Dr. Afrin

Dr. Afrin Ocno-plactic breast surgeon

26/10/2024

৯০% মেয়েদের বেড টাচএর অভিজ্ঞতা আছে আমি সিউর। আমরা মেয়েরা এটা ভালো করেই জানি।সবাই আশা করি এক মত হবে

কি কারণে সবচেয়ে বেশি কষ্ট পেয়েছেন??
25/10/2024

কি কারণে সবচেয়ে বেশি কষ্ট পেয়েছেন??

21/10/2024

যদি কোনো মানুষ সবসময় নীরব থাকে।
এর
মানে এটা না যে সে মজা করতে জানে না
তার মানে এইটা যে জীবন
তাকে এমনকিছু
শিখিয়েছে যা তাকে নীরব
বানিয়ে দিয়েছে

20/10/2024

হুদাই কাউরে M e n t i o n দিয়ে😌

তার ফোনে একটা নোটিফিকেশন পাঠান😅

...!🙈 দে'হি  তো'মাগো গ্যালারির প্রথম পিক কেমন..!!😏🔪🌚
19/10/2024

...!🙈 দে'হি তো'মাগো গ্যালারির প্রথম পিক কেমন..!!😏🔪🌚

19/10/2024

Shout out to my newest followers! Excited to have you onboard! আমাদের ক্রীড়াকথা, Nur Muhammad

17/10/2024

এই মুহূর্তে তোমার কি প্রয়োজন!🙂🌸

12/10/2024

ভালোবাসি আপনাকে🥰👉💗com/profile.php

12/10/2024

সরাসরি না বলে
ইশারা - ইঙ্গিতে বুঝিয়ে দিন আপনি কোন জেলার বাসিন্দা

11/10/2024

নিজের জন্য খেয়াল রাখুন কিছু বিষয়

মেয়েদের শরীরের সব থেকে সেনসিটিভ পার্ট হচ্ছে ভ্যাজাইনা। শরীরে অসুখ হলে যেভাবে ডাক্তারের কাছে যায় বা অন্য কারো সাথে খোলামেলাভাবে বলতে পারি, ভ্যাজাইনার সমস্যা হলে তা আমরা অনেকেই বলতে সংকোচ বোধ করি। অনেক সময় ইনফেকশন, চুলকানি হয়। পেন্টি ব্যবহারে, পেন্টি বাছাই করার সময়, হাইজিন মেনটেইন করতে কিছু বিষয় খেয়াল রাখতে হবে।

১। সারাদিনের জন্য বাহিরে বের হচ্ছেন, তাহলে কটোন কাপড়ের পেন্টি পরুন। ফেব্রিক ভালো না হলে অনেক সময় ইনফেকশন হয়ে থাকে। ফেব্রিক তাপ ও আদ্রতা আটকে রাখে, ফলে ভি-এরিয়াতে অতিরিক্ত তাপ সৃষ্টি হয় যা ব্যাকটেরিয়া, ইস্ট গ্রো করার জন্য উপযুক্ত পরিবেশ। তাই ভালো ব্রান্ডের পেন্টি বাছাই করুন।

২। ইনার ধোয়ার সময় সেভলন পানিতে মিশিয়ে সেটা ব্যবহার করতে পারেন। জীবাণুনাশক না থাকলে গরম পানি দিয়ে ধুয়ে নিবেন।

৩। পেন্টি সব সময় রোদে শুকিয়ে নিবেন। ভেজা অবস্থায় কখনো পরবেন না।

৪। পে-ন্টির সাইজও মাপমত হওয়া উচিৎ। কেননা টাইট হলে পেন্টির লাইন বোঝা যায়। সব থেকে বড় সমস্যা হচ্ছে হেলথ ইস্যু। পেন্টি টাইট হলে গরমে ঘাম বেশি হয়। ফলে ব্যাকটেরিয়া জন্ম নিতে পারে। আবার আপনারও অস্বস্তি হবে।

৫। পেন্টি একবার ব্যবহার হলে না ওয়াশ করে পরবেন না। পরিচ্ছন্নতা মেনটেইন করবেন।

৬। কিছুদিন পর পর ইনার ওয়ার পরিবর্তন করুন। আয়রন করবেন না, ব্লিচও ব্যবহার করবেন না। এতে ফেব্রিক ভালো থাকবে।

11/10/2024

সাদাস্রাব থেকেই হতে পারে জরায়ু ক্যান্সার

প্রশ্রাবের রাস্তা দিয়ে সাদাস্রাব যাওয়া (বিশেষ করে মাসিকের সময়) খুব কমন একটা সমস্যা। যেটা নিয়ে মেয়েরা রোজই আমাদের কাছে আসেন।

প্রতিদিন যেসব রোগী আমরা পাই তারমধ্যে কমপক্ষে 10-15 জন এমন সমস্যা নিয়ে আসেন। এই ক্ষেত্রে আমরা প্রথমে দেখি, সাদাস্রাবটা কেন হয়?

