ডাঃ মশিউর রহমান

ডাঃ মশিউর রহমান "ক্লিনিক্যাল ফিজিওথেরাপিস্ট"
---------------------------------------------
বিঃদ্রঃ- এটি একটি ফেসবুক পেজ

06/08/2025

👨‍⚕️ এন্টিবায়োটিক সিরাপ মুখ খোলার ৭-১০ দিন পর আর ব্যাবহার করবেন না
👨‍⚕️প্যারাসিটামল সিরাপ মুখ খোলার ১৪ দিন পর আর ব্যাবহার করবেন না
👨‍⚕️কাশির সিরাপ মুখ খোলার ১৪ দিন পর আর ব্যাবহার করবেন না



বাংলাদেশে স্বাস্থ্যখাতে যদি অনিয়ম  আর দূর্নীতি মুক্ত হয় তাহলে একজন কেউ চিকিৎসার জন্য বাইরে যেতে হবে না । শুধু প্রয়োজন...
02/08/2025

বাংলাদেশে স্বাস্থ্যখাতে যদি অনিয়ম আর দূর্নীতি মুক্ত হয় তাহলে একজন কেউ চিকিৎসার জন্য বাইরে যেতে হবে না । শুধু প্রয়োজন রোগীদের সাথে আন্তরিক হওয়া ।

একটি গুরুত্বপূর্ণ ভালো সংবাদ।এখন থেকে প্রতিদিন জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটে হার্ট অ্যাটাকের সর্বাধুনিক চিকিৎসা প্রাইমারি পিস...
21/07/2025

একটি গুরুত্বপূর্ণ ভালো সংবাদ।

এখন থেকে প্রতিদিন জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটে হার্ট অ্যাটাকের সর্বাধুনিক চিকিৎসা প্রাইমারি পিসিআই সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত বিনামূল্যে হবে। শুধু তা-ই না, সরকারি টাকায় রিং দেওয়া হচ্ছে।

প্রাইমারি পিসিআই হলো হার্ট অ্যাটাকের (Acute STEMI) ১২ ঘন্টার মধ্যে ক্যাথ ল্যাবে নিয়ে গিয়ে ব্লক হয়ে যাওয়া রক্তনালীর ব্লক খুলে দেওয়ার চিকিৎসা। সাধারণত রিং স্থাপনের মাধ্যমে এটি করা হয়।

শুধু হৃদরোগ চিকিৎসায় নয়, সামগ্রিকভাবে বাংলাদেশের স্বাস্থ্যখাতে এটি একটি চোখে পড়ার মতো পরিবর্তন।

অন্য সুপার স্পেশালিটির ব্যাপারে বলতে পারব না, তবে কার্ডিওলজির কথা বলতে পারব। হার্টের প্রায় সকল চিকিৎসা বাংলাদেশে হয়। বেশ মানসম্পন্নই হয়। অন্তত ইন্ডিয়ার সঙ্গে অবশ্যই তুলনীয়।

আমার অনুরোধ থাকবে, হৃদরোগ ইন্সটিটিউটের এই চমৎকার যুগোপযোগী কাজটি আপনারা সবাই প্রচার করবেন। অনেক মানুষজন শুধু না জানার কারণে এই আধুনিক চিকিৎসা থেকে বঞ্চিত হবে। এবং কেউ কেউ মারা যাবে। যারা অসম্পূর্ণ চিকিৎসা পাবে তারা আজীবন ধুঁকবে নানা জটিলতায়। সবাই যেন জানে তাদের জন্য একটি ভরসার জায়গা রয়েছে। হার্ট অ্যাটাকের ১২ ঘন্টার মধ্যে যেন তারা আসতে পারে।

সবচেয়ে বড়ো রিলিফ, টাকা পয়সার কোনো চিন্তা করতে হচ্ছে না। সবকিছুই বিনামূল্যে। প্রাইভেটে এই সার্ভিস নিতে ২-৪ লাখ টাকা খুব হরহামেশাই লাগে।

ডা. মারুফ রায়হান খান
৩৯ তম বিসিএসের চিকিৎসক
হৃদরোগ বিশেষজ্ঞ

স্ট্রোক মূলত তিন ধরনের হয়ে থাকে:১. ইস্কেমিক স্ট্রোক (Ischemic Stroke):এটি সবচেয়ে সাধারণ ধরনের স্ট্রোক। যখন মস্তিষ্কের র...
18/07/2025

স্ট্রোক মূলত তিন ধরনের হয়ে থাকে:
১. ইস্কেমিক স্ট্রোক (Ischemic Stroke):
এটি সবচেয়ে সাধারণ ধরনের স্ট্রোক। যখন মস্তিষ্কের রক্তনালীতে রক্ত ​​জমাট বেঁধে যায় বা চর্বির প্ল্যাক জমে রক্তপ্রবাহ বন্ধ হয়ে যায়, তখন মস্তিষ্কের একটি নির্দিষ্ট অংশে পর্যাপ্ত অক্সিজেন এবং পুষ্টি পৌঁছাতে পারে না। এর ফলে মস্তিষ্কের কোষগুলো ক্ষতিগ্রস্ত হয় এবং মারা যায়।
* শতকরা হার: প্রায় ৮০-৮৭% স্ট্রোক ইস্কেমিক ধরনের হয়ে থাকে।
২. হেমোরেজিক স্ট্রোক (Hemorrhagic Stroke):
এই ধরনের স্ট্রোক ঘটে যখন মস্তিষ্কের কোনো রক্তনালী ফেটে গিয়ে মস্তিষ্কের অভ্যন্তরে বা আশেপাশে রক্তপাত হয়। উচ্চ রক্তচাপ, অ্যানিউরিজম (রক্তনালীর অস্বাভাবিক স্ফীতি), বা মস্তিষ্কে আঘাতের কারণে এটি হতে পারে। ইস্কেমিক স্ট্রোকের তুলনায় এটি কম সাধারণ হলেও, হেমোরেজিক স্ট্রোক প্রায়শই বেশি মারাত্মক হয়।
* শতকরা হার: প্রায় ১৩-২০% স্ট্রোক হেমোরেজিক ধরনের হয়ে থাকে।
হেমোরেজিক স্ট্রোক আবার দুই প্রকারের হতে পারে:
* ইন্ট্রাসেরিব্রাল হেমোরেজ (Intracerebral Hemorrhage - ICH): মস্তিষ্কের টিস্যুর মধ্যে রক্তপাত।
* সাবারাকনয়েড হেমোরেজ (Subarachnoid Hemorrhage - SAH): মস্তিষ্ক এবং মাথার খুলির মধ্যবর্তী অঞ্চলে রক্তপাত।
৩. ট্রানজিয়েন্ট ইস্কেমিক অ্যাটাক (Transient Ischemic Attack - TIA):
এটি "মিনি-স্ট্রোক" নামেও পরিচিত। টিআইএ ঘটে যখন মস্তিষ্কে রক্ত ​​প্রবাহ সাময়িকভাবে বাধাগ্রস্ত হয়। এর লক্ষণগুলি স্ট্রোকের মতোই হতে পারে, তবে সেগুলি সাধারণত কয়েক মিনিট থেকে কয়েক ঘণ্টার মধ্যে চলে যায় এবং কোনো স্থায়ী ক্ষতি হয় না। তবে, টিআইএ একটি বড় ধরনের স্ট্রোকের পূর্বাভাস হতে পারে, তাই এটিকে উপেক্ষা করা উচিত নয় এবং দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
* শতকরা হার: প্রায় ১০-১৫% স্ট্রোকের আগে টিআইএ হতে পারে। এটি একটি "স্ট্রোক" হিসেবে বিবেচিত না হলেও, এটি ভবিষ্যতের স্ট্রোকের একটি গুরুত্বপূর্ণ সতর্কবার্তা।

Celebrating my 5th year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉
25/04/2025

Celebrating my 5th year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

🫁আজ ২৫ শে সেপ্টেম্বর বিশ্ব ফুসফুস দিবস। এ দিবসটি ফুসফুসের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং বিভিন্ন শ্বাসযন্ত্রজনিত রোগ প্রতি...
25/09/2024

🫁আজ ২৫ শে সেপ্টেম্বর বিশ্ব ফুসফুস দিবস।
এ দিবসটি ফুসফুসের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং বিভিন্ন শ্বাসযন্ত্রজনিত রোগ প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য বিশ্বব্যাপী মানুষকে উদ্বুদ্ধ করতে উদযাপন করা হয়।

☘️ ফুসফুস দিবসের উদ্দেশ্য:
• ফুসফুসের স্বাস্থ্য সচেতনতা
• তামাক নিয়ন্ত্রণ
• পরিবেশ দূষণ কমানো
• প্রাথমিক স্বাস্থ্যসেবা

☘️ ফুসফুস রোগের কারণ:
• ধূমপান ও তামাক সেবন
• বায়ু দূষণ
• সংক্রমণ
• দীর্ঘস্থায়ী রোগ

☘️ ফুসফুস সুরক্ষায় করণীয়:
• ধূমপান ও তামাক বর্জন
• বায়ু দূষণ থেকে রক্ষা
• নিয়মিত শারীরিক ব্যায়াম
• পুষ্টিকর খাদ্য গ্রহণ
• স্বাস্থ্যকর জীবনযাপন

☘️ফুসফুসের চিকিৎসায় ফিজিওথেরাপির ভূমিকা:
ফুসফুসের কার্যক্ষমতা বাড়ানো ও জটিলতা নিরসনের জন্য ফিজিওথেরাপি ভূমিকা অপরিসীম।
যেসকল রোগের ক্ষেত্রে রিহ্যাবিলিটেশন/ পূর্নবাসনের জন্য পালমোনারি / চেস্ট ফিজিওথেরাপি খুবই জরুরি
1️⃣ অ্যাজমা
2️⃣ সিওপিডি ( COPD)
3️⃣ ফুসফুস ক্যানসার
4️⃣ ফুসফুসের অপারেশন
5️⃣ পালমনারি ফাইব্রোসিস
6️⃣ পালমনারি ব্রংকাইটেসিস

✍️written by
মাসুদ রানা

physiotherapy

22/08/2024

আসসালামু আলাইকুম, ইতিমধ্যে আমাদের দেশের পরিস্থিতি বিষয়ে সকলে অবগত আছেন,,,,দেশের এই ক্লান্তি লগ্নে আমরা আমাদের স্টেট কলেজ অফ হেল্থ সাইন্স, ফিজিওথেরাপি স্টুডেন্ট এসোসিয়েশন এর পক্ষ থেকে ফিজিওথেরাপি ডিপার্টমেন্ , নিজ উদ্যোগে যে যতটুকু পারি এগিয়ে এসে মানুষের পাশে দাঁড়ানোর বিনীত অনুরোধ করা হলো । আমাদের বন্ধু, ছোট ভাই, বড় ভাই, পরিবার ও তাদের আত্মীয়-স্বজন ,আজ দিশেহারা,। আমরা আমাদের পক্ষ থেকে যে যতটুকু পারি, একটা, দুইটা...... পরিবারের পাশে দাঁড়ায়,,,,,,, ইনশাআল্লাহ আমরা সকলেই চাইলেই সম্ভব,,,,,
1. হাওয়া ২৮(ব্যাচ)....
Bkash 01892001614
2. লিছান আহাম্মেদ ২৮(ব্যাচ)
Bkash /Nagad 01635422191

08/06/2024

Alhamdulillah, selected neurodevelopmental disorders courses (NDDs) are offered
at the Institute of Pediatric Neurodisorders and Autism (IPNA) at
Banganadhu Sheikh Mujib Medical University (BSMMU) in Dhaka.

বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিল এ ফিজিওথেরাপি চিকিৎসকদের প্রতিনিধিত্বকারী সংগঠন বাংলাদেশ ফিজিওথেরাপি এসোসিয়েশন (বিপিএ) ...
10/10/2023

বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিল এ ফিজিওথেরাপি চিকিৎসকদের প্রতিনিধিত্বকারী সংগঠন বাংলাদেশ ফিজিওথেরাপি এসোসিয়েশন (বিপিএ) অত্যন্ত উদ্বেগের সাথে লক্ষ্য করছে, ফিজিওথেরাপি চিকিৎসকগণ তাদের পেশাগত দায়িত্ব পালনকালে স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক স্বতন্ত্র প্র্যাকটিস ও (ডাঃ) পদবী ব্যবহার এর জন্য নানাভাবে হয়রানির শিকার হচ্ছেন।
২০১১ সনের ২৭ নভেম্বর স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সকল সিভিল সার্জনের নিকট প্রেরিত স্মারক (নং স্বাঃঅঃ/প্রশাঃ/স্নাতক ফিজিওথেরাপি- ১৪৩/১১/৮২১২) এ উল্লেখিত নির্দেশনায় বলা হয়েছে “স্নাতক ডিগ্রীধারী ফিজিওথেরাপি চিকিৎসকদের স্বতন্ত্র কাউন্সিল গঠনের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে এবং কাউন্সিল গঠন না হওয়া পর্যন্ত স্নাতক ডিগ্রীধারী ফিজিওথেরাপি চিকিৎসকদের পেশাগত দায়িত্বে/প্র্যাকটিসে বিএমডিসি অ্যাক্ট ২০১০ এর ক্ষমতাবলে আইন প্রয়োগকারী সংস্থা কর্তৃক হয়রানি না করার বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ/ ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো”।
বাংলাদেশ ফিজিওথেরাপি এসোসিয়েশন (বিপিএ) ১০ অক্টোবর, ২০২৩খ্রিঃ, দৈনিক প্রথম আলো, শেষ পাতায় এ প্রেক্ষিতে বিপিএ গণবিজ্ঞপ্তি প্রকাশ করছে যে-
১. মহামান্য সুপ্রীমকোর্টের হাইকোর্ট ডিভিশনের রীট পিটিশন নম্বর ২০১১ এর ১০৯৯৮ এর আদেশ অনুযায়ী স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রীধারী ফিজিওথেরাপিস্টগণ (ডাঃ) পদবী ব্যবহার করতে পারবেন। এক্ষেত্রে বাংলাদেশ মেডিক্যাল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল আইন ২০১০ প্রযোজ্য হবে না।
২. বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিল আইন (২০১৮ সনের ৭১ নং আইন) এর ধারা ১ এর (১২) অনুযায়ী ফিজিওথেরাপিস্টগণ লাইসেন্সধারী “রিহ্যাবিলিটেশন প্র্যাকটিশনার”, যার অর্থ তাঁরা স্বাধীন ও স্বতন্ত্রভাবে ফিজিওথেরাপি ব্যবস্থাপত্র প্রদান এবং প্র্যাকটিসের অধিকার সংরক্ষণ করেন।
৩. বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিল আইনের ধারা ৬ এর (ক) থেকে (ব) অনুযায়ী ফিজিওথেরাপি চিকিৎসকগণের নিবন্ধন, চিকিৎসা প্রদানের লাইসেন্স প্রদান, শিক্ষা কার্যক্রমের অনুমোদন এবং ইনডোর বা/এবং আউটডোর ফিজিওথেরাপি চিকিৎসা কেন্দ্র স্থাপনের অনুমতি ও চিকিৎসা কার্যক্রম নিয়ন্ত্রণ রিহ্যাবিলিটেশন কাউন্সিলের দায়িত্ব।
৪. লাইসেন্সধারী ফিজিওথেরাপি প্র্যাকটিশনার ব্যতীত অন্য কোন পেশাজীবী বা ব্যক্তি ফিজিওথেরাপি চিকিৎসা প্রদান করলে বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিল আইনের ধারা ১৫ এর (৪) অনুযায়ী অর্থদন্ড বা/এবং কারাদণ্ডে দণ্ডিত হবেন।
অতএব, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের “এলোকেশন অব রুলস অব বিজনেস” অনুযায়ী দায়িত্বপ্রাপ্ত সংবিধিবদ্ধ সংস্থা ব্যতীত অন্য সবাইকে ফিজিওথেরাপি চিকিৎসকগণের চিকিৎসা, শিক্ষা ও চিকিৎসাকেন্দ্র বিষয়ে হয়রানী বা বিরূপ প্রচারণা না করার আহবান জানানো যাচ্ছে।

  Heart❤ Day 2023
29/09/2023

Heart❤ Day 2023

27/09/2023
আজ ৮ ই সেপ্টেম্বর "বিশ্ব ফিজিওথেরাপি দিবসে আমরা ফিজিও পরিবার । এবারের প্রতিপাদ্য বিষয়ঃঅস্টিওআর্থ্রাইটিস চিকিৎসায় ফিজিওথে...
08/09/2022

আজ ৮ ই সেপ্টেম্বর "বিশ্ব ফিজিওথেরাপি দিবসে আমরা ফিজিও পরিবার ।

এবারের প্রতিপাদ্য

বিষয়ঃঅস্টিওআর্থ্রাইটিস চিকিৎসায় ফিজিওথেরাপি সবচেয়ে কার্যকরী চিকিৎসা পদ্ধতি।

৷৷৷৷৷৷৷৷৷৷৷ তাই আর নয় ব্যথার ঔষধ,৷৷৷৷৷৷৷
ফিজিওথেরাপি চিকিৎসা নিন।

Address

Dhaka
1209

Alerts

Be the first to know and let us send you an email when ডাঃ মশিউর রহমান posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to ডাঃ মশিউর রহমান:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram