An Nahada

An Nahada বিশ্বের সেরা অর্গানিক পন্য নিয়ে 'মায়াস'মার্ট এখন আপনার হাতের নাগালে।

🌼 জাফরান (Saffron)জাফরান কী?জাফরান হলো এক ধরনের অত্যন্ত দামী ও সুগন্ধি মসলা, যা ক্রোকাস (Crocus sativus) ফুলের লালচে-কমল...
12/09/2025

🌼 জাফরান (Saffron)

জাফরান কী?
জাফরান হলো এক ধরনের অত্যন্ত দামী ও সুগন্ধি মসলা, যা ক্রোকাস (Crocus sativus) ফুলের লালচে-কমলা রঙের স্তবক (stigma) শুকিয়ে তৈরি করা হয়। এটিকে পৃথিবীর সবচেয়ে দামী মসলাগুলোর মধ্যে একটি বলা হয়।

✨ জাফরানের বৈশিষ্ট্য

রঙ: গাঢ় লালচে-কমলা

স্বাদ: হালকা তিক্ত ও মিষ্টি মিশ্র স্বাদ

গন্ধ: অনন্য সুগন্ধযুক্ত

রঙ দেওয়ার ক্ষমতা: সামান্য দিয়েই দুধ, মিষ্টি বা খাবারে সোনালি-হলুদ রঙ চলে আসে

🌿 উপকারিতা

খাদ্যে ব্যবহার – বিরিয়ানি, পোলাও, খিচুড়ি, দুধ, মিষ্টি ইত্যাদিতে সুগন্ধ ও রঙ আনার জন্য ব্যবহৃত হয়।

স্বাস্থ্য উপকারিতা –

মানসিক চাপ ও অবসাদ কমাতে সহায়ক।

হজমশক্তি বাড়ায়।

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ভূমিকা রাখে।

ত্বক উজ্জ্বল করতে ও সৌন্দর্যচর্চায় ব্যবহৃত হয়।

ঔষধি গুণ – আয়ুর্বেদ, ইউনানি ও প্রাচীন চিকিৎসায় জাফরান ব্যবহার হয়ে আসছে।

গর্ভবতী নারীদের ক্ষেত্রে অতিরিক্ত সেবন ঝুঁকিপূর্ণ।

৫ গ্রাম জাফরান কিনলে ডেলিভারি চার্জ ফ্রী
প্রতি গ্রাম ৩৫০/- টাকা মাত্র

আনিসুজ্জামান আনাস
রমনা ঢাকা
01683103354

🌿 কালোজিরা ফুলের মধুকালোজিরা ফুলের মধু একেবারেই বিশেষ ধরনের প্রাকৃতিক মধু। এটি মৌমাছিরা কালোজিরা গাছের ফুল থেকে সংগ্রহ ক...
01/09/2025

🌿 কালোজিরা ফুলের মধু

কালোজিরা ফুলের মধু একেবারেই বিশেষ ধরনের প্রাকৃতিক মধু। এটি মৌমাছিরা কালোজিরা গাছের ফুল থেকে সংগ্রহ করে থাকে।

🍯 বৈশিষ্ট্য

স্বাদে হালকা তিতকুটে-মিষ্টি।

ঘন ও গাঢ় রঙের হয়।

সুগন্ধে ভিন্ন রকম ঝাঁঝালো অনুভূতি থাকে।

✅ উপকারিতা

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়

নিয়মিত সেবনে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়।

হজম শক্তি উন্নত করে

গ্যাস্ট্রিক, বদহজম ও কোষ্ঠকাঠিন্য কমাতে সাহায্য করে।

ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়ক

ইনসুলিন নিয়ন্ত্রণে ইতিবাচক ভূমিকা রাখে।

হৃদরোগ প্রতিরোধে সহায়তা করে

কোলেস্টেরল কমাতে কার্যকর ভূমিকা রাখে।

শ্বাসকষ্ট ও সর্দি-কাশিতে উপকারী

অ্যান্টি-অক্সিডেন্ট ও অ্যান্টি-ব্যাকটেরিয়াল গুণাগুণের কারণে শ্বাসকষ্ট, ঠান্ডা-কাশিতে উপকার দেয়।

🥄 খাওয়ার নিয়ম

সকালে খালি পেটে ১ চামচ মধু হালকা গরম পানির সাথে খাওয়া সবচেয়ে ভালো।

নিয়মিত দুধ বা লেবুর রসের সাথে মিশিয়ে খাওয়াও উপকারী।

30/08/2025

আসসালামু আলাইকুম

কার ভালো লাগে
30/08/2025

কার ভালো লাগে

3 কেজি পাইকারি দামে কিনুন হযরত মুহাম্মদ ﷺ বলেছেনঃ "এই কালোজিরা ’সাম’ ব্যতিত সকল রোগের ঔষধ। আমি বললামঃ সাম- কি? তিনি বলল...
30/08/2025

3 কেজি পাইকারি দামে কিনুন
হযরত মুহাম্মদ ﷺ বলেছেনঃ "এই কালোজিরা ’সাম’ ব্যতিত সকল রোগের ঔষধ। আমি বললামঃ সাম- কি? তিনি বললেনঃ সাম- অর্থ মৃত্যু। (বুখারী, ৫২৮৫)

ব্রণ দূর করতে হাদীসে বর্ণিত বিশুদ্ধ কালোজিরা অয়েল এর অথেনটিক রিভিউস:-
হাদীসে বর্ণিত বিশুদ্ধ কালোজিরা অয়ে রেগুলার ব্যবহারে:-
✅ চেহারার ব্রণ, একনে দূর করে
✅ চুল-দাড়ি কালো রাখতে সাহায্য করে,
✅ চুলকে পাকা হতে রক্ষা করে
✅এলার্জি, স্কিনে স্থায়ী চুলকানি, চর্মরোগ দূর করে
✅ প্রতিনিয়ত ব্যবহারে স্কিন উজ্জল করে

সুন্নতি পদ্ধতিতে চেহারা ও ত্বকের ব্রণ গোটা ইত্যাদি দূর করে চেহারায় নূর ফিরিয়ে এনে চেহারার সৌন্দর্য বৃদ্ধি করতে চাইলে এই ভিডিওটি আপনার জন্য।

আমরা প্রতিনিয়ত অফিস ইউনিভার্সিটি মসজিদ মাদ্রাসায় দৌড়াদৌড়ি করে, রোদে পুড়ে পুড়ে চেহারা ও ত্বকের ১২টা বাজিয়ে ফেলছি, ফলে মুখ ফ্যাকাশে হয়ে কালো হয়ে যাচ্ছে, অনেক গোটা ব্রণ উঠে সৌন্দর্য নষ্ট হয়ে যাচ্ছে।

এর সমাধান কী? কোনো ক্যামিকাল? বা কোনো ক্রিম? না, বরং এর সমাধান ইসলামি পদ্ধিতেই আছে।

এর সমাধান হচ্ছে বুখারী হাদীস নং ৫৬৮৭তে বর্ণিত কালোজিরা। আল্লাহর রাসূল ﷺ এর বর্ণনাকৃত এই ব্ল্যাক সিড এর অয়েল প্রতিদিন অথবা সপ্তাহে ৩-৪দিন, গোসলের পর অথবা ঘুমানোর আগে ৪-৫ ফোঁটা করে ব্ল্যাক সিড অয়েল নিয়ে মুখে মালিশ করবেন।

26/08/2025
ঘি লাগবে নাকি?
25/08/2025

ঘি লাগবে নাকি?

23/11/2024

সরিষা ফুলের মধু একটি অত্যন্ত জনপ্রিয় এবং সুস্বাদু মধু যা সরিষা গাছের ফুল থেকে তৈরি হয়। এটি বিশেষত মিষ্টি, সুগন্ধি এবং স্বাস্থ্যকর। এর স্বাদ কিছুটা তিক্ত বা মিষ্টির মিশ্রণ হয়ে থাকে, যা অনেকেই পছন্দ করেন। কিছুদিন পর সরিষা ফুল ফুটলে, মৌমাছিরা ফুলের nectar (মধু সংগ্রহের রস) সংগ্রহ করে এই মধু তৈরি করতে শুরু করবে। সরিষা ফুলের মধু প্রাকৃতিক অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিঅক্সিডেন্ট এবং হজম সহায়ক।

এটি স্বাস্থ্যের জন্য উপকারী, বিশেষ করে গলা ব্যথা বা ঠাণ্ডা লাগলে। এছাড়াও এটি রক্তচাপ নিয়ন্ত্রণ, হজম শক্তি বাড়ায়

সরিষা ফুলের মধু ২ কেজি মাত্র ৯৫০/- টাকা সাথে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রী
01683103354 ইমু ওয়াটসপে

04/10/2024

খাটি মধুর উপকারিতা অনেক। এখানে কিছু প্রধান দিক উল্লেখ করা হলো:
✔️শক্তির উৎস: খাটি মধু দ্রুত শক্তি প্রদান করে, যা দেহের কর্মক্ষমতা বাড়ায়।
✔️প্রাকৃতিক এন্টি-ব্যাকটেরিয়াল: এটি ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে এবং ক্ষত দ্রুত সারাতে সাহায্য করে।
✔️হজমে সহায়তা: মধু হজম প্রক্রিয়া উন্নত করে এবং পেটের অস্বস্তি কমাতে সাহায্য করে।
✔️ত্বক ও চুলের জন্য উপকারী: খাটি মধু ত্বককে ময়েশ্চারাইজ করে এবং চুলের স্বাস্থ্য উন্নত করে।✔️শ্বাসতন্ত্রের স্বাস্থ্যে উপকার: কাশি বা গলা ব্যথায় খাটি মধু কার্যকরী।
✔️এন্টি-অক্সিডেন্ট গুণ: এতে উচ্চ মাত্রার এন্টি-অক্সিডেন্ট রয়েছে, যা দেহের কোষকে রক্ষা করে।
💢মধুকে খাদ্যে বা পানীয়তে ব্যবহার করলে এসব উপকারিতা উপভোগ করা যায়।

#মধু
#খাটি_মধু
#প্রাকৃতিক_মধু
#মধুর_উপকারিতা
#স্বাস্থ্যকর
#মধুর_গুণ
#শক্তির_উৎস
#মধ

💢গাওয়া ঘি এর উপকারিতা💢✔️হাড়ের জন্য: ঘিয়ের ভিটামিন ‘কে’ ক্যালসিয়ামের সঙ্গে মিলে হাড়ের স্বাস্থ্য ও গঠন বজায় রাখে। স্বাস্থ...
04/10/2024

💢গাওয়া ঘি এর উপকারিতা💢
✔️হাড়ের জন্য: ঘিয়ের ভিটামিন ‘কে’ ক্যালসিয়ামের সঙ্গে মিলে হাড়ের স্বাস্থ্য ও গঠন বজায় রাখে। স্বাস্থ্যকর ইনসুলিন ও শর্করার মাত্রা বজায় রাখতে কাজে লাগে ভিটামিন ‘কে।” বলেন চ্যাডউইক। ঘিতে যেসব ভিটামিন রয়েছে -এ, ডি, ই এবং কে, যা আমাদের হৃৎপিন্ড,হাড়ের জন্য খুব উপকারী। এই ঘিয়ের মধ্যে রয়েছে প্রাকৃতিক লুব্রিকেন্ট যা গিঁটে ব্যথা ও আর্থ্রাইটিসের সমস্যা সমাধানে কাজ করে। তাছাড়া এর মধ্যে রয়েছে ওমেগা-৩ ফ্যাটি এসিড। এটি অস্টিওপরোসিস প্রতিরোধে কাজ করে এবং হাড়কে ভালো রাখে।
✔️চুল পড়া প্রতিরোধ করে: খালি পেটে ঘি খেলে চুলের স্বাস্থ্য ভালো থাকে। এটি চুল পড়া প্রতিরোধে সাহায্য করে। ঘি চুল নরম, উজ্জ্বল করতে উপকারী।
✔️উপকারি কোলস্টেরল: কোলস্টেরল দু ধরনের- উপকারি ও ক্ষতিকর।ঘিতে রয়েছে উপকারি কোলস্টেরল। ঘিতে রয়েছে কনজুগেটেড লিনোলেক অ্যাসিড। এই অ্যান্টিঅক্সিড্যান্টের অ্যান্টি-ভাইরাল গুণ রয়েছে।যা ক্ষত সারাতে সাহায্য করে।ডেলিভারির পর নতুন মায়েদের ঘি খাওয়ানো হয় এই কারণেই।
✔️স্মৃতিশক্তি বাড়ায় : নিউট্রিশনিস্টদের মতে নার্ভের কর্মক্ষমতা বৃদ্ধির পাশাপাশি সার্বিকবাবে ব্রেন পাওয়ারের উন্নতিতে ঘি-এর কোনও বিকল্প হয় না বললেই চলে। আসলে এত উপস্থিত ওমাগা- ৬ এবং ৩ ফ্যাটি অ্যাসিড শরীর এবং মস্তিষ্ককে চাঙ্গা রাখতে বিশেষ ভূমিকা পালন করে থাকে। প্রসঙ্গত, সম্প্রতি প্রাকাশিত বেশ কিছু গবেষমায় দেখা গেছে এই দুই ধরনের ফ্যাটি অ্যাসিড ডিমেনশিয়া এবং অ্যালঝাইমারসের মতো রোগের প্রকোপ কমাতে বিশেষ ভূমিকা পালন করে থাকে।
✔️কনজুগেটেড লিনোলেক অ্যাসিড: এই অ্যান্টিঅক্সিড্যান্টের অ্যান্টি-ভাইরাল গুণ রয়েছে। যা ক্ষত সারাতে সাহায্য করে। ডেলিভারির পর নতুন মায়েদের ঘি খাওয়ানো হয় এই কারণেই।
✔️ওজন কমায় ও এনার্জি বাড়ায়: ঘিয়ের মধ্যে থাকা মিডিয়াম চেন ফ্যাটি অ্যাসিড খুব দ্রুত এনার্জি বাড়াতে সহায়তা করে থাকে।অধিকাংশ অ্যাথলিট দৌড়নোর আগে ঘি খান। এর ফলে ওজনও কমে।
✔️হজম ক্ষমতা বাড়ায়: ঘিতে রয়েছে প্রচু বাটাইরিক অ্যাসিড, যা আমাদের খাবার তাড়াতাড়ি হজম করতে সাহায্য করে।যারা কোষ্ঠকাঠিন্যে ভোগেন, তাদের জন্য ঘি খুবই উপকারী।
✔️রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়: প্রচুর অ্যান্টিঅক্সিডেন্টস থাকায়, ঘি আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে।ঘি এর বৈশিষ্ঠ্য হল নষ্ট হয় না- ঘি সহজে নষ্ট হয় না। দীর্ঘ দিন পর্যন্ত ঠিক থাকে ঘি।
✔️ক্ষিদে কমায়: ঘিতে ওমেগা-ত্রি ফ্য়াটি অ্যাসিড থাকায় এটি ক্ষিদে পাওয়ার প্রবণতা কমায়। ফলে ওজন হ্রাসের পথ প্রশস্ত হয়। অন্যমতে হজম ক্ষমতা বাড়ানোর কারণে ঘি খিদে বাড়ায়।
✔️পজিটিভ ফুড: বহু প্রাচীন কাল থেকেই ঘি পজিটিভ ফুড হিসেবে পরিচিত। আধুনিক গবেষণাও বলছে ঘি খেলে পজিটিভিটি বাড়ে। কনশাসনেস উন্নত হয়।

