11/02/2023
পরকীয়া (ইংরেজি: Adultery বা Extramarital affair বা Extramarital s*x) হল বিবাহিত কোন ব্যক্তির (নারী বা পুরুষ) স্বামী বা স্ত্রী ছাড়া অন্য কোন ব্যক্তির সাথে বিবাহোত্তর বা বিবাহবহির্ভূত প্রেম, যৌন সম্পর্ক ও যৌন কর্মকাণ্ড।
Why does alienation?
পরকীয়া কেন করে?
মেয়েরা পরকীয়া প্রেম কেন করে – বিয়ের পর স্বামী বা স্ত্রী ব্যতীত অন্য কোন পুরুষ বা মহিলার সাথে প্রেমকেই পরকীয়া প্রেম বলে। এর ঝাঁঝ অতি মারাত্মক। মানবসমাজে কত ধরণের প্রেমই তো আছে! তবে যত ধরণের প্রেমই থাকুক না কেন ‘পরকীয়া’ প্রেমকে সবাই একটু ভিন্ন চোখে দেখে।
এটাকে অনেক সময় ‘বিশেষ’ ধরণের প্রেমও বলা হয়! এই ধরনের সম্পর্কগুলোতে আবেগীয় বিষয়টাই বেশি প্রাধান্য পায়। মহিলাদের মধ্যে পরকীয়া এদেশে এখনো ততোটা জনপ্রিয় নয় যতোটা পুরষদের মধ্যে। পুরুষদের পরকীয়া প্রেমের ক্ষেত্রে তৃতীয় ব্যাক্তিটি কম বয়সী কোন অল্প বয়সী মহিলা এমনকি ক্ষেত্র বিশেষে যুবতীও হয়ে থাকেন।…
মহিলাদের ক্ষেত্রে তৃতীয় ব্যাক্তিটি সাধারণত কোন মধ্যবয়সী পুরুষ বা একাধিক পুরুষও হয়ে থাকেন। ৩০-৪৮ বছর বয়সীদের মধ্যে পরকীয়া প্রেম বহুলভাবে পরিলক্ষিত হয়।
পরকীয়া প্রেম কেন হয়?
পরকীয়ার প্রথম কারন হলো আপনি হয়তো আপনার স্বামী অথবা স্ত্রীকে সময় দিতে পারছেন না। একে অপরকে পর্যাপ্ত সময় না…
দেওয়ার কারনে স্বামী-স্ত্রীর মধ্যে একটা মানসিক দূরত্ব সৃষ্টি হয়। স্বামী অথবা স্ত্রী এমন কাউকে খুজতে থাকে যার সাথে তার একাকীত্ব ঘুচে যায়। এমন কাউকে খুজতে থাকা থেকেই পরকীয়ার সূত্রপাত।
ছেলে ও মেয়েরা কিন্তু একই কারণে পরকীয়ায় জড়ায় না। মেয়েরা মূলত পুরুষের বুদ্ধিবৃত্তিক, আবেগীয় ও অর্থ সম্পদের প্রতি আকৃষ্ট হয়ে এবং শারীরিক চাহিদা থেকে পরকীয়ায় জড়ায়। অন্যদিকে পুরুষরা সাধারণত বহুগামী মানসিকতা থেকে পরকীয়ায় জড়িয়ে থাকে।
আপনার বন্ধুবান্ধব পুরুষরা কেউ যদি পরকীয়া করে থাকে দেখবেন তাদের পরকীয়ার গল্পে যৌন কর্মকাণ্ডের কথাই বেশি থাকে। অন্যদিকে নারীরা তাদের প্রেমিকের বুদ্ধিবৃত্তিক ও আবেগীয় কর্মকাণ্ড বলতে বেশি পছন্দ করে।
প্রত্যেক স্বামী এবং স্ত্রীর শারীরিক ও মানসিক কিছু চাহিদা আছে। যখন এসব চাহিদা পূরণ হয় না, স্বপ্নভঙ্গের ব্যথায় কষ্ট পায় মন-মূলত তখনই পরকীয়ার সূত্রপাত ঘটে।
একে অপরের প্রতি উদাসীনতা ধীরে ধীরে একজন স্বামী থেকে একজন স্ত্রীকে আলাদা করে ফেলে, বা একজন স্ত্রী থেকে স্বামীকে আলাদা করে ফেলে। বেড়ে যায় মানসিক ব্যবধান। যার কারণে শুরু হয় মনোমালিন্য। এবং অবশেষে পরকীয়া।
স্বামী অথবা স্ত্রী যদি চাকুরীজীবি হয়ে থাকে তাহলে তারা তাদের অফিসের বিপরীত লিঙ্গের কারও প্রতি আকৃষ্ট হয়ে পড়ে। বাংলাদেশে অধিকাংশ নারী বিবাহের পর বাকি জীবনটা গৃহবধূ হিসাবে পার করে দেয়। এসব গৃহবধূদের অনেকেই বিবাহ পরবর্তী একাকীত্ব ঘুচাতে তাদের কোন আত্নীয় সম্পর্কের অথবা প্রতিবেশী কারও সাথে পরকীয়ায় লিপ্ত হয়।
অফিস সহকর্মী কিংবা বন্ধুবান্ধবদের পরকীয়ার গল্প শুনতে শুনতেই অনেকে নিজের জীবনেও সেই উত্তেজনা খুঁজতে গিয়ে পরকীয়ায় জড়িয়ে পড়েন।
আমেরিকার নিউ ওমেন ম্যাগাজিনের জরিপে জানা যায় চাকরিজীবী বিবাহিত নারীরা তাদের কর্মস্থলেই ‘লাভার’-দের সঙ্গে দেখা সাক্ষাত করে থাকেন। আমেরিকান সমাজে অবিশ্বস্ততার হার দিনে দিনে বাড়ছে। শিকাগো বিশ্ববিদ্যালয়ের এক জরিপে জানা যায় যে, ২৫ শতাংশ পুরুষ পরকীয়া করছে এবং ১৭ শতাংশ নারী তাদের স্বামীদের প্রতি বিশ্বস্ত নয়।
পরকীয়া প্রেমে ঝোঁক বেশি কোন মহিলাদের? সমীক্ষায় উঠে এল অবাক করা তথ্য!
Extra Marital Affairs: সমীক্ষার উঠে আসা পরিসংখ্যান বলছে, যে মহিলারা পরকীয়ায় জড়িয়ে পড়েন, তাঁদের মধ্যে প্রায় ৫২ শতাংশ করেন এই কাজটি। জানুন সবিস্তারে
জীবনে প্রেম তো আর বলে কয়ে আসে না। কখন যে কে কীভাবে কার প্রেমে পরে যায় বলা কঠিন। কারও বাল্যবয়সে স্কুলজীবনেই আসে একের পর এক প্রেম। আবার কেউ প্রেমপর্বে পা রাখেন বিয়ের হাত ধরে। তবে সাত পাকে বাধা পড়লেই যে প্রেম আর আসবেনা জীবনে এমন বলা যায় না। হামেশাই তাই ঘটে যায় বিবাহ বহির্ভূত প্রেম অর্থাৎ পরকীয়া।
যুগে যুগে পরকীয়ার ঘটনা ঘটে চলেছে সমাজে। যদিও অনেক ক্ষেত্রেই সমাজে সংস্কৃতি বহির্ভূত বলে সমালোচনার মুখে পড়তে হয়ে এই প্রেমকে তবে এই প্রেমপর্ব নিয়ে চর্চাও কিছু কম হয় না। আসলে প্রেম তো আর কোনও চোখ রাঙানি মানে না। তাই মনের টানেই চিরকাল পরকীয়া প্রেমের হাতছানিতে সাড়া দিয়েছেন বহু পুরুষ এবং মহিলা।
অনেকে মনে করেন, বিবাহিত সঙ্গীর সঙ্গে মানসিক দূরত্ব থেকেই পরকীয়া সম্পর্কের দিকে যান মানুষ। সম্প্রতি একটি অনলাইন ডেটিং সংস্থার করা সমীক্ষাতে উঠে এসেছে পরকীয়া প্রেম নিয়ে বেশ কিছু তথ্য যা অবাক করবে। এই সমীক্ষার উঠে আসা পরিসংখ্যান বলছে, যে মহিলারা পরকীয়ায় জড়িয়ে পড়েন, তাঁদের মধ্যে প্রায় ৫২ শতাংশ নিয়মিত যোগ অভ্যাস করে থাকেন।
মহিলাদের মধ্যে আর কারা পরকীয়ায় উৎসাহিত হন? উঠে এসেছে তাও। সমীক্ষা বলছে পরকীয়ায় উৎসাহী মহিলাদের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছেন যে মহিলারা নিয়মিত সকালে দৌঁড়ান।
আর এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন সেই মহিলারা, যাঁরা প্রতি দিন টেনিস খেলেন।
সাঁতার কাটেন এবং নিয়মিত সাইকেল চালান এমন মহিলাদের মধ্যেও পরকীয়ার প্রবণতা বেশির দিকেই বলে উঠে এসেছে এই সমীক্ষায়।
এখন প্রশ্ন হল, নানা ধরনের শরীরচর্চার অভ্যাস থাকা মহিলাদের মধ্যেই কেন পরকীয়ার প্রবণতা বেশি? গবেষণা বলছে, রোজ শরীরচর্চার অভ্যাস শুধু শারীরিক ভাবে নয় মানসিক ভাবেও উৎফুল্ল রাখে। রক্ত সঞ্চালন উন্নত করে। ভিতর থেকে শক্তি জোগায়।
আন্তর্জাতিক এই সমীক্ষায় অংশ নেওয়া মহিলাদের প্রশ্ন করা হলে অধিকাংশেই এক বাক্যে উত্তর দিয়েছেন, যৌনজীবন আরও আনন্দমুখর করে তুলতেই সঙ্গী থাকা সত্ত্বেও জীবনে প্রবেশ ঘটেছে পরপুরুষের।
গবেষণা বলছে, একই সঙ্গীর সঙ্গে দীর্ঘ দিন শারীরিক সম্পর্কে লিপ্ত থাকার ফলে একঘেয়েমি চলে আসে। নতুন স্পর্শ পেতে চায় মন। নিয়মিত শরীরচর্চার অভ্যাস সেই ইচ্ছাকে আরও বাড়িয়ে তোলে। আর তারই ফাঁকে মনের অজান্তেই হয়তো জীবনে পা রাখে নতুন মানুষ, নতুন সম্পর্ক।
পরকীয়া যেভাবে হিংস্র হয়ে ওঠে
মনোবিজ্ঞানী সিগমুন্ড ফ্রয়েডের মতে, নৃশংস আচরণের পেছনে রয়েছে মানুষের অবদমিত কামনা-বাসনা। একে তিনি অবচেতন মনের খিড়কি খুলে দেওয়ার সঙ্গে তুলনা করেছেন। অবচেতনে মানুষ যা কামনা করে; শিক্ষা, সভ্যতা, সামাজিকতা আর নৈতিকতা দিয়ে সেগুলোকে ঢেকে রাখে তার চেতন মন। সেই অবদমিত কামনা সরাসরি পূরণ হয় না বলে হিংস্রতা আর নৃশংসতার মধ্য দিয়ে ঘুরপথে পূরণ করার চেষ্টা চলে। ফ্রয়েডের মতে, মানুষের মনের গঠনে তিনটি উপাদান রয়েছে। ইড, ইগো আর সুপার ইগো। আমাদের সব কামনা-বাসনার চাহিদা নিয়ন্ত্রণ করে ইড। সে কেবলই আমাদের তৃপ্ত করতে চায়, যেভাবেই হোক না কেন। আমাদের নৈতিকতার মধ্যে বেঁধে রাখতে চায় সুপার ইগো। এই দুইয়ের মধ্যে ভারসাম্য রক্ষা করে ইগো।
এই ভারসাম্য রক্ষা করাটাই ইগো ডিফেন্স মেকানিজম। মানুষ যখন ইড দ্বারা পরিচালিত হয়, তখন তার মধ্যে পাশবিক প্রবৃত্তিগুলো মাথাচাড়া দিয়ে ওঠে। নিষ্ঠুরতা আর হিংস্রতার পেছনে থাকে ইডের প্রভাব।
ফলে একজন মা যখন নিজের সন্তানকে হত্যা করে তখন তার সুপার ইগো পরাজিত হয়, এলোমেলো হয় ইগো ডিফেন্স, সে হারিয়ে ফেলে তার মানবিক গুণাবলি। এখন কে কীভাবে ইগোকে প্রতিহত (ডিফেন্স) করবে, কীভাবে ইডের প্রভাববলয় থেকে নিজেকে রক্ষা করবে, নির্ভর করে তার শৈশবরে বিকাশ, পারিবারিক পরিবেশ, জেনেটিক গঠন, সামাজিক শিক্ষা, প্রাতিষ্ঠানিক শিক্ষা এবং তার সমাজ ও সংস্কৃতির ভৌতকাঠামোর ওপর। আবার হয়তো পরকীয়ায় জড়িয়েছেন এমন একজন মানুষ যে তাঁর এই সম্পর্কটিকে কোনো রূপ দিতে পারছেন না। সব সময় লুকিয়ে রাখছেন। ফলে তাঁর মধ্যে তৈরি হচ্ছে হতাশা। তিনি এই হতাশা ঢেকে রাখতে সর্বদা আস্ফালন করেন। নিজের হতাশাকে কাটাতে নিজের অপ্রাপ্তিবোধের তাড়না থেকে এমন কাউকে বেছে নেন যিনি প্রতিবাদী নন। সেই দুর্বলের ওপর হিংস্রতা দেখিয়ে একধরনের মানসিক পরিপূর্ণতা পেতে চান। এই তত্ত্বকে বলা হয় ‘ফ্রাস্ট্রেশন-অ্যাগ্রেসন হাইপোথিসিস’। এ কারণেই আমরা দেখি দুর্বলের ওপর একজন হতাশ আর ব্যর্থ মানুষের আস্ফালন ও হিংস্রতা; যার পেছনে রয়েছে তার অপ্রাপ্তি, এই অপ্রাপ্তি তার পরকীয়ার সম্পর্কটিকে সামাজিকভাবে স্বীকৃতি দিতে না পারার কারণেই তৈরি হয়। তাই দুর্বলের ওপর যিনি আস্ফালন করলেন আদতে তিনি মোটেই সবল নন, তিনি সেই আপাত দুর্বলজনের চেয়ে শতগুণ দুর্বল, ব্যর্থ আর হতাশ।
কী আছে সমাধান
সাধারণত দেখা গেছে, পেশাগত জীবনে যিনি নৈতিকতার চর্চা করেন, তিনি পারিবারিক জীবনেও বিশ্বস্ত থাকেন। আর পেশাগত দিকে অসৎ মানুষই বেশির ভাগ সময় পরকীয়ায় জড়িয়ে পড়ছেন। তাই পেশাগত জীবনেও সৎ থাকা জরুরি। প্রচারমাধ্যমকে হতে হবে দায়িত্বশীল। পরকীয়ার কারণে খুনের সংবাদগুলো এমনভাবে পরিবেশন করতে হবে, যাতে এই সংবাদ থেকে কেউ পরকীয়ার পথকে সুগম করতে খুনকে একটা উপায় হিসেবে বেছে নিতে উৎসাহিত না হয়। এই নৃশংস আচরণ রোধ করতে হলে পারস্পরিক সম্পর্কের মধ্যে কোনো লুকোচুরি রাখা চলবে না। সম্পর্ক বজায় রাখা যেমন সামাজিক আচরণ, তেমনি সামাজিক নিয়ম মেনে সম্পর্ক থেকে বেরিয়ে আসাও সমাজসিদ্ধ আচরণ। এর বাইরে গিয়ে নৃশংস আচরণ করার কোনো সুযোগ নেই। পারিবারিক কাঠামোকে শক্তিশালী করতে হবে। স্বামী-স্ত্রী পরস্পরকে গুণগত সময় দেবেন। পরিবারে সহনশীলতা আর মিলেমিশে থাকার চর্চা বাড়াতে হবে। ভিন্নমতের প্রতি সম্মান দেখানোও জরুরি।
পরকিয়া
পরকীয়া মানে কি
পরকীয়া প্রেমের উপকারিতা
পরকীয়া নিয়ে উক্তি
পরকীয়া ইংরেজি কি
পরকীয়া নিউজ
পরকীয়া english
পরকীয়ার ইংরেজি
পরকিয়ার উপকারিতা
নাটক পরকীয়া
পরকিয়া প্রেম
পরকীয়া প্রেমের উপকারিতা
পরকীয়া প্রেম meaning in english
পরকীয়া প্রেমের লক্ষণ
পরকীয়া প্রেমের আইন
পরকীয়া প্রেমের অপকারিতা
পরকীয়া প্রেমের উক্তি
পরকীয়া প্রেমের খবর
পরকীয়া প্রেম কাকে বলে
পরকীয়া প্রেম থেকে মুক্তির উপায়
পরকীয়া প্রেমের কবিতা
পরকিয়া প্রেম করার উপায়
পরকীয়া প্রেম নিউজ
পরকীয়া প্রেম কেন
পরকিয়া meaning in english
পরকিয়া করার কৌশল
পরকিয়া অর্থ কি
পরকিয়া ইংরেজি
পরকীয়া নাটক
পরকীয়া খবর
পরকিয়া প্রেমের স্ট্যাটাস
পরকিয়া ধরার উপায়
পরকীয়া কাকে বলে
পরকিয়া english meaning
পরকিয়া english translation
পরকীয়া in english
পরকীয়া translate in english
পরকীয়া meaning in english
পরকীয়া meaning
পরকিয়া translate
পরকিয়া waz
পরকীয়া আইন 2018
পরকীয়া আইন 2019 বাংলাদেশ
পরকীয়া আইন 2021
পরকীয়া আইন 2018 বাংলাদেশ
5 поправка