর...
07/07/2025

ওজন নিয়ন্ত্রণ শুরু হোক আজ, মাত্র ৩টি অভ্যাসে!

🥗 রাতে হালকা খাবার
🚶‍♂️ দিনে ৩০ মিনিট হাঁটা
❌ মিষ্টি ও প্রসেসড খাবার কমানো

ধীরে ধীরে ওজন কমান, কিন্তু নিয়মিতভাবে!
🎯 ছোট পরিবর্তনেই আসে বড় ফল!

World Rural Development Day 🌿আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি মানসম্মত স্বাস্থ্যসেবা যেন শুধু শহরেই নয়, দেশের প্রতিটি প্রান্তি...
05/07/2025

World Rural Development Day 🌿

আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি মানসম্মত স্বাস্থ্যসেবা যেন শুধু শহরেই নয়, দেশের প্রতিটি প্রান্তিক অঞ্চলেও পৌঁছে যায় সমানভাবে।

এই লক্ষ্যেই ল্যাবএইড ডায়াগনস্টিকস বিস্তৃত হয়েছে দেশের বিভিন্ন জেলা ও উপজেলা শহরে।

✅ CAP সার্টিফায়েড ল্যাব, আন্তর্জাতিক মানের পরীক্ষা-নিরীক্ষা, দক্ষ স্বাস্থ্যকর্মী ও নির্ভুল রিপোর্ট—এই সবকিছুর সমন্বয়ে আমরা তৈরি করেছি দেশের গ্রামীণ জনগণের জন্য একটি নির্ভরযোগ্য স্বাস্থ্যসেবার কাঠামো।

ল্যাবএইড আছে সবার পাশে সুস্থ বাংলাদেশের স্বপ্ন নিয়ে।

💇‍♀️ চুল পড়া শুধু বাইরের সমস্যা নয়!এটা হতে পারে শরীরের ভেতরের গুরুত্বপূর্ণ সংকেত।⚠️ অতিরিক্ত চুল পড়া মানে:🔸 আয়রনের ঘাটতি...
05/07/2025

💇‍♀️ চুল পড়া শুধু বাইরের সমস্যা নয়!

এটা হতে পারে শরীরের ভেতরের গুরুত্বপূর্ণ সংকেত।

⚠️ অতিরিক্ত চুল পড়া মানে:
🔸 আয়রনের ঘাটতি
🔸 ভিটামিনের অভাব
🔸 হরমোনের ভারসাম্যহীনতা

🧪 আজই করুন আয়রন ও হরমোন টেস্ট।

Address

Fulbaria

Alerts

Be the first to know and let us send you an email when Labaid Wellness Center posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Labaid Wellness Center:

Share