29/07/2025
কোন কোন লক্ষণ দেখলে বুঝবেন কিডনি ভাল নেই! কখন সময় নষ্ট না করে দ্বারস্থ হবেন চিকিৎসকের?
কিডনির স্বাভাবিক কাজের একটিও যদি যথাযথ ভাবে না হয়, তবে গুরুতর অসুস্থ হয়ে পড়তে পারে শরীর। যার চিকিৎসা সঠিক সময়ে না হলে রোগীর মৃত্যুও হতে পারে! তাই কিডনির স্বাস্থ্যের ব্যাপারে একটু বেশি সতর্ক থাকতে বলেন চিকিৎসকেরা।
স্বাভাবিকভাবে শরীর সুস্থ রাখার জন্য অতি জরুরি কয়েকটি কাজ করে কিডনি। যার মধ্যে অন্যতম শরীরকে বিষাক্ত পদার্থ এবং বর্জ্যমুক্ত করা, শরীরে জলের মাত্রা ঠিক রাখা, রক্তে লোহিত কণিকা তৈরিতে সাহায্যকারী হরমোন নিঃসরণ এবং রক্তচাপ নিয়ন্ত্রণ করা।
কিডনির স্বাভাবিক কাজের একটিও যদি যথাযথ ভাবে না হয়, তবে গুরুতর অসুস্থ হয়ে পড়তে পারে শরীর। যার চিকিৎসা সঠিক সময়ে না হলে রোগীর মৃত্যুও হতে পারে!
সেই সব উপসর্গ কী কী? শরীরে ঠিক কোন কোন পরিবর্তন হলে সতর্ক হবেন বা বুঝবেন চিকিৎসকের দ্বারস্থ হওয়া উচিত?
ঘন ঘন শৌচাগারে যেতে হচ্ছে?
কিডনির সমস্যার প্রথম উপসর্গ বোঝা যায় প্রস্রাবে। খেয়াল রাখুন—
১। রাতের দিকে কি বেশি প্রস্রাব হচ্ছে?
২। সাধারণত দিনে যত বার প্রস্রাব করেন, তার চেয়ে কম হচ্ছে কি?
৩। প্রস্রাব যদি ফেনার মতো হয় তবে বুঝতে হবে কিডনি কাজ না করায় শরীর থেকে প্রোটিন বেরিয়ে যাচ্ছে।
৪। প্রস্রাবে রক্ত থাকছে কি না। সে ক্ষেত্রে প্রস্রাবের রং কালচে হবে বা প্রস্রাবে গোলাপি ভাব দেখা যাবে।
শরীরের কোনও কোনও অংশ ফুলছে কি?
কিডনি ঠিকমতো কাজ না করলে শরীর থেকে বাড়তি নুন এবং জল বার করতে পারে না। ফলে শরীরে জল জমতে থাকে। কোনও কোনও অংশ ফুলে যায়। যদি দেখেন পায়ের পাতা, চোখের পাশে ফোলা ভাব রয়েছে, তবে তা কিডনির রোগের সমস্যার কারণেও হতে পারে।
অকারণ ক্লান্তিবোধ?
কিডনির মধ্যে কোনো সমস্যা হলে শরীরে বর্জ্য পদার্থ জমতে থাকে। ফলে রক্তে বাড়তে থাকে দূষণ। কিডনি আক্রান্ত হলে যে লোহিত কণিকা রক্তে অক্সিজেন সঞ্চালন করে, তার কাজও ব্যাহত হয়।
ফলে ক্লান্তিবোধ, শারীরিক দুর্বলতা দেখা দিতে থাকে। অনেক ক্ষেত্রে যা বিশ্রাম নেওয়ার পরও কাটতে চায় না।
শরীরে যত্রতত্র পেশির ব্যথা হচ্ছে?
কিডনি আমাদের শরীরের মধ্যে ক্যালশিয়াম, ফসফরাসের মতো খনিজের ভারসাম্য বজায় রাখে। যা নষ্ট হলে পেশিতে প্রভাব পড়ে। পেশিতে যন্ত্রণা হতে পারে।
শ্বাস নিতে অসুবিধা, বুকে ব্যথা?
যদি কিডনির সমস্যা গুরুতর হয়, তবে তা থেকে শ্বাসকষ্টও হতে পারে। কারণ কিডনির কাজ ব্যাহত হলে জল জমতে পারে ফুসফুসেও।
তা থেকে শ্বাসকষ্টের পাশাপাশি বুকে ব্যথা বা বুকে চাপ লাগার মতো সমস্যাও হতে পারেএবং কিডনির সমস্যা হলে রক্তচাপ বাড়তে পারে, ত্বকে খসখসে ভাব বা চুলকানির মতো অস্বস্তি হতে পারে, ক্রিম বা লোশন লাগিয়েও যার সমাধান হবে না।
খাবারে অনীহাও আসতে পারে কিডনি ভাল না থাকলে। তবে উপরের পাঁচটি উপসর্গ দেখলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত হবে।
চিকিৎসা ও পরামর্শ নিতে যোগাযোগ করুন।
ডাঃ মোঃ ইসরাফিল মিয়া
বি এ এম এস (হাঃবিঃ)
চর্ম, যৌন, লিভার ও কিডনি রোগে অভিজ্ঞ
চেম্বারঃ নূর -মজিদ আয়ুর্বেদিক কলেজ ও হাসপাতাল
বাড়ি # ৯, মেইন রোড,ব্লক # এফ, বনশ্রী, রামপুরা, ঢাকা ১২১৯
মোবাইলঃ ০১৭৩৫৫২৫৩৩৩