Search Blood

Search Blood জরুরি মুহূর্তে রক্তের সন্ধানকারীকে রক্তদাতার সন্ধান দেওয়ার

 জরুরী ভিত্তিতে আগামীকাল বিকালের  মাঝে একজন হার্টের অপারেশনের রোগীর  জন্য  ০৩ ব্যাগ বি পজেটিভ ( B+) রক্তের প্রয়োজন। লোকে...
30/01/2023


জরুরী ভিত্তিতে আগামীকাল বিকালের মাঝে একজন হার্টের অপারেশনের রোগীর জন্য ০৩ ব্যাগ বি পজেটিভ ( B+) রক্তের প্রয়োজন।
লোকেশন ঃ National Heart Foundation Hospital
যোগাযোগ
মোবাইল ঃ+8801757018043 (রোগীর আত্মীয় )
কোন সহৃদয়বান ব্যক্তি রক্তদানে ইচ্ছুক হলে উপরোক্ত নম্বরে যোগাযোগ করার জন্য বিশেষ ভাবে অনুরোধ করছি।
ধন্যবাদ।

 জরুরী ভিত্তিতে আজ রাত 10 টার মাঝে একজন কিডনি জন্য  ০২ ব্যাগ ও পজেটিভ ( O+) রক্তের প্রয়োজন। লোকেশন ঃ CKD Urology Hospita...
14/02/2022


জরুরী ভিত্তিতে আজ রাত 10 টার মাঝে একজন কিডনি জন্য ০২ ব্যাগ ও পজেটিভ ( O+) রক্তের প্রয়োজন।
লোকেশন ঃ CKD Urology Hospital, shymoli
যোগাযোগ ঃ রনি।
মোবাইল ঃ 01842400451
কোন সহৃদয়বান ব্যক্তি রক্তদানে ইচ্ছুক হলে উপরোক্ত নম্বরে যোগাযোগ করার জন্য বিশেষ ভাবে অনুরোধ করছি।
ধন্যবাদ।

 জরুরী ভিত্তিতে আজ রাত ৭ টার মাঝে একজন হার্টের অপারেশনের রোগীর (মহিলা) জন্য  ০৩ ব্যাগ ও পজেটিভ ( O+) রক্তের প্রয়োজন। লোক...
07/12/2021


জরুরী ভিত্তিতে আজ রাত ৭ টার মাঝে একজন হার্টের অপারেশনের রোগীর (মহিলা) জন্য ০৩ ব্যাগ ও পজেটিভ ( O+) রক্তের প্রয়োজন।
লোকেশন ঃ National Heart Foundation Hospital
যোগাযোগ ঃ সুজন ।
মোবাইল ঃ +8801749578686
+8801824256232
কোন সহৃদয়বান ব্যক্তি রক্তদানে ইচ্ছুক হলে উপরোক্ত নম্বরে যোগাযোগ করার জন্য বিশেষ ভাবে অনুরোধ করছি।
ধন্যবাদ।

12/07/2021


জরুরী ভিত্তিতে একজন ডেলিভারি রোগীর জন্য ও পজেটিভ ( O+) রক্তদাতা প্রয়োজন।
লোকেশন ঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল।
যোগাযোগ ঃ সঞ্জয় বনিক।
মোবাইল ঃ 01682722508
কোন সহৃদয়বান ব্যক্তি রক্তদানে ইচ্ছুক হলে উপরোক্ত নম্বরে যোগাযোগ করার জন্য বিশেষ ভাবে অনুরোধ করছি।
ধন্যবাদ।

একটি মানবিক আবেদন...একজন অসুস্থ মা র জন্য  #রক্তদাতার_চাই...রক্তের গ্রুপ ঃ A+ ( positive) রক্ত দানের  স্থান ঃ রংপুর শহরে...
13/02/2021

একটি মানবিক আবেদন...
একজন অসুস্থ মা র জন্য
#রক্তদাতার_চাই...
রক্তের গ্রুপ ঃ A+ ( positive)
রক্ত দানের স্থান ঃ রংপুর শহরে।
রক্তদানের তারিখ ঃ ১৯-০২-২০২১
রক্তের পরিমাণ : ২ ব্যাগ
রোগীর সমস্যা : টিউমার এর অপারেশন
যদি কোনো ব্যাক্তি রক্তদানের ইচ্ছুক হন তবে ইনবক্স অথবা নিচের নম্বের একটু নক দেয়ার জন্য আহ্বান জানাচ্ছি...
রোগীর ছেলে ঃ Kanok Roy Krishna
মোবাইল নম্বর ঃ +880 1737-193102

হাসপাতালের পিছে ঘুরবেন না, ঘুরলে আর ফিরে আসতে পারবেন না। পারিবারিক চিকিৎসায় ২/৫ দিনে করোনা নেগেটিভ সম্ভব।করোনা ভাইরাস নি...
31/05/2020

হাসপাতালের পিছে ঘুরবেন না, ঘুরলে আর ফিরে আসতে পারবেন না। পারিবারিক চিকিৎসায় ২/৫ দিনে করোনা নেগেটিভ সম্ভব।

করোনা ভাইরাস নিয়ে হতাশ বা আতংকিত হওয়ার কোন কারন নেই, আপনি ঘরে বসেই ২ থেকে ৫ দিনে সুস্থ হতে পারবেন।
জেনে নিন কিভাবে সম্ভব।
সর্দি জ্বর, গলা ব্যথা, বা কাশি হউক নিয়ে নিন ঘরোয়া পদ্ধতিতে চিকিৎসাঃ
১) আদা, লেবু, তেজপাতা, এলাচি, লং, দাড়চিনি একটি পরিস্কার পাত্রে পানিতে ১৫ মিনিট ফুটাতে থাকুন। সাথে আস্তা লেবু ২টা।
২) ফুটানো চলাকালে নিরাপদ দূরত্বে থেকে কমপক্ষে ৫ মিনিট গরম বাষ্পনাক দিয়ে লম্বা নিঃশ্বাস টেনে মুখ দিয়ে বের করতে হবে। দৈনিক এভাবে ৪ থেকে ৫ বার গ্রহন করুন।
৩) তারপর এই ফুটন্ত আদা, লেবু, তেজপাতা ইত্যাদির মিক্স গরম পানি চায়ের মতো করে ১ ঘন্টা পরপর পান করতে থাকুন।
৪) সাথে খেতে পারেন নাপা এক্সটেন্ড জাতীয় ঔষধ।
৫) ফুসফুসকে ভাল রাখার জন্য বাসায় বা বাসার বারান্দায় বসে মুক্ত বাতাসে শ্বাস প্রশ্বাসের ব্যয়াম করুন কমপক্ষে দৈনিক দুবার। নাক দিয়ে লম্বা নিশ্বাস গ্রহন করুন যতোবেশী নিতে পারেন নিন তারপর যতোক্ষণ আটকিয়ে রাখতে পারেন রাখুন। তারপর আস্তে আস্তে মুখ দিয়ে দম ছাড়ুন। এভাবে ১০ বার করুন।
৬) প্লেটে আদা কেটে সামান্য লবন দিয়ে রাখুন। মুখে দিন একটু পরপর।
৭) আধা ঘন্টা পর পর গরম চা, গরম দুধ, কফি, গ্রিন টি পান করুন। গলা কোনভাবেই শুষ্ক রাখা যাবেনা।
আপনি বাঁচবেন কি বাঁচবেননা, আপনার ‘কী রোগ হলো’ ভুলেও এসব ভাবনা মাথায় প্রশ্রয় দিবেন না। মনে রাখবেন, আসল কথা হচ্ছে মনোবল। বনের বাঘে খায়না মনের বাঘে খায়। মনোবল হারালে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, তাই আপনার যা ভালো লাগে তাই করবেন মনোবল চাংগা রাখার জন্যে।
উপরোক্ত পদ্ধতিতে আপনি ২ থেকে ৫ দিন চিকিৎসা নিলে এটা পরীক্ষিত সত্য যে তৃতীয় দিনের দিন আপনার করোনাভাইরাস নেগেটিভ হতে বাধ্য। ইনশাআল্লাহ।

--সংগৃহীত Fahmida Shipa

29/05/2020

জরুরী মুহূর্তে রক্তদাতা খুঁজে দেয়া আমাদের মূল উদ্দেশ্য...
আশা করি #লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন...
Page link : https://www.facebook.com/searchblood0/

জরুরি মুহূর্তে রক্তের সন্ধানকারীকে র

28/05/2020

#সতর্কতামূলক_পোস্ট

ব্লিচিং পাউডারের সাথে যদি ডেটল বা স্যাভলন মিশাই তখন কি হবে??

করোনাকালীন সময়ে ব্লিচিং পাউডার (ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইট) সবচেয়ে পরিচিত এবং সহজলভ্য জীবানুনাশক। কিন্তু অনেকের মনে হতে পারে, ব্লিচিং পাউডারের সাথে অন্য যেকোন পরিষ্কারক (ডেটল,স্যাভলন)কিংবা জীবানুনাশক (স্যানিটাইজার) মিশিয়ে নিলে এর শক্তি বাড়তে পারে। হয়ত আরো বেশি জীবানু ধ্বংস হবে। এই ক্রান্তিলগ্নে এটা একেবারেই স্বাভাবিক একটি চিন্তা।

কিন্তু না!!!!
এটা করবেন না!!!

ব্লিচিং পাউডারের সাথে যে কোন পরিষ্কারক বা জীবানুনাশক মেশালে বেশিরভাগ ক্ষেত্রেই বিষাক্ত ক্লোরিন গ্যাস উৎপন্ন হয়। আর ক্লোরিন গ্যাস যা মাত্র ৩০ সেকেন্ডেই চোখ, ন্যাজাল প্যাসাজ (নাক) এবং ফুসফুসকে মারত্মক ক্ষতিগ্রস্ত করবে।
কেউ যদি মাত্র ৩০ সেকেন্ডও এই গ্যাস নিশ্বাসের সাথে গ্রহণ করে তবে তার ফুসফুস স্বাভাবিক হতে ৭-৮ ঘন্টা সময় লাগবে। এই বিষাক্ত গ্যাস ফুসফুসে ঢোকার সাথে ফুসফুস মারাত্মক ক্ষতিগ্রস্ত হবে এবং অক্সিজেন নেয়া বন্ধ করে দিবে।
এমনকি ভিনেগার (সিরকা) ও মেশানো যাবেনা ব্লিচিং পাউডারের সাথে।

স্বল্প পরিসরে কয়েকটি বিক্রিয়া উল্লেখ করছি -

১। ব্লিচিং পাউডার + সেনিটাইজার (Rubbing alcohol) = বিষাক্ত ক্লোরোফরম

২। ব্লিচিং পাউডার + ভিনেগার = বিষাক্ত ক্লোরিন গ্যাস

৩। ব্লিচিং পাউডার + গ্লাস ক্লিনার (Ammonia) = ক্লোরো-অ্যামিন ( যার জন্য শ্বাসকষ্ট ও বুকব্যথা হতে পারে)

৪। হাইড্রোজেন পার-অক্সাইড + ভিনেগার = পার-অক্সি-এসিটিক এসিড (ক্ষয়কারক)

৫। ব্লিচিং পাউডার + হারপিক = বিষাক্ত ক্লোরিন গ্যাস

কোন রাসায়নিক দ্রব্যাদিকেই সাধারণভাবে নেওয়া যাবেনা। না জেনে করা ছোট কোনকিছু থেকেই ঘটে যেতে পারে বড় রকমের দূর্ঘটনা।

নিজে সতর্ক থাকুন, যথাসম্ভব অন্যকে সতর্ক করার চেষ্টা করুন।

#কালেক্টেড

করোনা ভাইরাসের লক্ষনঃ-----         করোনা ভাইরাস এ আক্রান্ত রোগীরা নিজেরাই         অনুভব করতে পারেন:-------০১।  নাক দিয়ে...
28/05/2020

করোনা ভাইরাসের লক্ষনঃ-----
করোনা ভাইরাস এ আক্রান্ত রোগীরা নিজেরাই
অনুভব করতে পারেন:-------
০১। নাক দিয়ে জল পরা ।
০২। হাচি এবং কাশি ।
০৩। গলা ব্যাথা ।
০৪। শুকনা কাশি ।
০৫। শ্বাসকষ্ট ।
০৬। জ্বর(১০০ ডিগ্রি বা বেশি) ।
০৭। শ্বাস কষ্ট (গুরুতর ক্ষেত্রে) ।
০৮। পাতলা পায়খানা ( severity বেশি হলে) ।

তাই উপরোক্ত লক্ষন যদি থাকে আপনার
প্রথম কাজ ঘরেই থাকুন ।
জ্বর, ঠান্ডা, কাশি হলে ডাক্তারের কাছে আগেই আসার দরকার নেই । নিম্নোক্ত প্রেসক্রিপশনে সাতদিন ঔষধ খেতে থাকুন ।

Tab. Napa rapid 500mg/Napa Extend/ 665mg ( ভরা পেটে) ।
১+১+১-------------------- ৭দিন ।

Tab. Deslor / Tab. Fexo (120/180)
১+0+১-----------৭ দিন ।

Tab. Monas/Trilock/Lumona10mg
০+০+১----------৭দিন ।

Syp.Ambrox/ Dexpofen/Tuska plus
২ চামচ করে ৩ বেলা----------- ৭দিন
(কাশি বের হলে) ।

Tab.Ometid 20mg
১+০+১------------- ৭ দিন
( খাবার আগে) ।

যদি শ্বাসকস্ট হয় :------
Inhaler Bexitrol F
১ কাফ ১২ ঘন্টা পর পর ।
হাপানি রোগীরা বাড়িতে আগে থেকে অবশ্যই
নেবুলাইজার মেশিন রাখবেন এবং windal plus দিয়ে নেবুলাইজ করবেন ।
#অন্যান্যঃ----
প্রচুর পরিমান পানি খাবেন ।
গরম পানি খাবেন, গরম পানির কুলকুচি করবেন ।
৭ দিন ঘরে অবস্থান করবেন ।
মাস্ক পরিধান করবেন ।
হাত হ্যান্ড স্যানিটাইজার অথবা হ্যান্ডওয়াশ দিয়ে
পরিস্কার করুন ।
হাচি কাশির সময় টিস্যু ব্যবহার করুন ।

#দোয়াপড়ুন:---- বেশি বেশি (মুসলিমদের জন্য)ঃ
০১। আল্লাহুমা ইন্নি আউযুবিকা মিনাল বারাসি,ওয়াল জুনুনি,ওয়াল জুযামি, ওয়া মিন শাইয়্যিল আসক্বম ।
০২। সুরা ফাতিহা প্রতিদিন ০৭ বার ।
০৩। সুরা ইখলাস ০৩ বার, সুরা ফালাক ০৩ বার, এবং সুরা নাস ০৩ বার করে পড়ুন ।
০৭ দিন পরও সুস্থ না হলে করোনা ভাইরাস চিকিৎসার নির্দিষ্ট হাসপাতাল গুলোতে যোগাযোগ করুন এবং আইডিসিআর এ ফোন দিয়ে তাদের আপনার অবস্থা বিষয়ে অবহিত করুন ।

আর করোনার লক্ষন গুলো আপনাদের মাঝে থাকলে আইইডিসিআর( IEDCR) খবর দিন ।
যোগাযোগ ঃ 16263,
# 01550064901-05
# 01401184551,
# 01401184554-56,
# 01401184559-60
# 01401184559-60
# 01401184563,
# 01401184568
# 01927711784-85
# 01937000011
# 01937110011
In sha Allah will save us from this disaster...

এটি শেয়ার করে সকলকে অবহিত করুন,
আপনার একটি শেয়ার হয়তো কারো জীবন বাঁচিয়ে দিতে পারে । **Dr. Sumaiya Simu**

collected

আপনার রক্তের গ্রুপ,, বর্তমান লোকেশন,,সর্বশেষ রক্তদানের তারিখ জানিয়ে কমেন্ট করুন।   মুমূর্ষু রোগীর রক্তের প্রয়োজন হলে যোগ...
23/05/2020

আপনার রক্তের গ্রুপ,,
বর্তমান লোকেশন,,
সর্বশেষ রক্তদানের তারিখ জানিয়ে কমেন্ট করুন।

মুমূর্ষু রোগীর রক্তের প্রয়োজন হলে যোগাযোগ করবো

18/05/2020

আপনার বয়স যদি হয় ১৮ আর ওজন যদি হয় ৫০ কেজি তাহলে আপনিও রক্তদান করে মুমূর্ষু রোগীর মুখে হাসি ফোটাতে পারবে😍😍😍

সার্চ ব্লাডের পক্ষ থেকে রক্তদাতা সংগ্রহ কার্যক্রম চলছে... আপনি যদি একজন রক্তদাতা হয়ে থাকেন তবে,  আমাদের অনলাইন নিবন্ধন ফ...
15/05/2020

সার্চ ব্লাডের পক্ষ থেকে রক্তদাতা সংগ্রহ কার্যক্রম চলছে...
আপনি যদি একজন রক্তদাতা হয়ে থাকেন তবে,
আমাদের অনলাইন নিবন্ধন ফরমটি পূরণ করে আমাদের সাথে যুক্ত হন...
Online Registration Link : https://forms.gle/M7PPn7uhLgmkzQ5Z9

রক্তদাতার রেজিস্ট্রেশন ফরম

আসুন, বাড়িয়ে দেই মানবতার হাত, ক্ষুধায় কাতর মানুষ গুলো ক্ষুধা থেকে মুক্তি পাক।।
05/04/2020

আসুন, বাড়িয়ে দেই মানবতার হাত, ক্ষুধায় কাতর মানুষ গুলো ক্ষুধা থেকে মুক্তি পাক।।

26/03/2020
21/03/2020

যারা অফিস করেন তাদের প্রতি আমার নিজস্ব কিছু পরামর্শ-
১. আপনারা হাতে ওয়ান টাইম Gloves পরে অফিস করবেন। মুখে অবশ্যই মাস্ক পরবেন।
২. ২০-৩০ মিনিট পর পর পানি খাবেন।
৩. কিছুক্ষণ পর পর হাতে হেক্সিসল লাগাবেন।
৪. অফিসে আধা লেবু চা খাবেন বেশি বেশি। আর সিভিট খাবেন।
৫. বসায় গিয়ে ১গ্লাস গরম পানি পান করবেন।
৬. বাসায় ঢুকে রুমে যাওয়ার আগে মোবাইল, মানিব্যাগ, হেডফোন গুলো হেক্সিসল দ্বারা ওয়াস করে নিবেন। আর সাবান দিয়ে হাত ও পা ভালভাবে ওয়াস করবেন।
৭. আজ বাসায় যাওয়ার সময় মাউথ ওয়াস Benostar কিনে নিয়ে যাবেন। অাধা গ্লাস কুসুম গরম পানিতে ২০মিলি মিশিয়ে গড়গড়া করবেন।
৮. অবশ্যই লেবু বা মালটার জুস বেশি বেশি খাবেন! সাথে ডাবের পানি
Copied

শুভেচ্ছা 💕 শুভ জন্মদিনহাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 💕
17/03/2020

শুভেচ্ছা 💕 শুভ জন্মদিন
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 💕

**ব্রেকিং নিউজ**অবশেষে বাংলাদেশে তিনজন কোভিড-১৯ রোগী সনাক্ত, তার মধ্যে দুজন ইতালি ফেরত, একজন সেই পরিবারের সদস্য।অতএব এখন...
08/03/2020

**ব্রেকিং নিউজ**

অবশেষে বাংলাদেশে তিনজন কোভিড-১৯ রোগী সনাক্ত, তার মধ্যে দুজন ইতালি ফেরত, একজন সেই পরিবারের সদস্য।

অতএব এখন থেকে
★হ্যান্ডশেক, কোলাকুলি থেকে বিরত থাকুন
★বারবার সাবান দিয়ে হাত ধৌত করুন
★যেখানে সেখানে থুতু ফেলবেন না
★প্যানিকড হবেন না
★বয়স্কদের প্রতি যত্নশীল হোন
★রাস্তাঘাটে মাস্ক ব্যবহার করুন
★ডায়বেটিক সহ যারা দুর্বল ইমিউনিটির তাদের প্রতি বেশি সতর্কতা অবলম্বন করুন

সর্দি, কাশি, জ্বর, মাথাব্যাথা, বুকব্যাথা, শ্বাসকষ্ট সহ বিভিন্নউপসর্গ দেখা দিলে ডাক্তারের পরামর্শ নিন।
জনসচেনতায়: Search Blood

Address

Framgate
Dhaka
1215

Telephone

+8801784219050

Website

Alerts

Be the first to know and let us send you an email when Search Blood posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category

Search Blood

Search Blood

ইহা সম্পূণ অনলাইন ভিত্তিক স্বেচ্ছায় রক্তদানকারী সংগঠন। যা উক্ত পেজের এডমিন ও মডারেটর দ্বারা পরিচালিত হয়।

লক্ষ্য ও উদ্দেশ্য :


  • স্বেচ্ছায় রক্তদান সম্পর্কিত সচেতনতা সৃষ্টি।