মেডিসিন, রক্তরোগ, রক্তের ক্যানসার বিশেষজ্ঞ ডাঃ তানজিয়া খানম তম্পা

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • মেডিসিন, রক্তরোগ, রক্তের ক্যানসার বিশেষজ্ঞ ডাঃ তানজিয়া খানম তম্পা

মেডিসিন, রক্তরোগ, রক্তের ক্যানসার বিশেষজ্ঞ  ডাঃ তানজিয়া খানম তম্পা Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from মেডিসিন, রক্তরোগ, রক্তের ক্যানসার বিশেষজ্ঞ ডাঃ তানজিয়া খানম তম্পা, Internist (internal medicine), dhanmondi, Dhaka.

06/11/2024

#সাধারণ জ্বর হলেই কেন একজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছে প্রথমেই আশা প্রয়োজন??
#সাধারণ জ্বর, কিন্তু ডেঙ্গুর মত একটা জটিল রূপ ধারণ করতে পারে যে কোন সময়।
#জ্বর খুবই সাধারণ একটা সমস্যা কিন্তু বিশেষজ্ঞ ডাক্তারের সাথে সংযুক্ত থাকতে হবে একদম শুরু থেকে।

23/09/2024

World CML DAY: 22/9 ( এই দুটো ক্রোমোজোমের গঠন এবং কাজে বিঘ্ন ঘটার জন্যেই রক্তের এই ক্যান্সার টির জন্ম, তাই বিঘ্নিত এই ক্রোমোজোমের সংখ্যা অনুযায়ী আজকের তারিখটি)

CML, সি.এম.এল, এমন একটি রক্তের ক্যান্সার যেই ক্যান্সারটি একেবারেই ভালো করতে সক্ষম, শুধুমাত্র মুখে খাওয়ার একটি ওষুধ খেয়ে। ওষুধটির দামও, একটা ক্যান্সার থেকে উঠে আসার মত দামের থেকে অনেক কম। সব রক্তের ক্যান্সার এই যে অনেক অনেক কেমোথেরাপি লাগবে, রোগী মানসিকভাবে শারীরিকভাবে একদম অক্ষম এবং বিপর্যয় হয়ে যাবে ব্যাপারটি এরকম নয়। সি.এম.এল অথবা এই রক্তের ক্যান্সারটি একেবারেই অন্যান্য অনেক ক্যান্সার থেকে একদম আলাদা।
তাই শরীরে অথবা পেটে কোন ধরনের কোন গোটা, রক্তপাত বেশি হওয়া, রক্তস্বল্পতা হওয়া, শরীরের কোন জায়গায় কোন কিছু ফুলে ওঠা, বারবার রক্ত দিতে হচ্ছে এরকম রোগীকে নিজের ঘরের মধ্যে না পুষে অথবা ফার্মেসি অথবা ছোটখাটো জায়গায় নিয়ে না ঘোরাফেরা করে, সঠিক সময়ে রক্ত রোগ বিশেষজ্ঞের কাছে নিয়ে আসলে অনেক রোগেরই ফুলভাবে চিকিৎসা সম্ভব।

29/08/2024

বাংলাদেশের একটা বিশাল অংশের মানুষ
facebook, tiktok instagram এর আসক্তি থেকে থেকে শুরু করে মাদকের মত ভয়ংকর আসক্তির জড়িয়ে যাচ্ছে প্রতিদিনই অত্যন্ত বিপদজনক হারে।
ছোট থেকে বড়, জোয়ান থেকে বুড়ো,
এই আসক্তির মধ্যে পড়ে কেউই বুঝতে পারছে না কোনটা ঠিক আর কোনটা বেঠিক।
বই পড়ার আসক্তি অথবা ভালো মানুষ হবার আসক্তি থেকে বের হয়ে আমরা খুব খারাপ খারাপ দিকগুলোর প্রতি আসক্ত অথবা নেশাশক্ত হয়ে পড়ছি।
পরিবারের মানুষগুলোর প্রতি যত্ন নেয়ার সময় এখনই।

29/08/2024

থ্যালাসেমিয়া কি??
থ্যালাসিমিয়া রোগ ও বাহকের মধ্যে পার্থক্য??
মা-বাবার রক্তে গ্রুপের সাথে থ্যালাসেমিয়া রোগের কোন সম্পর্ক আছে কিনা??
থ্যালাসেমিয়া রোগ হলে কিভাবে বুঝব??
থ্যালাসেমিয়া বাহক হলে কিভাবে বুঝব??
থ্যালাসেমিয়া প্রতিকার থেকে, প্রতিরোধ করাটা অতি জরুরী......

 থ্যালাসেমিয়া কি?? থ্যালাসিমিয়া রোগ ও বাহকের মধ্যে পার্থক্য?? মা-বাবার রক্তে গ্রুপের সাথে থ্যালাসেমিয়া রোগের কোন সম্প...
25/08/2024


থ্যালাসেমিয়া কি??
থ্যালাসিমিয়া রোগ ও বাহকের মধ্যে পার্থক্য??
মা-বাবার রক্তে গ্রুপের সাথে থ্যালাসেমিয়া রোগের কোন সম্পর্ক আছে কিনা??
থ্যালাসেমিয়া রোগ হলে কিভাবে বুঝব??
থ্যালাসেমিয়া বাহক খুলে কিভাবে বুঝব??
থ্যালাসেমিয়া প্রতিকার থেকে, প্রতিরোধ করাটা বেশি জরুরী......
জানতে চোখ রাখুন.....

Enjoy and stay connected with us:Subscribe to Jamuna Television on YouTube https://Youtube.com/jamunatvbdLike Jamuna Television on Facebook https://fb.com/Ja...

20/08/2024

হাঁটুর ব্যথা যখন চরম পর্যায়ে চলে যায়, তখন নকল হাঁটু লাগানোর মত অপারেশনটি করতে হয়।
কিন্তু এই হাঁটুর ব্যথার মত খুব নরমাল এবং সিম্পল এই সমস্যাটিকে মোকাবেলা করা যায় যদি আমরা প্রতিদিন সময় মতো, নিয়ম অনুযায়ী কিছু এক্সারসাইজ /ব্যায়াম এবং খাবারদাবার অনুসরণ করি।
একমাত্র ওজন নিয়ন্ত্রণ এবং শারীরিক ব্যায়াম প্রতিদিন এই হাঁটুর ব্যথার মতো একটা নরমাল সমস্যাটিকে আর কঠিন এবং জটিল অবস্থায় যেতে দেয় না।

13/08/2024

শরীরে হরমোনের ভারসাম্যহীনতা থেকে জরায়ুতে টিউমার এবং রক্তে রক্তস্বল্পতা এবং সেই সাথে অধিক মাত্রায় প্ল্যাটিলেট এর পরিমাণ কমে যাওয়া।
রক্তে হিমোগ্লোবিন এবং প্লেটিলেটের এর পরিমাণ কম থাকলে অনেক সময় জরায়ুতে টিউমার জনিত যে মাসিকের সমস্যাগুলো হয়, সেই সমস্যা গুলো চিকিৎসা অনেক সময় শুধুই অপারেশন।
এই সমস্যাগুলো একটি জায়গাতে এসেই অনেকগুলো ডাক্তারের তত্ত্বাবধানে থেকে, যত্নে থেকে, তারপরই ধীরে ধীরে চিকিৎসায় রোগীরা ভালো হয়।
রক্তস্বল্পতা এবং প্ল্যাটিলেট কমে যাওয়া যে শুধু রক্তের ক্যান্সার তা কিন্তু নয়, শরীরের অন্যান্য সমস্যার সাথে ও এই রক্তের উপাদান গুলো কমে যেতে পারে।

ডা: তানজিয়া খানম তম্পা
মেডিসিন, রক্তরোগ ও রক্তের ক্যান্সার বিশেষজ্ঞ।

08/08/2024

বুদ্ধি প্রতিবন্ধী শিশু বলতে আমরা কি বুঝি??
বুদ্ধি প্রতিবন্ধী শিশু যখন বড় হয় তখন তাদের থেকে সমাজে আর কি কি সমস্যা তৈরি হতে পারে??
বুদ্ধি প্রতিবন্ধী শিশু গুলোর যত্ন কিরকম হয় আর আর বুদ্ধি প্রতিবন্ধী শিশু যাতে জন্ম না নিতে পারে, এই ধরনের ব্যবস্থাদি নেয়া উচিত সে সমস্ত সম্পর্কে বলছেন শিশু বিশেষজ্ঞ।

06/07/2024

বাংলাদেশের রাসেল ভাইপারর অথবা চন্দ্রবোড়া সাপের হঠাৎ করে এত বিচরণ এ কিসের বিপদের লক্ষণ????
এত ধরনের সাপের মধ্যে আমরা কিভাবে বুঝব?? যে রাসেল ভাইপার সাপের ছোবলেই কোন একজন মানুষ আক্রান্ত হতে পারে....

03/07/2024

অযথা নেট দুনিয়ায় লোভনীয় বিজ্ঞাপনের ক্রিম ব্যবহার করে,
কখনোই মেছতা ভালো হবে না।
মেস্তা ভালো হওয়ার জন্য দরকার প্রয়োজনীয় একজন চর্মরোগ বিশেষজ্ঞের তত্ত্বাবধানে থাকা....
বলছেন লেজেন্ডারি চর্ম বিশেষজ্ঞ,
Professor Rashed Mohammad Khan Sir

30/06/2024


#ডেঙ্গু এবং সাধারণ জ্বরের মধ্যে পার্থক্য
#কিভাবে বুঝবো ডেঙ্গু হয়েছে????
#ডেঙ্গুর চিকিৎসা
#ডেঙ্গু নিয়ে চিন্তার কোন কারণ নেই

06/06/2024

বারবার প্রস্রাবে ইনফেকশন, এবং এন্টিবায়োটিক খাওয়া হচ্ছে বারবার নিয়ম না বুঝে, সময় না মেনে।
তাতে প্রস্রাবে ইনফেকশন জটিল থেকে জটিলতর হচ্ছে।
তাই বিশেষজ্ঞের কাছে আসুন প্রথমে জেনে নেই, প্রস্রাবে ইনফেকশন আসলে কি ??

04/06/2024

#আমের সময় ডায়াবেটিস পেশেন্টরা কিভাবে আম খেতে পারে
#ডায়াবেটিস পেশেন্টের আম খাওয়ার নিয়ম।

01/06/2024

বিয়ের পরে সন্তান নিতে দেরি করায় কি,
পরবর্তীতে সন্তান না হওয়ার একটি মূল কারণ??
আসুন বিশেষজ্ঞের কাছ থেকে জেনে নেই
Infertility specialist Akhee mam
fans

30/05/2024

আম খেলে ওজন বাড়ে?? নাকি কমে??
আম খাওয়া নিয়ে, আমাদের মধ্যে আছে নানা রকম ভ্রান্ত ধারণা।
আম যে, আপনার ওজন কমিয়ে বরং আপনার ওজনকে নিয়ন্ত্রণে রাখছে সেটা কত জন জানেন??
আসুন জেনে নেই...

উপকূলীয় এলাকায় আমাদের বন্ধুরা বেশ কষ্টে আছে। খুলনা, যশোর, ভোলা, চিটাগাং অনেক জায়গাতেই পানি এবং কারেন্ট নাই। তবে বাংলা...
28/05/2024

উপকূলীয় এলাকায় আমাদের বন্ধুরা বেশ কষ্টে আছে। খুলনা, যশোর, ভোলা, চিটাগাং অনেক জায়গাতেই পানি এবং কারেন্ট নাই।
তবে বাংলাদেশের জন্য সুন্দরবন গ্রেট, গ্রেট সেভিয়ার।
বাংলাদেশ এর একটা বিশাল অংশ শেষ হয়ে যেত আইলা অথবা এই রেমালে, যদি সুন্দরবন না থাকতো।
সৃষ্টিকর্তার কাছে অপরিসীম কৃতজ্ঞতা, পৃথিবীর এই সপ্তম আশ্চর্য, বিশ্ব পৃথিবীর ওয়ার্ল্ড সাইট হিসাবে খ্যাত, ম্যানগ্রোভ সুন্দরবন আমাদের বাংলাদেশকে উপহার দিয়েছেন।
সুন্দরবনের একটা বিরাট অংশ জলোচ্ছ্বাসের পানিতে তলিয়ে গেছে। সুন্দরবন নিজের বুক দিয়ে, তার যতটুকু শক্তি আছে, বাংলাদেশের রক্ষা করার চেষ্টা করে যাচ্ছে।

অনেক ভালোবাসি সুন্দরবন তোমাকে।



Address

Dhanmondi
Dhaka
1000

Website

Alerts

Be the first to know and let us send you an email when মেডিসিন, রক্তরোগ, রক্তের ক্যানসার বিশেষজ্ঞ ডাঃ তানজিয়া খানম তম্পা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share