Dr.Akhlakur Rahman SAAD

Dr.Akhlakur Rahman SAAD Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Dr.Akhlakur Rahman SAAD, Doctor, 89, New Easkaton Road, Dhaka.

03/06/2025
03/06/2025

উকুন (বাংলায়: উকুন) হলো একধরনের ছোট পরজীবী পোকা যা মানুষের মাথার চুল, দাড়ি বা শরীরের লোমে বাস করে এবং রক্ত চুষে খায়। এটি এক ধরনের পরজীবী (parasite), যার বৈজ্ঞানিক নাম Pediculus humanus capitis।

উকুনের বৈশিষ্ট্য:
• উকুন খুব ছোট, প্রায় ২–৩ মিলিমিটার দীর্ঘ হয়।
• এরা ডিম পাড়ে, যেগুলোকে পিঁটকি বা নিট (nit) বলা হয়। এগুলো চুলের গোড়ায় আটকে থাকে।
• মাথার উকুন সবচেয়ে সাধারণ, বিশেষ করে শিশুদের মধ্যে।
• এটি সাধারণত একজন থেকে আরেকজনের সংস্পর্শে বা একই চিরুনি, তোয়ালে বা বালিশ ব্যবহারের মাধ্যমে ছড়ায়।

উকুনের উপসর্গ:
• মাথায় বা শরীরে চুলকানি।
• মাথার ত্বকে জ্বালা বা লালচে দাগ।
• খোঁজ করলে চুলের মধ্যে উকুন বা তাদের ডিম দেখা যায়।

প্রতিকার:
• উকুননাশক শ্যাম্পু ব্যবহার।
• ঘন ঘন মাথা ধোয়া এবং পরিষ্কার রাখা।
• চিরুনি, তোয়ালে, বালিশ, কাঁথা ইত্যাদি জীবাণুমুক্ত করা।
• ঘন ঘন চুল আঁচড়ানো (ফাইন টুথ চিরুনি দিয়ে)।

Spina Bifida কি?স্পাইনা বিফিডা হল একটি জন্মগত ত্রুটি যা মেরুদণ্ড এবং মেরুদণ্ডের কর্ড সঠিকভাবে তৈরি না হলে ঘটে। এটি এক ধর...
03/06/2025

Spina Bifida কি?
স্পাইনা বিফিডা হল একটি জন্মগত ত্রুটি যা মেরুদণ্ড এবং মেরুদণ্ডের কর্ড সঠিকভাবে তৈরি না হলে ঘটে। এটি এক ধরনের নিউরাল টিউব ডিফেক্ট। নিউরাল টিউব হল একটি বিকাশমান ভ্রূণের গঠন যা অবশেষে শিশুর মস্তিষ্ক, মেরুদন্ড এবং তাদের ঘেরা টিস্যুতে পরিণত হয়।
সাধারণত, গর্ভাবস্থার প্রথম দিকে নিউরাল টিউব তৈরি হয় এবং গর্ভধারণের ২৮ তম দিনে এটি বন্ধ হয়ে যায়। স্পাইনা বিফিডায় আক্রান্ত শিশুদের মধ্যে, নিউরাল টিউবের একটি অংশ বন্ধ হয় না বা সঠিকভাবে বিকশিত হয় না, যার ফলে মেরুদণ্ড এবং মেরুদণ্ডের হাড়ের সমস্যা হয়।
স্পাইটঢনা বিফিডা মৃদু থেকে গুরুতর হতে পারে, ত্রুটির ধরন, আকার, অবস্থান এবং জটিলতার উপর নির্ভর করে। যখন প্রয়োজন হয়, স্পাইনা বিফিডার প্রাথমিক চিকিৎসায় সার্জারীর প্রয়োজন হয়।

প্রকারভেদঃ
Spina brifida তিন প্রকার এগুলো হল
1. Spina bifida occulta
2. Myelomeningocel
3. Meningocele

লক্ষন সমূহ ঃ
Spina bifida occulta
অকাল্টা মানে লুকানো। এটি সবচেয়ে হালকা এবং সবচেয়ে সাধারণ প্রকার। স্পাইনা বিফিডা অকালটা মেরুদন্ডের এক বা একাধিক হাড়ের (কশেরুকা) একটি ছোট বিচ্ছেদ বা ফাঁকের ফলে। অনেক রোগি যাদের স্পাইনা বিফিডা অককুলটা আছে তারা এটি জানেনই না, যতদিন তাদের কোন এম আর আই, বা সিটি স্ক্যান না করানো হয়,

