Afiyah Women's Hijama Therapy

Afiyah Women's Hijama Therapy A Sunnah Oriented Treatment for Women

কারপাল টানেল সিনড্রোম এর রিভিউ- আন্টি বয়স ৪০ বছর। অনেক দিন ধরে এই সমস্যায় ভুগছিলেন। হিজামার কয়েকটি সেশন নেওয়ার পর ইনবক্...
10/08/2025

কারপাল টানেল সিনড্রোম এর রিভিউ-
আন্টি বয়স ৪০ বছর। অনেক দিন ধরে এই সমস্যায় ভুগছিলেন। হিজামার কয়েকটি সেশন নেওয়ার পর ইনবক্সে উনার রিভিউ আলহামদুলিল্লাহ।
আমাদের মাঝে অনেকেই এই রোগে ভুগছেন,কিন্তু রোগ সম্পর্কে জানা নেই। রোগটি নিয়ে আরেকদিন বিস্তারিত লিখবো ইন শা আল্লাহ।

আলহামদুলিল্লাহ, সুন্নাহ ডেটকে সাথে নিয়ে আমাদের  হিজামা শুরু হচ্ছে। এপয়েন্টমেন্ট সংক্রান্ত সকল তথ্য পেতে পেইজে ইনবক্স করু...
09/08/2025

আলহামদুলিল্লাহ, সুন্নাহ ডেটকে সাথে নিয়ে আমাদের হিজামা শুরু হচ্ছে।

এপয়েন্টমেন্ট সংক্রান্ত সকল তথ্য পেতে পেইজে ইনবক্স করুন,ইন শা আল্লাহ।



• জুম'আর দিনের বিশেষ রিমাইন্ডারএই বরকতময় এবং ফজিলতপূর্ণ দিনটি আমাদের আত্মশুদ্ধির এক সুবর্ণ সুযোগ। আমরা যেন এই পবিত্র দি...
08/08/2025

• জুম'আর দিনের বিশেষ রিমাইন্ডার

এই বরকতময় এবং ফজিলতপূর্ণ দিনটি আমাদের আত্মশুদ্ধির এক সুবর্ণ সুযোগ। আমরা যেন এই পবিত্র দিনের প্রতিটি মুহূর্তকে কাজে লাগাতে পারি ইন শা আল্লাহ। ইবাদত-বন্দেগি, দোয়া এবং নেক আমলের মাধ্যমে নিজেদের পরিশুদ্ধ করতে পারি। আজকের দিনটি যেন কোনোভাবেই আমাদের বিফলে না যায়।

জুম'আর দিনের কিছু গুরুত্বপূর্ণ আমল:

𖦹 জুম'আর নামাজে সময়মতো উপস্থিত হোন।
𖦹 সূরা আল-কাহফ তিলাওয়াত করুন (সহিহ হাদীসে এই সূরার অনেক ফজিলত এসেছে)।
𖦹 আল্লাহর কাছে বেশি বেশি দুআ করুন। কেননা আজকের দিনে দুআ কবুল হওয়ার বিশেষ মুহূর্ত রয়েছে।
𖦹 সদাকাহ্ করুন কমপক্ষে এক টাকা করে হলেও।
𖦹 রাসূলুল্লাহ ﷺ এর উপর প্রচুর দুরুদ পাঠ করুন। দুরুদ জুম'আর দিনের সর্বোত্তম আমলগুলোর মধ্যে একটি।

আল্লাহ সুবনাহু ওয়া তাআলা আমাদের সবাইকে উত্তমরূপে কবুল করুন। এবং এই দিনটিকে আমাদের জন্য ফলপ্রসূ করুন।

বর্তমান সময়ে কা'লো জা'দু, খা'রা'প জ্বী'ন দ্বারা অনেক ভাই-বোন আ'ক্রা'ন্ত। এটা যে কতটা খা'রা'প ও কিভাবে মানুষের ক্ষ'তি করে...
07/08/2025

বর্তমান সময়ে কা'লো জা'দু, খা'রা'প জ্বী'ন দ্বারা অনেক ভাই-বোন আ'ক্রা'ন্ত। এটা যে কতটা খা'রা'প ও কিভাবে মানুষের ক্ষ'তি করে তার একটা প্র'ভাব বুঝা যায় রুকাইয়া গ্রুপগুলোতে ঢুকলে।

অনেকক্ষেত্রে এটা মানুষকে মৃ'ত্যু পর্যন্ত নিয়ে যায়। আর এই ব'দ জ্বী'ন ও কা'লো জা'দুতে আ'ক্রা'ন্ত হওয়ার অন্যতম বড় কারণ হলো :

শাইখ মুহাম্মাদ ইবনে সালেহ আল-উসাইমিন (রাহিমাহুল্লাহ) বলেন —

“যখন মানুষ সকাল-সন্ধ্যা ও ঘুমানোর আযকার পড়া ভুলে গেল, তখন তাদের মধ্যে জ্বীনের প্র'ভা'ব বাড়তে লাগল এবং জ্বীনরা তাদের উপর প্র'ভা'ব বি'স্তার করতে লাগল।”

[লিক্বা আল-বাব আল-মাফতূহ, ১৯৭]

©
06/08/2025

©

PCOD – নারীর নীরব শত্রু ! বর্তমানে প্রতি ১০ জন নারীর মধ্যে ৩ জন PCOD (Polycystic Ovarian Disease)-এর সমস্যায় ভুগছেন। এটি...
05/08/2025

PCOD – নারীর নীরব শত্রু !
বর্তমানে প্রতি ১০ জন নারীর মধ্যে ৩ জন PCOD (Polycystic Ovarian Disease)-এর সমস্যায় ভুগছেন। এটি শুধুমাত্র অনিয়মিত পিরিয়ড বা ওজন বৃদ্ধির সমস্যা নয়— বরং এটি হরমোনের ভারসাম্য নষ্ট করে নারীর পুরো জীবনকেই প্রভাবিত করতে পারে। শরীরে নানান জটিলতা সৃষ্টি করে।

🩺 PCOD-এর সাধারণ লক্ষণসমূহ: ✅ অনিয়মিত পিরিয়ড
✅ মুখে ও শরীরে অতিরিক্ত লোম (Hair Growth)
✅ ওজন বৃদ্ধি ও স্থূলতা
✅ ব্রণ ও ত্বকের সমস্যা
✅ চুল পড়ে যাওয়া (Hair Thinning)
✅ মানসিক চাপ ও হতাশা ✅ গর্ভধারণে সমস্যা (Infertility)

🍃 সমাধান আছে সচেতনতায়:
🔸 সঠিক খাদ্যাভ্যাস
🔸 নিয়মিত ব্যায়াম ও শরীরচর্চা
🔸 মানসিক চাপ কমানো
🔸 নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা
🔸 প্রাকৃতিক থেরাপি (যেমন: হিজামা, হালাল হেলথ কেয়ার)

তবে মেডিকেল ট্রিটমেন্টের পাশাপাশি সুন্নাতি চিকিৎসা পদ্ধতি হিজামা (Hijama Therapy) প্রাকৃতিক উপায়ে PCOD-এর উপশমে কার্যকর ভূমিকা রাখতে পারে, ইন-শা-আল্লাহ।

তাই চলুন আজ জেনে নেই PCOD-এ হিজামার উপকারিতা:
✅ শরীরের টক্সিন ও দূষিত রক্ত পরিষ্কার করে হরমোনের ভারসাম্য ফিরিয়ে আনে।
✅ ডিম্বাণু উৎপাদন (Ovulation) স্বাভাবিক করে।
✅ অনিয়মিত পিরিয়ড সঠিক হতে সহায়তা করে।
✅ মানসিক চাপ ও হতাশা কমায়। ✅ ইনসুলিন রেজিস্ট্যান্স ও মেটাবলিজম ঠিক করে।
✅ গর্ভধারণে সহায়ক ভূমিকা রাখে

#নারীর_স্বাস্থ্য



বর্তমানে আম্মু সিসিইউ সাপোর্টে আছেন। যার কারনে কিছু সময়ের জন্য পেজের সকল কার্যক্রম সাময়িক বিলম্ব হতে পারে। আশা করি এই কঠ...
31/07/2025

বর্তমানে আম্মু সিসিইউ সাপোর্টে আছেন। যার কারনে কিছু সময়ের জন্য পেজের সকল কার্যক্রম সাময়িক বিলম্ব হতে পারে। আশা করি এই কঠিন সময়ে সবরের সাথে আমাদের পাশে থাকবেন। ইনশাআল্লাহ সিচুয়েশন কিছুটা নরমাল হলে পেইজের রেগুলার কার্যক্রম দ্রুত শুরু করা হবে।আম্মু ও আমার পরিবারের জন্য দোয়া দরখাস্ত রইল সবার কাছে।
জাযাকুমুল্লাহ খাইর।




ইক্বরা টিভি। সরাসরি ফোনালাপের অনুষ্ঠান চলছে। উপস্থাপনায় আছেন শায়খ আব্দুল্লাহ শাহাদাত। এক মহিলা কল করলো।-আসসালামু আলাইকুম...
29/07/2025

ইক্বরা টিভি। সরাসরি ফোনালাপের অনুষ্ঠান চলছে। উপস্থাপনায় আছেন শায়খ আব্দুল্লাহ শাহাদাত। এক মহিলা কল করলো।

-আসসালামু আলাইকুম।
-ওয়া 'আলাইকুমুস সালাম।
-শায়খ! আমি অনেক বড় গুনাহ করে ফেলেছি। আল্লাহ তা'আলা কি আমাকে ক্ষমা করবেন?
-কেনো ক্ষমা করবেন না, অবশ্যই ক্ষমা করবেন। নিশ্চই তিনি অতি ক্ষমাশীল অতি দয়ালু।
আল্লাহ তায়ালা বলেছেন, (আপনি বলে দিন, হে আমার বান্দারা! যারা নিজেদের উপর বাড়াবাড়ি করেছো! আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ মাফ করে দেন। নিশ্চয় তিনি পরম ক্ষমাশীল, অসীম দয়ালু(যুমারঃ ৫৩)।

- কিন্তু আমার গুনাহটা অনেক বড় আর গুরুতর। আল্লাহ কিছুতেই আমাকে ক্ষমা করবেন না।

- না বোন! আপনি এমনটা ভাববেন না। আল্লাহ তা'আলা বলেছেন,
(নিশ্চয়ই আল্লাহ তার সাথে শিরক করাকে ক্ষমা করেন না। এছাড়া আর (সব) পাপ তিনি যাক ইচ্ছা ক্ষমা করে দেন। আর যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করে সে ঘোরতর ভ্রান্তিতে পতিত হয়। (নিসাঃ১১৬)

-আমি সাত-সাতবার হজ করেছি। কিন্তু এ পর্যন্ত একবারও কা'বাঘর নিজ চোখে দেখতে পাইনি।

শায়খঃ ইয়াল্লাহ! ইয়া রাব!

মহিলাঃ আমি হেরেমে প্রবেশ করার পর তাওয়াফ কারীদেরকে দেখি, কিন্তু কা'বাঘর দেখতে পাই না। এমনকি একজন আমার হাত ধরে কা'বা শরী ছুঁইয়েও দেখিয়েছি। আমি হাত দিয়ে কা'বা ধরতে পেরেছি। কিন্তু কা'বা আমার সামনে দৃশ্যমান হয়নি।

শায়খঃ তাহলে তো দেখা যাচ্ছে আপনার পাপটা সত্যিই গুরুতর। বলুনতো কি এমন পাপ করেছেন? নিশ্চিত হয়ে বলুন, যাতে আমার বুঝতে সুবিধা হয়।

মহিলাঃ আমি অশ্লীল কাজে লিপ্ত ছিলাম। বিয়ের পরও অনেকবার হয়েছে। আমি ঠিক বলতে পারছি না, কোন পাপের কারনে আমার এই অবস্থা হয়েছে।

শায়খঃ অসম্ভব! এটা ছাড়াও অন্য কোনো পাপ আছে। শুধু অশ্লীলতার জন্য এমনটা ঘটতে পারে না। আপনি ভেঙে বলুন। আপনি কী করেছেন?

মহিলাঃ সত্যি কথা বলতে কি, আমি একজন নার্স। আমার গোপনে সম্পর্ক ছিলো একদল ব্ল্যাকম্যাজিক (কালোজাদু) চর্চাকারীদের সাথে। তারা নানাভাবে জাদুচর্চা করতো। তারা শবসাধনা করতো।

জাদুকরের শিখিয়ে দেয়া নিয়মানুযায়ী, হাসপাতালের হিমাগারে চুরি করে প্রবেশ করতাম। শবগুলো মুখে 'বিশেষ কাজ" করে মুখগুলো সেলাই করে দিতাম। শবগুলোকে এই অবস্থাতেই দাফন করা হতো। এই ন্যাক্কারজনক কাজ অসংখ্যবার করেছি।

শায়খঃ এমন কাজ কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। জাদুবিদ্যা তো শিরক।
নিশ্চয়ই শিরক বড় পাপ (লুকমানঃ১৩)

দুই সপ্তাহ পরে, ইক্বরা অনুষ্ঠানে একটা ফোন আসলো।

-আসসালামু আলাইকুম
- ওয়া 'আলাইকুমুস সালাম।
- হ্যালো শায়খ! দু' সপ্তাহ আগে একজন মহিলা ফোন করেছিলেন, আমি তার সন্তান।

শায়খঃ জি, বাবা! চিনতে পেরেছি। বলো কি খবর।

ছেলেঃ শায়খ! আমার আম্মু ইন্তিকাল করেছেন। তার মৃত্যুটা স্বাভাবিকভাবেই হয়েছে। কিন্তু দাফনের সময় এমন একটা ঘটনা ঘটেছে, আমরা কেউ ধারণাও করতে পারি নি এমনটা কখনো ঘটতে পারে।

শায়খঃ কী ঘটনা?

ছেলেঃ জানাযার পর আমরা কবরস্থানে গেলাম। লাশ কবরে নামাতে গিয়েই বিপত্তি বাঁধলো। আমরা কবরে নামলেই কবরটা সংকুচিত হয়ে আসে। লাশ বের করলে কবরটা আবার ঠিক হয়ে যায়। আবার লাশ নামালে কবরটা সংকুচিত হয়ে যায়। এমনকি আমাদের পক্ষে ভেতরে দাঁড়ানোও অসম্ভবত হয়ে দাড়িয়েছিলো। এ ঘটনা দেখে, সাথে যারা ছিলো ভয়ে পারলিয়ে গেলো। তারা বললো, তোমার মা হয়তো এমন কোনও কাজ করেছে যে, কবর তাকে গ্রহণ করতে চাচ্ছে না। আমি বসে বসে কাঁদতে লাগলাম। এমন সময় দেখলাম একজন বৃদ্ধ লোক আসলে। তার পোশাক ছিলো অত্যন্ত উজ্জ্বল আর শুভ্র। দেখলেই মন ভালো হয়ে যায় এমন একজন মানুষ। তাকে দেখেই আমার মনে হলো, আমার আমনে এজন ফিরিশতা দাঁড়িয়ে আছেন। বিশেষ করে তার সাথে কথা বলে বিশ্বাসটা আরও বদ্ধমূল হলো। তিনি বললেন,

তোমার আম্মুকে যেভাবে আছে রেখে চলে যাও। পেছনে ফিরে তাকাবে না। আমি কোনও কথা না বলে চলে আসলাম। কিছুদূর আসার পর আমি আর কৌতূহল দমন করতে পারলাম না। আমার মায়ের কী হলো সেটা না দেখে বাড়ি যেতে মন টানছিলো না। পেছন ফিরে তাকালাম। দেখলাম, আকাশ থেকে প্রকাণ্ড এক অগ্নিগোলক ছুটে আসলো। চোখের নিমিষেই আম্মার লাশটাকে পুড়িয়ে ছাই করে দিলো। খাটিয়াসহ পুড়ে ছাই হয়ে গেলো।

আগুনের উত্তাপ এত প্রবল ছিল যে, এতদূর থেকেও আমার মুখটা ঝলসে গেল। শুধু দুচোখ অক্ষত রইলো।

আমি চিন্তিত হয়ে গেলাম, আমার চেহারা কেনো ঝলসে গেলো? আল্লাহ কি আমার প্রতি নারাজ?

শায়খঃ প্রিয় বৎস! সম্ভবত আল্লাহ তা'আল মায়ের পাপ থেকে তোমাকে পবিত্র করতে চেয়েছেন। তুমি তো তোমার মায়ের হারাম উপার্জনেই বড় হয়েছো। আল্লাহকে ভয় করো। তাঁর কাছেই ক্ষমা চাও। আল্লাহ আ'আলা তোমার জন্য যা দিয়েছেন তা নিয়ে সন্তুষ্ট থাকো।

[যারা যাদুকর/কবিরাজ/কুফরী হুজুরদের কাছে যান তারা নিজেদের পরিনতি সম্পর্কে সচেতন হোন। তওবা করে ফিরে আসুন। মৃত্যু অতি সন্নিকটে।]

- শায়ফ আতিক উল্লাহ (হাফি.)
এর বই থেকে সংগৃহীত




27/07/2025

Mental Health এর সাথে হিজামার কোনো কানেকশন আছে বলে মনে হয়?

26/07/2025

সময়োপযোগী গুরুত্বপূর্ণ একটি আলোচনা

25/07/2025
25/07/2025






Address

Motijheel
Dhaka
1203

Opening Hours

Monday 10:00 - 17:00
Tuesday 10:00 - 17:00
Wednesday 10:00 - 17:00
Thursday 10:00 - 17:00
Saturday 10:00 - 17:00
Sunday 10:00 - 17:00

Telephone

+8801775757519

Website

Alerts

Be the first to know and let us send you an email when Afiyah Women's Hijama Therapy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Afiyah Women's Hijama Therapy:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram