Dr. Rubina Akter- Gynaecologist

Dr. Rubina Akter- Gynaecologist Chamber 1. Hi care general hospital ...............chamber 2..popular diagnostic;;; unit 1 ..uttara.

রোগীর pregnancy positive এর খবরে আমরা  ছাড়া কে আছে এমন যে‌ ‌রোগীর চেয়ে বেশি খুশি হয়।????  ৯ বছর পার হয়ে গেলেও এখনো ম...
26/10/2023

রোগীর pregnancy positive এর খবরে আমরা ছাড়া কে আছে এমন যে‌ ‌রোগীর চেয়ে বেশি খুশি হয়।???? ৯ বছর পার হয়ে গেলেও এখনো মাতৃত্বের ‌সাদ পাননি।‌usg করে অনেক গুলো ছোট ছোট পলিপ পাওয়া গেল . Hysteroscopy এর মাধ্যমে সেগুলো ফেলে ‌খুব যতন করে ‌ induction মানে ঔষধ দেয়া হলো । গত ৭ মাস ধরে আমি তার হাহাকার দেখেছি ।। আলহামদুলিল্লাহ। এখন তার ১৪ সপ্তাহ। খুশি টা share না করে থাকতে পারলাম না। তোমার স্বপ্ন পূরণ হোক।

গর্ভকালীন অবস্থায় আমরা নানান ধরনের যত্ন নিলেও তাদের মানসিক স্বাস্থ্যের ব্যাপারেখুব বেশ উদাসীন। একজন গর্ভবতী নারীর শারীরি...
23/08/2023

গর্ভকালীন অবস্থায় আমরা নানান ধরনের যত্ন নিলেও তাদের মানসিক স্বাস্থ্যের ব্যাপারেখুব বেশ উদাসীন। একজন গর্ভবতী নারীর শারীরিক অবস্থার দিকে খেয়াল রাখা যেমন গুরুত্বপূর্ণ ঠিক একই রকম গুরুত্বপূর্ণ তার মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়া।
গর্ভকালীন একজন নারী কোনো না কোনো মানসিক রোগে ভুগতে পারেন। প্রথম ও দ্বিতীয় ট্রাইমেস্টার মানে প্রথম ছয় মাস একজন গর্ভবতী ভুগতে পারেন উদ্বেগজনিত সমস্যায়। তিনি বেশিরভাগ সময় ভয় পেতে থাকেন নিজের ও সন্তানের সুস্থতা নিয়ে। এ সময় বিষণ্ণতা খুব বেশি দেখা যায়। গর্ভকালীন পরবর্তী সময়ে তিনি ডেলিভারি পদ্ধতি নিয়ে চিন্তায় পড়ে যান। এ সময় প্যানিক অ্যাটাকের ঝুঁকিও বেড়ে যায় বহুগুণে।
যে সকল মায়েরা আগে থেকেই মানসিক রোগে ভুগছিলেন গর্ভকালীন তাদের সেসব মানসিক রোগ পুনরায় ফিরে আসতে পারে। তাই সে ব্যাপারেও গুরুত্ব দেওয়া অপরিহার্য।
বাচ্চা জন্মদানের পরপরই তিনটি মানসিক সমস্যা আমরা খুব বেশি দেখে থাকি। তা হলো- মেটার্নিটি ব্লু, পোষ্টপার্টাম ডিপ্রেশন, পোষ্টপার্টাম সাইকোসিস।
প্রায় তিন ভাগের দুই ভাগ গর্ভবতী নারীই মেটার্নিটি ব্লুতে ভুগে থাকেন। যা সন্তান জন্মদানের প্রায় সঙ্গে সঙ্গেই শুরু হয়। এটির উপসর্গগুলো তৃতীয় বা চতুর্থ দিনে তীব্র আকার ধারণ করে।
মেটার্নিটি ব্লু’র জন্য সাধারণত মানসিক রোগের ডাক্তারের কোন চিকিৎসা লাগে না। কিছুদিন পর এটি খুব ধীরে ধীরে ঠিক হয়ে যায়। বিশেষজ্ঞদের মতে, গর্ভকালীন শরীরে যে হরমোনের পরিবর্তন হয়ে থাকে তা বাচ্চা প্রসবের পর স্বাভাবিক অবস্থায় ফিরে আসার কারণেই এই মেটার্নিটি ব্লু হয়ে থাকে।
মেটার্নিটি ব্লু হলে একজন নতুন মা হঠাৎ করেই খুব বিষণ্ন বোধ করেন। চোখ দেখে মনে হতে পারে যে এখনই কান্না করে দিবেন, কিন্তু জিজ্ঞাসা করলে বলবে যে সে ভালো আছে। এ সময় পারিবারিক ভালবাসা, যত্ন, পর্যাপ্ত ঘুম খুব জরুরি। এগুলো পেলে খুব তাড়াতাড়ি মেটার্নিটি ব্লু ভাল হয়ে যায়।
প্রতি একশ জনের মাঝে প্রায় দশ থেকে পনেরো জন নারীই সন্তান প্রসবের পর পোষ্টপার্টাম ডিপ্রেশনে ভুগে থাকেন। এটি সাধারণত সন্তান প্রসবের এক মাসের মধ্যে দেখা দেয়। এ সময়ে তার মধ্যে বিষণ্ণতা রোগের সকল লক্ষণ, যেমন- মন খারাপ করে থাকা, কাজে কর্মে আগ্রহ না পাওয়া, পর্যাপ্ত ঘুম না হওয়া, ক্ষুধামন্দা, মনযোগের ঘাটতি, ভুলে যাওয়ার প্রবণতা দেখা দিতে পারে।যাদের আগে থেকেই বিষণ্ণতা রোগ রয়েছে অথবা বংশে বিষণ্ণতা রোগ রয়েছে তাদের ক্ষেত্রে পোষ্টপার্টাম ডিপ্রেশন হওয়ার ঝুঁকি অনেক বেশি।
পোষ্টপার্টাম ডিপ্রেশনে মানসিক রোগ বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ মত চিকিৎসা খুবই গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে পরিবারের সহমর্মিতা, যত্নসহ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ ও সাইকোথেরাপির ভুমিকা অপরিসীম ।
আমরা প্রায়ই পত্রিকা অথবা খবরের কাগজ থেকে জানতে পারি যে, মা তার নবজাতক শিশুকে পানিতে ফেলে মেরে ফেলেছে, অথবা গলা টিপে হত্যা করেছে। তাৎক্ষণিকভাবে আমরা ভেবে বসি একজন মা কীভাবে পারে এমন ঘৃণ্য কাজ করতে। প্রকৃতপক্ষে কোনো মাই পারেন না এভাবে তার সন্তানের ক্ষতি করতে। এসব ক্ষেত্রে প্রায়ই দেখা যায়, বাচ্চা প্রসবের পর সেই মা পোষ্টপার্টাম সাইকোসিস নামে গুরুতর মানসিক রোগে ভুগছিলেন।
পোষ্টপার্টাম সাইকোসিস সাধারণত সন্তান প্রসবের দুই থেকে তিন দিন থেকে শুরু করে কয়েক সপ্তাহ পরও শুরু হতে পারে। গবেষণায় দেখা যায়, প্রায় পাঁচশ’ জনের মাঝে একজন গর্ভবতী মায়ের সন্তান প্রসবের পর এই রোগ হতে পারে।
যে লক্ষণগুলো পোষ্টপার্টাম সাইকোসিস এ বেশি দেখা দেয়, তা হলো- হঠাৎ করেই ঘুম কমে যাওয়া, ক্ষুধা মন্দা, নবজাতকের প্রতি অবহেলা, চুপ হয়ে যাওয়া,কারও সঙ্গে কথা না বলে একা একা থাকা, একা একা কথা বলা বা হাসতেও দেখা যেতে পারে, অযথাই অন্যদের সন্দেহ করা। এছাড়া নবজাতকের ব্যাপারে সে অনেক নেতিবাচক কথা বলার পাশাপাশি তার মধ্যে অনেক আবাস্তব ও ভ্রান্ত বিশ্বাস দেখা যেতে পারে।
পোষ্টপার্টাম সাইকোসিস হওয়ার পর এটি যদি পর্যাপ্ত চিকিৎসার আওতায় না আনা হলে এ থেকে হতে পারে অনেক নির্মম পরিণতি। তাই শিশু জন্ম দেওয়া পর একজন মায়ের শারীরিক সুস্থতার পাশাপাশি মানসিক সুস্থতাকে সমান গুরুত্ব দিতে হবে। প্রয়োজনে মানসিক রোগ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া যেতে পারে। এতে একজন সুস্থ মায়ের শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করবে একটি শিশুর সুস্থ ভবিষ্যৎ।
তাই মায়ের প্রতি সমান যত্নবান হোন তথা নবজাতকের মতই।
সংগৃহিত

এই খুশির নেই কোন সীমানা,,,,,,নাম‌ প্রকাশে অনিচ্ছুক এই patient  12 বছর ধরে মা ‌হওয়ার স্বপ্ন দেখতে দেখতে ক্লান্ত।সব  repo...
22/05/2023

এই খুশির নেই কোন সীমানা,,,,,,নাম‌ প্রকাশে অনিচ্ছুক এই patient 12 বছর ধরে মা ‌হওয়ার স্বপ্ন দেখতে দেখতে ক্লান্ত।সব report normal .. ১০ বছর আগে টিভির ঔষধ খেয়েছে বিধায় একটা tube test করি।( HSG) ... দুইটা tube ভাল কিন্তু adhesion .. শুধু মাত্র ‌hysteroscopic adhesiolys ( for seems to be Figo grade 1 intrauterine filmsy adhesion)... করি ২ মাস আগে।।।।।medical induction এর just এক cycle পরে pregnancy test positive ....... রোগীর চেয়ে আমি বেশি খুশি।। Please pray for her............ ক্ষেত্র বিশেষে এটাই হলো বন্ধাত্ব্য রোগীর জন্য Hysteroscopy র আশির্বাদ ।,,,,,,,,,,,,,,,,,,, বন্ধাত্ব্য couple er জন্য একটাই messege........ don't waste your time.................. ....................... Dr. Rubina Akter- Gynaecologist .......... Fcps ( obstetric & Gynaecology)...... Infertility dept (Dhaka medical college hospital).......... chamber.......,..,......,..Hi care general Hospital..uttara....... 01715295335............,........................... popular diagnostic cenre uttara ( Friday). .....Unit 1

আসসালামুয়ালাইকুম। সচেতনতা বৃদ্ধির জন্য গতকালের ১ টা case share করছি।রাত‌ তখন ১ টা বাজে।ঘুমাতে যাব।ফোনটা‌ আসলো তখনই। ২৮ ...
05/09/2022

আসসালামুয়ালাইকুম। সচেতনতা বৃদ্ধির জন্য গতকালের ১ টা case share করছি।রাত‌ তখন ১ টা বাজে।ঘুমাতে যাব।ফোনটা‌ আসলো তখনই। ২৮ বছরের রোগী, প্রচন্ড ‌পেটে ব্যথা। ২ সপ্তাহ হলো missed period.. গিয়ে দেখি রোগী পুরা সাদা,, রক্ত শূন্য। যা বোঝার বুঝলাম।usg করে‌confirm হলাম।yes ectopic pg... যেখানে জরায়ুর ভেতর টা খালি
।। বাচ্চা এসেছে tube এর ভিতর। এবার সেটা burst out ও হয়ে গেছে। সারা পেট রক্ত দিয়ে পরিপূর্ণ। সঠিক সময়ে না আসলে, সঠিক treatment না করলে‌ এতে মায়ের মৃত্যু নিশ্চিত। রক্ত রোজগার করতে যতখখন। রোগী টা early আসার কারনে তখন ও pulse ..BP পাচ্ছিলাম।shockমানে অগ্যান হয়ে যায়নি।। এই রোগীদের পেট পুরা কেটে operation না‌ করে যদি laparoscopic ( machine দিয়ে পেট শূধু ফুটো করে) করা যায় তাহলে post operative early recovery হয়।। তাই অবশেষে ভোর ৫ টায় laparoscopic operation করি।। রোগী এখন ভাল আছে।। Infact পরদিন ই সে হেসে আমার সাথে কথা বললো। Infact ১ দিন পরেই সে বাসায় চলে যাবে। এই হলো laparoscopic surgery এর সুবিধা।।যাই হোক আমার messege হলো এই‌ পরিস্থিতি হলে দেরি না করে দ্রুত gynaecologist এর কাছে যাওয়া। ‌ আসুন আমরা সবাই সচেতন হ ই। ( উল্লেখ্য এই রোগীর‌‌ আগের ২ টা সিজার ছিল।। তাতেও বিশেষ‌ technic এ laparoscopy করতে কোন সমস্যা হয়নি।)... আল্লাহ হাফেজ।।।

13/08/2022

গর্ভকালীন অবস্থায় আমরা নানান ধরনের যত্ন নিলেও তাদের মানসিক স্বাস্থ্যের ব্যাপারেখুব বেশ উদাসীন। একজন গর্ভবতী নারীর শারীরিক অবস্থার দিকে খেয়াল রাখা যেমন গুরুত্বপূর্ণ ঠিক একই রকম গুরুত্বপূর্ণ তার মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়া।

গর্ভকালীন একজন নারী কোনো না কোনো মানসিক রোগে ভুগতে পারেন। প্রথম ও দ্বিতীয় ট্রাইমেস্টার মানে প্রথম ছয় মাস একজন গর্ভবতী ভুগতে পারেন উদ্বেগজনিত সমস্যায়। তিনি বেশিরভাগ সময় ভয় পেতে থাকেন নিজের ও সন্তানের সুস্থতা নিয়ে। এ সময় বিষণ্ণতা খুব বেশি দেখা যায়। গর্ভকালীন পরবর্তী সময়ে তিনি ডেলিভারি পদ্ধতি নিয়ে চিন্তায় পড়ে যান। এ সময় প্যানিক অ্যাটাকের ঝুঁকিও বেড়ে যায় বহুগুণে।

যে সকল মায়েরা আগে থেকেই মানসিক রোগে ভুগছিলেন গর্ভকালীন তাদের সেসব মানসিক রোগ পুনরায় ফিরে আসতে পারে। তাই সে ব্যাপারেও গুরুত্ব দেওয়া অপরিহার্য।

বাচ্চা জন্মদানের পরপরই তিনটি মানসিক সমস্যা আমরা খুব বেশি দেখে থাকি। তা হলো- মেটার্নিটি ব্লু, পোষ্টপার্টাম ডিপ্রেশন, পোষ্টপার্টাম সাইকোসিস।

প্রায় তিন ভাগের দুই ভাগ গর্ভবতী নারীই মেটার্নিটি ব্লুতে ভুগে থাকেন। যা সন্তান জন্মদানের প্রায় সঙ্গে সঙ্গেই শুরু হয়। এটির উপসর্গগুলো তৃতীয় বা চতুর্থ দিনে তীব্র আকার ধারণ করে।

মেটার্নিটি ব্লু’র জন্য সাধারণত মানসিক রোগের ডাক্তারের কোন চিকিৎসা লাগে না। কিছুদিন পর এটি খুব ধীরে ধীরে ঠিক হয়ে যায়। বিশেষজ্ঞদের মতে, গর্ভকালীন শরীরে যে হরমোনের পরিবর্তন হয়ে থাকে তা বাচ্চা প্রসবের পর স্বাভাবিক অবস্থায় ফিরে আসার কারণেই এই মেটার্নিটি ব্লু হয়ে থাকে।

মেটার্নিটি ব্লু হলে একজন নতুন মা হঠাৎ করেই খুব বিষণ্ন বোধ করেন। চোখ দেখে মনে হতে পারে যে এখনই কান্না করে দিবেন, কিন্তু জিজ্ঞাসা করলে বলবে যে সে ভালো আছে। এ সময় পারিবারিক ভালবাসা, যত্ন, পর্যাপ্ত ঘুম খুব জরুরি। এগুলো পেলে খুব তাড়াতাড়ি মেটার্নিটি ব্লু ভাল হয়ে যায়।

প্রতি একশ জনের মাঝে প্রায় দশ থেকে পনেরো জন নারীই সন্তান প্রসবের পর পোষ্টপার্টাম ডিপ্রেশনে ভুগে থাকেন। এটি সাধারণত সন্তান প্রসবের এক মাসের মধ্যে দেখা দেয়। এ সময়ে তার মধ্যে বিষণ্ণতা রোগের সকল লক্ষণ, যেমন- মন খারাপ করে থাকা, কাজে কর্মে আগ্রহ না পাওয়া, পর্যাপ্ত ঘুম না হওয়া, ক্ষুধামন্দা, মনযোগের ঘাটতি, ভুলে যাওয়ার প্রবণতা দেখা দিতে পারে।যাদের আগে থেকেই বিষণ্ণতা রোগ রয়েছে অথবা বংশে বিষণ্ণতা রোগ রয়েছে তাদের ক্ষেত্রে পোষ্টপার্টাম ডিপ্রেশন হওয়ার ঝুঁকি অনেক বেশি।

পোষ্টপার্টাম ডিপ্রেশনে মানসিক রোগ বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ মত চিকিৎসা খুবই গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে পরিবারের সহমর্মিতা, যত্নসহ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ ও সাইকোথেরাপির ভুমিকা অপরিসীম ।

আমরা প্রায়ই পত্রিকা অথবা খবরের কাগজ থেকে জানতে পারি যে, মা তার নবজাতক শিশুকে পানিতে ফেলে মেরে ফেলেছে, অথবা গলা টিপে হত্যা করেছে। তাৎক্ষণিকভাবে আমরা ভেবে বসি একজন মা কীভাবে পারে এমন ঘৃণ্য কাজ করতে। প্রকৃতপক্ষে কোনো মাই পারেন না এভাবে তার সন্তানের ক্ষতি করতে। এসব ক্ষেত্রে প্রায়ই দেখা যায়, বাচ্চা প্রসবের পর সেই মা পোষ্টপার্টাম সাইকোসিস নামে গুরুতর মানসিক রোগে ভুগছিলেন।

পোষ্টপার্টাম সাইকোসিস সাধারণত সন্তান প্রসবের দুই থেকে তিন দিন থেকে শুরু করে কয়েক সপ্তাহ পরও শুরু হতে পারে। গবেষণায় দেখা যায়, প্রায় পাঁচশ’ জনের মাঝে একজন গর্ভবতী মায়ের সন্তান প্রসবের পর এই রোগ হতে পারে।

যে লক্ষণগুলো পোষ্টপার্টাম সাইকোসিস এ বেশি দেখা দেয়, তা হলো- হঠাৎ করেই ঘুম কমে যাওয়া, ক্ষুধা মন্দা, নবজাতকের প্রতি অবহেলা, চুপ হয়ে যাওয়া,কারও সঙ্গে কথা না বলে একা একা থাকা, একা একা কথা বলা বা হাসতেও দেখা যেতে পারে, অযথাই অন্যদের সন্দেহ করা। এছাড়া নবজাতকের ব্যাপারে সে অনেক নেতিবাচক কথা বলার পাশাপাশি তার মধ্যে অনেক আবাস্তব ও ভ্রান্ত বিশ্বাস দেখা যেতে পারে।

পোষ্টপার্টাম সাইকোসিস হওয়ার পর এটি যদি পর্যাপ্ত চিকিৎসার আওতায় না আনা হলে এ থেকে হতে পারে অনেক নির্মম পরিণতি। তাই শিশু জন্ম দেওয়া পর একজন মায়ের শারীরিক সুস্থতার পাশাপাশি মানসিক সুস্থতাকে সমান গুরুত্ব দিতে হবে। প্রয়োজনে মানসিক রোগ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া যেতে পারে। এতে একজন সুস্থ মায়ের শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করবে একটি শিশুর সুস্থ ভবিষ্যৎ।
তাই মায়ের প্রতি সমান যত্নবান হোন তথা নবজাতকের মতই।
সংগৃহিত

10/08/2022

আপনি কি হতাশ! বার বার গর্ভপাত হয়ে যাচ্ছে?
তাহলে কি করনীয়?
সময় নিয়ে ভিডিওটি শুনুন এবং আরেকজন কে শুনতে শেয়ার করুন।

Dr.Rubina akter
MBBS,BCS
FCPS (obs & Gynae)
Junior Consultant

🥼Chamber 1.
Hi care general hospital-lake drive road. Sector 7,Uttara( Saturday to Thursday)

🥼Chamber 2
popular diagnostic centre -Uttara .sector 3 Friday (10 am to 12 pm)

24/07/2022
21/07/2022

DOCTOR - Patient relationship কেমন হওয়া উচিৎ?

কেমন হওয়া উচিৎ...?Doctor Patient  relationship.. আসছি আগামীকাল ভিডিও নিয়ে
20/07/2022

কেমন হওয়া উচিৎ...?
Doctor Patient relationship..

আসছি আগামীকাল ভিডিও নিয়ে

মধ্যরাতের বিনিদ্র  রজনী।.....just because of ur unplanned pregnancy complication...,, তাই  pregnancy planning এর আগেই এক...
20/07/2022

মধ্যরাতের বিনিদ্র রজনী।.....just because of ur unplanned pregnancy complication...,, তাই pregnancy planning এর আগেই একবার অন্তত আসুন,,,,,,,আপনার Obstetrician এর কাছে l শূধু একটি পরামর্শ বদলে দিতে পারে সবকিছু

জীবনের অন্যতম উপহার সন্তান। আপনার সন্তানের সুস্থতার জন্য টিকা প্রদান করা অপরিহার্য। জেনে নিন কখন কোন টিকা দিতে হবে। সংগ্...
17/07/2022

জীবনের অন্যতম উপহার সন্তান। আপনার সন্তানের সুস্থতার জন্য টিকা প্রদান করা অপরিহার্য।
জেনে নিন কখন কোন টিকা দিতে হবে। সংগ্রহে রাখুন।
ঘর আলো করে বেড়ে উঠুক আপনার সন্তান।

17/07/2022

পানি দাড়িয়ে নয়, বসে পান করুন।
সকালে তারাহুরো নয়, শান্তি মত নাস্তা করুন।
একা নয়, যখনই সম্ভব পরিবারের সাথে বসে খাবার গ্রহন করুন।
মন খারাপ নয়, প্রানবন্ত হাসিতে জীবন কাটিয়ে ফেলুন।

14/07/2022

প্রসব পরবর্তী depression.... কি ,কেন হয় , এবং প্রতিরোধ ,জানতে হবে ,জানাতে হবে।

Session -1

Address

Dhaka
1205

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Rubina Akter- Gynaecologist posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr. Rubina Akter- Gynaecologist:

Videos

Share