15/11/2025
উত্তরা ১২ নম্বর সেক্টরে ফ্রি মেডিকেল ক্যাম্পে সেবা নিলেন প্রায় ৫ হাজার মানুষ
ঢাকা স্পেশালাইজড হসপিটাল লিমিটেড ও উত্তরা সেক্টর ১২ ওয়েলফেয়ার সোসাইটির যৌথ উদ্যোগে ১৪ নভেম্বর ২০২৫, শুক্রবার সকাল ৭টা ৩০ মিনিট থেকে বেলা ১১টা ৩০ মিনিট পর্যন্ত উত্তরা ১২ নম্বর সেক্টরে অনুষ্ঠিত হয় ফ্রি মেডিকেল ক্যাম্প। ক্যাম্পে প্রায় পাঁচ হাজার মানুষ বিনামূল্যে স্বাস্থ্যসেবা গ্রহণ করেন।
ক্যাম্পে মেডিসিন, ইউরোলজি, ডেন্টাল, অর্থোপেডিক, জেনারেল সার্জারি, গাইনী, শিশু, গ্যাস্ট্রোএন্টারোলজি, চর্ম ও যৌনরোগ, কার্ডিওলজি, চক্ষু, নাক-কান-গলা-মোট ১২টি বিভাগে ২০ জন বিশেষজ্ঞ চিকিৎসক ফ্রি চিকিৎসাসেবা প্রদান করেন। এলাকার স্থায়ী বাসিন্দা ও দরিদ্র-অসহায় রোগীরা এই ক্যাম্পে অংশ নিয়ে বিনামূল্যে চিকিৎসা পেয়ে সন্তোষ প্রকাশ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা স্পেশালাইজড হসপিটাল লিঃ-এর চেয়ারম্যান ইউরোলজি বিশেষজ্ঞ প্রফেসর ডা. সাব্বির আহমেদ খান, ঢাকা স্পেশালাইজড হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক এস. এম. জাহাঙ্গীর হোসেন, ঢাকা স্পেশালাইজড হসপিটালের ভাইস-চেয়ারম্যান ও উত্তরা ১২ সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সাধারণ সম্পাদক দেলওয়ার হোসেন, ঢাকা স্পেশালাইজড হসপিটালের ডাইরেক্টর ফজলুর রহমান, ঢাকা স্পেশালাইজড হসপিটালের জেনারেল ম্যানেজার আলী আহাদ প্রমূখ।
ঢাকা স্পেশালাইজড হসপিটাল লিঃ-এর ব্যবস্থাপনা পরিচালক এস. এম. জাহাঙ্গীর হোসেন জানান, উত্তরা এলাকার প্রতিটি সেক্টরে এ ধরনের ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজনের পরিকল্পনা রয়েছে। তিনি স্বেচ্ছাসেবী হিসেবে অংশগ্রহণকারী সকল চিকিৎসককে তাদের মূল্যবান সময় দিয়ে সেবা প্রদানের জন্য আন্তরিক ধন্যবাদ জানান।