সবসময় এটা স্বাভাবিক তা যেমন নয় তেমনি সব সময় এটা খারাপ তাও নয়। প্রথমেই আমরা পেশেন্টকে জিজ্ঞেস করি, অাপনার যে সাদা স্রাব যাচ্ছে তা থেকে দুর্গন্ধ ছড়ায় কিনা বা চুলকায় কিনা।

সাদা স্রাব যাওয়ার খুব কমন একটা কারণ হচ্ছে ফাঙ্গাল ইনফেকশন। দুধ ফেটে গেলে যেমন ছানা ছানা হয়ে যায়, তেমনি ফাঙ্গাল ইনফেকশন হলে সাদা স্রাব সেভাবে ছানা ছানা অাকারে বের হয়। এ

কই সঙ্গে প্রচন্ড চুলকাবে লজ্জাস্থানে। চুলকাতে চুলকাতে অনেক সময় চামড়া উঠে যায়। এক্ষেত্রে আমরা ( ডাক্তার) ফাঙ্গাসের ট্রিটমেন্ট দিই ও রোগী ভাল হয়ে যায়।

সাদা স্রাবের আরেকটা সমস্যা হচ্ছে, একটা মেয়ের যখন মাসিক হবে তার আগে তার স্রাবটা একটু বেশি যাবে। এটা অনেকটা স্বাভাবিক।

অাবার মাসিকের পরপর তার স্রাবটা একেবারেই থাকে না। অাবার মাসিক যখন শেষ হয়ে যায় তখন স্রাবটা থাকে পাতলা, পরিষ্কার ও পানির মতো।

মাসিক যখন মাঝামাঝি অাসে তখন স্রাবটা হয় নাকের সর্দির মতো। আবার যখন মাসিকের কাছাকাছি অাসে তখন স্রাব হয় ফাটা ফাটা দুধের মত। কিন্তু এর সঙ্গে যদি দুর্গন্ধ না থাকে, চুলকানো না থাকে তাহলে এটা একদম স্বাভাবিক।

একটা মেয়েকে বুঝতে হবে, যে প্রত্যেক মেয়েরই কিছুটা সাদা স্রাব যায়।

সাদা স্রাব সব সময় স্বাভাবিক তা কিন্তু নয়। কখনো কখনো এটা অস্বাভাবিকও হতে পারে। এমনকি এটা জরায়ুর মুখের ক্যান্সারের কারণও হতে পারে। অতিরিক্ত সাদা যাওয়া। এই সাদা স্রাবের ধরনটা হয় চাল ধোয়া পানির মতো নোংরা।

এই স্রাবটা প্রচন্ড দুর্গন্ধযুক্ত হয়। এটা তখন এতো বেশী পরিমাণ যায়, টিস্যু বা প্যান্টি কোন কিছু দিয়ে একে আটকে রাখা যায়না। এ অবস্থায় আমরা পরীক্ষা করে দেখি, তার জরায়ুর মুখে টিউমার বা এমন কিছু আছে কি-না।

জরায়ুর মুখের ক্যান্সারের একটা পূর্বধাপ আছে। এই অবস্থায় যদি ধরা পড়ে এবং ঠিক মতো চিকিৎসা হয় তাহলে ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে না।

11/10/2024

আসসালামু আলাইকুম
আজকের আলোচনার বিষয়-পুশ-আপ ব্রা

আর পুশ-আপ ব্রা ব্রেস্টকে প্রোপারলি সাপোর্ট দিয়ে সাইজ এনহ্যান্স করে। শাড়ি, গাউন কিংবা ওয়েস্টার্ন আউটফিটের সাথে পুশ-আপ ব্রা পরলে বডি অ্যাপেয়ারেন্স পারফেক্ট থাকে। এগুলো প্যাডেড বা ডাবল প্যাডেড হতে পারে। পুশ-আপ ব্রা ব্রেস্ট টিস্যুকে প্রোপারলি লিফটিং করে, তাই ব্রেস্ট রাউন্ড ও ফার্মড দেখায়। তাহলে বুঝতেই পারছেন রেগুলার ব্রা-এর সাথে সাথে স্পেশাল অকেশন বা স্পেসিফিক আউটফিটের জন্য পুশ-আপ ব্রা আপনার কালেকশনে রাখতেই হবে।

কেন পরবেন পুশ-আপ ব্রা?
১)প্যাডেড কাপ থাকায় ব্রেস্ট প্রোপারলি সাপোর্ট পায় এবং এতে ব্যাক পেইন রিডিউস হয়
২)স্যাগি ব্রেস্টকে পারফেক্ট শেইপ দেয়
৩)ব্রেস্ট শেইপে ব্যালেন্স আনে
৪)যেকোনো আউটফিটেই কনফিডেন্টলি নিজেকে প্রেজেন্ট করা যায়
৫)প্যাডেড কাপ দেওয়া থাকে যা ব্রেস্ট শেইপকে এনহ্যান্স করে
৬)প্লেইন প্যাটার্নের আপলিফট ব্রা যা লং টাইম ইউজের জন্যও পারফেক্ট
৭)৩/৪ কভারেজ পাবেন
৮)অ্যাডজাস্টেবল স্ট্র্যাপস আছে

পুশ-আপ ব্রা কি রেগুলার বেসিসে ইউজ করা যায়?
আপনি যদি ক্যারি করতে পারেন বা আপনার যদি পুশ-আপ ব্রা-তেই বেশি কনফিডেন্ট ফিল হয়, তাহলে বাইরে বের হলে রেগুলারই ইউজ করতে পারবেন! নরমালি গাউন ও শাড়ির সাথে আমরা পুশ-আপ ব্রা প্রিফার করি। অকেশনে পরার জন্য আমাদের যেমন স্পেশাল ও ফেন্সি আউটফিট থাকে, এটাও তেমনই। আরেকটি বিষয় জানিয়ে রাখি এগুলো শুধুমাত্র হ্যান্ড ওয়াশ করবেন, ব্লিচ ইউজ করা যাবে না বা আয়রন করাও যাবে না।

04/10/2024

Assalamualaikum

05/09/2024

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Afrin posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category