Rofrof Hijama Centre

Rofrof Hijama Centre মানুষ চিকিৎসার জন্য যেসকল পন্থা অবলম্বন করে তার মধ্যে হিজামাই হল সর্ব উত্তম। (সহীহ বুখরী ৫৬৯৬)

Rofrof Hijama Center
01612-363908
https://maps.app.goo.gl/TRGkPYVFyEnJ41is9

আন্তর্জতিক অঙ্গনে রফ রফ এর সফলতা continues ...........আজকে আমাদের কোরিয়ান পেশেন্ট তার ২য় সেশনের জন্য এসেছেন। আগের সেশন...
23/10/2022

আন্তর্জতিক অঙ্গনে রফ রফ এর সফলতা continues ...........
আজকে আমাদের কোরিয়ান পেশেন্ট তার ২য় সেশনের জন্য এসেছেন। আগের সেশনের কার্যকারিতায় সে অনেক খুশি। তার অ্যালার্জির সমস্যা পুরোপুরি দূর হয়ে গিয়েছে।
তাই আমাদের জন্য নিয়ে এসেছে কোরিয়ান হারবাল ঔষধ+চকলেট যা খুবই সুস্বাদু এবং বিশ্ব ব্যাপী জনপ্রিয়।

For appointment contact Us.
09/10/2022

For appointment contact Us.

আন্তর্জতিক অঙ্গনেও সফল রফ রফ হিজামা সেন্টার।।গতকাল আমাদের সেন্টারে এসেছিলেন একজন দক্ষিণ কোরিয়ার নাগরিক। বাংলাদেশে বেশ ক...
21/09/2022

আন্তর্জতিক অঙ্গনেও সফল রফ রফ হিজামা সেন্টার।

গতকাল আমাদের সেন্টারে এসেছিলেন একজন দক্ষিণ কোরিয়ার নাগরিক। বাংলাদেশে বেশ কিছু স্বনামধন্য হিজামা সেন্টার/ক্লিনিক এ হিজামা করেও তার সমস্যার সমাধান করতে পারেনি।
পরবর্তীতে GOOGLE থেকে আমাদের রিভিউ দেখে আসলেন, হিজামা করলেন। আজকে আমাদের জানলেন উনি দীর্ঘ সময় পর ভালো অনুভব করছেন। পরবর্তী অ্যাপয়েনমেন্ট এর জন্য ডেট চাচ্ছেন।
উল্লেখ্য, উনি দক্ষিণ কোরিয়াতে নিয়মিত হিজামা নিয়ে অভ্যস্থ।

আমাদের এই সফলতা যেনো আপনাদের সকলের দোয়াতে আরো ছড়িয়ে যায়।

(বি. দ্র. নিরাপত্তা জনিত কারণে উনার চেহারা এবং পার্সোনাল ডিটেইলস গোপন করা হলো)

সনামধন্য ফুটবলার করিম বেনজেমার হিজামা করার পরের ছবি। আসুন সুন্নতের উপর আমল করি, হিজামা গ্রহণ করি।https://www.facebook.co...
21/09/2022

সনামধন্য ফুটবলার করিম বেনজেমার হিজামা করার পরের ছবি।
আসুন সুন্নতের উপর আমল করি, হিজামা গ্রহণ করি।

https://www.facebook.com/100044252055080/posts/641856160632780/?sfnsn=mo

C’est bientôt l’heure ⚡️ 🤲🏼❤️

এখন থেকে আপনারা সকল প্রকার VISA এবং MASTERCARD ডেবিট/ক্রেডিট কার্ড থেকে পেমেন্ট করতে পারবেন।
16/09/2022

এখন থেকে আপনারা সকল প্রকার VISA এবং MASTERCARD ডেবিট/ক্রেডিট কার্ড থেকে পেমেন্ট করতে পারবেন।

16/09/2022

আলহামদুলিল্লাহ্‌, আজকে আমাদের সেন্টার থেকে সর্বমোট ৫ জন হিজামা নিয়ে গিয়েছে। আল্লাহ তাদের শিফা দান করুন।

💚হিজামা ট্রেনিং💚   💚হিজামা ট্রেনিং💚হিজামা স্পেশালিষ্টের তত্ত্বাবধানে ০৪ দিন ব্যাপী হিজামা ট্রেনিং।তারিখ: ২৩, ২৪, ২৫ ও ২৬...
03/09/2022

💚হিজামা ট্রেনিং💚 💚হিজামা ট্রেনিং💚

হিজামা স্পেশালিষ্টের তত্ত্বাবধানে ০৪ দিন ব্যাপী হিজামা ট্রেনিং।
তারিখ: ২৩, ২৪, ২৫ ও ২৬ সেপ্টেম্বর ২০২২ ইং

🕑 সময়: প্রতিদিন সকাল ১০ টা থেকে বিকাল ৩টা পর্যন্ত।

হিজামা ওয়ার্ল্ড রিসার্চ এন্ড ট্রেনিং সেন্টার:- এর আয়োজকগণ এমবিবিএস, এফসিপিএস ডাক্তার সহ ভারতের সুজা'স ইনস্টিটিউট মেডিকেল সাইন্স এন্ড রিসার্চ সেন্টার থেকে ডিগ্রি প্রাপ্ত এর তত্ত্বাবধানে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত। আমাদের ওয়ার্কশপে আমরা সুজা'স ইনস্টিটিউট মেডিকেল সাইন্স এন্ড রিসার্চ সেন্টার, ডাঃ জুনায়েদ খান স্যার ও ডাঃ আহমদ আবুল নাসের-এর নিয়মে ইন্সিশনসহ হিজামার যাবতীয় প্রশিক্ষণ প্রদান করে থাকি। ফলে আগত প্রশিক্ষণার্থীরা খুব সহজেই ইন্সিশনসহ হিজামার ওপর দক্ষতা অর্জন করতে পারেন।

♦️ ট্রেনিংয়ের উদ্দেশ্য ও বৈশিষ্ট্য:
✅ দক্ষ হিজামা থেরাপিস্ট তৈরি করা ও হিজামা সম্পর্কে মৌলিক জ্ঞান অর্জন।
✅ হিজামা সম্বন্ধে অত্যাধুনিক তথ্য প্রদানসহ হাতে কলমে হিজামা প্রশিক্ষণ।
✅ প্রজেক্টরে/মনিটরে প্রদর্শনের মাধ্যমে ট্রেনিং প্রদান।
✅ সচিত্র হিজামার পয়েন্ট বিষয়ক গাইড প্রদান।
✅ এনাটমি, ফিজিওলজি এবং পয়েন্ট ভিত্তিক প্রশিক্ষণ।
✅ ট্রেনিং চলাকালীন প্রেক্টিক্যালের সমস্ত উপকরণ প্রতিষ্ঠান থেকে সরবরাহ করা হবে।
✅ ট্রেনিং শেষে আমাদের নিজস্ব চেম্বারে ইন্টার্নীর সুযোগ প্রদান
✅ পরবর্তীতে সকল ধরনের সহযোগিতা।

♦️ ট্রেনিংয়ে যা শেখানো হবে:
✅ হিজামা ট্রেনিং
✅ ফায়ার কাপিং
✅ মাসাজ কাপিং
✅ ড্রাই কাপিং

♦️ অংশগ্রহণের যোগ্যতা:
◼ মেডিক্যাল ব্যাকগ্রাউন্ড সম্পন্ন যে কেউ।
◼ এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
◼ উলামায়ে কেরাম।
উপরের যেকোন টি থাকলেই হবে

♦️ ট্রেনিং শেষে প্রদান করা হবে:
✅ অংশগ্রহণের সার্টিফিকেট
✅ হিজামা গাইড

♦️ সঙ্গে যা আনতে হবে (রেজি:-এর জন্য):
◼ ০২ কপি ছবি (পাসপোর্ট সাইজ ২টি, ল্যাব প্রিন্ট হতে হবে, (লেটেস্ট ছবি প্রদান আবশ্যক)
◼ ভোটার আইডি কার্ডের ফটোকপি
◼ এসএসসি/দাখিল/মিশকাত, তাকমিলের বেতেকা/সনদের ফটোকপি (তাকমিল ফারিগদের বেতাকা অথবা নিবন্ধন কপি) জমা দিতে হবে।

♦️ রেজিস্ট্রেশনের নিয়ম:
★ ট্রেনিং ফি ৫০০০ টাকা।

♦️ ২০ সেপ্টেম্বরের মধ্যে রেজিস্ট্রেশন কনফার্ম করতে হবে।
সেক্ষেত্রে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অথবা সশরীরে এসে ২০০০ টাকা রেজিস্ট্রেশন বাবদ দিতে হবে।

(মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা পাঠানোর ক্ষেত্রে বিকাশ, রকেট বা নগদ করতে হলে চার্জ প্রযোজ্য)

রেজিস্টেশন কনফার্ম ও যোগাযোগ:
"রফ রফ হিজামা সেন্টার"
Bkash or Nagad
01676120294 (বিকাশ, রকেট, নগদ)

মোবাইলে টাকা পাঠালে যে নাম্বার থেকে পাঠানো হবে তার লাস্ট চার অক্ষর, নাম, পিতা মাতার নাম ও ভোটার আইডি কার্ডের নাম্বার এবং বিবাহিতা মহিলা হলে স্বামীর নাম মেসেজ করে পাঠিয়ে দিতে হবে।
যাতায়াত: খিলগাঁও পুলিশ ফারি/বাসাবো বাসস্ট্যান্ড থেকে রিকশায় ১৫ টাকা ভাড়া দিয়ে ঢাকা হোটেলের পরের গলি তিলপাপাড়া রোড নাম্বার ১০ এর ভেতরে তিন নম্বর বিল্ডিং টাই।

Rofrof Hijama Centre.
রফ রফ হিজামা সেন্টার।
★স্থান: রফ রফ হিজামা সেন্টার। ৪৬৬/ এ রোড নাম্বার ১০ খিলগাঁও তিলপাপাড়া, ঢাকা ১২১৯ (ঢাকা হোটেলের পাশের গোলি)

গুগোল ম্যাপে:
https://maps.app.goo.gl/9LYoEXoTKNSeRxa67

Help-line Number:
01612-363908

হযরত ইবনে মাসুদ রাযি. থেকে বর্ণিত, তিনি বলেন, মিরাজের রাত প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে...
11/08/2022

হযরত ইবনে মাসুদ রাযি. থেকে বর্ণিত, তিনি বলেন, মিরাজের রাত প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, এই রাতে ফেরেস্তাদের যে দলের সামনে দিয়েই তিনি যাচ্ছিলেন তারা বলেছেন, আপনার উম্মতকে হিজামার নির্দেশ দিন। (সুনানে তিরমিজি, হাদিস নং - ২০৫২)

⚠️ হিজামা কিভাবে যৌন সমস্যায় কাজ করে?
〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️
আমরা জানি পুরুষের সেক্স হরমোন তৈরি হয় টাখনুর উপরের অংশে বা গোড়ালি ও এর আশেপাশে। আর কোমর তথা মেরুদন্ডের লাম্বার এরিয়া যে সবচেয়ে সক্রিয় অংশ সেটা আর বলার অপেক্ষা রাখে না। এছাড়াও হৃদপিণ্ড, ফুসফুসসহ আরো কিছু অঙ্গপ্রত্যঙ্গও যৌনক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
হিজামায় এনাটমিক্যাল পজিশন অনুযায়ী সেসব জায়গায় আমরা কাপ বসিয়ে দেই, স্ক্র‍্যাচ করি, টক্সিন বের করে দেই, নাইট্রিক অক্সাইড বুস্ট হয়ে যায়। এভাবেই যৌন দুর্বলতায় হিজামা একটি কার্যকরী থেরাপি হিসেবে পরিচিত হয়ে ওঠছে।
এছাড়াও সিরিয়াস পেশেন্টদের জন্য রয়েছে আরো স্পেশাল কেয়ার, পথ্য নির্দেশনা এবং সাইকো থেরাপি।
সবমিলিয়ে বলা যায়, যৌন দুর্বলতা নিয়ে দুশ্চিন্তার দিন শেষ। সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে, স্বাস্থ্য ঝুঁকি ছাড়া নিরাপদ চিকিৎসা আপনার হাতের কাছেই।
⚠️ হিজামা আরো যেসব রোগে কার্যকরী-
〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️
👉উচ্চরক্তচাপ (High Blood Pressure)
👉অনিদ্রা (insomnia)
👉চর্মরোগ (Chronic Skin Diseases)
👉জয়েন্টের ব্যথা (Gout Pain)
👉বাতের ব্যথা (Arthritis)
👉হাঁটু ব্যথা (Knee Pain)
👉ঘাড়ে ব্যথা (Neck Pain)
👉কোমড় ব্যথা (Waist Pain)
👉পায়ের পাতা ও গোড়ালি ব্যাথা (
👉মাংসপেশীর ব্যথা (muscles spasm)
👉প্যারালাইসিস বা কোন অঙ্গ অবশ হয়ে যাওয়া(Paralysis)
👉ডায়াবেটিস (Diabetes)
👉চুল পড়া (Hair fall)
👉মাইগ্রেনের ব্যথা (Migraine pain)
👉স্মৃতিহীনতা (Parkinson's disease)
👉থাইরয়েডের সমস্যা (Thyroid Problem)
👉সাইনুসাইটিস (Sinuses problem)
👉ব্রণ (Acne)
👉গ্যাস্ট্রিক সমস্যা (Gas problem)
👉যৌন রোগ (Sexual disease)
👉 বন্ধ্যাত্ব (Infertility)
👉 জ্বীন যাদুর সমস্যা (Paranormal problem)সহ নাম না জানা অনেক রোগ।
▶একজন সুস্থ মানুষও সুন্নাহ হিসেবে হিজামা করানোর মাধ্যমে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে নিতে পারেন।
⚠️হিজামা সংক্রান্ত হাদিস
〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️
মহানবী (সা.) বলেন, ‘জিব্রাইল (আ.) আমাকে জানিয়েছেন যে, মানুষ চিকিৎসার জন্য যত উপায় অবলম্বন করে, তার মধ্যে হিজামাই হলো সর্বোত্তম।’ ( হাকিম, হাদিস : ৭৪৭০)
🛑আমাদের লোকেশনঃ
〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️

✅ ঠিকানা: ৪৬৬/এ, রোড নং -১০, তিলপাপাড়া খিলগাঁও, ঢাকা।
✅ আমাদের শাখা: মিরপুর -২, যাত্রাবাড়ী

✅ ফোন নম্বর: 01612363908

আসার আগে সিরিয়াল কনফার্ম হয়ে নিন
🔳হোম সার্ভিস এভেইলেবল।
🔳 মহিলাদের জন্য দক্ষ মহিলা থেরাপিস্ট।

আস্সালামুআলাইকুম সম্মানিত ভাই ও বোনেরা।আপনারা কি ঘাড়ে,পিঠে, কোমরে বা শরীররে পেছনের দিকে ব্যথা অনুভব করেন? এই ধরনের ব্যথা...
11/08/2022

আস্সালামুআলাইকুম সম্মানিত ভাই ও বোনেরা।
আপনারা কি ঘাড়ে,পিঠে, কোমরে বা শরীররে পেছনের দিকে ব্যথা অনুভব করেন? এই ধরনের ব্যথাকে আমাদের পরিচিত দুটি শব্দ দিয়ে বোঝানো হয় তা হলো ব্যাক পেইন।

এই সমস্যা থেকে সুরক্ষিত পরিত্রাণ দিতেই আল্লাহ তা’আলার রহমতে নবীজীর সুন্নতি তরিকায় আমরা দিচ্ছি হিজামা ট্রিটমেন্ট।

হিজামা একটি সুন্নতি চিকিৎসা পদ্ধতি। তাই হিজামা নিন, সুস্থ থাকুন |

হিজামার মাধ্যমে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। হুজুর সা. নিজে হিজামা করেছেন এবং উম্মতকে হিজামার নির্দেশ প্রদান করেছেন। ★★★★★★★★★★★★★★★★ হিজামা কী?
হিজামা আরবি শব্দ অর্থ চোষণ,টেনে নেওয়া। ইংরেজিতে কাপিং থেরাপি বলা হয়। যাকে বাংলায় 'শিঙ্গা লাগানো' বলে।এটি একটি প্রাচীন চিকিৎসা পদ্ধতি।
হিজামা রোগের জন্য চিকিৎসা, সুস্থ ব্যাক্তির জন্য রোগ প্রতিরোধক। হিজামা এন্টি এইজিং ট্রিটমেন্ট অর্থাৎ সারা দুনিয়ায় মানুষ বয়সকে ধরে রাখতে এবং স্ট্যামিনা বাড়ানোর জন্য হিজামা পছন্দ করে থাকেন।
⬛⬛⬛⬛⬛⬛⬛⬛⬛⬛⬛
হযরত ইবনে মাসুদ রাযি. থেকে বর্ণিত, তিনি বলেন, মিরাজের রাত প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, এই রাতে ফেরেস্তাদের যে দলের সামনে দিয়েই তিনি যাচ্ছিলেন তারা বলেছেন, আপনার উম্মতকে হিজামার নির্দেশ দিন। (সুনানে তিরমিজি, হাদিস নং - ২০৫২) ★★★★★★★★★★★★★★★★
👉যে সকল রোগে হিজামা উপকারীঃ

🔶এটি শরীর থেকে ক্ষতিকর বিষাক্ত পদার্থ/Toxin বের করে,ফলে রক্ত সঞ্চালন বৃদ্ধি করে,শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে।
🔶মাথা ব্যথা, ঘাড় ব্যথা, পিঠের ব্যথা, কোমর ব্যথা পায়ের ব্যথা, জয়েন্ট পেইন (আর্থ্রাইটিস) সহ সকল ধরনের ব্যথায়
🔶মাইগ্রেন,সাইনুসাইটিস,এ্যাজমা,ব্রংকাইটিস,নিউমোনিয়া
🔶গ্যাস্ট্রিক,পেটে ব্যথা,কোষ্ঠকাঠিন্য,আমাশয়,IBS,পাইলসে
🔶চর্মরোগ,ঘা,ফোড়া,ব্রণ,ত্বকের চুলকানির ক্ষেত্রে উপকারী
🔶কিডনি ও লিভারকে পরিস্কার করে,হৃদরোগ ঝুঁকি কমায় এবং হার্ট সুস্থ রাখে
🔶অলসতা দূর করে ঘুমের সমস্যা দূর করে
🔶বিষন্নতা,দুশ্চিন্তা,মানসিক চাপ দূর করে
🔶উচ্চ রক্তচাপ, নিম্ন রক্তচাপ,অধিক কলেস্টরলে
🔶অনিয়মিত মাসিক,মাসিক না হওয়া,ব্যথাযুক্ত মাসিক বা মেয়েদের বন্ধাত্বে
🔶প্রস্টেট সমস্যা,যৌন সমস্যা, দ্রুত বীর্যপাত দূর করে
🔶চুল পড়া বন্ধ করে ও নতুন চুল গজায়
🔶শরীরের জ্বালাপোড়া কমায়, ও শারীরিক শক্তি বৃদ্ধি করে
🔶চেহারার উজ্জলতা ও লাবন্য ফিরিয়ে আনে। ★★★★★★★★★★★★★★★★

✅ ঠিকানা: ৪৬৬/এ, রোড নং -১০, তিলপাপাড়া খিলগাঁও, ঢাকা।
✅ আমাদের শাখা: মিরপুর -২, যাত্রাবাড়ী
✅ ফোন নম্বর: 01612363908

হিজামা একটি সুন্নতি চিকিৎসা পদ্ধতি। তাই হিজামা নিন, সুস্থ থাকুন |হিজামার মাধ্যমে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। হুজুর স...
10/08/2022

হিজামা একটি সুন্নতি চিকিৎসা পদ্ধতি। তাই হিজামা নিন, সুস্থ থাকুন |

হিজামার মাধ্যমে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। হুজুর সা. নিজে হিজামা করেছেন এবং উম্মতকে হিজামার নির্দেশ প্রদান করেছেন। ★★★★★★★★★★★★★★★★ হিজামা কী?
হিজামা আরবি শব্দ অর্থ চোষণ,টেনে নেওয়া। ইংরেজিতে কাপিং থেরাপি বলা হয়। যাকে বাংলায় 'শিঙ্গা লাগানো' বলে।এটি একটি প্রাচীন চিকিৎসা পদ্ধতি।
হিজামা রোগের জন্য চিকিৎসা, সুস্থ ব্যাক্তির জন্য রোগ প্রতিরোধক। হিজামা এন্টি এইজিং ট্রিটমেন্ট অর্থাৎ সারা দুনিয়ায় মানুষ বয়সকে ধরে রাখতে এবং স্ট্যামিনা বাড়ানোর জন্য হিজামা পছন্দ করে থাকেন।
⬛⬛⬛⬛⬛⬛⬛⬛⬛⬛⬛
হযরত ইবনে মাসুদ রাযি. থেকে বর্ণিত, তিনি বলেন, মিরাজের রাত প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, এই রাতে ফেরেস্তাদের যে দলের সামনে দিয়েই তিনি যাচ্ছিলেন তারা বলেছেন, আপনার উম্মতকে হিজামার নির্দেশ দিন। (সুনানে তিরমিজি, হাদিস নং - ২০৫২) ★★★★★★★★★★★★★★★★
👉যে সকল রোগে হিজামা উপকারীঃ

🔶এটি শরীর থেকে ক্ষতিকর বিষাক্ত পদার্থ/Toxin বের করে,ফলে রক্ত সঞ্চালন বৃদ্ধি করে,শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে।
🔶মাথা ব্যথা, ঘাড় ব্যথা, পিঠের ব্যথা, কোমর ব্যথা পায়ের ব্যথা, জয়েন্ট পেইন (আর্থ্রাইটিস) সহ সকল ধরনের ব্যথায়
🔶মাইগ্রেন,সাইনুসাইটিস,এ্যাজমা,ব্রংকাইটিস,নিউমোনিয়া
🔶গ্যাস্ট্রিক,পেটে ব্যথা,কোষ্ঠকাঠিন্য,আমাশয়,IBS,পাইলসে
🔶চর্মরোগ,ঘা,ফোড়া,ব্রণ,ত্বকের চুলকানির ক্ষেত্রে উপকারী
🔶কিডনি ও লিভারকে পরিস্কার করে,হৃদরোগ ঝুঁকি কমায় এবং হার্ট সুস্থ রাখে
🔶অলসতা দূর করে ঘুমের সমস্যা দূর করে
🔶বিষন্নতা,দুশ্চিন্তা,মানসিক চাপ দূর করে
🔶উচ্চ রক্তচাপ, নিম্ন রক্তচাপ,অধিক কলেস্টরলে
🔶অনিয়মিত মাসিক,মাসিক না হওয়া,ব্যথাযুক্ত মাসিক বা মেয়েদের বন্ধাত্বে
🔶প্রস্টেট সমস্যা,যৌন সমস্যা, দ্রুত বীর্যপাত দূর করে
🔶চুল পড়া বন্ধ করে ও নতুন চুল গজায়
🔶শরীরের জ্বালাপোড়া কমায়, ও শারীরিক শক্তি বৃদ্ধি করে
🔶চেহারার উজ্জলতা ও লাবন্য ফিরিয়ে আনে। ★★★★★★★★★★★★★★★★

✅ ঠিকানা: ৪৬৬/এ, রোড নং -১০, তিলপাপাড়া খিলগাঁও, ঢাকা।
✅ আমাদের শাখা: মিরপুর -২, যাত্রাবাড়ী
✅ ফোন নম্বর: 01612363908

03/08/2022

Detox & pain

01/08/2022

Detox cholche

Rofrof Hijama Centre এখন শীততাপ নিয়ন্ত্রিত। 😍❤️
21/07/2022

Rofrof Hijama Centre এখন শীততাপ নিয়ন্ত্রিত। 😍❤️

29/06/2022

Bodyr nanan jaygay pain + Detoxificationion

❤️ রাসূলুল্লাহ (সাঃ) ইরশাদ করেন,"নিশ্চয়ই হিজামার মধ্যে রয়েছে নিরাময়।"(বুখারী-৫২৯৪/সহিহ মুসলিম-২২০৫)❤️ রাসুলুল্লাহ(সাঃ)বল...
15/06/2022

❤️ রাসূলুল্লাহ (সাঃ) ইরশাদ করেন,"নিশ্চয়ই হিজামার মধ্যে রয়েছে নিরাময়।"
(বুখারী-৫২৯৪/সহিহ মুসলিম-২২০৫)

❤️ রাসুলুল্লাহ(সাঃ)বলেছেন,"আমি মিরাজের রাতে যাঁদের মাঝ দিয়ে গিয়েছি,তাদের সবাই আমাকে বলেছেন;হে মুহাম্মাদ আপনি আপনার উম্মতকে হিজামার আদেশ করুন।"
(সুনানে তিরমিযীঃ২০৫৩)

◾হিজামায় যে সকল রোগের চিকিৎসা করা হয়ঃ-
👉 বাত ব্যথা
👉 কোমর ব্যথা
👉 পায়ে ব্যথা
👉 হাটু ব্যথা
👉 আর্থ্রাইটিস
👉 এলার্জি
👉 এজ্যমা বা হাপানী
👉 ইউরিক এসিড
👉 মেরুদন্ড ব্যথা
👉 গোড়ালি ব্যথা
👉 স্পোর্টস ইঞ্জুরি
👉 গেটে বাত
👉 চর্মরোগ
👉 মাইগ্রেন
👉 মাথা ব্যথা
👉 কোলেস্টেরল
👉 ঘাড়ে ব্যথা
👉 মাংস পেশির ব্যথা
👉 দীর্ঘ মেয়াদি মাথা ব্যথা
👉 হাড় ক্ষয়
👉 চুল পড়া সমস্যা
👉 ফুসফুসের সমস্যা
👉 ফ্রোজেন শোল্ডার
👉 সায়েটিকা
👉 ঘুমের সমস্যা
👉 মানসিক সমস্যা
👉 হতাশা
👉 স্মরন শক্তির দূর্বলতা
👉 চর্মরোগ
👉 প্যারালাইসি
👉 হাত পা অবশ
👉 পায়ের পাতা ব্যথা
👉 হরমোনাল সমস্যা
👉 সাইনোসাইটিস
👉 লিভারের সমস্যা
👉 বডি ডিটক্স
আরো অনেক রোগের শিফার জন্য হিজামা করা হয়।

উন্নত দেশে হিজামা alternate medicine হিসেবে চিকিৎসাখাতে প্র্যাক্টিসিং আছে।

আরো ইনফরমেশন জানতে চাইলে এই পোস্টটি পড়তে পারেন।
https://www.facebook.com/100501282591208/posts/138937198747616/

আপনি যদি হিজামা (কাপিং) এর ব্যাপারে কন্সিডার করেন তাহলে হিজামা কাপিং বিষয়ে ডিপ্লোমা ডিগ্রীপ্রাপ্ত একজন অভিজ্ঞ এক্সপার্ট ই আপনার সেশানটা কন্ডাক্ট করবেন, তবে Rofrof Hijama Centre ই হওয়া উচিৎ আপনার পছন্দের জায়গা।

মহিলাদের জন্য অভিজ্ঞ মহিলা থেরাপিস্টের সুব্যাবস্থা আছে।

হোম সার্ভিস প্রদান করা হয় (অতিরিক্ত চার্জ প্রযোজ্য)।
_____________________________________
আপনার এপয়েন্টমেন্ট এর জন্য
কল করুন: +8801612363908
অথবা, ম্যাসেজ করুন অথবা WhatsApp করুন,
অথবা, পেজের ফেসবুক মেসেঞ্জারে যোগাযোগ করুন।

🔹যোগাযোগ🔹
ঠিকানা: ৪৬৬/এ, রোড নাম্বার:১০, খিলগাঁও তিলপাপাড়া, ঢাকা -১২১৯।

আমাদের শাখা আছে:
> মিরপুর -২
> যাত্রাবাড়িতে

Appoinment এর জন্য কল করুন: +8801612363908
_____________________________________

🔶হিজামা (Cupping) কি?-হিজামা (Cupping)একটি সুন্নাহ ভিত্তিক প্রাচীন চিকিৎসা ব্যাবস্থা আধুনিক পদ্ধতিতে অসংখ্য সহীহ হাদীস দ...
09/06/2022

🔶হিজামা (Cupping) কি?

-হিজামা (Cupping)একটি সুন্নাহ ভিত্তিক প্রাচীন চিকিৎসা ব্যাবস্থা আধুনিক পদ্ধতিতে অসংখ্য সহীহ হাদীস দ্বারা প্রমাণিত এবং বর্তমান আধুনিক মেডিকেল সাইন্স এটাকে প্রমোট করে Alternate Medicine হিসেবে। হিজামা (Cupping) অসংখ্য মেডিকেল রিসার্চ পেপার দ্বারাও প্রমানিত।
এটা যেহেতু একটি ছোট সার্জারি তাই এভাবে বুঝতে সুবিধা হবে।
হিজামা (Cupping)একধরণের ছোট আকারের সার্জিকাল চিকিৎসা পদ্ধতি। এখানে নেগেটিভ সাকশানের মাধ্যমে শরীর থেকে রোগ তৈরী করে এমন সব জিনিস এবং রোগের কারণে তৈরী হওয়া জিনিসগুলো শুষে বের করে আনা হয়। এই চিকিৎসা ব্যবস্থা বহু প্রাচীন। আগে বাঁশ, কাঁচের গ্লাস কিংবা প্রাণীর শিং ব্যবহার করে এই চিকিৎসা করা হত, কিন্তু বর্তমানে সাধারণত গ্লাস কিংবা প্লাস্টিকের কাপ ব্যবহার করে এটা করা হয়।

🔶প্রচলিত চিকিৎসা বিজ্ঞান কি হিজামা (Cupping) কে সমর্থন করে?

-প্রচলিত চিকিৎসা ব্যবস্থা কিংবা প্রচলিত চিকিৎসা বিজ্ঞান এটাকে বাতিল, অকার্যকর বা ক্ষতিকর বলে না, বরং সমর্থন করে। প্রচলিত চিকিৎসা ব্যবস্থার সহযোগী হিসেবে এই চিকিৎসা গ্রহণ করা যায়। তাছাড়া হিজামা(Cupping)কে একক চিকিৎসা হিসেবেও গ্রহণ করা যায়।

🔶 হিজামা বিষয়ক হাদীস সমূহ:-

https://www.facebook.com/100501282591208/posts/137865975521405/?d=n

🔶হিজামা (Cupping) এর মাধ্যমে কি কি রোগের চিকিৎসা করা যায়?

-হিজামা(Cupping) এর মাধ্যমে মোটামোটি সব রোগেরই উপকার পাওয়া সম্ভব। তবে যেকোন রোগীর কাপিং এর আগে অবশ্যই আমাদের একজন অভিজ্ঞ এক্সপার্ট রোগীকে এ্যাসেস করবেন তার বর্তমান অবস্থা সম্পর্কে। কোন অবস্থায় কাপিং করা যাবে না এটা‌ অভিজ্ঞ এক্সপার্ট বা ডাক্তার ঠিক করে দিবেন।

https://www.facebook.com/100501282591208/posts/100908215883848/?d=n

🔶হিজামা (Cupping) করে রোগীরা কি আসলেই উপকৃত হয়েছে?

-আমাদের দীর্ঘদিনের অভিজ্ঞতায় যারা চিকিৎসা চালিয়ে গিয়েছেন তারা সবাই উপকৃত হয়েছেন। শুধু তাই নয়, এর মাধ্যমে যে রোগীরা উল্লেখযোগ্যভাবে উপকৃত হয়েছেন তা বিভিন্ন রিসার্চেও উঠে এসেছে।

🔶কখন হিজামা (Cupping) করা উচিৎ?

- আপনি যদি কোন রোগ নিয়ে কষ্টে থাকেন, হতে পারে সেটা সিম্পল low back pain অথবা, ডায়বেটিস বা, হাইপার টেনশান বা ব্লাক ম্যাজিক কালো জাদুর মত রোগ, প্রথমে আমাদের এক্সপার্ট অভিজ্ঞদের সাথে কন্সাল্ট করুন। যদি আপনার রোগটি এমন হয়, যাতে হিজামা (কাপিং) এ উপকার পাওয়া যাবে, অভিজ্ঞ এক্সপার্ট বা ডাক্তার এই ব্যাপারে আপনাকে বিস্তারিত কথা বলবেন এবং প্ল্যান দিবেন। মোটা দাগে বলা যায় প্রায় সব রোগের জন্যেই হিজামা (কাপিং) করা যায়। ইনফ্যাক্ট যাদের কোন রোগ নেই, তারাও Detoxification এর জন্য হিজামা( কাপিং)করতে পারবেন। শরীরকে ঝরঝরে ও রোগমুক্ত রাখতে নিয়মিত কাপিং খুব ভালো ফল দেয়।
আসলে হিজামা (কাপিং) সুস্থ মানুষেরই নেওয়া দরকার যাতে অসুস্থই না হয়।
কেননা হিজামা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।
এবং নাইটিক অক্সাইড বুষ্ট করে।

🔶হিজামা (কাপিং) কিভাবে করা হয়?

- একটা প্লাস্টিকের কাপ দিয়ে নির্ধারিত স্থানে নেগেটিভ সাকশান দেয়া হয়। নির্দিষ্ট সময় রাখার পর এমনিতেই জায়গাটা অবশ হয়ে যায়। এরপরে একটা minor Surgery'র যাবতীয় Precaution মেনেই ছোট একটা সার্জারি করা হয়। এরপরে আবার কাপ বসিয়ে নেগেটিভ সাকশান দেয়া হলে, শরীর থেকে রোগ তৈরী করে এমন সব জিনিস এবং রোগের কারণে তৈরী হওয়া জিনিসগুলো শুষে বের হয়ে আসে। এভাবেই হিজামা (কাপিং) করা হয়।

🔶হিজামা(কাপিং) এ কি Pain হয়?

- হিজামা(কাপিং) এর সার্জারির কথা শুনে অনেকেই ঘাবড়ে যান। সেশান কনফার্ম করেন এবং পরে বিভিন্ন জায়গায় ভিডিও দেখে সেশান ক্যান্সেল করেন। কারণ, তাদের ধারনা এই যে, হিজামা (কাপিং) এ অনেক ব্যথা। আসলে কোন একটা সার্জারি করার আগে যদি সেই সার্জারী ভিডিও দেখেন, তাহলে অবশ্যই আপনি ভয় পেয়ে যাবেন এবং সেটা আর করতে চাইবেন না। কারণ, সার্জারি জিনিসটা দেখতেই আপনার ভয়াবহ লাগবে। অথচ এটা করাটা মোটেই তেমন নয়। তাই আমরা খুব শক্তভাবে রিকোমেন্ড করি, কেউ যেন হিজামা (কাপিং) এর ব্যাপারে আইডিয়া নেয়ার জন্য হিজামা (কাপিং )এর ভিডিও না দেখেন। কারণ, সবার আসলেই সেই মানসিক শক্তিটা নেই।
প্রথম নেগেটিভ সাকশানেই স্কিন লিফট আপ হয়। যার মাধ্যমে নিচে থাকা সেন্সরি নার্ভ রিসিপ্টরগুলো কানেকশান হারায়। ফলে জায়গাটা প্রায় অবশ হয়ে যায়। এর পরে সার্জারী করা হলে তেমন কিছুই টের পাওয়া যায় না। সর্বোচ্চ অনুভূতি হতে পারে এমন- যখন পিঠে কলম দিয়ে কিছু লেখা হয় বা সুরসুরি দেওয়া হয়।
বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় স্কিনের এনাটমির ব্যাপারে ধারনা নেই এমন কারো কাছে হিজামা (কাপিং) করানো হয়। এইসব ক্ষেত্রে তারা বেশ ব্যাথার কমপ্লেইন করেন। কিন্তু, আমাদের এখানে আমরা যেহেতু সবাই এই বিষয়ে ডিপ্লোমা ডিগ্রীপ্রাপ্ত অন্তত, পেইন নিয়ে কমপ্লেইন করার সুযোগ আমাদের এখানে থাকছে না।

🔶হিজামা (কাপিং) এর SideEffect কি কি হতে পারে?

- হিজামা (কাপিং) এর তেমন কোন সাইড ইফেক্ট আসলে নেই। ছোট খাটো সাইড ইফেক্টের মধ্যে স্কিন ব্রুইসিং/ব্লিস্টারিং হতে পারে- যেটা ৭-১০ দিনের মধ্যেই একেবারে নরমাল হয়ে যায়।

🔶কত সময় লাগে একটা সেশানে?

- সাধারণত প্রতি সেশানের জন্য ১ -২ ঘণ্টার মত সময় লাগতে পারে। নির্ভর করে আপনার জন্য কয়টা কাপ লাগছে এবং কোথায় লাগছে তার উপর।

🔶হিজামা (কাপিং) এর জন্য খরচ কেমন?

- আমাদের ফি প্রতি কাপ বা পয়েন্ট ১০০ টাকা মাএ। ওয়েল ম্যাসেজ সেশন ২০০ টাকা। ফায়ার 🔥 কার্পিং সেশন ৫০০ টাকা মাত্র।
ক) আমাদের রয়েছে HomeService. আমাদের এই সার্ভিসটি Location অনুসারে টাকা চার্জ করা হয়।
খ) যারা আগে কখনো কাপিং করেন নাই, তারা এক্সপেরিয়েন্স করার জন্য কাপিং করাতে চান। তাদের জন্য রয়েছে TestCup। এখানে আমরা শরীরের যেকোন ১০টা পয়েন্টে কাপ করে দেই। কাপিং এর ব্যথা, সাইড ইফেক্ট ইত্যাদি নিয়ে যাদের কনফিউশান তারা এই সার্ভিসটি নিয়ে থাকেন।
Test Cup এর সার্ভিসটি ১২০০টাকা।
গ) যাদের অনেক রোগ আছে, তারা সেশনের আগে তাদের রোগ নিয়ে ডাক্তার বা অভিজ্ঞ এক্সপার্টদের সাথে কন্সাল্ট চান। অনেক সময় কিছু স্পেসেফিক ডিজিজের জন্য আগে স্কিন কন্ডিশান বুঝতে হয় (যেমন, Psoriasis এর ক্ষেত্রে Koebner phenomenon ইত্যাদি)- এসবের জন্য রয়েছে আমাদের Doctor Consultation সার্ভিস। যার জন্য ডাক্তারের ফি ৫০০টাকা। (Tele Consultation is also available)

🔶ডিস্কাউন্ট করার সুযোগ আছে কি না?

- প্রায়ই আমাদের বিভিন্ন Promo অফার চলে। সেই সময়ে আমরা বেশ কিছু ডিস্কাউন্ট অফার করে থাকি। আপনার সেশান বুক করার আগে তাই, আমাদের পেইজ ঘুরে দেখার ব্যাপারটা ভুলবেন না।

🔶মহিলাদের জন্য কি মহিলা অভিজ্ঞ থেরাপিস্ট?

- আমাদের female পেসেন্টদের কাপিং Female অভিজ্ঞ রাই করে থাকেন। এবং Male পেসেন্টের জন্য Male অভিজ্ঞ. পরিপূর্ণভাবে প্রাইভেসি মেনেই সেশান কন্ডাক্ট করা হয়।

🔶আপনাদের এখানে কি Appointment সেট করে আসতে হয়?

- জ্বী। আমাদের নাম্বারে কল দিলে স্লট বুক করে তারপরেই আসতে হয়।

আপনি যদি হিজামা (কাপিং) এর ব্যাপারে কন্সিডার করেন তাহলে হিজামা কাপিং বিষয়ে ডিপ্লোমা ডিগ্রীপ্রাপ্ত একজন অভিজ্ঞ এক্সপার্ট ই আপনার সেশানটা কন্ডাক্ট করবেন, তবে Rofrof Hijama Centre ই হওয়া উচিৎ আপনার পছন্দের জায়গা।
_____________________________________
আপনার এপয়েন্টমেন্ট এর জন্য
কল করুন: +8801612363908
অথবা, ম্যাসেজ করুন অথবা WhatsApp করুন,
অথবা, সরাসরি বুক করুন এই লিংকে:
https://www.facebook.com/Rofrof-Hijama-Centre-100501282591208/

🔹যোগাযোগ🔹
ঠিকানা: ৪৬৬/এ রোড নাম্বার:১০ খিলগাঁও তিলপাপাড়া, ঢাকা -১২১৯।

আমাদের শাখা আছে: মিরপুর -২ এবং যাত্রাবাড়িতে। ঠিকানা ও appoinment এর জন্য কল করুন: +8801612363908
_____________________________________

Address

Dhaka
1219

Opening Hours

Monday 07:00 - 22:00
Tuesday 07:00 - 22:00
Wednesday 07:00 - 22:00
Thursday 07:00 - 22:00
Friday 07:00 - 22:00
Saturday 07:00 - 22:00
Sunday 07:00 - 22:00

Telephone

+8801612363908

Alerts

Be the first to know and let us send you an email when Rofrof Hijama Centre posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Rofrof Hijama Centre:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram