Dr Md Masudur Rahman

Dr Md Masudur Rahman Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Dr Md Masudur Rahman, Doctor, 8/B, Malibag Chawdhury Para Khilgaon, Dhaka.

03/06/2024
01/07/2023

ডিস্ক ডিসঅর্ডার কি এবং কেন হয়?👇

Eid Mubarak!
29/06/2023

Eid Mubarak!

✅ইমপ্ল্যান্ট দেখতে এবং ব্যবহার করতে আসল দাঁতের মতোই। দাঁত যেভাবে মাড়ির হাড়ের সঙ্গে শিকড়ের মাধ্যমে লাগানো থাকে, ইমপ্ল্যান...
20/06/2023

✅ইমপ্ল্যান্ট দেখতে এবং ব্যবহার করতে আসল দাঁতের মতোই। দাঁত যেভাবে মাড়ির হাড়ের সঙ্গে শিকড়ের মাধ্যমে লাগানো থাকে, ইমপ্ল্যান্টও একইভাবে বসানো হয়।
✅অনেকেই ডেনচার (নকল দাঁত) ব্যবহারের কারণে কথা বলতে অস্বস্তি বোধ করেন। অনেক ক্ষেত্রে উচ্চারণও যথাযথ হয় না। ইমপ্ল্যান্টে এ ধরনের কোনো অসুবিধা হয় না। বাড়তি দাঁত লাগানো হয়েছে এমন অস্বস্তিও লাগে না।
✅ নকল দাঁত ব্যবহারে অনেকেরই খেতে অসুবিধা হয়। কিন্তু ইমপ্ল্যান্টের ক্ষেত্রে তা হয় না। পাশের দাঁতগুলো ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি থাকে না।
✅ইমপ্ল্যান্ট স্থায়ী পদ্ধতি। তাই বারবার বদলানোর প্রয়োজন হয় না। সাধারণত সারা জীবনই ব্যবহার করা যায়।
✅কোন ভালো স্থায়ী দাঁত কাটার প্রয়োজন নেই।
✅মাড়ির সুস্থতা এবং চোয়ালের হাড়ের সঠিক পুরুত্ব থাকলে ইমপ্ল্যান্ট সফল হয় বেশি।
👉অস্থায়ী চিকিৎসা করালে বারবার একই চিকিৎসার জন্য আপনাকে দৌড়াতে হবে,এবং এইভাবে টাকার খরচ ও বেশি হয়।তাই স্থায়ী চিকিৎসার জন্য ইমপ্ল্যান্ট করানো প্রয়োজন, অবশ্যই একজন ইমপ্ল্যান্ট বিশেষজ্ঞের কাছে।

ডেন্টাল ইমপ্ল্যান্ট একটি সার্জিক্যাল দাঁত প্রতিস্থাপন পদ্ধতি।এই সার্জারির প্রথম ধাপে  ফিক্সারটি (ইমপ্লান্টের হাড়ের ভিতরে...
03/06/2023

ডেন্টাল ইমপ্ল্যান্ট একটি সার্জিক্যাল দাঁত প্রতিস্থাপন পদ্ধতি।এই সার্জারির প্রথম ধাপে ফিক্সারটি (ইমপ্লান্টের হাড়ের ভিতরের অংশ) হাড়ের মধ্যে বসানো হয়। অনেকেই সার্জারির কথা শুনে ভাবেন ব্যথাদায়ক হবে কিনা। আসলে এটি একটি ছোট সার্জারি তাই খুব বেশি ব্যথা হবে বিষয়টা এমন নয়। কারন কাজ শুরু করার আগে সেখানে পর্যাপ্ত পরিমানে লোকাল এনেস্থেসিয়া দিয়ে জায়গাটা অবশ করে নেওয়া হয়। লোকাল এনেস্থেসিয়া ব্যবহার করা হয় বলে ইমপ্ল্যান্ট ট্রিটমেন্টটিতে তেমন ব্যথা অনুভব হয় না। এখানে যেই স্থানে ইমপ্ল্যান্ট বসানো হবে শুধু মাত্র ওই স্থান ও আশেপাশের কিছু অংশ অবস করা হয়ে থাকে। এনেস্থাসিয়া দেওয়ার কিছু সময় পর জায়গাটি অবস হয়ে গেলে ফিক্সারটি বসিয়ে দেয়া হয়। সার্জারি শেষে অবশ অনুভূতি চলে গেলে কিছুটা ব্যথা অনুভব হতে পারে এবং তার জন্য চিকিৎসক প্রয়োজনীয় ব্যথানাশক ঔষধ ও নিয়মকানুন বলে দেন। তাই বলা যায় ব্যথামুক্ত ডেন্টাল ইমপ্ল্যান্ট সম্ভব মানসিক মনোবলকে শক্ত রেখে!


