Uttara National Homeo Hall

Uttara National Homeo Hall এখানে হোমিও কলেজের অধ্যক্ষ এবং ২৪ বৎ?

সিজন চেঞ্জ এর সময় যেসকল হোমিওপ্যাথি ওষুধ বাসায় রাখতে পারেনসিজন চেঞ্জের সময় একটু আধটু শরীর খারাপ হতেই পারে। প্রথম থেকে ...
18/01/2022

সিজন চেঞ্জ এর সময় যেসকল হোমিওপ্যাথি ওষুধ বাসায় রাখতে পারেন

সিজন চেঞ্জের সময় একটু আধটু শরীর খারাপ হতেই পারে। প্রথম থেকে ঠিক মতো চিকিৎসা করলেই হল। জ্বর নিয়েই তো আতঙ্ক এখন। এটা পরীক্ষা কর, সেটা পরীক্ষা কর। মাঝে মধ্যে এমনই গরম লাগছে যে বলার মতো নয়। আর গরম ঠান্ডায় জাঁকিয়ে বসছে সর্দি-কাশি। সেই সঙ্গে করোনার আক্রমণও রয়েছে। কারণ করোনার লক্ষণ আর সাধারণ ভাইরাল ফিভারের সঙ্গে মিল রয়েছে বহু বিষয়ে। জ্বর, গলাব্যথা, দুর্বলতা, সর্দি-কাশি সবেতেই থাকে। সিজন চেঞ্জে শরীর খারাপ হলে বড়রাই কাবু হয়ে পড়ছেন, ছোটদের কষ্ট আরও বেশি। হাতের কাছে কিছু হোমিওপ্যাথি ওষুধ থাকলে সহজেই সুস্থ হওয়া যায়।

বিজ্ঞানী হ্যানিম্যান ১৭৯৬ সালে Homeopathy নামে একটি চিকিৎসা পদ্ধতি বিশ্ববাসীর সামনে তুলে ধরেন। রোগীকে অল্প ওষুধ দিয়ে সুস্থ করে তোলাই Homeopathy-র মূলমন্ত্র৷ Homeopath চিকিৎসা পদ্ধতি Allopathy-র থেকে আলাদা। কিছু হোমিওপ্যাথি ওষুধ বাড়িতে রাখলে চটজলদি ফল মেলে, সেগুলি কী কী- পরামর্শ দিলেন বিশিষ্ট চিকিৎসক ডা: অর্চনা দাস RBSK MO (Ayush)।

এটি মাসলে চোটের চমৎকার ওষুধ। যেমন, কোনো ভারি জিনিস তুলতে গিয়ে বেকায়দায় খিঁচ লেগে গেছে। বা গর্তে/খানায় পড়ে পা মচকে গেছে হাঁটুতে কিম্বা গোড়ালিতে। ঘাড় ঘোরাতে গিয়ে খিঁচ ধরেছে। সাধারণত গরম সেঁকে আরাম হলে এই ওষুধ কাজ দেবে। নতুন নতুন বাতের ব্যথা হচ্ছে হাঁটুতে, প্রথম পদক্ষেপে ভীষণ যন্ত্রণা কিন্তু কয়েকপা হাঁটলে ব্যথা কমছে, সেই ক্ষেত্রে এই ওষুধ উপকারী। গোড়ালিতে ব্যথা কাঁটা বেঁধার মতো অনুভূতি গোড়ালি মাটিতে ফেললেই অথচ কয়েকপা হাঁটলে ব্যথা কমে, সেখানেও কার্যকর। এছাড়াও বৃষ্টিতে ভিজে জ্বর এসেছে, ঘ্যানঘ্যানে লাগছে গায়ে হাতে পায়ে ব্যথা হচ্ছে, এই ওষুধ উপশম করবে, বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে। দিনে দুবার সকালে ও বিকেলে। পর পর দুইদিন বা তিনদিন।

Aconitum Napellus 30

ঠান্ডা হাওয়া লেগে যে কাশি বা হাঁচি বা মাথাব্যথা হয়, সে হাওয়া উত্তুরে হিমেল হাওয়া হোক বা বর্ষার ভিজে হাওয়া, এই ওষুধ কার্যকরী। তবে উপসর্গ দেখা দেওয়ার পর যত তাড়াতাড়ি এই ওষুধ পড়বে, তত ভালো। বারো ঘন্টা হয়ে গেলে এই ওষুধ নিস্ফল। এছাড়া অতিরিক্ত ভয়জড়িত উদ্বেগেও এই ওষুধ উপকার দেবে। সাধারণত একটি ডোজেই কাজ হয়। একঘন্টা ব্যবধানে আর একটি ডোজ নেওয়া যেতে পারে। এর বেশি নয়।

Kali Phosphorica 6x
এটি সাধারণত অনিদ্রার উপশমকারী। ছোট্টো ছোট্টো ট্যাবলেট আকারে পাওয়া যায়। 6টি ট্যাবলেট খেয়ে এক কাপ ঈষদুষ্ণ জল বা দুধ খেয়ে শুয়ে পড়ুন। চমৎকার ঘুম হবে। কিছুদিন খাওয়ার পর আপনিই ঘুম আসবে। ওষুধ লাগে না।

undefined
Arnica Montana আসলে কী? এটি ব্যথা যন্ত্রণায় কী ভাবে কাজে আসে?

Aspidosperma 30
এটি একান্তই হাঁপানির ওষুধ। ব্রঙ্কিয়াল অ্যাজমা ও ক্রনিক অবস্ট্রাক্টিভ পালমোনারি ডিজিজের (COPD) রোগীদের ক্ষেত্রে খুব কার্যকর এমার্জেন্সি ওষুধ। টান উঠলে একটি ডোজ। যথেষ্ট উপশম না হলে আধঘণ্টা পর আর একটি ডোজ। এটি ইনহেলার পাফের অনুরূপ কাজ করে। যাঁরা ইনহেলার ডিপেন্ডেন্সি এড়াতে চান তাঁরা ব্যবহার করতে পারেন। বাচ্চাদেরও নিরাপদে দেওয়া যায়, ডোজ একই। আদতে এটি ব্রঙ্কোডায়ালেটর। Smoker's lung য়ের ক্ষেত্রেও কার্যকর।
এই সবকটি ওষুধই হোমিওপ্যাথিক ওষুধের দোকানে পাওয়া যায়।

16/01/2022
16/01/2022
16/01/2022
হোমিওপ্যাথি ওষুধ খেলে এই ৮ নিয়ম মেনে চলুন অবশ্যই! নয়তো আখেরে ক্ষতি আপনারইআপনিও যদি হোমিওপ্যাথি চিকিৎসা করিয়ে থাকেন, তাহল...
14/01/2022

হোমিওপ্যাথি ওষুধ খেলে এই ৮ নিয়ম মেনে চলুন অবশ্যই! নয়তো আখেরে ক্ষতি আপনারই

আপনিও যদি হোমিওপ্যাথি চিকিৎসা করিয়ে থাকেন, তাহলে এগুলো মাথায় রাখুন।

অনেকেই আছেন যাঁরা অ্যালোপ্যাথি চিকিৎসার থেকে হোমিওপ্যাথির ওপর বেশি ভরসা করেন। কোনও রোগ হলেই তাঁরা চোখ বুজে করান হোমিওপ্যাথির চিকিৎসা। তবে জানেন কি, হোমিওপ্যাথি ওষুধ খেলে ডাক্তাররা বেশ কিছু জিনিস মেনে চলার পরামর্শ দেন। নাহলে বড় বিপদ হতে পারে। ওষুধের পার্শ্ব-প্রতিক্রিয়া হওয়ার যেমন সম্ভাবনা থাকে, তেমনই নিময় মেনে না খেলে ওষুধ কাজ না-করারও ভয় থাকে। জানুন এক্ষেত্রে কী কী করবেন আর কী করবেন না।

হোমিওপ্যাথি ওষুধ খাওয়ার ১০ মিনিট আগে বা পরে কিছু খাবেন না। এমনকী, জল না পান করার কথাও বলা হয়। যে সমস্ত ওষুধ জলে গুলে খেতে হয়, সেগুলোর ক্ষেত্রে চিকিৎসকের বলে দেওয়া মাপ মতো জল ব্যবহার করুন।

হোমিওপ্যাথি ওষুধ কখনওই হাতে নেবেন না। এর ফলে ওষুধে ব্যবহার করা স্পিরিট উবে যায়। পরিবর্তে কাগজের পুরিয়া থেকে সরাসরি এথবা ওষুধের শিশির ঢাকনায় ঢেলে নিয়ে তারপর ওষুধ মুখে দিন।

হোমিওপ্যাথি ওষুধ খাওয়ার আগে জলে ভাল করে মুখ কুলকুচি করে নিন। এতে বেশি উপকার পাবেন।

অনেক চিকিৎসকই হোমিওপ্যাথি ওষুধ খাওয়ার সময় টক জাতীয় খাবার না খাওয়ার কথা বলেন। এই ব্যাপারে অবশ্যই ডাক্তারের থেকে জেনে নেবেন।

একইসঙ্গে অ্যালোপাথি ও হোমিওপ্যাথি চিকিৎসা না করানোই ভালো। এক্ষেত্রেও আগে ডাক্তারের সঙ্গে কথা বলুন।

বাজারে হোমিওপ্যাথির বই সহজলোভ্য। কিন্তু তা দেখে নিজে নিজে চিকিৎসা না করাই ভালো।

এমন কোনও তাক বা টেবিলে হোমিওপ্যাথির ওষুধ রাখবেন না, যেখানে সরাসরি রোদ আসে। ওষুধের শিশির ঢাকনাও ভালো করে বন্ধ করবেন।

হোপিওপ্যাথি ওষুধ যতদিন খাবেন ততদিন কোনও রকম নেশা করা থেকে বিরত থাকুন। সিগারেট বা মদ খেলে ওষুধের কার্যকারিতা অনেকটাই কমে যায়।

আসসালামু আলাইকুম,উত্তরা ন্যাশনাল হোমিও হল এআপনাদেরকে স্বাগতম
14/01/2022

আসসালামু আলাইকুম,
উত্তরা ন্যাশনাল হোমিও হল এ
আপনাদেরকে স্বাগতম

হোমিওপ্যাথি হল একটি ছদ্মবৈজ্ঞানিক[১][২][৩][৪] বিকল্প চিকিৎসা পদ্ধতি। এটি ১৭৯৬ সালে জার্মান চিকিৎসক স্যামুয়েল হ্যানিম্যা...
14/01/2022

হোমিওপ্যাথি হল একটি ছদ্মবৈজ্ঞানিক[১][২][৩][৪] বিকল্প চিকিৎসা পদ্ধতি। এটি ১৭৯৬ সালে জার্মান চিকিৎসক স্যামুয়েল হ্যানিম্যান আবিষ্কার করেন। হোমিওপ্যাথ নামে পরিচিত এর চিকিৎসকরা বিশ্বাস করেন যে পদার্থ সুস্থ মানুষের মধ্যে একটি রোগের উপসর্গ সৃষ্টি করে সেই একই পদার্থ অসুস্থ মানুষের মধ্যে একই ধরনের উপসর্গ নিরাময় করতে পারে; এই মতবাদকে বলা হয় সিমিলিয়া সিমিলিবাস কিউরেন্টার, বা "সদৃশ সদৃশকে আরোগ্য করে"। [৫] হোমিওপ্যাথিক ঔষধকে রেমিডি বলা হয় এবং হোমিওপ্যাথিক ডায়োলেশন ব্যবহার করে তৈরি করা হয়। এই প্রক্রিয়ায়, নির্বাচিত পদার্থ বারবার মিশ্রিত করা হয় যতক্ষণ না চূড়ান্ত পণ্যটি রাসায়নিকভাবে দ্রবণীয় থেকে আলাদা হয়। প্রায়শই মূল পদার্থের একটি অণুও পণ্যটিতে থাকার আশা করা যায় না। [৬] প্রতিটি ডায়োলেশনে হোমিওপ্যাথ ঔষধটিকে আঘাত করতে পারে অথবা ঝাঁকি দিতে পারে, এই দাবী করে যে পাতলা পদার্থটি অপসারণের পরে মূল পদার্থটি মনে রাখে। চিকিৎসকরা দাবি করেন যে এই ধরনের প্রস্তুতকৃত ঔষধ, রোগীকে খাওয়ার পরে, রোগের চিকিৎসা বা নিরাময় করতে পারে। [৭]

Address

HOUSE 25/B, LAKE Drive ROAD, SECTOR 07
Dhaka
1230

Opening Hours

Monday 09:00 - 22:00
Tuesday 09:00 - 22:00
Wednesday 09:00 - 22:00
Thursday 09:00 - 22:00
Friday 09:00 - 22:00
Saturday 09:00 - 22:00
Sunday 09:00 - 22:00

Telephone

+8801711031098

Website

Alerts

Be the first to know and let us send you an email when Uttara National Homeo Hall posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Uttara National Homeo Hall:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram