মক্কা হিজামা & রুকাইয়াহ

মক্কা হিজামা & রুকাইয়াহ নববী চিকিৎসালয়

 # #সুন্নাহ পালনের মাধ্যমে যদি রোগ    থেকে মুক্তি মেলে, কিভাবে?সুন্নাহ পালনের মাধ্যমে যদি রোগ থেকে মুক্তি মেলে তাহলে সেট...
26/10/2022

# #সুন্নাহ পালনের মাধ্যমে যদি রোগ
থেকে মুক্তি মেলে, কিভাবে?

সুন্নাহ পালনের মাধ্যমে যদি রোগ থেকে মুক্তি মেলে তাহলে সেটাই উওম। আপনি যদি চান একটা সুন্নাহ আমল করার মাধ্যমে আপনি রোগ থেকে আরগ্য লাভ করলেন যা রাসূল (সা.) তার সকল উম্মত কে নির্দেশ দিয়েছেন।
হিজামা— রাসূল (সা.) -এর সুন্নাহ চিকিৎসা পদ্ধতি। নিজে হিজামা করাতেন রাসূল (সা.) এবং হিজামা করার উৎসাহমূলক নির্দেশও দিয়েছেন উম্মাহ কে। ইংরেজিতে একে বলা হয় ‘কাপিং থেরাপি’। হিজামার নানা উপকারিতার কথা আজ বৈজ্ঞানিক ভাবেও স্বীকৃত। মুসলিম-অমুসলিম নির্বিশেষে বিশ্ব সেরা সেলিব্রেটিরাও বর্তমানে নিয়মিত হিজামা করাচ্ছেন।

# #হিজামা সম্পর্কে কয়েকটি হাদিস # -
1. হযরত আবু হুরায়রা (রা.) থেকে বর্নিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, জিবরাঈল (আ.) আমাকে জানিয়েছেন যে, মানুষ চিকিৎসার জন্য যতসব উপায় অবলম্বন করে, তন্মধ্যে হিজামাই হলো সর্বোত্তম । (আল-হাকিম : ৭৪৭০)

2. হযরত আনাস (রা.) থেকে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, “আমি মেরাজের রাতে যাদের মাঝখান দিয়ে গিয়েছি, তাদের সবাই আমাকে বলেছে, হে মুহাম্মদ, আপনি আপনার উম্মতকে হিজামার আদেশ করবেন ।” (সুনানে তিরমিযী হাদীছ : ২০৫৩)

3. হযরত জাবির (রা.) থেকে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “নিশ্চয় হিজামায় শেফা রয়েছে ।” (সহীহ মুসলিম, হাদীছ নম্বর: ২২০৫)

#হিজামা করানোর ফলে # # -
শরীরের ইমিউনিটি সিস্টেম বা রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়বে।
ব্লাড সার্কুলেশন বাড়বে।
টক্সিন দূর হবে।
এনার্জি লেভেল বেড়ে যাবে।
যে যে পয়েন্টে হিজামা করা হবে সেই সেই পয়েন্টে ও সংলগ্ন এলাকায় ডিপ মেসেজ হবে ও ওই এলাকার কোষগুলো অক্সিজেন ও পুষ্টি বেশি পাবে।
এন্টি এজিং থেরাপি হিসেবে কাজ করবে।
নাইট্রিক অক্সাইড তৈরির কারণে যৌন জীবন ভালো থাকবে।
উচ্চ রক্তচাপ হওয়ার প্রবণতা কমবে।

#হিজামা না করলে কি হবে? #
১. শরীরে দূষিত রক্তের পরিমাণ বেড়ে যাবে।
২. উচ্চ রক্তচাপ হওয়ার প্রবণতা বাড়বে এবং স্ট্রোকের ঝুঁকি বেড়ে যাবে। বছরে চারবার হিজামা নিলেন ব্লাড প্রেসার এবং স্ট্রোকের ঝুঁকি থেকে মুক্তি পাওয়া যাবে।
৩. দীর্ঘমেয়াদী মাথাব্যথা(মাইগ্রেনসহ)
৪। যেকোন ধরনের ব্যাথা পায়ের গোড়ালী/হাটু ব্যথা/
বাতের ব্যথা জয়েন্ট পেইন আথ্রাইটিজ বেরে
যাবে।
৫. কালো যাদুর প্রভাবে মৃত্যু পর্যন্ত হতে পারে (যার
একমাত্র চিকিৎসা হিজামা ও রুকাইয়া শরিয়্যাহ)।
৬. লিভার ডিজিজ, দীর্ঘ মেয়াদী চর্ম রোগ, কিডনী
রোগ ইত্যাদি বেরে যাবে। যা থেকে হিজামার
মাধ্যমে পরিত্রাণ পাওয়া সম্ভব।
৭. ক্রনিক কফ, গেটে বাত, ঘাড়ে ব্যথা(Neck pain),
মাংস পেশীর ব্যথা(Muscle pain), হাড়ের
স্হানচু্তি জনিত ব্যথা(PLID),
সাইনুসাইটিস(nasal sinus),শারিরিক দুর্বলতা..
ইত্যাদি বিভিন্ন রোগের হিজামায় রোগ মুক্তি
সুন্নাহ আদায় হয়।

☎হটলাইন+8801301809347
ইমো,হোয়াটসঅ্যাপ। 01913147248

🏛 মক্কা হিজামা হেলথ কেয়ার
৩১৪/বি জে এন সাহা রোড লালবাগ
কেল্লার মোড় সোনালী ব্যাংকের পাশে।

সামসুন নাহার সুমা
🔹ডিপ্লোমা ইন হিজামা
হিজামা ওয়েলনেস সেন্টার" ব্যাঙ্গালুরু,ভারত। 🔹DUMS (study) তিব্বিয়া হাবিবিয়া কলেজঢাকা।

Visite our website: mokkahijamahealthcare.com

24/09/2022
 #হিজামা_হোম_সার্ভিসশুধু মহিলাদের জন্য মহিলা থেরাপিস্ট হোম সার্ভিস দিবেন।হিজামা করানোর ফলে -শরীরের ইমিউনিটি সিস্টেম বা ...
17/09/2022

#হিজামা_হোম_সার্ভিস

শুধু মহিলাদের জন্য মহিলা থেরাপিস্ট হোম সার্ভিস দিবেন।

হিজামা করানোর ফলে -
শরীরের ইমিউনিটি সিস্টেম বা রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়বে।
ব্লাড সার্কুলেশন বাড়বে।
টক্সিন দূর হবে।
এনার্জি লেভেল বেড়ে যাবে।
যে যে পয়েন্টে হিজামা করা হবে সেই সেই পয়েন্টে ও সংলগ্ন এলাকায় ডিপ মেসেজ হবে ও ওই এলাকার কোষগুলো অক্সিজেন ও পুষ্টি বেশি পাবে।
এন্টি এজিং থেরাপি হিসেবে কাজ করবে।
নাইট্রিক অক্সাইড তৈরির কারণে যৌন জীবন ভালো থাকবে।
উচ্চ রক্তচাপ হওয়ার প্রবণতা কমবে।

হিজামা সম্পর্কে কয়েকটি হাদিস -
1. হযরত আবু হুরায়রা (রা.) থেকে বর্নিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, জিবরাঈল (আ.) আমাকে জানিয়েছেন যে, মানুষ চিকিৎসার জন্য যতসব উপায় অবলম্বন করে, তন্মধ্যে হিজামাই হলো সর্বোত্তম । (আল-হাকিম : ৭৪৭০)

2. হযরত আনাস (রা.) থেকে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, “আমি মেরাজের রাতে যাদের মাঝখান দিয়ে গিয়েছি, তাদের সবাই আমাকে বলেছে, হে মুহাম্মদ, আপনি আপনার উম্মতকে হিজামার আদেশ করবেন ।” (সুনানে তিরমিযী হাদীছ : ২০৫৩)

3. হযরত জাবির (রা.) থেকে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “নিশ্চয় হিজামায় শেফা রয়েছে ।” (সহীহ মুসলিম, হাদীছ নম্বর: ২২০৫)

4. হযরত আব্দু্ল্লাহ ইবনে আব্বাস (রা.) থেকে বর্নিত : রাসূলুল্লাহ (সা.) বলেছেন, হিজামাকারী কতই উত্তম লোক । সে দূষিত রক্ত বের করে মেরুদণ্ড শক্ত করে ও দৃষ্টিশক্তি প্রখর করে । (সুনানে তিরমিযী,২০৫৩)

5. হযরত আনাস (রা.) হতে বর্নিত, রাসূলুল্লাহ (সা.) এরশাদ করেন, গরম বৃদ্ধি পেলে হিজামার সাহায্য নাও। কারন, কারো রক্তচাপ বৃদ্ধি পেলে তার মৃত্যু হতে পারে । (আল- হাকিম :৭৪৮২)

6. হযরত আনাস ইবনে মালেক (রা.) থেকে বর্ণিত আছে যে রাসূল (সাঃ) মাথা ব্যথার জন্য ইহরাম অবস্থায় হিজামা করিয়েছেন । (বুখারী : 5698। ইবনে মাজাহ : 2082)

7. হযরত সালমা (রা.) বর্ণনা করেছেন, যখন কেউ রাসূলুল্লাহ (সা.) এর কাছে এসে মাথাব্যাথার কথা বলত, তখন তিনি তাদের হিজামা করার কথা বলতেন। (আবু দাউদ : 3858)

☎️হটলাইন+8801301809347
ইমো,হোয়াটসঅ্যাপ। 01913147248

🏛️ মক্কা হিজামা হেলথ কেয়ার
৩১৪/বি জে এন সাহা রোড লালবাগ
কেল্লার মোড় সোনালী ব্যাংকের
৷ পাশে।

17/09/2022

#বাত_ব্যথা_দুর_করার_ও_ডিটক্সিফিকেশানের_একমাত্র_ন্যচারাল_পদ্ধতি_হিজামা_cupping_therapy

বিভিন্ন রোগের জন্য এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য হিজামা অনেক কার্যকরী চিকিৎসা। সুতরাং হিজামার মাধ্যমে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে নিতে পারেন, এতে আপনার হার্ট ফুসফুস ইত্যাদির কার্যক্ষমতা বৃদ্ধি পাবে।

আমরা অনেকেই বাত ব্যথায় ভুগতেছি চিকিৎসা করেও কোন আরাম পাচ্ছি না।তারা হিজামা নিতে পারেন। এবং আমাদের শরীরে প্রতিদিন বিভিন্ন ভাবে টক্সিন জমা হচ্ছে যা আমাদের শরীরে অনেক ধরনের রোগ ব্যধি তৈরী করে।এই টক্সিন বের করার জন্য আমরা হিজামা নিতে পারি।

#হিজামার_আরো_উপকারিতা:-

* হিজামা টিস্যু থেকে বিষ মুক্ত করতে সহায়তা করে।

* লিম্ফ্যাটিক সিস্টেম সক্রিয় করে।
* রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়।
* বড় রক্তনালী পরিষ্কার করে এবং রক্ত সঞ্চালন সক্রিয় করে।

* দেহের কোন স্থানে রক্ত সরবরাহ বৃদ্ধি করতে বা কোন অঙ্গে রক্ত সঞ্চালন কম হলে তা দূর করতে কাপিং করার দরকার হয়।
দেহের সাধারণ রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে ইম্যুনিটি গ্লান্ডস, বিশেষ করে থাইমাস গ্লান্ড যাহা পিঠে ৪র্থ ভার্টিব্রা বরাবর কাপিং করা হয়।

★হিজামা'র বিশেষ কিছু উপকারিতা:★

(১) শরীরের জয়েন্টগুলোতে ব্যাথা,ঘাড়, হাটু এবং কোমর ব্যথা দূর করতে সাহায্য করে।
(২) মাথা ব্যথার জন্য বিশেষ উপকারী।
(৩) শরীর থেকে ক্ষতিকর বিষাক্ত পদার্থ/Toxin বের করে নিয়ে আসে,
(৪) শরীরের ব্যথা/ জ্বালাপোড়া হৃাস করে,
(৫) ত্বক পরিষ্কার করে।
(৬) রক্ত সঞ্চালন বৃদ্ধি করে,
(৭) ঘুমের উন্নতি করে
(৮) শারীরিক শক্তি বৃদ্ধি করে,
(৯) কিডনি ও লিভারকে পরিস্কার করে ,
(১০) হৃদ রোগের ঝুকি কমায় এবং হার্ট সুস্থ রাখে,
(১১) বৃদ্ধ মানুষের বাত/ব্যথা নিপীড়ন করে ,
(১২) গ্যাস্ট্রিক দূর করে।
(১৩) চুল পড়া বন্ধ হয়।

হিজামা সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন:---https://mokkahijamahealthcare.com

সামসুন নাহার সুমা
🔹ডিপ্লোমা ইন হিজামা
হিজামা ওয়েলনেস সেন্টার" ব্যাঙ্গালুরু,ভারত।
🔹DUMS (study)
তিব্বিয়া হাবিবিয়া কলেজ ঢাকা।

☎️হটলাইন+8801301809347
ইমো,হোয়াটসঅ্যাপ।

🏛️ মক্কা হিজামা হেলথ কেয়ার
৩১৪/বি জে এন সাহা রোড লালবাগ
কেল্লার মোড় সোনালী ব্যাংকের পাশে।

আগে সিরিয়াল দিয়ে আসতে হবে।

Address

Lalbag
Dhaka
1211

Alerts

Be the first to know and let us send you an email when মক্কা হিজামা & রুকাইয়াহ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to মক্কা হিজামা & রুকাইয়াহ:

Share