28/09/2022
সময়ে-অসময়ে সব মানুষের মধ্যেই সাধারণ একটি উপসর্গ হিসেবে মাথাব্যথা হতে দেখা যায়। এটি বেশ যন্ত্রণার একটি বিষয়।
আমাদের অনেকের ধারণা, প্রচণ্ড মাথাব্যথা মানেই মাথার বাজে কোনো অসুখ। কিন্তু ধারণাটি ঠিক নয়। বিশেষজ্ঞদের মতে অনেক কারণেই মাথা ব্যাথা হতে পারে। মাথা ব্যথার পেছনে বিশেষ কারণগুলো কী চলুন জেনে নেওয়া যাক-
চোখের পাওয়ারে পরিবর্তন, বা একটানা কম্পিউটার বা ফোনের দিকে তাকিয়ে থাকা।
অ্যালার্জি, সাইনোসাইটিস, মাইগ্রেন, প্রচন্ড মানসিক উত্তেজনা কিংবা অনিয়ন্ত্রিত ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ থেকে অনেকের মাথা ব্যাথা হতে পারে।
রাতে ঘুমানোর সময় ভুলবশত ঘাড়ে চাপ লাগা এবং এ থেকে মাথা ব্যথা।
মদ্যপান বা ব্ল্যাক কফি পান
ঠাণ্ডা খাবার থেকে মাথার যন্ত্রণা
ঘুমের সময় পরিবর্তন
অনেক সময় খালি পেটে থাকা
অতিরিক্ত মানসিক চাপ
হঠাৎ করে অ্যালার্জি সৃষ্টি হওয়া
ধূপ বা কোনো সুগন্ধির কড়া গন্ধ
কোনো রাসায়নিকের গন্ধ
খুব টাইট করে চুল বেঁধে রাখা