01683103354 ইমু ওয়াটসপে
01815299215 কল

#ঘিরউপকারিতা #ঘিররেসিপি #মিষ্টিরঘি #স্বাস্থ্যকরখাবার #কিচেনহ্যাক #ঘি #নাটিভগন্ধ #গুণগতঘি #বাংলাররেসিপি #হোমমেডঘি
#খাটিঘি #ঘিঘর #বাংলাদেশিরস্বাদ #স্বাস্থ্যকরঘি #প্রাকৃতিকঘি #রেসিপি #খাবার #বঙ্গবাজার
#অর্গানিক #অর্গানিকফুড #অর্গানিকলিভিং #অর্গানিকফার্মিং #অর্গানিকপণ্য #সুস্থজীবন #প্রাকৃতিক #এবংঅর্গানিক #স্বাস্থ্যকর

🍯🍃লিচু ফুলের মধু - প্রাকৃতিক মিষ্টি স্বাদের অনন্য উপহার! 🍯🍃আপনার প্রিয় মধুর মধ্যে পেতে পারেন প্রকৃতির সেরা স্বাদ! আমাদে...
04/10/2024

🍯🍃লিচু ফুলের মধু - প্রাকৃতিক মিষ্টি স্বাদের অনন্য উপহার! 🍯🍃
আপনার প্রিয় মধুর মধ্যে পেতে পারেন প্রকৃতির সেরা স্বাদ! আমাদের ১০০% খাঁটি লিচু ফুলের মধু এখন সহজেই আপনার ঘরে পৌঁছে যাবে।

🔰কেন লিচু ফুলের মধু?
✅ স্বাদে মিষ্টি, প্রাকৃতিক মধু
✅ শক্তি বৃদ্ধি ও রোগ প্রতিরোধে সহায়ক
✅ হজমের উন্নতিতে কার্যকর
✅ ত্বক ও চুলের জন্য উপকারী

🔰কেন লিচু ফুলের মধু নিবেন?
✅ স্বাদে মিষ্টি ও মসৃণ
✅ প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ
✅ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়
✅ শক্তি ও কর্মক্ষমতা বৃদ্ধি করে

🔰বিশেষ বৈশিষ্ট্য:
লিচু বাগান থেকে সংগ্রহ করা খাঁটি মধু

🚛বাংলাদেশের যেকোন প্রান্ত থেকে ১ টাকা অগ্রিম পেমেন্ট ছাড়াই অর্ডার করতে পারবেন।
💥এখনই অর্ডার করতে আমাদের পেইজে মেসেজ করুন অথবা
✔️ফোন করুনঃ 01815-299215
✔️প্রবাস থেকে ফ্যামিলির জন্য অর্ডার করতে হোয়াটসঅ্যাপে মেসেজ করুন-01683-103354

Address

40/2 Majid Pur, Savar
Dhaka
1340

Telephone

+8801815299215

Website

Alerts

Be the first to know and let us send you an email when An Nahada posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to An Nahada:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram