
12/08/2021
ভোজ্য তেল হিসেবে সরিষার তেল ব্যবহার কতটা নিরাপদ?
সরিষার তেল নাকি সয়াবিন? রান্নায় কোন তেল ব্যবহার করা উচিত এই নিয়ে বিতর্কের শেষ নেই। সরিষার তেল থেকে শুরু করে অলিভ অয়েল, রাইস ব্র্যান অয়েল- বাজারে রয়েছে হরেক রকম তেল। আবার বিভিন্ন তেলের বিভিন্ন দাম। এই পোস্টের কমেন্ট বক্সে সংযুক্ত ছবি থেকে বাংলাদেশের বাজারে প্রাপ্ত বিভিন্ন তেলের পুষ্টিগুণ, দাম এবং সহজলভ্যতা সম্পর্কে ধারণা পাবেন। ছবিতে কিছু ফ্যাটি এসিডের নাম উল্লেখ করা হয়েছে আগে এগুলোর ছোট্ট একটু ব্যাখ্যা দেই। এই টার্মগুলো সম্পর্কে জানলেই আপনি কোন তেল খাওয়ার জন্য বেশি ভালো তা সম্পর্কে মোটামুটি একটি ভালো ধারণা পাবেন। এই ফ্যাটি এসিডগুলো ছাড়াও অনেক সময় ভোজ্য তেল অ্যাসিড ভ্যালু, স্মোকিং পয়েন্টে ইত্যাদির উপর নির্ভর করে।
স্যাচুরেটেড ফ্যাট- সোজা কথায় এটা খারাপ (দৈনিক গ্রহণকৃত ক্যালরির ১০% এর বেশি হলে) ফ্যাট। মূলত প্রাণীর শরীরে যে ফ্যাট থাকে তা বেশির ভাগই স্যাচুরেটেড। যেমন- চর্বি, মাখন, ঘি, ডালডা ইত্যাদি। স্যাচুরেটেড ফ্যাট রক্তে Low Density Lipoprotein (LDL) মানে কোলেস্টেরলের মাত্রা বাড়াতে ভূমিকা রাখে।
আনস্যাচুরেটেড ফ্যাট- এরা প্রধানত দুই প্রকার। PUFA এবং MUFA। দেহের জন্য অত্যাবশকীয়। রক্তে High Density Lipoprotein (HDL) লেভেল বাড়াতে সাহায্য করে। হৃদরোগ, ক্যান্সার, চর্মরোগ প্রতিরোধে সাহায্য করে। ভেজিটেবল ওয়েল বা সাধারণত আমরা রান্নায় যে তেল ব্যবহার করি সেই তেলে unsaturated fat বেশি থাকে।
PUFA- Poly Unsaturated Fatty Acid। দুইটি দরকারি ফ্যাটি এসিড এর অন্তর্গত । ওমেগা-৩, ওমেগা-৬। বিস্তারিত নেটে সার্চ করলে পেয়ে যাবেন।
MUFA- Mono Unsaturated fatty acids। ওমেগা-৯ এর অন্তর্গত। ওমেগা-৯ কট্টর এসেনশিয়াল না। তবে স্বাস্থ্যের জন্য ভালো।
Erucic Acid- ইরুসিক এসিড একধরণের MUFA। ইরুসিক এসিড কে natural toxicant বা প্রাকৃতিক বিষ বলা হয়। দীর্ঘদিন ব্যবহারে শরীরে বিভিন্ন দীর্ঘ মেয়াদি (chronic) রোগ বিশেষ করে হৃদরোগের ঝুকি বাড়ে।
বর্তমান সময়ের বড় বিতর্ক রান্নায় সরিষার তেল কতটা নিরাপদ??
ক্যানোলা গুণাগুণ সমৃদ্ধ সরিষার জাত (বারি সরিষা-১৮) ছাড়া প্রায় সব ধরণের সরিষার তেলে উচ্চমাত্রায় (৪৭ শতাংশ পর্যন্ত) Erucic Acid থাকে, যা শরীরে বেশি পরিমাণ ট্রাইগ্লিসারাইড তৈরি করে হার্টের ক্ষতি করে। বেশি সরিষার তেল খেলে হতে পারে মায়োকার্ডিয়াল লিপিডোসিস নামক একধরণের হৃদরোগ। Erucic Acid ফুসফুসের জন্যেও খুব ক্ষতিকর। বেশি পরিমাণ সরিষার তেল খেলে প্রথমে ফুসফুসের উপরের অংশ ক্ষতিগ্রস্ত হয়। সেই ক্ষতি না আটকালে ধীরে ধীরে ফুসফুস আরও ড্যামেজ হয়। যেখান থেকে ক্যানসার হতে পারে। European Food Safety Authority (EFSA) এর সুপারিশ অনুযায়ী, ভোজ্য তেলে ২% এর কম Erucic Acid থাকা উচিৎ এবং একজন মানুষের দৈনিক ৭মিগ্রা/কেজি-বডিওয়েট এর বেশি Erucic Acid গ্রহণ করা উচিৎ না, যেখানে সরিষার তেলে ৪৭% পর্যন্ত Erucic Acid থাকতে পারে। একই কারণে U.S. Food and Drug Administration (FDA) ২০১৬ সাল থেকে যুক্তরাষ্ট্রে রান্নায় সরিষার তেলের ব্যবহার নিষিদ্ধ করেছে।
তবে সরিষার তেলের অনেক উপকারিতা আছে। সরিষার তেলে অন্যান্য তেলের তুলনায় স্যাচুরেটেড ফ্যাট কম থাকে। Glucosinolate নামক একধরণের উপাদান থাকায় কোলন ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে। এছাড়া বাহ্যিক ব্যবহারে (External Use) সরিষার তেলে অনেক উপকারিতা আছে।
উপর্যুক্ত আলোচনা এবং ছবিতে দেখানো সারণি থেকে ইতোমধ্যেই বুঝে গেছেন ক্রয় ক্ষমতার মধ্যে থেকে রান্নায় কোন তেল ব্যবহার করা স্বাস্থ্য সম্মত। খোলা তেলে ভেজাল হিসেবে পাম ওয়েল মিশান থাকে আবার রিফাইন্ড তেলে গুরুত্বপূর্ণ উপাদান ফিল্টার হয়ে যাওয়াতে বা অপদ্রব্য মিশানোর কারণে বাজারে প্রাপ্ত কোনো ভোজ্য তেলই নিরঙ্কুশ ভাবে ভালো না। তাই একটানা একই প্রকারের তেল ব্যবহার না করে কিছু দিন পরপর রোটেট করে তেল ব্যবহার করলে স্বাস্থ্যঝুঁকি কিছুটা হলেও কমানো সম্ভব।
তথ্যসূত্র-
১। https://www.sciencedirect.com/science/article/pii/S235236462030002X
২। http://www.sciencepublishinggroup.com/journal/paperinfo?journalid=110&doi=10.11648/j.ab.20140201.12
৩। https://academicjournals.org/journal/IJNAM/article-full-text/563E01655911
৪। https://medlineplus.gov/ency/patientinstructions/000747.htm
লেখকঃ মোঃ তাওহিদুল ইসলাম খান। কৃষি কর্মকর্তা, ৩৭ তম বিসিএস।
Erucic acid is a long-chain fatty acid classified as a natural toxin due to detrimental effects on heart muscle functions. Major sources of dietary in…