11/10/2025
শিশুর ডান টেস্টিস (Right Te**is) নিচে নেমে আসেনি (Undescended Te**is/UDT) এবং দুটো টেস্টিসেই কিছু ইকোজেনিক স্পট আছে—যা আগের কোনো সংক্রমণ (infection) বা প্রদাহের (inflammation) কারণে হতে পারে।
এক্ষেত্রে হোমিওপ্যাথিতে বেশ কার্যকর কিছু ওষুধ আছে যা টেস্টিসকে স্বাভাবিকভাবে নিচে আনতে সাহায্য করে, প্রদাহ কমায় এবং টেস্টিসের কোষীয় (cellular) উন্নতি ঘটায়।
---ডা শাহজালাল আহমেদ
🩺 Undescended Te**is (UDT) ও টেস্টিসের বিকাশে উপকারী হোমিও ঔষধসমূহ
1. Agnus Castus Q (Mother Tincture)
টেস্টিসের কোষ দুর্বল ও নিষ্ক্রিয় থাকলে কাজে দেয়।
দৈনিক ২ বার ৫-৭ ফোঁটা করে অল্প পানি মিশিয়ে খাওয়াতে হয়।
2. Conium maculatum 30 / 200
টেস্টিসের টিস্যু শক্ত বা ফাইব্রোসিসের মতো হলে দারুণ কাজ করে।
প্রতিদিন একবার করে ৫-৭ দিন, তারপর সপ্তাহে ২ দিন দেওয়া যায়।
3. Calcarea carbonica 30
শিশু মোটা, ঘাম বেশি, বা হজম দুর্বল হলে এই ওষুধ খুব কার্যকর।
প্রতিদিন একবার করে ১০ দিন।
4. Silicea 30 / 200
টেস্টিসের বিকাশে সাহায্য করে এবং নীচে নামতে সহায়তা করে।
সপ্তাহে ২-৩ দিন একবার করে দেওয়া যায়।
5. Rhododendron 30
টেস্টিসে ব্যথা বা টান ধরার অনুভূতি থাকলে ব্যবহার হয়।
দিনে ১-২ বার কয়েকদিন দেওয়া যায়।
6. Orchitinum 3X / 6X (Biochemic preparation)
এটি বিশেষভাবে testicular tissue পুনর্গঠনে সাহায্য করে।
দিনে ২ বার ৪টি ট্যাবলেট করে খাওয়াতে হয়।
---⚕️ চিকিৎসা নির্দেশনা (General Advice)
শিশুর বয়স যেহেতু ১ বছর ৪ মাস, তাই চিকিৎসকের পরামর্শে হোমিওপ্যাথিক ওষুধ দিন।
যদি ২ বছর বয়সেও টেস্টিস না নামে, তবে সার্জারি (Orchiopexy) দরকার হতে পারে — কিন্তু হোমিও চিকিৎসা অনেক ক্ষেত্রেই আগেই সহায়ক হয়।
খাবারে পুষ্টিকর খাবার দিন, বিশেষত দুধ, ফল, ডিম, ও মাছ।
“Undescended Te**is Homeopathic Treatment – Homeoplusbd”
চ