ডেন্টাল ইমপ্লান্ট হলো টাইটানিয়াম বা টাইটানিয়াম সংকর ধাতুর একটি ছোট স্ক্রু, যা হারানো দাঁত প্রতিস্থাপনে ব্যবহূত হয়। টা...
31/05/2023

ডেন্টাল ইমপ্লান্ট হলো টাইটানিয়াম বা টাইটানিয়াম সংকর ধাতুর একটি ছোট স্ক্রু, যা হারানো দাঁত প্রতিস্থাপনে ব্যবহূত হয়। টাইটানিয়াম ধাতুকে আমাদের দেহ কোনোরকম পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়াই গ্রহণ করে এবং যার ফলে হাড় চারপাশে বাড়তে পারে।ডেন্টাল ইমপ্লান্টের দুটো অংশ। একটা টাইটানিয়াম স্ক্রু, যা হাড়ের মধ্যে বসানো হয় এবং অপরটি ক্রাউন বা দাঁত, যা টাইটানিয়াম স্ক্রুর ওপর বসানো হয়। এই টাইটানিয়াম স্ক্রু হাড়ের মধ্যে বসানো হলে তা হাড়ের সঙ্গে জোড়া লেগে যায় এবং দাঁতের শেকড়ের মতো কাজ করে; যার ওপর পরে কৃত্রিম দাঁত বসানো হয়।
আরো জানতে ভিডিওটি দেখে নিন- https://fb.watch/aUAtgob8bu/


30/04/2023

ডেন্টাল ইমপ্ল্যান্ট বা দাঁত প্রতিস্থাপন কারা করতে পারবেন?

21/04/2023

সুস্থ দাঁতের সাথে ঈদ কাটুক সবার সাথে।
সবাইকে ঈদের শুভেচ্ছা।
🌙ঈদ মোবারক।🌙

✅দাঁত পড়ে গেলে বা যেকোনো কারনে না থাকলে অনেক সমস্যার সৃষ্টি হয়।যেমন- খাবার খাওয়া থেকে শুরু করে নিজের প্রতি অনেকেই কনফিড...
15/04/2023

✅দাঁত পড়ে গেলে বা যেকোনো কারনে না থাকলে অনেক সমস্যার সৃষ্টি হয়।যেমন- খাবার খাওয়া থেকে শুরু করে নিজের প্রতি অনেকেই কনফিডেন্স হারিয়ে ফেলেন। আর এই ধরনের সমস্যা দূর করার জন্য দাঁত প্রতিস্থাপন করা অত্যন্ত প্রয়োজন বা জরুরি হয়ে পরে। বর্তমান সময়ে দাঁত প্রতিস্থাপন করার জন্য ডেন্টাল ইমপ্ল্যান্ট চিকিৎসা হলো আধুনিক চিকিৎসা পদ্ধতি।যা অন্যান্য দাঁত প্রতিস্থাপন চিকিৎসা পদ্ধতি থেকে অধিক স্থায়ী হয়ে থাকে। ডেন্টাল ইমপ্ল্যান্ট এ সফলতার হার প্রায় ৯৭ ভাগ। অর্থাৎ ১০০ জনের মধ্যে ৩ জন বাদে বাকি সবারই সফল হয়।যার ফলে এই ইমপ্ল্যান্ট চিকিৎসা খুব কম সময়ে সুফল বয়ে এনেছে।তাই স্থায়ী চিকিৎসা সমাধানে নিশ্চিন্তে ইমপ্ল্যান্ট করে ফেলুন, অবশ্যই একজন ইমপ্ল্যান্ট বিশেষজ্ঞের কাছে।

✅আমরা অনেকেই দাঁতের সমস্যা তৈরী হওয়ার আগে দাঁতের প্রয়োজনীয়তা বুঝে উঠতে পারি না। অনেক সময় দাঁত দুর্বল হয়ে নড়ে গিয়ে খাওয়ায়...
10/04/2023

✅আমরা অনেকেই দাঁতের সমস্যা তৈরী হওয়ার আগে দাঁতের প্রয়োজনীয়তা বুঝে উঠতে পারি না। অনেক সময় দাঁত দুর্বল হয়ে নড়ে গিয়ে খাওয়ায় অসুবিধা হলেও আমরা গুরুত্ব দিতে চাই না পারিপার্শিক ব্যস্ততার কারনে। সময়ের সাথে ও অন্যান্য শারীরিক জটিলতা মিলে দাঁত ফেলে দেওয়ার পর্যায়ে চলে যায়। দাঁত ফেলে দেওয়ার পর আমরা দাঁতের প্রয়োজনীয়তা অনুভব করে থাকি। এই সময় অন্যান্য দাঁতের ক্ষতি না করে সবচেয়ে সুবিধা সম্পন্ন সমাধান হল ডেন্টাল ইমপ্ল্যান্ট। সাধারণত ডেন্টাল ইমপ্ল্যান্ট দিয়ে কামড় দেওয়ার শক্তি প্রাকৃতিক দাঁতের শক্তির ৮০ থেকে ৯০ শতাংশ হয়। আপনার দাঁতের কোন সু-চিকিৎসা ও কোন পদ্ধতিতে দাঁত প্রতিস্থাপন করতে চান এর সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। আমরা আমাদের রোগীদের সবথেকে উন্নতমানের ইমপ্ল্যান্ট দিয়ে সঠিক নিয়ম মেনে ইমপ্ল্যান্ট বসিয়ে চিকিৎসা সেবা দিয়ে থাকি।

08/04/2023

ডেন্টাল ইমপ্ল্যান্ট বা দাঁত প্রতিস্থাপন কেন করবেন কখন করবেন?

✅দাঁতের যেকোনো চিকিৎসা নেয়ার আগে রোগীর অনেক কিছুই জানার আগ্রহ থাকে। এক্ষেএে ডেন্টাল ইমপ্ল্যান্ট হলো এমন একটি পদ্ধতি।যা ট...
05/04/2023

✅দাঁতের যেকোনো চিকিৎসা নেয়ার আগে রোগীর অনেক কিছুই জানার আগ্রহ থাকে। এক্ষেএে ডেন্টাল ইমপ্ল্যান্ট হলো এমন একটি পদ্ধতি।যা টাইটানিয়াম স্ক্রু হাড়ের মধ্যে বসানো হয় এবং পরবর্তীতে Crown বা দাঁত,যা টাইটানিয়াম স্ক্রুর উপর বসানো হয়। তাই ডেন্টাল ইমপ্ল্যান্ট ট্রিটমেন্টটি নেয়ার আগে রোগীর করনীয় ডেন্টাল ইমপ্ল্যান্ট কার্যকারিতা, এর পদ্ধতি, পুরো প্রক্রিয়ার সময়কাল এবং কীভাবে নিজের ইমপ্ল্যান্টের যত্ন নেওয়া যায় সে সম্পর্কে জেনে রাখা। আপনার কোন প্রশ্ন থাকলে, আপনার ডেন্টিস্টের সাথে কথা বলুন।আপনার ডেন্টিস্ট ডেন্টাল ইমপ্লান্ট সার্জারিতে অভিজ্ঞ হলে তিনি বিভিন্ন ধাপের মাধ্যমে আপনার সাথে কথা বলার পর আপনার জন্য বিষয়টি খুব সহজ হয়ে যাবে।

মুক্তির সুর বেজে উঠুক, বাংলার স্বাধীন প্রানে।সকল শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের জানাই গভীর শ্রদ্ধা।
26/03/2023

মুক্তির সুর বেজে উঠুক, বাংলার স্বাধীন প্রানে।
সকল শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের জানাই গভীর শ্রদ্ধা।

✅👉ইমপ্ল্যান্ট ট্রিটমেন্টটি দাঁতের কন্ডিশন, দাঁতের হাড়ের স্ট্রাকচার না দেখে বলা সম্ভব নয়।কারন একেক জনের দাঁতের কন্ডিশন,দা...
14/03/2023

✅👉ইমপ্ল্যান্ট ট্রিটমেন্টটি দাঁতের কন্ডিশন, দাঁতের হাড়ের স্ট্রাকচার না দেখে বলা সম্ভব নয়।কারন একেক জনের দাঁতের কন্ডিশন,দাঁতের হাড়ের স্ট্রাকচার একেক রকম হয়ে থাকে।ইমপ্ল্যান্ট যেহেতু একটি ছোট অস্ত্রোপচার পদ্ধতি এবং এর প্রথম ধাপে দাঁতের হাড়ের মধ্যে টাইটেনিয়াম স্ক্রু বসানো হয় সেক্ষেএে এই স্ক্রুটি ভালোভাবে দাঁতের হাড়ের সাথে ফিক্সড হতে সময় লাগে,পরবর্তীতে এর উপর ক্রাউন বসানো হয়।তাই ইমপ্ল্যান্ট ট্রিটমেন্টটি সম্পূর্ণ করার জন্য নরমালি ৪ থেকে ৬ টা সেশন দরকার হয়। এছাড়া ডাক্তার কন্সালটেশন নেওয়ার পর রোগীর দাঁতের হাড়ের স্ট্রাকচার এবং কন্ডিশনের উপর ভিত্তি করে ডিটেলস ট্রিটমেন্ট প্রসেস সম্পর্কে একটা আইডিয়া দেওয়া যায়।

Address

8/B, Malibag Chawdhury Para Khilgaon
Dhaka
1219

Telephone

+8801949724976

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr Md Masudur Rahman posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr Md Masudur Rahman:

Videos

Share

Category