
26/10/2022
# #সুন্নাহ পালনের মাধ্যমে যদি রোগ
থেকে মুক্তি মেলে, কিভাবে?
সুন্নাহ পালনের মাধ্যমে যদি রোগ থেকে মুক্তি মেলে তাহলে সেটাই উওম। আপনি যদি চান একটা সুন্নাহ আমল করার মাধ্যমে আপনি রোগ থেকে আরগ্য লাভ করলেন যা রাসূল (সা.) তার সকল উম্মত কে নির্দেশ দিয়েছেন।
হিজামা— রাসূল (সা.) -এর সুন্নাহ চিকিৎসা পদ্ধতি। নিজে হিজামা করাতেন রাসূল (সা.) এবং হিজামা করার উৎসাহমূলক নির্দেশও দিয়েছেন উম্মাহ কে। ইংরেজিতে একে বলা হয় ‘কাপিং থেরাপি’। হিজামার নানা উপকারিতার কথা আজ বৈজ্ঞানিক ভাবেও স্বীকৃত। মুসলিম-অমুসলিম নির্বিশেষে বিশ্ব সেরা সেলিব্রেটিরাও বর্তমানে নিয়মিত হিজামা করাচ্ছেন।
# #হিজামা সম্পর্কে কয়েকটি হাদিস # -
1. হযরত আবু হুরায়রা (রা.) থেকে বর্নিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, জিবরাঈল (আ.) আমাকে জানিয়েছেন যে, মানুষ চিকিৎসার জন্য যতসব উপায় অবলম্বন করে, তন্মধ্যে হিজামাই হলো সর্বোত্তম । (আল-হাকিম : ৭৪৭০)
2. হযরত আনাস (রা.) থেকে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, “আমি মেরাজের রাতে যাদের মাঝখান দিয়ে গিয়েছি, তাদের সবাই আমাকে বলেছে, হে মুহাম্মদ, আপনি আপনার উম্মতকে হিজামার আদেশ করবেন ।” (সুনানে তিরমিযী হাদীছ : ২০৫৩)
3. হযরত জাবির (রা.) থেকে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “নিশ্চয় হিজামায় শেফা রয়েছে ।” (সহীহ মুসলিম, হাদীছ নম্বর: ২২০৫)
#হিজামা করানোর ফলে # # -
শরীরের ইমিউনিটি সিস্টেম বা রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়বে।
ব্লাড সার্কুলেশন বাড়বে।
টক্সিন দূর হবে।
এনার্জি লেভেল বেড়ে যাবে।
যে যে পয়েন্টে হিজামা করা হবে সেই সেই পয়েন্টে ও সংলগ্ন এলাকায় ডিপ মেসেজ হবে ও ওই এলাকার কোষগুলো অক্সিজেন ও পুষ্টি বেশি পাবে।
এন্টি এজিং থেরাপি হিসেবে কাজ করবে।
নাইট্রিক অক্সাইড তৈরির কারণে যৌন জীবন ভালো থাকবে।
উচ্চ রক্তচাপ হওয়ার প্রবণতা কমবে।
#হিজামা না করলে কি হবে? #
১. শরীরে দূষিত রক্তের পরিমাণ বেড়ে যাবে।
২. উচ্চ রক্তচাপ হওয়ার প্রবণতা বাড়বে এবং স্ট্রোকের ঝুঁকি বেড়ে যাবে। বছরে চারবার হিজামা নিলেন ব্লাড প্রেসার এবং স্ট্রোকের ঝুঁকি থেকে মুক্তি পাওয়া যাবে।
৩. দীর্ঘমেয়াদী মাথাব্যথা(মাইগ্রেনসহ)
৪। যেকোন ধরনের ব্যাথা পায়ের গোড়ালী/হাটু ব্যথা/
বাতের ব্যথা জয়েন্ট পেইন আথ্রাইটিজ বেরে
যাবে।
৫. কালো যাদুর প্রভাবে মৃত্যু পর্যন্ত হতে পারে (যার
একমাত্র চিকিৎসা হিজামা ও রুকাইয়া শরিয়্যাহ)।
৬. লিভার ডিজিজ, দীর্ঘ মেয়াদী চর্ম রোগ, কিডনী
রোগ ইত্যাদি বেরে যাবে। যা থেকে হিজামার
মাধ্যমে পরিত্রাণ পাওয়া সম্ভব।
৭. ক্রনিক কফ, গেটে বাত, ঘাড়ে ব্যথা(Neck pain),
মাংস পেশীর ব্যথা(Muscle pain), হাড়ের
স্হানচু্তি জনিত ব্যথা(PLID),
সাইনুসাইটিস(nasal sinus),শারিরিক দুর্বলতা..
ইত্যাদি বিভিন্ন রোগের হিজামায় রোগ মুক্তি
সুন্নাহ আদায় হয়।
☎হটলাইন+8801301809347
ইমো,হোয়াটসঅ্যাপ। 01913147248
🏛 মক্কা হিজামা হেলথ কেয়ার
৩১৪/বি জে এন সাহা রোড লালবাগ
কেল্লার মোড় সোনালী ব্যাংকের পাশে।
সামসুন নাহার সুমা
🔹ডিপ্লোমা ইন হিজামা
হিজামা ওয়েলনেস সেন্টার" ব্যাঙ্গালুরু,ভারত। 🔹DUMS (study) তিব্বিয়া হাবিবিয়া কলেজঢাকা।
Visite our website: mokkahijamahealthcare.com