24/11/2025
ভূমিকম্পের সময় ভবনের ভেতরে থাকলে কোন কোন কাজগুলো একেবারেই করা উচিত নয়-
❎ ভবনের ভেতরে থাকাকালীন যা করবেন না
কম্পনের সময় নিজের এবং অন্যদের নিরাপত্তা নিশ্চিত করতে এই কাজগুলি এড়িয়ে চলতে হবে:
১) দৌড়ানো বা তাড়াহুড়ো করা: কম্পন চলাকালীন দৌড়ে বাইরে বেরোনোর বা অন্য ঘরে যাওয়ার চেষ্টা করবেন না। এতে আঘাত পাওয়ার ঝুঁকি বাড়ে।
২) জানালা ব্যবহার করা: জানালা, কাঁচের দরজা বা ভারী আসবাবপত্রের কাছে যাবেন না। কাঁচ ভেঙে গুরুতর আঘাত হতে পারে।
৩) সিঁড়ি ব্যবহার করা: সিঁড়িগুলো কম্পনের সময় দুর্বল বা ক্ষতিগ্রস্ত হতে পারে, তাই সিঁড়ি দিয়ে নামার চেষ্টা করবেন না। ৪) লিফট (Elevator) ব্যবহার তো একেবারেই করবেন না।
৫) দরজার ফ্রেমে দাঁড়ানো: আধুনিক ভবনগুলোতে দরজার ফ্রেমকে নিরাপদ আশ্রয়স্থল হিসেবে মনে করা হয় না।
✅আপনার উচিত শক্ত আসবাবের নিচে কভার নেওয়া। যেমন টেবিল, খাট।
আশ্রয় না নেওয়া: যদি শক্ত টেবিল বা ডেস্ক না থাকে, তবে অন্তত ঘরের ভেতরের দিকের একটি দেয়ালের পাশে মেঝেতে হাঁটু গেড়ে বসে আপনার মাথা ও ঘাড় হাত দিয়ে ঢেকে রাখুন।
কম্পন শেষ না হওয়া পর্যন্ত বাইরে বেরোনোর চেষ্টা করা: কম্পন পুরোপুরি না থামা পর্যন্ত আপনি যেখানে আছেন, সেখানেই অবস্থান করুন (Drop, Cover, and Hold On)।
আল্লাহ সহায় হোক।