Myelomeningocel
ওপেন স্পাইনা বিফিডা নামেও পরিচিত, মায়লোমেনিনোসেল সবচেয়ে গুরুতর প্রকার। মেরুদণ্ডের ক্যানেল এর নীচে বা মাঝামাঝি পিছনের বেশ কয়েকটি কশেরুকা বরাবর ওপেনিং থাকে। ঝিল্লি এবং মেরুদণ্ডের স্নায়ুগুলি জন্মের সময় এই ওপেনিং এ ধাক্কা দেয়, শিশুর পিঠে একটি থলি তৈরি করে, সাধারণত টিস্যু এবং স্নায়ুগুলিকে প্রকাশ করে। এটি শিশুকে প্রাণঘাতী সংক্রমণের প্রবণ করে তোলে এবং পক্ষাঘাত এবং মূত্রাশয় এবং অন্ত্রের কর্মহীনতার কারণ হতে পারে।

Meningocele
ইহা একটি বিরল স্পাইনা ব্রিফিডা, স্পাইনাল ফ্লুইড জমে একটি সেক তৈরী করে, কোন প্রকার নার্ভ এফেক্ট হয় না।

কারন সমূহঃ
১) গর্ভাবস্থায় ফলিক এসিড ডেফিসেন্সি হলে,
২) ফ্যামেলী ইতিহাসে এই রোগ থাকলে
৩) মা যদি নিউরোমেডিসিন সেবন করেন ঃ যেমন সোডিয়াম ভেলপোরেট ইত্যাদি
৪) ডায়াবেটিস
৫) স্থুলতা

ডায়াগনোসিস ঃ
প্রেগ্ন্যাসি অবস্থায় মায়ের স্কেনিং করে প্রথম অবস্থাই স্পাইনা ব্রিফিডা সনাক্ত করা যায় (১৮- ২২ সপ্তাহের মধ্যে)
এছাড়া
Maternal serum alpha-fetoprotein (MSAFP) Test
AFP levels.

চিকিৎসা ঃ
গর্ভাবস্তায় ২৮ সপ্তাহের মধ্যে সার্জারী করা যেতে পারে,

ডেলিভারির তিনদিন এর মধ্যে সার্জারী করে সান্ট করা যেতে পারে

ধন্যবাদ
ডা. আখলাকুর রহমান।

👉👉Shingles কি?Shingles একটি ভাইরাল সংক্রমণ যা বেদনাদায়ক ফুসকুড়ি সৃষ্টি করে। Shingles আপনার শরীরের যে কোন জায়গায় হতে ...
03/06/2025

👉👉Shingles কি?
Shingles একটি ভাইরাল সংক্রমণ যা বেদনাদায়ক ফুসকুড়ি সৃষ্টি করে। Shingles আপনার শরীরের যে কোন জায়গায় হতে পারে। এটি সাধারণত ফোস্কাগুলির একটি একক ডোরার মতো দেখায় দেহের বুকের, পিঠ, পেট এর বাম দিকে বা ডান দিকে হয়ে থাকে।

Shingles ভেরিসেলা-জোস্টার ভাইরাস দ্বারা সৃষ্ট হয় একই ভাইরাস যা চিকেনপক্স সৃষ্টি করে। আপনার চিকেনপক্স হওয়ার পরে, ভাইরাসটি আপনার সারা জীবন আপনার শরীরে থাকে। কয়েক বছর পরে, ভাইরাসটি দাদ হিসাবে পুনরায় সক্রিয় হতে পারে।

Shingles মারাক্তক নয়। কিন্তু এটা খুব বেদনাদায়ক হতে পারে। এলোপ্যাথি মতে ভ্যাক্সিন Shingles রোগের ঝুঁকি কমাতে সাহায্য করতে পারে। প্রাথমিক চিকিৎসা নিলে Shingles সংক্রমণকে কমিয়ে দিতে পারে এবং জটিলতার সম্ভাবনা কমিয়ে দিতে পারে। সবচেয়ে সাধারণ জটিলতা হল পোস্টহেরপেটিক নিউরালজিয়া। এটি একটি বেদনাদায়ক অবস্থা যা আপনার ফোসকা ভালো হয়ে যাবার পরে ও দীর্ঘ সময়ের জন্য সংক্রামিত স্থানে ব্যথা করে।

👉👉কারন সমূহঃ

Shingles ভেরিসেলা-জোস্টার ভাইরাস দ্বারা সৃষ্ট হয় - একই ভাইরাস যা চিকেনপক্স সৃষ্টি করে। চিকেনপক্সে আক্রান্ত যে কারো Shingles হতে পারে। আপনার চিকেনপক্স ভালো হবার পরে, ভাইরাসটি আপনার স্নায়ুতন্ত্রে প্রবেশ করে এবং বছরের পর বছর নিষ্ক্রিয় থাকে। কখনও কখনও ভাইরাসটি পুনরায় সক্রিয় হয় এবং আপনার ত্বকে স্নায়ুর পথের মাধ্যমে আক্রমন করে । কিন্তু চিকেনপক্সে আক্রান্ত প্রত্যেকেরই দাদ তৈরি হবে না।
Shingles হওয়ার কারণ অস্পষ্ট। এটি মানুষের বয়স বাড়ার সাথে সাথে রোগ প্রতিরোধ ক্ষমতা কম হওয়ার কারণে হতে পারে। বয়স্ক প্রাপ্তবয়স্কদের এবং যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল তাদের মধ্যে দাদ বেশি দেখা যায়।

উত্তেজক কারন সমূহঃ
১) বয়স্ক ব্যক্তি।
২) ইমিউনো ডেফিসেন্সি ডিজিজ যেমনঃ
এইচ আই ভি, ক্যান্সার, টিউবারকোলোসিস।
৩) কিছু এলোপ্যাথি মেডিসিন সেবনঃ যেমন- prednisone.

👉👉লক্ষন সমূহঃ

Shingles এর উপসর্গ সাধারণত আপনার শরীরের একপাশে শুধুমাত্র একটি ছোট অংশ প্রভাবিত করে। সাধারনত এই লক্ষণগুলি অন্তর্ভুক্ত হতে পারে:
১)ব্যথা,
২) জ্বালা
৩) স্পর্শে সংবেদনশীলতা বা স্পর্শ কাতর
৪) লাল ফুসকুড়ি যা ব্যথার কয়েক দিন পরে শুরুহয়।
৫) তরল-ভর্তি ফোস্কা, এবং ফুস্করি ফেটে যায় এবং মামড়ি পড়ে।
৬) চুলকানি.

এর সাথে সাধারন লক্ষন হিসেবে।
জ্বর, মাথাব্যথা ও অবসাদ লাগা থাকতে পারে।

👉👉ডায়াগনোসিস ঃ
চিকিৎসা সাধারণত শরীরের একপাশে ব্যথার ইতিহাসের উপর ভিত্তি করে Shingles নির্ণয় করেন, পাশাপাশি ফুসকুড়ি এবং ফোস্কার কন্ডিশন দেখে ও নির্নয় করা হয় ।টিস্যুর নমুনা বা ফোস্কাগুলির কালচারও ল্যাব টেষ্ট করে ও সনাক্ত করা যায়।

👉👉চিকিৎসা ঃ
এলোপ্যাথি চিকিৎসক গন ভাইসার কে কন্ট্রোল এবং ধ্বংস করার জন্য বিভিন্ন রকম এন্টিভাইরাল মেডিসিন ব্যবহার করে থাকেন যেমনঃ
Acyclovir
Famciclovir
Valacyclovir

ব্যথা কে কন্ট্রোল করার জন্য বিভিন্ন রকম ব্যথা নাশক মেডিসিন ব্যবহার করে থাকেন।

👉👉জটিলতাঃ
১) কিছু লোকের জন্য, ফোসকা পরিষ্কার হওয়ার পরেও অক্রান্ত স্থানে ব্যথা চলতে থাকে। এই অবস্থা পোস্টহারপেটিক নিউরালজিয়া নামে পরিচিত। এটি নার্ভ ফাইবারকে ক্ষতিগ্রস্ত করে ফেলে।

২) দৃষ্টিশক্তি হ্রাসঃ চোখের ভিতরে বা চারপাশে Shingles (চক্ষুর দাদ) বেদনাদায়ক চোখের সংক্রমণ হতে পারে যার ফলে দৃষ্টিশক্তি নষ্ট হতে পারে।

৩)স্নায়বিক সমস্যাঃ Shingles এর ফলে মস্তিষ্কের প্রদাহ (এনসেফালাইটিস), মুখের পক্ষাঘাত, বা শ্রবণ বা ভারসাম্যের সমস্যা হতে পারে।

৪) ত্বকের সংক্রমণঃ Shingles ফোস্কা সঠিকভাবে চিকিত্সা করা না হলে, ব্যাকটেরিয়াজনিত ত্বকের সংক্রমণ হতে পারে।

ধন্যবাদঃ
ডা.আখলাকুর রহমান।

02/06/2025

Fractured finger fixation (আঙুল ভাঙা বা ফ্র্যাকচার হলে সেটি ঠিকভাবে জোড়া লাগানোর প্রক্রিয়া) বিভিন্নভাবে করা হয়, এটা নির্ভর করে ভাঙার ধরন, জায়গা, ও জটিলতার উপর। নিচে ধাপে ধাপে ব্যাখ্যা করছি:



🦴 Fractured Finger Fixation কীভাবে করা হয়?

✅ ১. প্রাথমিক মূল্যায়ন (Assessment):
• প্রথমে X-ray করে দেখা হয় হাড় কতটা ভেঙেছে, কোথায় ভেঙেছে (ফ্যালাঞ্জ, জয়েন্টের কাছাকাছি, ইত্যাদি) এবং হাড় সরে গেছে কি না।
• যদি ফ্র্যাকচার সোজা থাকে এবং সরে না যায়, তাহলে সাধারনত অস্ত্রোপচার ছাড়াই চিকিৎসা হয়।



🔧 Fixation এর ধরণসমূহ:

🔹 A. নন-সার্জিকাল (অস্ত্রোপচার ছাড়া):

১. Splint বা Cast ব্যবহার:
• ছোট/সোজা ফ্র্যাকচারে সাধারণত “splint” (আঁকা প্লাস্টারের কাঠামো) দিয়ে আঙুলটি স্থির রাখা হয়।
• আঙুলের সঙ্গে পাশের আঙুল বেঁধেও (buddy taping) স্থির রাখা যেতে পারে।

২. বন্ধ রিডাকশন (Closed Reduction):
• হাড় যদি সামান্য সরে যায়, তাহলে হাত দিয়ে টেনে হাড় সোজা করে তারপর স্প্লিন্ট বা কাস্ট দেয়া হয়।



🔹 B. সার্জিকাল (অস্ত্রোপচারের মাধ্যমে):

যদি হাড় ভেঙে অনেকটা সরে যায়, অথবা একাধিক টুকরা হয়ে যায়, তাহলে সার্জারির প্রয়োজন হতে পারে।

১. পিন ফিক্সেশন (K-wire বা Kirschner wire):
• চিকন ধাতব তার (pin) হাড়ের ভেতরে ঢুকিয়ে হাড়কে স্থির করা হয়।
• এটি সাধারণত বাইরের দিক থেকেও দেখা যায় এবং কিছু সপ্তাহ পরে বের করে ফেলা হয়।

২. স্ক্রু ও প্লেট (Screws & Plate):
• জটিল ফ্র্যাকচারে হাড়ের ওপর ধাতব প্লেট লাগিয়ে স্ক্রু দিয়ে আটকানো হয়।



⏳ চিকিৎসার সময়কাল:
• সাধারণত ৩–৬ সপ্তাহে হাড় জোড়া লাগে।
• এরপর আঙুল শক্ত হয়ে গেলে ফিজিওথেরাপি শুরু হয়।



⚠️ জটিলতা হতে পারে:
• আঙুল বাঁকা হয়ে থাকা
• শক্ত হয়ে যাওয়া
• ব্যথা বা ফুলে থাকা
• ইনফেকশন (বিশেষ করে পিন বা স্ক্রু দিলে)



📝 পরামর্শ:
• কোনো ফিঙ্গার ফ্র্যাকচারের ক্ষেত্রে চিকিৎসকের তত্ত্বাবধানে এক্স-রে এবং সঠিক ফিক্সেশন অপরিহার্য।
• ফলোআপ না করলে হাড় ভুলভাবে জোড়া লাগতে পারে, ফলে চিরস্থায়ী সমস্যা হতে পারে।

02/06/2025

Total knee replacement :

🔍 কেন করা হয় এই অপারেশন?

Total knee replacement সাধারণত তখন করা হয়, যখন হাঁটুর জয়েন্ট এতটাই ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে যে, ব্যথা বা শক্ত হয়ে যাওয়া নিত্যকার জীবনযাপন ব্যাহত করে। এই ক্ষতি হতে পারে:
• অস্টিওআর্থ্রাইটিস (Osteoarthritis) – বয়সজনিত ক্ষয়
• রিউমাটয়েড আর্থ্রাইটিস (Rheumatoid arthritis) – একধরনের অটোইমিউন রোগ
• চোট বা ট্রমা – দুর্ঘটনা বা ফ্র্যাকচারের পর



🧬 অপারেশনে কী করা হয়?
• হাঁটুর হাড়ের (Femur, Tibia) ক্ষতিগ্রস্ত অংশ কেটে ফেলা হয়।
• সেখানে ধাতব ও প্লাস্টিক দিয়ে তৈরি কৃত্রিম অংশ বসানো হয়, যা আগের জয়েন্টের মতো কাজ করে।



🏥 অপারেশনের পর:
• সাধারণত হাসপাতালে ৩–৫ দিন থাকতে হয়।
• ফিজিওথেরাপি অত্যন্ত গুরুত্বপূর্ণ – হাঁটার ক্ষমতা ও শক্তি ফিরিয়ে আনতে সহায়ক।
• সম্পূর্ণ সেরে উঠতে ৩–৬ মাস পর্যন্ত সময় লাগতে পারে।



✅ উপকারিতা:
• দীর্ঘদিনের ব্যথা থেকে মুক্তি
• হাঁটাচলা সহজ হয়
• জীবনযাত্রার মান উন্নত হয়



⚠️ ঝুঁকি বা জটিলতা:
• ইনফেকশন
• রক্ত জমাট (Blood clot)
• কৃত্রিম জয়েন্ট ঢিলে হয়ে যাওয়া
• ব্যথা বা চলাফেরায় সীমাবদ্ধতা



চিকিৎসক যদি মনে করেন ওষুধ ও থেরাপি কাজে আসছে না এবং হাঁটুর অবস্থা খুব খারাপ, তখন এই অস্ত্রোপচারের পরামর্শ দেওয়া হয়।

দুইটি ছবি দুইটি শিশুর। দুইটি শিশু দুই রকম চর্মরোগে আক্রান্ত। একজন শিশু আক্রান্ত হয়েছে স্ক্যাবিস রোগে এবং অপর শিশুটি আক্...
01/06/2025

দুইটি ছবি দুইটি শিশুর। দুইটি শিশু দুই রকম চর্মরোগে আক্রান্ত। একজন শিশু আক্রান্ত হয়েছে স্ক্যাবিস রোগে এবং অপর শিশুটি আক্রান্ত হয়েছে হ্যান্ড ফুট এন্ড মাউথ রোগে।

এই দুই ধরনের রোগই এখন শিশুদের অনেক বেশি হচ্ছে। কিন্তু দুইটা রোগের চিকিৎসার ভিন্নতা দুই রকম। আপনারা যারা দোকানদার বা পল্লী চিকিৎসকের পরামর্শে শিশুর শরীরে ঔষধ প্রয়োগ করে শিশুকে যা ইচ্ছে তাই করে নিয়ে শেষ পর্যন্ত শিশু বিশেষজ্ঞ চিকিৎসকের নিকট আসছেন, এতে শিশুদের শারীরিক অবস্থা হচ্ছে ভয়াবহ।

তাই শিশুর চর্মরোগের সমস্যায় অবশ্যই শিশুকে শিশু বিশেষজ্ঞ চিকিৎসকের নিকট নিয়ে যাবেন । শিশু বিশেষজ্ঞ ভালো ভাবে সমস্যা পর্যবেক্ষণ করে সঠিক রোগ ডায়াগনসিস করে সঠিক পরামর্শ দিবেন এবং শিশুর সঠিক চিকিৎসা সেবা প্রদান করবেন।

আশাকরি আজকের আলোচনা আপনাদের অনেক উপকারে আসবে, আমার জন্য দোয়া রাখবেন, সবাই সুস্থ থাকবেন, সম্ভব হলে এই পোস্টটি শেয়ার করবেন।

দয়াকরে আপনারা সবাই সচেতন হবেন।

মনে রাখবেন, আপনার সচেতনতা, আপনার সন্তানের জন্য আশীর্বাদ।

ধন্যবাদ 🙏

ডা.আখলাকুর রহমান।

শিশুকে মধু খাওয়ানোর পর ক্লস্ট্রিডিয়াম বোটুলিনাম টক্সিন বিষক্রিয়ায় শিশুর কি অবস্থা হয়েছে দেখুন!Infant Botulism (শিশু ...
01/06/2025

শিশুকে মধু খাওয়ানোর পর ক্লস্ট্রিডিয়াম বোটুলিনাম টক্সিন বিষক্রিয়ায় শিশুর কি অবস্থা হয়েছে দেখুন!

Infant Botulism (শিশু বোটুলিজম) একটি বিরল কিন্তু গুরুতর নিউরোলোজিক্যাল রোগ, যা Clostridium botulinum নামক ব্যাকটেরিয়া থেকে উৎপন্ন টক্সিনের কারণে হয়ে থাকে। এটি সাধারণত ১ বছর বয়সের নিচের শিশুরা আক্রান্ত হয়।

🦠 Infant Botulism এর কারণ:

Clostridium botulinum ব্যাকটেরিয়ার spores (বীজাণু) শিশুর অন্ত্রে প্রবেশ করে এবং সেখানে বৃদ্ধি পেয়ে botulinum toxin উৎপাদন করে। এই টক্সিন acetylcholine নামক স্নায়ুবিষয়ক রাসায়নিকের নিঃসরণ বন্ধ করে দেয়, যার ফলে শিশুর পেশিগুলো দুর্বল হয়ে পড়ে।

🧬 সংক্রমণের উৎস:

মাটি বা ধুলাবালি। প্রাকৃতিক পরিবেশ (বাগান, কৃষিক্ষেত্র) গিয়ে সেগুলো মুখে খাওয়া।

মধু (হানি) — ১ বছরের নিচে শিশুদের কখনোই মধু খাওয়ানো উচিত নয়

ঘরের ধুলোবালি (spore-দূষিত হতে পারে)

⚠️ লক্ষণসমূহ (Symptoms):

জীবাণু মুখ দিয়ে পেটে প্রবেশের পর সাধারণত ৩ থেকে ৩০ দিনের মধ্যে এই রোগটির লক্ষণ দেখা যায়। লক্ষণগুলো ধীরে ধীরে শুরু হয় এবং ক্রমান্বয়ে বাড়তে থাকে:

১. শিশুর অতিরিক্ত নিস্তেজতা (floppiness) – “floppy baby syndrome”

২. শিশু সঠিকভাবে মাথা ধরে রাখতে পারে না

৩. শিশুর চুষে খাওয়ার ক্ষমতা কমে যায় – খাওয়ায় সমস্যা

৪. শিশুর কাঁদার শব্দ দুর্বল হয়ে পড়া

৫. শিশুর কোষ্ঠকাঠিন্য (constipation) দেখা দেয়– প্রাথমিক লক্ষণ

৬. শিশুর শ্বাসপ্রশ্বাসের জটিলতা দেখা যায়

৭. শিশুর রক্তচাপ কমে যায় এবং অবচেতনতা দেখা যায় (চরম ক্ষেত্রে)

🧪 রোগ নির্ণয় (Diagnosis):

শিশুর মল পরীক্ষা (stool test) – toxin বা ব্যাকটেরিয়ার স্পোর শনাক্ত করতে

শিশুর রক্ত পরীক্ষা

শিশুর EMG (Electromyography) – স্নায়ু-পেশি কার্যকলাপ দেখতে

শিশুর নিউরোলজিক্যাল পরীক্ষা। যা শিশু বিশেষজ্ঞ চিকিৎসক নিজ হাত দিয়ে করে দেখবেন।

💉 চিকিৎসা (Treatment):

১. Botulism Immune Globulin (BIG-IV) – মার্কিন যুক্তরাষ্ট্রে “BabyBIG®” নামে ব্যবহৃত হয়

২. সমর্থনমূলক চিকিৎসা (Supportive care):

শ্বাসযন্ত্র সহায়তা (যদি দরকার হয়) বা ventilation

তরল ও পুষ্টি প্রদানের জন্য IV therapy

NG tube দিয়ে তরল খাবার খাওয়ানো

৩. অ্যান্টিবায়োটিক সাধারণত প্রয়োজন হয় না, কারণ এন্টিবায়োটিক টক্সিন এর বিরুদ্ধে লড়াই করতে পারে না।

🚫 প্রতিরোধ:

১ বছরের নিচের বয়সের শিশুদের মধু খেতে না দেওয়া

শিশুকে পরিষ্কার এবং ধুলাবালিমুক্ত পরিবেশে রাখা

শিশুর খাবার রান্নার সময় সবজির ভালোভাবে রান্না করে সিদ্ধ করে খাওয়ানো উচিত

📌 মনে রাখবেন:

Infant botulism একবার শনাক্ত হলে দ্রুত চিকিৎসা শুরু করলে বেশিরভাগ শিশুই পুরোপুরি সেরে ওঠে। তবে এটি একটি জরুরি অবস্থা, তাই উপরের লক্ষণগুলোর কোনোটি দেখা গেলে দ্রুত শিশু বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া অত্যন্ত জরুরি।

দয়াকরে আপনারা সবাই সচেতন হবেন।

মনে রাখবেন, আপনার সচেতনতা, আপনার সন্তানের জন্য আশীর্বাদ।

পোস্টটি শেয়ার করুন। অসংখ্য বাবা-মায়ের সচেতনতা বৃদ্ধির জন্য এই পোষ্টটি পড়া অত্যন্ত জরুরী। একটি শেয়ার হয়তো একটি শিশুর জীবন রক্ষা করবে।

ধন্যবাদ 🙏

ডা. আখলাকুর রহমান।

01/06/2025

১. টেস্টোস্টেরন হরমোন কি পুরুষ ও মহিলা উভয়ের দেহেই উপস্থিত থাকে?

- হ্যা, উভয়ের দেহেই উপস্থিত থাকে। তবে মেয়েদের শরীরে এই হরমোন খুবই অল্প পরিমাণে থাকে।

২. পুরুষদেহে টেস্টোস্টেরন হরমোনের মাত্রা কতো থাকা স্বাভাবিক?
- প্রায় (২৭০-১০০০) ন্যানোগ্রাম পার ডেসিলিটার। যুবক বয়সে টেস্টোস্টেরন এর মাত্রা সবচেয়ে বেশি থাকে। পরে ধীরে ধীরে বয়সের সাথে এটি কমতে শুরু করে।

৩. নারীদেহে টেস্টোস্টেরন এর মাত্রা কতো থাকা স্বাভাবিক?
- প্রায় (১৫-৭০) ন্যানোগ্রাম পার ডেসিলিটার।

ডা.আখলাকুর রহমান।

দেখতে ফুল, ভিতরে ভাইরাস – HPV-র ভয়ংকর মুখ!”“Skin Tag মনে হলেও এটা ভাইরাসের কাণ্ড – Condyloma acuminata!HPV (Human Papill...
01/06/2025

দেখতে ফুল, ভিতরে ভাইরাস – HPV-র ভয়ংকর মুখ!”“Skin Tag মনে হলেও এটা ভাইরাসের কাণ্ড – Condyloma acuminata!

HPV (Human Papilloma Virus) ছড়ায় মূলতঃ –
✅ অসুরক্ষিত যৌন মিলন
✅ ওরাল/অ্যানাল সেক্স
✅ একাধিক সঙ্গী
✅ কম ইমিউনিটি
✅ সরাসরি সংস্পর্শ (Skin to Skin Contact)

🚨 লক্ষণ (Symptoms):

🔹 কচি ফুল/skin tag টাইপ দানা
🔹 একা বা ক্লাস্টারে থাকতে পারে
🔹 যৌনাঙ্গ, পায়ু, মুখেও হতে পারে
🔹 চুলকানি, জ্বালাপোড়া, রক্তপাত হতে পারে



❗ কি করবেন না:

❌ নিজে কাটবেন না
❌ Skin tag ভেবে এড়িয়ে যাবেন না
❌ লজ্জায় চিকিৎসা এড়িয়ে যাবেন না



🧠 Doctor’s Note:

HPV অনেক সময় ক্যান্সারের আগমনী বার্তা!
👉 ছেলে-মেয়ে উভয়ের সচেতনতা জরুরি।
👉 নিয়মিত চেকআপ করুন।
👉 সন্দেহ হলে দ্রুত ডার্মাটোলজিস্ট দেখান।



🧬 Vaccine নিয়ে জানেন?

👉 Gardasil & Cervarix
👉 9-26 বছর বয়সে দিলে সবচেয়ে কার্যকর
👉 যৌন জীবনে প্রবেশের আগেই দিলে সর্বোচ্চ সুরক্ষা

🧪 🔬 পরীক্ষা (Diagnosis):

🔸 Clinical দেখেই ধারণা হয়
🔸 Histopathology বা Biopsy
🔸 HPV DNA Test
🔸 প্যাপ স্মিয়ার (নারীদের জন্য জরুরি)



💊 🛡️ চিকিৎসা (Treatment):

🩺 ওষুধে ও লেজারে সম্ভব:
✅ Cryotherapy (বরফ দিয়ে পোড়ানো)
✅ TCA বা POD Solution
✅ Electrocautery
✅ CO₂ Laser
✅ Imiquimod Cream
✅ Surgical Removal (জটিল ক্ষেত্রে)
🎯 HPV Vaccine (Gardasil/Cervarix) – প্রতিরোধে Best

ইয়াবা!!! এভাবে পলিথিনে মুড়িয়ে  তারপর সেগুলো খেয়ে পেটে নিয়ে পাচার করে.. অতপর পায়খানার সাথে বেরিয়ে আসার পর পলিথিন খুলে বিক...
31/05/2025

ইয়াবা!!!
এভাবে পলিথিনে মুড়িয়ে তারপর সেগুলো খেয়ে পেটে নিয়ে পাচার করে..
অতপর পায়খানার সাথে বেরিয়ে আসার পর পলিথিন খুলে বিক্রি করে..
যারা ইয়াবা খায়, তাদের জানার জন্য আর কি
🤐🤐🤐..
ছবি ১ : এক্স রেতে ইয়াবা ভর্তি পলিথিন গুলো দেখা যাচ্ছে উপরে ডান পাশে
ছবি ২: পায়খানার সাথে বের হয়ে আসার পর..

এক্সরেটা মনোযোগ দিয়ে দেখুন। পেটের ভেতর নাট, বল্টু, স্ক্রু, পেঁচানো বৈদ্যুতিক তারসহ আরো অনেককিছুই পাবেন। একজন মা*দ*কা*সক্...
31/05/2025

এক্সরেটা মনোযোগ দিয়ে দেখুন। পেটের ভেতর নাট, বল্টু, স্ক্রু, পেঁচানো বৈদ্যুতিক তারসহ আরো অনেককিছুই পাবেন। একজন মা*দ*কা*সক্ত ব্যক্তির এক্সরে এটি। নে*শার ঘোরে কি খায় কোনো হুঁশ থাকেনা।

মা*দ*ককে ‘না ’ একদিনে বা একবারে বলা যায় না। এ জন্য শিশুকাল থেকে চর্চার মধ্যে থাকতে হয়। যে সন্তান আত্মবিশ্বাসী, অশুভকে চিনতে পারে, অন্যের দ্বারা প্রভাবিত হয় না, সে না বলতে পারে।

আপনার আদরের সন্তান যেন কোনোদিনই বিড়ি, সিগারেট সহ কোনোরকম মা*দ*কে আসক্ত না হয় সেজন্য ওর ছোটবেলা থেকেই সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করবেন।

ডা.আখলাকুর রহমান।

Address

89, New Easkaton Road
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr.Akhlakur Rahman SAAD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category