Dr. Abu Ayub Khan

Dr. Abu Ayub Khan চোখের যে কোনো সমস্যায় চক্ষু বিশেষজ্ঞ ও সার্জন এর পরামর্শ পেতে যোগাযোগ করুন Any eye related problem, Headache, and eye surgery facility is available

24/01/2024

😟 শীতেও হতে পারে চোখের সমস্যা!!

✅ তাই আর দেরী না করে আজই চলে আসুন আশ-শিফা আই কেয়ারে।

🔸 চক্ষু বিশেষজ্ঞ, ফ্যাকো ও মাইক্রো সার্জন
👨‍⚕️ডাঃ মোঃ আবু আইয়ুব খান।
এমবিবিএস ( ডিএমসি),এফসিপিএস (চক্ষু) এমসিপিএস(চক্ষু), ট্রেইন্ড ইন আই ও এল এন্ড ফ্যাকো সার্জারী- ইস্পাহানী ইসলামিয়া চক্ষু হাসপাতাল,ঢাকা

📌এপয়েন্টমেন্ট সংক্রান্ত যে কোন প্রশ্ন জানতে এবং যে কোন প্রয়োজনে ডাঃ মো:আবু আইয়ুব খান স্যার এর সাথে কথা বলতে কল করুন এই নাম্বারে 01674-273573 📞

🏥 চেম্বার : সিটি অপটিকস্ ( রোড -১৯,পূর্ব পাশ, নিকুঞ্জ -২, খিলক্ষেত, ঢাকা)
⌚ রোগী দেখার সময়ঃ প্রতি শুক্র,সোম ও বুধবার সন্ধ্যা ৬ টা থেকে রাত ৯টা

📞 সিরিয়ালের জন্য কল করুনঃ ০১৭১৫-৫০৩৯৪৫

11/07/2023

🟢চোখের Cataract ( ছানি)!! আর নয় ভাবনা.....

🔸 চক্ষু বিশেষজ্ঞ, ফ্যাকো ও মাইক্রো সার্জন
👨‍⚕️ডাঃ মোঃ আবু আইয়ুব খান।
এমবিবিএস ( ডিএমসি),এফসিপিএস (চক্ষু) এমসিপিএস(চক্ষু), ট্রেইন্ড ইন আই ও এল এন্ড ফ্যাকো সার্জারী- ইস্পাহানী ইসলামিয়া চক্ষু হাসপাতাল,ঢাকা
📌এপয়েন্টমেন্ট সংক্রান্ত যে কোন প্রশ্ন জানতে এবং যে কোন প্রয়োজনে ডাঃ মো:আবু আইয়ুব খান স্যার এর সাথে কথা বলতে কল করুন এই নাম্বারে 01674-273573 📞
🏥 চেম্বার : সিটি অপটিকস্ ( রোড -১৯,পূর্ব পাশ, নিকুঞ্জ -২, খিলক্ষেত, ঢাকা)
⌚ রোগী দেখার সময়ঃ প্রতি শুক্র,সোম ও বুধবার সন্ধ্যা ৬ টা থেকে রাত ৯টা
📞 সিরিয়ালের জন্য কল করুনঃ ০১৭১৫-৫০৩৯৪৫

যাদের দীর্ঘদিন ধরে ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ আছে তাদের কমপক্ষে বছরে একবার চক্ষু বিশেষজ্ঞ এর মাধ্যমে চক্ষু পরীক্ষা করানো উ...
16/05/2023

যাদের দীর্ঘদিন ধরে ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ আছে তাদের কমপক্ষে বছরে একবার চক্ষু বিশেষজ্ঞ এর মাধ্যমে চক্ষু পরীক্ষা করানো উচিত কেননা সঠিক সময়ে সঠিক চিকিৎসা না নিলে আপনি চিরতরে অন্ধ হয়ে যেতে পারেন.....

আপনার  বাচ্চার চোখে কোনো  সমস্যা নেই তো?অতি যত্ন সহকারে অত্যাধুনিক  যন্ত্রপাতির সাহায্য বাচ্চাদের চোখের  যে কোনো চিকিৎসা...
07/05/2023

আপনার বাচ্চার চোখে কোনো সমস্যা নেই তো?

অতি যত্ন সহকারে অত্যাধুনিক যন্ত্রপাতির সাহায্য বাচ্চাদের চোখের যে কোনো চিকিৎসার জন্য যোগাযোগ করুন...........
👨‍⚕️ডাঃ মোঃ আবু আইয়ুব খান
🔸 চক্ষু বিশেষজ্ঞ ও ফ্যাকো সার্জন
📌এপয়েন্টমেন্ট সংক্রান্ত যে কোন প্রশ্ন জানতে এবং যে কোন প্রয়োজনে ডাঃ মো:আবু আইয়ুব খান স্যার এর সাথে কথা বলতে কল করুন এই নাম্বারে 01674-273573 📞
🏥 চেম্বার ০১ঃ তাসনিম টাওয়ার ( UCB BANK এর নিচে), বিআইডিসি রোড, জয়দেবপুর, গাজিপুর মহানগর
⌚ রোগী দেখার সময়ঃ প্রতি শুক্রবার (সকাল ৯ টা -৪টা ও সোমবার সকাল ১১টা-৪টা)
📞 সিরিয়ালের জন্য কল করুনঃ 01825182222"

🏥চেম্বার ০২: সিটি অপটিকস, রোড -১৯, পূর্ব পাশ, নিকুঞ্জ -২, খিলখেত, ঢাকা

🥉রোগী দেখার সময়ঃপ্রতি শুক্রবার ও সোমবার (সন্ধ্যা ৬ টা থেকে ৯টা এবং শনিবার ও বুধবার রাত ৮ টা থেকে ৯.৩০)

🥉সিরিয়ালের জন্য কল করুন01715503945

ফ্যাকো, ডিসিআর, টেরিজিয়াম সহ চোখের যে কোনো   সার্জারি ও রোগের সুচিকিৎসার জন্য যোগাযোগ করুন........... 👨‍⚕️ডাঃ মোঃ আবু আই...
30/04/2023

ফ্যাকো, ডিসিআর, টেরিজিয়াম সহ চোখের যে কোনো সার্জারি ও রোগের সুচিকিৎসার জন্য যোগাযোগ করুন...........

👨‍⚕️ডাঃ মোঃ আবু আইয়ুব খান
🔸 চক্ষু বিশেষজ্ঞ ও ফ্যাকো সার্জন
📌এপয়েন্টমেন্ট সংক্রান্ত যে কোন প্রশ্ন জানতে এবং যে কোন প্রয়োজনে ডাঃ মো:আবু আইয়ুব খান স্যার এর সাথে কথা বলতে কল করুন এই নাম্বারে 01674-273573 📞

🏥 চেম্বার ০১ঃ তাসনিম টাওয়ার ( UCB BANK এর নিচে), বিআইডিসি রোড, জয়দেবপুর, গাজিপুর মহানগর

⌚ রোগী দেখার সময়ঃ প্রতি শুক্রবার (সকাল ৯ টা -৪টা ও সোমবার সকাল ১১টা-৪টা)
📞 সিরিয়ালের জন্য কল করুনঃ 01825182222"

🏥চেম্বার ০২: সিটি অপটিকস, রোড -১৯, পূর্ব পাশ, নিকুঞ্জ -২, খিলখেত, ঢাকা

21/04/2023
আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে ও আপনাদের দোয়ায় অত্যাধুনিক যন্ত্রপাতি সহ সম্পূর্ন নতুন আঙ্গিকে শীঘ্রই শুরু করতে যাচ্ছি...
21/02/2023

আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে ও আপনাদের দোয়ায় অত্যাধুনিক যন্ত্রপাতি সহ সম্পূর্ন নতুন আঙ্গিকে শীঘ্রই শুরু করতে যাচ্ছি আশ-শিফা আই কেয়ার (জয়দেবপুর,গাজিপুর)এর কার্যক্রম সমূহ। সবার দোয়া ও সহযোগিতা কামনা করছি....

19/09/2022
Alhamdulillah, doing Pterigium surgery at Hikmah Eye Hospital...
08/09/2022

Alhamdulillah, doing Pterigium surgery at Hikmah Eye Hospital...

অনেকেই প্রশ্ন করেন কখন চোখ পরীক্ষা করাবেন তাদের জন্য.........
09/08/2022

অনেকেই প্রশ্ন করেন কখন চোখ পরীক্ষা করাবেন তাদের জন্য.........

Dr.Abu Ayub khan, Eye specialist and surgeons
08/07/2022

Dr.Abu Ayub khan, Eye specialist and surgeons

শিশুদের দৃষ্টিত্রুটি: অভিভাবকরা যেভাবে বুঝবেন, যা করতে পারেন************************************************************...
30/06/2022

শিশুদের দৃষ্টিত্রুটি: অভিভাবকরা যেভাবে বুঝবেন, যা করতে পারেন
*****************************************************************

এক গবেষণায় দেখা গেছে ঢাকায় স্কুল পড়ুয়া শিশুদের মধ্যে ৪০ শতাংশের নানারকম দৃষ্টিত্রুটি রয়েছে।
ঢাকা, বরিশাল, নওগাঁ ও জামালপুরে প্রায় ৩৩ হাজার স্কুল পড়ুয়া শিশুর চোখ পরীক্ষা করে গবেষণাটি পরিচালনা করেছেন ইস্পাহানী ইসলামিয়া চক্ষু হাসপাতালের একদল চিকিৎসক।

২০১৯ সালের মার্চ থেকে জুন মাস পর্যন্ত নার্সারি থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের চোখ পরীক্ষা করেছেন তারা।

গবেষণায় দেখা গেছে ঢাকায় স্কুল পড়ুয়া শিশুদের মধ্যে ৪০ শতাংশের দৃষ্টিত্রুটি রয়েছে।

চারটি জেলায় করা পরীক্ষায় পাওয়া উপাত্তের ভিত্তিতে সারা বাংলাদেশের একটি চিত্র বের করার চেষ্টা করেছেন গবেষকরা।

যার ফল অনুযায়ী সারা দেশে শতকরা ১৪ ভাগ শিশুর দৃষ্টিত্রুটি রয়েছে।

*শিশুরা শারীরিক সমস্যা বোঝাতে পারে না।

শিশুদের চোখের সমস্যা যেভাবে বুঝবেন:
------------------------------------------

শিশু দৃষ্টি বিষয়ে একটি সমস্যা হচ্ছে একটি বয়স পর্যন্ত শিশুর বোঝার ক্ষমতা নেই যে সে কম দেখছে কিনা।

শিশুরা তাদের অনেক শারীরিক সমস্যা বলে বোঝাতে পারে না। সেজন্য তাদের সমস্যা সময়মত চিহ্নিত হয় না বা কখনো একেবারেই হয় না।

এই গবেষণায় গবেষক দলের প্রধান ইস্পাহানী ইসলামিয়া চক্ষু হাসপাতালের শিশু চক্ষুরোগ ও স্কুইন্ট বিভাগের প্রধান ডা. মো. মোস্তফা হোসেন।

তিনি বলছেন, অভিভাবকেরা কিছু বিষয় নজরে রাখতে পারেন যার মাধ্যমে শিশুর চোখে কোন ধরনের সমস্যা থাকতে পারে বলে তারা ধারণা পেতে পারেন।
যার ফলে সন্দেহের ভিত্তিতে অভিভাবক তার সন্তানকে নিয়ে অনেক আগেই চিকিৎসকের শরণাপন্ন হতে পারেন।

* ছোট শিশুর চোখের প্রতিক্রিয়া লক্ষ করুন:

ছোট এসব লক্ষণগুলো কী হতে পারে তার একটি ধারণা দিয়ে ডা. হোসেন বলছেন, "যদি একদম ছোট শিশু হয়, দেখবেন একদম কোলের শিশু দুধ খাওয়ানোর সময় মায়ের মুখের দিকে তাকায়, এমনিও তাকায়। সামনে যেকোনো বস্তু বা লাইট ধরলে সে সেদিকে তাকায়। অভিভাবকদের খেয়াল করতে হবে শিশু এসব দিকে তাকাচ্ছে কিনা। যদি শিশুর চোখ এসব দিকে না যায় তাহলে অভিভাবকদের সন্দেহ করতে হবে এবং ডাক্তার দেখিয়ে নিতে হবে।"

* দৃষ্টিত্রুটির কারণে চোখ বাঁকা হতে পারে আবার উল্টোটাও হতে পারে:

দুটি চোখের দৃষ্টি যদি দুইদিকে থাকে তাহলে বাংলাদেশে সেটিকে 'ট্যারা' বলা হয়।
এই সমস্যাটি অল্প মাত্রায় হলে তাকে লক্ষীট্যারা বলে হয়ে থাকে। ডা. হোসেন বলছেন, অনেক সময় দৃষ্টিত্রুটির কারণে চোখ বাঁকা হতে পারে, আবার চোখ বাঁকা হওয়ার কারণে দৃষ্টিত্রুটি হতে পারে।

তিনি বলছেন, "চোখের আকারও একটি বিষয়। জন্মের পর থেকে দশ বছর পর্যন্ত শিশুর আইবল বৃদ্ধি পায়। চোখ যদি স্বাভাবিকের চেয়ে ছোট হয় তাহলে হাইপারোপিয়া হতে পারে অর্থাৎ কাছে দেখতে সমস্যা হবে। আর চোখ যদি স্বাভাবিকের চেয়ে বড় হয় তাহলে মাইওপিয়া হতে পারে অর্থাৎ দূরের বস্তু ঝাপসা লাগবে," বলছেন ডা. হোসেন।

যেসব বিষয় নজরে রাখতে হবে:
--------------------------------
স্কুল পড়ুয়া বাচ্চাদেরও অনেক বিষয়ে কিছুটা খেয়াল করলে তার চোখে কোন সমস্যা রয়েছে কিনা সেটার ইঙ্গিত পাওয়া যায়।

ডা. মো. মোস্তফা হোসেন বলছেন, "দেখা যাবে স্কুল পড়ুয়া শিশুরা ব্লাকবোর্ডে লেখা অনেক কিছু ঠিক মতো খাতায় তুলতে পারছে না। কিছু লেখা হয়ত বাদ পড়ে যাচ্ছে। কেন সে খাতায় অনেক কিছু তুলতে পারেনি তার একটি কারণ হতে পারে তার দৃষ্টিত্রুটি।"

ছয় মিটার দূর থেকে ব্লাকবোর্ডের লেখা পড়তে পারার কথা। ক্লাসের পেছনে বসা শিশুদের কারো যদি নিয়মিত কিছু মিস হয় তাহলে সেটি চোখের সমস্যা কিনা বিবেচনা করতে হবে।

আর একটি লক্ষ করার বিষয় হল কিছু পড়তে গেলে শিশু চোখ কুঁচকে দেখার চেষ্টা করছে কিনা। অনেক সময় স্কুলের শিক্ষকের নজরেও পড়তে পারে এসব সমস্যা।


যেসব কারণে শিশুদের চোখের সমস্যা হচ্ছে:
------------------------------------------
• ঢাকায় শিশুদের বাইরে যাওয়া ও খেলাধুলার সুযোগ খুবই কম। বাইরে কম গেলে তাতে চোখের দৃষ্টি প্রভাবিত হতে পারে।

• খুব বেশি সময় ঘরের ভেতরে থাকলে অনেক বেশি কাছের বস্তু দেখা হয়। দৃষ্টি দূরে যাওয়ার প্রয়োজন পড়ে না। এতে 'নিয়ার ভিশনে' চাপ পড়ে।

• ঘরের মধ্যে খুব বেশি সময় কাটালে মাইওপিয়া হতে পারে। একটি প্রধান কারণ হচ্ছে মোবাইল ফোন অথবা অন্য ডিভাইস নির্ভরতা।

• কম্পিউটার বা মোবাইল ফোন থেকে এক ধরনের নীল আলোর বিচ্ছুরণ ঘটে। খুব কাছে থেকে নিয়মিত দীর্ঘ সময় নীল উজ্জ্বল আলোর ডিভাইস স্ক্রিন চোখের উপর চাপ সৃষ্টি করে যা দীর্ঘমেয়াদে চোখের ক্ষতি করে।

• চোখে কোন অসুখের কারণে দৃষ্টিশক্তি প্রভাবিত হতে পারে।

অভিভাবকরা যা করতে পারেন:
--------------------------------
• ডিভাইস ব্যাবহার কমিয়ে আনা।

• শুয়ে, অল্প আলোতে, চোখের বেশি কাছে রেখে বই পড়া নয়।

• ডিভাইস ব্যবহার বা বই পড়ার প্রতি ২০ মিনিট পরে ২০ সেকেন্ড ধরে ২০ ফিট দূরের কোন কিছুর দিকে তাকিয়ে থাকা। সেটি সবুজ গাছ বা ঘাস হলে সবচেয়ে ভাল। সবুজ গাছে বা ঘাসের দিকে তাকিয়ে থাকলে চোখের উপকার হয়।

• খুব বেশি সময় বই বা কম্পিউটারে তাকিয়ে থাকলে চোখের পলক কমতে থাকে। তাতে চোখের পানি শুকিয়ে যেতে থাকে। শিশুদের চোখের পলক ফেলতে মনে করিয়ে দিতে হবে। মাঝে মাঝে চোখে পানি দিতে পারেন।

• ভিটামিন এ রয়েছে এমন খাবার খাওয়াতে হবে শিশুদের। এটি চোখের অসুখ প্রতিরোধে সহায়তা করে।

• সোফায়, বিছানায় বিভিন্নভাবে চিৎ, কাৎ, উপুড় হয়ে পড়ালেখা করা যাবে না। চেয়ার টেবিলে বসে পড়াশুনা করতে হবে।

• চোখ থেকে বইয়ের অবস্থান এক থেকে দেড় ফিট দূরে হতে হবে।

• টেবিল থেকে লাইট কত দূরে, তার আলো কোন দিক থেকে পড়ার টেবিলে আসছে সেটিও একটি বিষয়। পড়ার জন্য ঘরে আলো সঠিক হতে হবে।

• বাইরে যাওয়া ও খেলাধুলা বাড়াতে হবে। মাঠে খেলতে না পারলেও বাড়ির ছাদে গেলেও তা বাইরে যাওয়ার যা উপকার তার কিছুটা পাওয়া যাবে।

• তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল শিশুর চোখে কোন সমস্যা থাকুক বা না থাকুক তার চোখ পরীক্ষা করিয়ে নেয়াই ভালো কারণ অনেক সময় উপসর্গ বোঝা যায় না।

নিয়মিত চোখের পরীক্ষা জরুরি:
------------------------------
অভিভাবক কোন সমস্যা বুঝতে না পারলেও অন্তত চিকিৎসকের কাছে যাওয়ার কারণে হয়ত সময়মত সমস্যা চিহ্নিত হবে।

ডা. হোসেন মনে করেন সারা বছরজুড়ে স্কুলেই চোখ পরীক্ষার ব্যবস্থা থাকা উচিৎ।
তিনি বলছেন, "কম বয়সে দৃষ্টিত্রুটি থাকলে সেটি পরের দিকে আর চিকিৎসা করা সম্ভব হয় না, যে কারণে ছোটবেলা থেকেই নিয়মিত স্ক্রিনিং জরুরি।"

তথ্যসূত্রঃ বিবিসি বাংলা, ঢাকা (প্রকাশিত-২০ মে ২০২১)

Alhamdulillah Successfully completed Phaco Surgery of my friend's ( Cadet Monir, PCC)Father..
02/06/2022

Alhamdulillah Successfully completed Phaco Surgery of my friend's ( Cadet Monir, PCC)Father..

মায়োপিয়া (দৃষ্টিক্ষীণতা) - Myopia (Nearsightedness) in Bengaliদৃষ্টিক্ষীণতা (কাছের জিনিস দৃশ্যমান) এমন একটি অবস্থা যার ফ...
12/05/2022

মায়োপিয়া (দৃষ্টিক্ষীণতা) - Myopia (Nearsightedness) in Bengaliদৃষ্টিক্ষীণতা (কাছের জিনিস দৃশ্যমান) এমন একটি অবস্থা যার ফলে আপনি কাছের বস্তু স্পষ্ট দেখতে পাবেন, কিন্তু দুরের দৃষ্টি হবে অস্পষ্ট। আপনার টেলিভিশন পর্দা, হোয়াইটবোর্ড ইত্যাদি জিনিষগুলো দেখতে অসুবিধা হতে পারে।

এর প্রধান লক্ষণ ও উপসর্গগুলি কি কি?

নিচে উল্লেখ করা লক্ষণ ও উপসর্গগুলি দৃষ্টিক্ষীণতার সাথে জড়িত ব্যক্তিবিশেষে লক্ষ করা যায়:

দৃষ্টি ক্ষমতা দুর্বল।
মাথাযন্ত্রনা।
চোখ টনটন করা।
এর প্রধান কারণ কি কি?

দৃষ্টিক্ষীণতার কারণগুলি নিচে উল্লেখ করা হল:

বংশগত: দৃষ্টিক্ষীণতা বিকাশের প্রবণতা বংশগত হতে পারে, তবে এটা চোখের ওপর কতটা চাপ দেওয়া হচ্ছে তার ওপরেও নির্ভর করে।
দর্শন সম্বন্ধীয় চাপ: কাজ বা পড়াশোনা বিষয়ক চাপ যা কম্পিউটারের সামনে দীর্ঘক্ষণ কাজ করার ফলে হয়।
ডায়াবেটিসের মতো রোগ: ডায়াবেটিসের ক্ষেত্রে রক্তে শর্করার মাত্রা বদল হওয়ার কারণে তা দৃষ্টিতে প্রভাব ফেলে।
পরিবেশগত কারণ: পরিবেশগত পরিবর্তনের ফলে দৃষ্টিতে প্রভাব পরে, উদাহরণ স্বরূপ, কেবলমাত্র রাতে ঝাপসা দৃষ্টি যা রাতের দৃষ্টিক্ষীণতা নামে পরিচিত।
কিভাবে এর নির্ণয় ও চিকিৎসা করা হয়?

চক্ষুবিশেশজ্ঞ একটি বিস্তীর্ণ চক্ষু পরীক্ষা করতে পারেন দৃষ্টিক্ষীণতা নির্ণয় করার জন্য। এই পরীক্ষার মধ্যে অন্তর্ভুক্ত দৃষ্টি সংক্রান্ত পরীক্ষা ও চক্ষু পরীক্ষা। চোখের পরীক্ষা করার জন্য চোখের ড্রপ দেওয়া হতে পারে যার ফলে চোখের মনি বড় হয়ে যায় এবং চোখের পরীক্ষা করতে সুবিধা হয়।এটি রেটিনা এবং অপটিক স্নায়ুকে কাছ থেকে পরীক্ষা করতে সহয়তা করে।

দৃষ্টিক্ষীণতা চিকিৎসার জন্য যে সবচেয়ে সাধারণ পদ্ধতি ব্যবহার করা হয় তা হলো সংশোধনীয় চশমা বা চোখের লেন্সেস। সাধারণত ৪০ বছরের নিচে এই সমস্যা দেখা দেই ৷ তবে সঠিক সময়ে এর চিকিৎসা করা প্রয়োজন। বিশেষ করে ৫-৬ বছর থেকে ১৮ বছরের শিশুদের প্রতি ৬ -১২ মাসে অবশ্যই একবার চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার এর সরনাপন্ন হওয়া উচিত।
দৃষ্টিক্ষীণতা (কাছের জিনিস দৃশ্যমান) এমন একটি অবস্থা যার ফলে আপনি কাছের বস্তু স্পষ্ট দেখতে পাবেন, কিন্তু দুরের দৃষ্টি হবে অস্পষ্ট। আপনার টেলিভিশন পর্দা, হোয়াইটবোর্ড ইত্যাদি জিনিষগুলো দেখতে অসুবিধা হতে পারে। দৃষ্টিক্ষীণতাকে শ্রেণীভুক্ত করা হতে পারে দুটি পর্যায় উচ্চ দৃষ্টিক্ষীণতা (তীব্র দৃষ্টিক্ষীণতা) এবং নিম্ন দৃষ্টিক্ষীণতা (হালকা দৃষ্টিক্ষীণতা)।

এর প্রধান লক্ষণ ও উপসর্গগুলি কি কি?

নিচে উল্লেখ করা লক্ষণ ও উপসর্গগুলি দৃষ্টিক্ষীণতার সাথে জড়িত ব্যক্তিবিশেষে লক্ষ করা যায়:

দৃষ্টি ক্ষমতা দুর্বল।
মাথাযন্ত্রনা।
চোখ টনটন করা।
এর প্রধান কারণ কি কি?

দৃষ্টিক্ষীণতার কারণগুলি নিচে উল্লেখ করা হল:

বংশগত: দৃষ্টিক্ষীণতা বিকাশের প্রবণতা বংশগত হতে পারে, তবে এটা চোখের ওপর কতটা চাপ দেওয়া হচ্ছে তার ওপরেও নির্ভর করে।
দর্শন সম্বন্ধীয় চাপ: কাজ বা পড়াশোনা বিষয়ক চাপ যা কম্পিউটারের সামনে দীর্ঘক্ষণ কাজ করার ফলে হয়।
ডায়াবেটিসের মতো রোগ: ডায়াবেটিসের ক্ষেত্রে রক্তে শর্করার মাত্রা বদল হওয়ার কারণে তা দৃষ্টিতে প্রভাব ফেলে।
পরিবেশগত কারণ: পরিবেশগত পরিবর্তনের ফলে দৃষ্টিতে প্রভাব পরে, উদাহরণ স্বরূপ, কেবলমাত্র রাতে ঝাপসা দৃষ্টি যা রাতের দৃষ্টিক্ষীণতা নামে পরিচিত।
কিভাবে এর নির্ণয় ও চিকিৎসা করা হয়?

চক্ষুবিশেশজ্ঞ একটি বিস্তীর্ণ চক্ষু পরীক্ষা করতে পারেন দৃষ্টিক্ষীণতা নির্ণয় করার জন্য। এই পরীক্ষার মধ্যে অন্তর্ভুক্ত দৃষ্টি সংক্রান্ত পরীক্ষা ও চক্ষু পরীক্ষা। চোখের পরীক্ষা করার জন্য চোখের ড্রপ দেওয়া হতে পারে যার ফলে চোখের মনি বড় হয়ে যায় এবং চোখের পরীক্ষা করতে সুবিধা হয়।এটি রেটিনা এবং অপটিক স্নায়ুকে কাছ থেকে পরীক্ষা করতে সহয়তা করে।

দৃষ্টিক্ষীণতা চিকিৎসার জন্য যে সবচেয়ে সাধারণ পদ্ধতি ব্যবহার কফরা হয় তা হলো সংশোধনীয় চশমা বা চোখের লেন্সেস। এছাড়াও যে পদ্ধতিগুলি ব্যবহার করা হয় তা হলো:

ফটোরিফ্রাক্টিভ কেরাটেকটমি (পিআরকে) এবং লেজার-অ্যাসিস্টেড ইন-সিটু কেরোটোমিলিউসিস (এলএএসআইকে)এর মতো প্রতিসারক অস্ত্রপ্রচার।প্রতিসারক অস্ত্রপ্রচারটি করা হয় অপটিক এররগুলি ঠিক হওয়ার পর(যেগুলি হল,সেই সময় স্থিতিশীল থাকা আপনার চশমার ক্রমিক সংখ্যা ),সাধারণত যখন আপনার বয়স সম্পূর্ণ 20 এর মধ্যে থাকে এবং আপনার বৃদ্ধি সম্পূর্ণ হয়ে যায় । এই অস্ত্রপ্রচার কর্নিয়ার আকৃতি পরিবর্তন করে রেটিনার কেন্দ্রে আলো স্থাপন করতে উন্নতিসাধন করে।

Eid Mubarak to all of u....
02/05/2022

Eid Mubarak to all of u....

In Ramadan time shedule is 3 to 5 pm every Friday and Tuesday
14/04/2022

In Ramadan time shedule is 3 to 5 pm every Friday and Tuesday

Address

Nikunja 2
Dhaka
1229

Telephone

+8801674273573

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Abu Ayub Khan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr. Abu Ayub Khan:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category